![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যদি তোর ডাক শুনে কেউ না আসে....."
আসবে না মানে!
আসতেই হবে।
ফাজলামি।
কথায় ভিজে না আসলে
হাতে মার খেয়ে আসবে,
তাও না আসলে
পা থাকতে হাতে কি?
তাতেও না আসলে
ডাক্তার দেখাবি, বলবি
গলায় সমস্যা তাই পারিস না
জোরে দিতে ডাক,
ডাক্তার বাবু যদি বলেন গলা ওকে
তাহলে মাইক ভাড়া করে ডাকবি
দরকার হয়
ডাকতে ডাকতে ঢাকা যাবি।
তার বাসার সামনে মাইকে চিৎকার করে
রাজ অনৈতিক নেতার মতো ডাকবি,
তাও যদি না আসে
রিটার্ন টিকেটে ঘরের ছেলে ঘরে ফিরিস
আর অবস্থা খারাপ হলে
হাসপাতালে ভর্তি হোস
আরো বেশী খারাপ হলে
গাড়িতে চেপে পাবনা চলে আসিস।
সব মিলে তারপর
ধরা গলা ছেড়ে গাইবি
"যদি তোর ডাক শুনে কেউ না আসে"
এই কে আছিস রে
এর পরের লাইন কি রে?
©somewhere in net ltd.