![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি হঠাৎ
আকাশ জ্বালিয়ে জোছনা পড়ে
তাতে চোখ বেয়ে ঝর্না ঝরে
বা বুকের ঠিক মধ্যেখানিতে মুচড়ে উঠে
আর লেখা থেমে যায়
যদি হঠাৎ
কোনো কিছু ভালো না লাগে
প্রিয় কবিতায় অরূচি ধরে
গানের সুরে কষ্ট আসে
মন খারাপের প্রহর গুণে
যদি হঠাৎ স্বপ্ন দেখতে মন চায়
যদি হঠাৎ একা লাগে
যদি হঠাৎ ঘোর ভাঙ্গে
যেনো আমি আছি এখনো
আগেরি ঠিকানায়
কাঠ পেন্সিলের দেয়ালে
হাতের চুড়ির ভাজে
কানের দুলে, কপালের টিপে
অথবা নীল শাড়ির আঁচলে।
©somewhere in net ltd.