নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

মাগো ভাবনা কেন

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪


মাগো ভাবনা কেন
আমারা তোমার শক্তিশালী সোনার ছেলে
তুমি অস্ত্র দিলেই শত্রু খতম করতে জানি
তোমার ভয় নেই মা আমরা
চাপাতি ধরতে জানি

আমরা হারবোনা হারবোনা
দখল করা একটা সিটও ছাড়বোনা
আমরা হলে হলে অস্ত্রের আগার গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
রাজাকার মারতে জানি

আমরা মানবোনা মানবোনা
ভিপি নুরের একটা কথাও শুনবোনা
আমরা নুরুল হকের পাছায় লাথি মারতে জানি
তোমার ভয় নেই মা আমরা
ডিমাঘাত করতে জানি

আমরা বিরোধিতা সইবোনা
ছাত্রী হলের ভিপি হলেও ছাড়বোনা
তোমার আশীর্বাদে চুলের গোছা ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
কিনখা বলতে জানি

আমরা ছাড়বোনা ছাড়বোনা
লীগবিরোধী লোক এদেশে রাখবোনা
তোমার হুকুম পেলেই বৈঠা লগী ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
পিটিয়ে মারতে জানি

আমরা প্রতিবাদ সইবোনা
শাড়ি চুড়ি গয়না পরে রইবোনা
তোমার এক হুকুমেই রাজপথে লাশ ফেলতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিরোধ করতে জানি

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

আখ্যাত বলেছেন:
আপনার মঙ্গল হোক

২| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৭

কানিজ রিনা বলেছেন: মাগো আমরাও কুক্ষ্যাত কবিতা লিখতে
জানি।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

আখ্যাত বলেছেন:
মন্তব্যের জন্য ১০ মার্কস দিলামে
আউট অফ ২০

৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোনার ছেলে নিয়ে সোনার প‌্যারোডি ;)

চলমান সময়ের ইতিহাস হয়ে মহাকালে খোদিত থাকবে মাৎসানায় ইতিবৃত্ত।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

আখ্যাত বলেছেন:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ
আজকের ঘটনা আগামী দিনের ইতিহাস

৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৮

বাংলার মেলা বলেছেন: আপনার মত কিছু অবিবেচক ব্লগারের জন্যই সামু বিপদে পড়ে। মডুরাই বা কি? জব্বার কাগু এখন ক্ষমতায় - এইটা কি উনারা ভুলে গেছেন? সামু বন্ধ করে দেবার পরেও শিক্ষা হয়নি - কোমরে দড়ি লাগিয়ে যখন হাজতে ঢুকাবে - তখন মা বাবা বলে চেচালেও কেউ বাচাতে আসবেনা।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭

আখ্যাত বলেছেন:
সামু বিপদে পড়বে না, স্বপদেই থাকবে
সড়ক দুর্ঘটনার ভয়ে সড়কে হাঁটা বন্ধ করা চলবেনা

৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: প্যারোডি অন্য একটি লেখার অনুকরণে লেখা হলেও, অনেকে এটাকে যতটা সহজ কাজ মনে করে আসলে তা ততটা সহজ নয়। আর প্যারোডি সবাই লিখতেও পারে না, আপনি পেরেছেন। প্যারোডি'র বক্তব্য সম্পর্কে কোন মন্তব্য নেই, তবে এটা একটা সার্থক প্যারোডি হয়েছে, তা বলতেই পারি।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৪

আখ্যাত বলেছেন:
অখ্যাত ব্লগে খায়রুল আহসানকে স্বাগতম
আপনার মূল্যবান মূল্যায়নের জন্য কৃতজ্ঞ
এই প্রেরণা পরবর্তী প্যারুডির নিয়ামক হয়ে কাজ করবে

৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৫

ঢাবিয়ান বলেছেন: এমন ছেলেরা চারপাশে থাকলে কি আর মায়ের ভাবনা থাকতে পারে

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

আখ্যাত বলেছেন:
ঢাবিয়ান ঠিক বলেছেন
ভাবনা কিসের?

৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮

করুণাধারা বলেছেন: আপনি বেশ সাহসী মানুষ.......

লাইক দিলাম।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৪

আখ্যাত বলেছেন:
কিন্তু দুঃখের বিষয় সাহসী আর ভীরু সবাইকেই মরতে হয়
জীবনের মায়া করে কেউ হাজার বছর বাঁচতে পারে না

৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্যারোডি ভাল হইছে।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্যারোডিটি খুব ভালো হয়েছে ! খাইরুল আহসান ভাইয়ের সাথে সহমত - প্যারোডি লেখা ততো সহজ নয় |

জব্বার আলীদের ধৈর্য বা পরমত সহিষ্ণুতার চরম অভাব রয়েছে | আপনাকে একটু সাবধানে প্যারোডি প্রসব করতে হবে ! ;)

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৭

আখ্যাত বলেছেন:
এই প্যারোডিটি লেখার পরও আমি আছি, সামুও আছে
এটিই প্রমাণ করে তিনি (She) চরম ধৈর্যশীল ও পরমত সহিষ্ণু

১০| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১:২৫

মা.হাসান বলেছেন: আখ্যাত ভাই, আমি ব্লগে কখনো কবিতা পড়ি না, কোন গল্পের ভিতরে কবিতা থাকলে সেই কবিতা স্কিপ করে পড়ি। তবে কওমি জননীর হাস্যোজ্জ্বল ছবি দেখে না এসে পারলাম না। যে মায়ের এমন সুসন্তান আছে সে মায়ের ২১৪১ সাল পর্যন্ত দুশ্চিন্তা নাই।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮

আখ্যাত বলেছেন:
আমিও আপনার মত
তবে কবিতা লেখার চেয়ে পড়া বেশি কঠিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.