![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাম দিকে সালাম ফিরালাম৷ বাম দিক থেকে ১জন দাঁড়ালেন৷ ঘোষণা দিলেন, "ইনশাল্লাহ, দোয়া বাদ কিতাবী তালিম হবে, সব্বাই বসি, বহুত ফায়দা হবে৷"
ইমাম সাহেব শুরু করলেন৷ আগের দিন যেখানে শেষ করেছিলেন, তার পর থেকে পাঠ করলেন৷ সুরা আনফালের কতগুলো আয়াতের সহজ সরল অনুবাদ পাঠ করলেন৷ শ্রুতিমধুর স্বর ও উচ্চারণে পাঠ করলেন৷ সহজবোধ্য করার জন্য যখন যেভাবে স্বরের ওঠা নামা করানো উচিত, সেভাবে করলেন৷ সঠিক মর্ম বোঝানোর জন্য যখন যেখানে বিরাম দিয়ে দিয়ে পাঠ করা উচিত, সেভাবে করলেন৷ উপস্থিত সবার 'বহুত ফায়দা' হলো৷
শিক্ষাঃ
ইমাম যদি মসজিদে, বাবা যদি পরিবারে, সভাপতি সভানেত্রী যদি তাঁর অফিসে, কাউন্সিলর চেয়ারম্যান মেয়র যদি তাঁর পরিষদে, মাননীয় স্পিকার যদি মহান জাতীয় সংসদে এমনি করে "কিতাবী তালিম" চালু করেন, তাহলে মুসল্লিরা, পরিবারের সদস্যরা, দলের নেতাকর্মীরা, ইউনিয়নবাসী পৌরবাসী, সারা দেশের জনগণ সব্বাই বহুত ফায়দা পাবে ইনশাল্লাহ৷
আমাদের দলে যোগ দিন
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:০৮
আখ্যাত বলেছেন:
বিদ্রহী অভিমত!
ভৃগু ভায়া, যথার্থ কিতাবী তালীম চালু করা গেলে আর রাতের আঁধারে ভোট যাবে না।
২| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
কি লিখতে চেয়েছেন, সেটা আপনি যদি জানেন, তা'হলে ভালো! ছবিটা ঠিক আছে, শেখ হাসিনা জানেন কি করে ছাগলের খামার বানাতে হয়।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১১
আখ্যাত বলেছেন:
প্রথম কথাটি মাথায় ঢোকেনি ভালো
দ্বিতীয়টি বুঝতে পেরেছি
ছাগলের খামার বিষয়ক তথ্যটি মগজের আয়তন বেড়েছে।
সব মিলিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রলো
৩| ১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তারছেড়া পোস্ট?
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১২
আখ্যাত বলেছেন:
রহস্যময় পাঠকের রহস্যপূর্ণ প্রতিক্রিয়
৪| ১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
মা.হাসান বলেছেন: আল্লাহওয়ালা কাকে বলে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে আসে। । আপনার দেয়া ছবি দেখে আমার আল্লাহর কথা স্মরণে আসলো।
কওমি জননীর হায়াত আল্লাহ তাআলা বহু বহু গুন বর্ধিত করে দিন । আমিন।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১২
আখ্যাত বলেছেন:
আপনার নেক নিয়াত পূর্ণ হোক
আমিন।
৫| ১২ ই মে, ২০১৯ রাত ৯:১৩
নজসু বলেছেন:
প্রিয় অখ্যাত ভাই
ছবিটা কিন্তু বিখ্যাত।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১৩
আখ্যাত বলেছেন:
ঠিকই বলেছেন পিয় সতীর্থ
৬| ১২ ই মে, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: জানলাম।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১৩
আখ্যাত বলেছেন:
শুনলাম
৭| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩২
মাহমুদুর রহমান বলেছেন: সঠিক বলেছেন।আর সে জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:১৪
আখ্যাত বলেছেন:
ভাই মাহমুদ, আপনার জন্যও আন্তরীক শুভেচ্ছা
৮| ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:২৮
নীল আকাশ বলেছেন: ১। ফায়দা দিয়েন না ভায়া! ভিক্ষা চাইনা কুত্তা সামলায় হালে পুরা জাতিরে তব্দা খাওয়ায় রাখছে।
২। কওমি জননীর হায়াত আল্লাহ তাআলা বহু বহু গুন বর্ধিত করে দিন । আমিন।
৩। ছবিটা ঠিক আছে, শেখ হাসিনা জানেন কি করে ছাগলের খামার বানাতে হয়। - (আসলে পাঠা হবে)
আজকাল কুরআন শরীফ নিয়েও সেলফি তোলা হয়। ভালো। দেশ বেশ এগিয়ে যাচ্ছে।
বড় ভয়ে ভয়ে আছি। আজকাল রমজানের রোজাও নাকি চাঁদ দেখে শুরু হয় না। কওমি জননীর হুকুম পেলেই শুরু হয়।
তাবলীগ জামাতের ২ গ্রপের মারামারি বন্ধ করার জন্য আমি উনাকে তাবলীগ জামাতের আজীবনে জন্য চেয়ার(ও)ম্যান করার দাবী জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফায়দার চোটে তো এক দল গায়েব প্রায়!
ভোট হয় রাতের আঁধারে!
কথা বলা বন্ধ!
আর ফায়দা দিয়েন না ভায়া! ভিক্ষা চাইনা কুত্তা সামলায় হালে পুরা জাতিরে তব্দা খাওয়ায় রাখছে
ফায়দায় আর উন্নয়নে চুবায়া রাখছে -ইমুন চুবানি! শোকে -দু:খে জবান বন্