![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবণ যদি পারে দেখিতে
সীতারে
দশ মাথার বিশ আঁখিতে
আমি তবে পারি বাসিতে
কন্যারে
একশ হৃদয়ের হাজার কাব্যে,
আরব্য রজনীর গল্পে পার যদি হয়
হাজার খানেক রাত
আমি তবে কন্যার তরে গল্প নামাতে পারি
লক্ষ লক্ষ রাত,
মজনু ফরহাদ রা যদি পারে হতে প্রেমিক প্রবর
আমি ও বা কম কিসে
হয়ে যাবো পাষাণ পাথর।
শুধু কন্যা,
আমায় মশা মনে করে
মশারী টাঙিয়ে
ঘুমিয়ে পড়িস না কাঁথার তলে।
তাহলেই হয়ে যাবে লেইম সবকিছু
কিছু বলার আগেই!!!!!
©somewhere in net ltd.