![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপুরুষ নই; সাধারণ।
তাই কন্যা
তোমার চোখের কাজলে
ঘাম জমানো নাকের ঐশ্বর্যে
কানের দুলে
শুভ্র দাঁতের হাসিতে
দীঘল কালো চুলের বন্যায়
গভীর নাভীকুন্ডে
কোমরের বাঁকে
পেলব পায়ের চলনে
আমি বার বার তোমার প্রেমে পড়ি।
শাড়ী পরিহিতা সুকন্যা
আমি মহাপুরুষ হলে
অসাধারণ পংতি সাজিয়ে প্রেম নিবেদন করতাম।
সাধারণ তাই সাধারণ ভাবেই বলি
আমি তোমায় ভালবাসি।
©somewhere in net ltd.