নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

শোন বাংলার জনগণো, বিড়ি টানো ঘনো ঘনো

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২২

বিড়ি৷ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীদের শ্রেষ্ঠ ঐতিহ্য৷ জাতীয় ঐতিহ্যকে ধারণ ও লালন করা সবার নৈতিক দায়িত্ব৷ নিজস্ব ইতিহাসঐতিহ্যকে অসম্মান করে কোন জাতিই উন্নত হতে পারে না৷ বিড়ি ইস্মার্টত্বের চিহ্ন, সাহসের নিদর্শন, বীরত্বের প্রতীক, চেতনাসমৃদ্ধ বাঙ্গালীর লক্ষণ, বুদ্ধিশুদ্ধির পরিপক্কতার পরিচায়ক৷
.
"বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর" কথাটা অনিস্মার্টদের ক্ষেত্রেই শুধু খাটে৷ ওরাই চালু করেছে এই মৌলবাদী কুসংস্কার৷ ওরা প্রগতির শত্রু, চেতনাবিরুদ্ধ পরাজিত শক্তি৷ ওরা ধর্মান্ধ৷ অসাম্প্রদায়িক পূর্ববাংলার দুশমন৷ ওরা অনিস্মার্ট, ভীরুকাপুরুষ৷ ওরা মাথামোটা সঙ্কীর্ণমনা৷ এই অশুভশক্তিকে প্রতিহত করতে ধূমপানপ্রিয় বীরবাঙালী রুখে দাঁঁড়াও!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭

আখ্যাত বলেছেন:
গোপাল বিড়ি কি,
জয়!!
ব্যানসন সিগারেট কি,
জয়!!

২| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বি‌ড়ি খা‌বি খা /মারা যা‌বি যা!

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

আখ্যাত বলেছেন:
হাহা হাহা হা!

৩| ১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিড়ির উপর পোষ্ট লিখা কি কষ্টকর? বিড়ির উপর অনেকভাবে, অনেক কিছুই লেখা যায়।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৬

আখ্যাত বলেছেন:
ঠিক বস,
অনেক কিছুই লেখা যায়

৪| ১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

৫| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৭

আনু মোল্লাহ বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.