![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসল অপরাধীকে ধরতে হবে৷ সত্যি সত্যি তদন্ত করতে হবে৷ সত্যি সত্যি বিচার করতে হবে৷ সত্যি সত্যিই শাস্তি দিতে হবে৷
.
ধরুন, পুরান ঢাকার ১ দর্জি দোকানি তরুণ হিন্দুকে ১দল লোক কোপাতে কোপাতে মেরেই ফেলছিলো যখন, তখন তাদের কপালে ঐতিহ্যবাহী, গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারি ১সংগঠনের নাম লেখা ফিতা ছিলো৷
ধরুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেইট অতিক্রম করার সময় সেই নওযোয়ানদের মুখে ঐতিহাসিক ১স্লোগান ছিলো৷
ধরুন, রক্তমাখা তরুণটিকে ফেলে রেখে চলে যাওয়ার সময় তাদের কণ্ঠে ইতিহাসের সবচেয়ে সম্মানিত মানুষটির নামে জয়ধ্বনি ধ্বনিত হচ্ছিলো৷
.
শুধু মুখের স্লোগান শুনেই, কপালের ফিতা দেখেই ঐতিহ্যবাহী সংগঠনটির সব্বাইকে ১সাথে সন্ত্রাসী বলে গালি দেয়া কি ঠিক?
সেই দলের নেতৃ-নেতা, সভানেতৃ-সভাপতি, সম্পাদক-সেক্রেটারি সব্বাইকে ১যোগে আটক করে পায়ে বেড়ি পরিয়ে হাজতে ঢুকিয়ে দেয়া কি ঠিক?
সারা মাথার সব উকুন ১সাথে মেরে ফেলার উদ্দেশ্যে চিরুনি চালানোর মতো করে সারা দেশের সব নেতাকর্মীকে ১সাথে ধরে ফেলার উদ্দেশ্যে অভিযান চালানো কি ঠিক?
.
ন্যায় ও ইনসাফের দাবি হলো, আসল অপরাধীকে ধরতে হবে৷ সত্যি সত্যি তদন্ত করতে হবে৷ সত্যি সত্যি বিচার করতে হবে৷ সত্যি সত্যিই শাস্তি দিতে হবে।
আপনিয়ে চলে আসুন এই আঙিনায়
২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
মাহমুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: তবুও পরিবারের যে ক্ষতটা রয়ে গেল সারা জীবন তাদের কষ্ট দিবে।