![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙুল ই তো
কিন্তু
ছুঁতে চাইলেই কি ছোঁয়া যায়
যদি হেসে হারিয়ে যায়
যদি লজ্জাবতীর মতো লুকিয়ে যায়।
তারচেয়ে পকেটে হাত ঢুকিয়ে
পাশাপাশি হাঁটাই ভালো,
আশায় চুপচাপ থাকাই শ্রেয়।
যেদিন কন্যা লাল শাড়ী পড়বে
সেদিন আঙুল না
হাত ধরেই আমরা হাঁটবো,
পাড়ি দিবো নীহারিকা
মেঘ আর বৃষ্টি হয়ে।
©somewhere in net ltd.