![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেতো বুঝিনি
চোখের সে স্পর্শ,
বোঝার তো কথাও না
ও টাই তো ছিলো প্রথম রক্ত।
উফফ, কি তোমার চোখের চাহনী
উপমা দিলে হয়
চোখের ব্লেডে সার্জারী !
যাক, সার্জারী যখন করেই ফেললে
সার্জন ফী টা কতো?
বিল পেমেন্ট কি নগদে হবে
নাকি বাকী হলেও মানবে?
নগদে দেয়ার তো ইচ্ছে নেই
বাকী ই থাক।
বন্ধকী রাখতে হবে ?
বেশ তো
বন্ধকে আমার হৃদয়টাই রাখলাম।
খুব দামী না হলেও ফেলনা না
(তুমি) বুড়ি হলেও ভালোবাসা কমবে না
হারিয়ে ফেললে এমনটি আর পাবে না।
©somewhere in net ltd.