নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://eporasona.com/

ami onekkkkkkkkk onek olosh

মূর্খ

শুরও করেছি, বাংলাতে ওয়েব ডেভেলপমেন্ট শিখার একটি ওয়েবসাইট । http://eporasona.com/

মূর্খ › বিস্তারিত পোস্টঃ

একটি ছোট্ট প্রয়াস যারা বাংলাতে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান। http://eporasona.com/

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

শুরও করেছি, বাংলাতে ওয়েব ডেভেলপমেন্ট শিখার একটি ওয়েবসাইট । http://eporasona.com/ সাইট টি সম্পরকে মতামত আসা করছি। কাজ মাত্র সর করেছি। আসা করছি বিপুল পরিমান তথ্য নিয়া (এইচটিএমএল (html), CSS, PHP, CodeIgniter Framework, WordPress & Joomla ,SEO,Etc.) এগিয়ে যাবো। বর্তমানে ওয়েব এর কাজ করে অনেকেই সফলকাম হচ্ছেন খুব সহজেই। ওয়েবসাইটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ODESK, Freelancer.com এসব ফ্রীল্যান্সিং সাইট গুলো তে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে খুব সহজেই গড়ে নিতে পারেন ।তবে এর জন্য আপনাকে সময় দিতে হবে প্রচুর।



আউটসোর্সিং এর মাধ্যমে আয়ের যে সকল পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ওয়েবসাইট তৈরির কাজগুলোতে। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট দুটি বিষয়ের সংমিশ্রণে তৈরি করা হয়, যার একটি হচ্ছে ওয়েবসাইটি কিভাবে কাজ করবে তার নির্দেশনা দেয়ার জন্য প্রোগ্রামিং এবং অপর অংশ হচ্ছে এর বহিরাবরণ বা ডিজাইন।



ওয়েব ডেভেলপমেন্ট এ যারা বাংলায় শিখতে চান তারা শিখতে পারেন। মতামত জানালে খুশি হতাম। আর যারা হেল্প চান তাদেরকেও হেল্প করতে পারি, আমাদের একটা ক্লাব আছে সেখানে বসে সবাই মিলে চেষ্টা করতে পারি।

http://eporasona.com/

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:১৮

অতঃপর জাহিদ বলেছেন: ধন্যবাদ, ওয়েভ সাইটের কাজ করে, ইনকাম করতে কত সময় লাগে।

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:১৪

মূর্খ বলেছেন: জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আগ্রহি হন আর খুব এচ্ছা শক্তি থাকে তাহলে এইচটিএমএল শিখতে বেসিদিন লাগবেনা। আর এইচটিএমএল যখন আয়ত্তে চলে আসবে তখন অনেক কিছু সহজ মনে হবে।

পরিশ্রম করার পরিমানটা বাড়িয়ে দিতে হবে। কিভাবে শেখা যায় তা নিয়েই ভাবতেহবে।আপনি যদি কোন কাজ জানেন তাহলে ফ্রীল্যান্সিং করে একজন সাধারন চাকুরীজীবি থেকে ভালো টাকা রুজি করতে পারবেন।এখন প্রয়োজন হচ্ছে সঠিক গাইড লাইন। বা সঠিক পথ। পথের অভাব নেই। আপনি কি পারেন তা নিজেকে জিজ্ঞেস করুন। আর তা দিয়েই আপনি কাজ করতে পারবেন।

২| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:১৯

লিমন আজাদ বলেছেন: আমি এই লাইনের লোক না। তবু এগুলো শেখার ইচ্ছে আছে। চমৎকার উদ্যোগ। চালিয়ে যান। সাথে থাকব।

৩| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৫০

মূর্খ বলেছেন: আজাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চালিয়া যান

৪| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০

আমার আমিত্ব বলেছেন: এক সময় খুব ইচ্ছা হত এ গুলো শিখবার,

সংসারের জাতাকলে হারিয়ে গেছে ইচ্ছাগুলো।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

খেলাঘর বলেছেন:


আমি শিখব আপনার সাইট থেকে

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি ব্লগে চার বছর হয়ে গেছে। চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন :)

মূর্খ
ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ১৭টি
মন্তব্য করেছেন: ১০১টি
মন্তব্য পেয়েছেন: ১১৬টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৭ ঘন্টা
ব্লগটি মোট ৫২৬৩ বার দেখা হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.