![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে দুপুর থেকে হঠাত করে আমার খুব ঘিয়ে মাখানো আলু ভর্তা, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুঁচির সাথে সর্ষে ইলিশের ঝোল দিয়ে মাখিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো । ব্যস্ততার জন্য আর গরমের মধ্যে আম্মাকে অযথা কষ্ট দেয়া হবে ভেবে চুপ করেছিলাম।
রাতে আমি বসে বসে ব্যাগ গুছাচ্ছি, আম্মা থালায় করে ভাত নিয়ে এলো। একটা সোনালী রঙের আলুভর্তার বল,ভেতর থেকে ভাজা মরিচ আর কাঁচা ধনে পাতার সুবাস আসছে। পাশেই একটা ইলিশ মাছ, ছোট্ট একটু ডিমও আছে। সর্ষে ঝোলের ওপর থেকে ধোঁয়া উড়ছে। তাজা পেঁয়াজ আর মরিচ কাটা তার পাশে দিয়ে সাজানো।
মাঝে মাঝে মা কে বলে দিতে হয় না কিছুই। মায়ের মতো কেউ বুঝতে পারে না সন্তানের কথা।
কণা। ছোট একটা মেয়ে। ওরও মাঝে মাঝে মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করে। মা একটা ডিম ভাজলেও সেইটার স্বাদ আলাদা। আর ভালো কিছু রান্না করলে তো কথাই নাই। কণা মায়ের আশেপাশে দিয়ে ঘুরঘুর করতে থাকতো। মা মাঝে মাঝে বকাও দিতো এই জন্য, কিন্তু কণা জানে, মা আসলে খুশিই হতো। ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে মায়ের কোন ক্লান্তি নেই।
অনেক দিন হয় মা কিছু রান্না করে না। মা যখন রান্না ঘরে চুলার আঁচে দাঁড়িয়ে রান্না করতো, মায়ের সুন্দর মুখটা কেমন লালচে হয়ে উঠতো, মাকে খুব অন্যরকম সুন্দর দেখাতো। কণা শুধু এই মুখটা দেখার লোভে রান্না ঘরে উঁকি দিতো বার বার। মা অনেক দিন হলো রান্নার সময় লাল হয়ে ওঠা মুখটা আঁচল দিয়ে মুছতে মুছতে কণাকে বলে না - খিদে পাইছে আম্মু??
হাসপাতালের বেডে শোয়া মানুষটাকে দেখতে কণার আর ভালো লাগে না। মা হচ্ছে ঘরের মধ্যে অনেক বছর ধরে থাকা বিশাল একটা খাটের মতো। প্রতিদিন আমরা অসংখ্যবার সেই খাটটাকে ছুঁয়ে দিই কোন না কোন কারণে, কিন্তু একবারও মনে হয় না ওটার অস্তিত্ব কতো বিশাল। যেই ঘর থেকে খাটটা সরিয়ে ফেলা হয়, অমনি সমস্ত ঘরটা খাঁ খাঁ করতে থাকে।
আজ অনেক দিন হয় কণার মা বাসায় আসেন না। কণা জানে না, মা আর কোন দিন বাসায় আসবে কিনা।
না ! মাকে বাসায় আসতেই হবে ! কতো মানুষ কতো টাকা কতো ভাবে নষ্ট করে, কণার মায়ের জন্য অল্প কয়টা টাকা দরকার। সবাই পারবে না ওকে সাহায্য করতে?? মা'ই তো। ফেসবুক ইউজার প্রত্যেকেরই তো আম্মা আছে, আজকে রাতেও তো সবাই আম্মার হাতের রান্না খেলো, শুধু কণাই খেতে পারলো না।
এই পিচ্চি মেয়েটার আম্মা ক্যান্সারে আক্রান্ত।
Cancer Stage : 2 (Breast lump Upper & inner quadrant left)
তিনি এখন ঢাকার লালমাটিয়ায় Oncology Center & General Hospital-এ DR. AHMED SAYEED এর আওতায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
৬ টা কেমোথেরাপী দিতে দরকার ৭ লাখ টাকা। অনেক টাকা তাই না??
মাত্র ৭ হাজার মানুষ ১০০ টাকা করে দিলে হয়ে যায়, জানেন??
১৪ হাজার মানুষ ৫০ টাকা করে দিলেও হয়।
এক একটা পেইজে কত্তো গুলা করে ফ্যান, সামর্থ্য কি নাই ৫০ টাকা করে ভিক্ষা দেবার ? হ্যাঁ ভিক্ষাই বললাম, মায়ের জন্য ভিক্ষা চাইতে লজ্জা নাই। আমার নিজের মা বাপ হইলে আমি নির্দ্বিধায় ভিক্ষায় নেমে যেতাম রাস্তায়।
আমার ফ্রেন্ড লিস্টে ১১০০ মানুষ আছে, ফলোয়ার ২০০০ জন। এই ৩১০০ মানুষ ৫০ টাকা না, তার বেশি দেয়ার ক্ষমতা রাখেন আমি জানি।
অনেক দিতে বলছি না। এক প্যাকেট সিগারেট খাইয়েন না, এক বেলা রিকশায় না চড়ে হেঁটে যান। এক বেলা বয়ফ্রেন্ডের সাথে কম কথা বলেন। একবার গার্লফ্রেন্ড রে বলেন তোমার জন্য ফুল কিনতে পারি নাই কারণ সেই টাকাটা এক মা কে বাঁচানোর জন্য দিয়েছি। একটা নেইলপলিশ কম কিনেন। এক লিটার কোকাকোলা কম খান। সেই টাকাটা আমাদের এই আম্মা কে দেন। খুব বেশি কষ্ট হয়??
"মা" দিবসে ফেসবুকে স্ট্যাটাসের বন্যায় থাকা যায় না। "মা" কে নিয়ে পেইজে লাইক দিয়ে ভরায়ে রেখেছেন প্রত্যেকে। একজন মাকে মরে যেতে দেবেন আপনারা ?? নিজেরা একটু আগে মায়ের রান্না খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ফেসবুকিং করছেন এখন, কণার কপাল থেকে মায়ের রান্না খাওয়ার কিসমত উঠে যেতে দেবেন ??
পিচ্চি পিচ্চি ছেলেমেয়ে গুলা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পড়া বাদ দিয়ে রাস্তায় নেমে মায়ের জন্য ভিক্ষা করছে। অনেক কষ্টে লাখ খানেক টাকা উঠেছে এই পর্যন্ত। আর আমরা বুড়ো গুলো বসে বসে স্ট্যাটাসে লাইক গুনি। কণার মা কে নিয়ে কেন স্ট্যাটাস দেবো?? লাইক কম পড়বে। পাব্লিক মজা পাবে নাহ। জনপ্রিয়তা কম যাবে। আহারে, একটা মায়ের জীবনের চেয়ে কয়েকটা লাইকের দাম কত্তো বেশি !!
আর কিছু বলতে চাই না আমি। মন চাইলে স্ট্যাটাসটা কপি/ পেস্ট / শেয়ার কইরেন।
কণার আম্মাকে নিয়ে ইভেন্টের লিঙ্ক প্রথম কমেন্টে। টাকা পাঠানোর সিস্টেম বলা আছে। বিকাশে সর্বনিম্ন ৫০ টাকাও পাঠানো যায়।
ইচ্ছা আপনাদের। একজন মাকে যদি মরতে দেখতে ইচ্ছা হয়, চুপ চাপ দেখেন। এর পর কোন দিন মা মা করলে সেইটা ম্যা ম্যা ছাড়া আর কিচ্ছু শোনাবে নাহ।
- Farhin Sohan Kabir Lita আপুর ফেসবুক স্ট্যাটাস থেকে -
ফেসবুক ইভেন্টটিতে যোগ দিন এবং অবশ্যই মনে রাখবেন সেখানে গোইং দেবার অর্থ আপনি সাধ্যমত সাহায্য করতে যাচ্ছেন আমাদের জননীকে।
অর্থ সাহায্য পাঠাবার জন্য নিচের নাম্বারগুলোতে বিকাশ করতে পারেন :
০১৬৮০৪৭১১১৬ (01680471116) [কণা]
০১৯১৪৮৮০৭৯৮ (01914880798)[কণা]
০১৭৫২৮৪৯০১৯ (01752849019)[কণা]
০১৯৬১৫৫৪০২৫ (01961554025)[কণা]
NOTE: পারসোনাল একাউন্টে বিকাশ করার জন্য SEND MONEY অপশন ব্যবহার করতে হয়। রেফারেন্স কোড হিসেবে আপনার নিজের মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন। কণার পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করে বিকাশ প্রাপ্তি কনফার্ম করা হবে।
ব্যাংক অ্যাকাউন্ট
নিচের ব্যাংক অ্যাকাউন্ট গুলো কণার পরিবারের। আপনারা এগুলোতে সাহায্য পাঠাতে পারেনঃ
**** 1 # Anisur Rahman
Current A/C NO : 200000372
Sonali Bank-Bashabo Branch , Dhaka
**** 2 # Farkhanda Shamim
Savings A/C NO : 100003397
Sonali Bank , Bashabo Branch , Dhaka
**** ৩ # Anisur Rahman
Dutch Bangla Bank ACCOUNT.
A/c NO : 108101606679
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য আমাদের কাছে আছে একটি পে প্যাল অ্যাকাউন্ট। যেই ভাইয়া বা আপু বিদেশ থেকে টাকা পাঠাতে চান তিনি ইভেন্টের ওয়ালে আমাদের নক করলে আমরা ইনবক্সে একাউন্টটি জানিয়ে দেবো। এছাড়া Wire Transfer অথবা Western Union Money Transfer এর মাধ্যমে আপনারা কণার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলোতে বিদেশ থেকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
যারা পেপ্যাল করে আমাদের আম্মার জন্য টাকা পাঠাতে চান তাঁরা https://www.facebook.com/tbarat এর সাথে যোগাযোগ করুন।
পেপ্যাল অ্যাকাউন্ট: [email protected]
যেকোন জিজ্ঞাসার জন্য আপনারা এই মায়ের সন্তানের সাথে কথা বলতে পারেনঃ
ফোনঃ
রাবেয়া বুশরা কণা - 01534698330
অথবা, জারিফ মাহমুদ স্বপ্নীল- 01726920269
অনলাইনে লক্ষ লক্ষ মানুষ, একশ/দুইশ টাকা আমাদের বেশীরভাগের কাছেই তেমন কিছু নয় ! আমরা কি পারবো না আমাদের মায়ের জন্য সে সাহায্যটুকু করতে? আপনাদের সামান্য সহযোগীতাই পারে আমার মা কে সুস্থ করে তুলতে.. সাধ্যমত সাহায্য করুন, এগিয়ে আসুন সবাই !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, স্টিকি হোক বা না হোক যারা পোস্টটি দেখছেন প্লীজ সাধ্যমতো এগিয়ে আসুন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সমর্থন এর জন্য, দয়া করে মাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন, বাচ্চাটি নিতান্ত অসহায়।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে আছি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাইজান। সাহায্যে এগিয়ে আসুন প্লীজ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই, মায়ের জন্য হলেও পরিচিতদের নক করুন, আলাপ করুন, যতটুকু পারা যায় সাহায্য করুন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
এসএমফারুক৮৮ বলেছেন: সাথে আছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আগ্রহী হলে ইভেন্টে বা এখানে জানিয়ে বিকাশ বা ব্যাংক ইন করতে পারেন। কমেন্টে জানিয়ে গেলেই হবে, ইভেন্টে কনফার্ম করে রাখা হবে। অনুরোধ রইলো, যতটুকু পারেন।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
মদন বলেছেন: পোস্ট স্টিকি করা হউক ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, সহ ব্লগারদের কন্ট্রিবিউশন আশা করবো মন থেকে। আপনাদের সহযোগিতায় মা ভালো হয়ে যাবেন ইনশা আল্লাহ্।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
স্বস্তি২০১৩ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, আপনাদের কন্ট্রিবিউশনের অপেক্ষা থাকবে।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
খাটাস বলেছেন: সাথে আছি সাধ্যমত। পোস্ট স্টিকি করা হউক।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি জনাব, কাইন্ডলি জানিয়ে যাবেন যদি এতে সাহায্য করা সম্ভব হয়।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সহমর্মিতা খুব ভালো লাগলো! আশা করি ব্লগার সমাজ বরাবরের মত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মায়ের জন্য অর্থ সাহায্য প্রার্থনা করছি কবি .. এগিয়ে আসুন সবাই মিলে !
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
আমি ইহতিব বলেছেন: পোস্ট স্টিকি করা হউক । সাথে আছি।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
অয়োময় বলেছেন: মায়ের পাশে আছি।মায়ের জন্য অনেক দোয়া ও ভালবাসা।
.
পোস্টটি স্টিকি করা হউক।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
মামুন রশিদ বলেছেন: সাথে আছি ।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
কাজী মামুনহোসেন বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সহমর্মিতা খুব ভালো লাগলো! আশা করি ব্লগার সমাজ বরাবরের মত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন!
পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
আমি ব্লগার হইছি! বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সহমর্মিতা খুব ভালো লাগলো! আশা করি ব্লগার সমাজ বরাবরের মত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন!
পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক ।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
শিপু ভাই বলেছেন:
আমি বিকাশ করবো সাধ্যমত!!!
সবাইকে অনুরোধ করছি এই মা কে বাচাতে এগিয়ে আসুন!!!
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: সাথে আছি।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন: সাথে আছি সাধ্যমত।
পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
ভিয়েনাস বলেছেন: মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো....
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬
তারছেড়া লিমন বলেছেন: সাথে আছি।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯
নির্ভীক আহসান বলেছেন: পোস্টটি ভেরিফাই করে স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে অনুরোধ করছি। সাথেই আছি
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬
নোমান নমি বলেছেন: পোষ্ট স্টিকি করার দাবি জানাচ্ছি
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আছি সাথে।
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
ভিটামিন সি বলেছেন: শ্রদ্ধেয় পাঠক, ভাই, বোন, বন্ধুরা। আপনারা সাথে আছেন জেনে খুব খুশি লাগলো; পোষ্ট ষ্টিকি করার আবেদন জানিয়েছেন আরো বেশি খুশি লাগছে। কিন্তু যে যার অবস্থান থেকে সাধ্যমত সামান্যতম সাহায্য করলে আরো বেশি খুশি লাগতো।
আপনাদের সাহায্য পেয়ে মা ঘরে ফিরে আসলে অব্যাক্ত খুশির হাসি ঝিলিক দিয়ে উঠত কণা, স্বপ্নীলের মনে, ঘরে।
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
আম্মানসুরা বলেছেন: সাথে আছি, সাধ্যমত চেষ্টা করব।
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
আল ইফরান বলেছেন: সাথে আছি এবং সাধ্যমত চেস্টা করবো, ইনশাল্লাহ।
মডারেটরদের প্রতি অনুরোধ রইলো পোস্ট স্টিকি করার জন্য।
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো....
২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট স্টিকি হোক !
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
অদৃশ্য বলেছেন:
মায়ের জন্য প্রার্থনা রইলো...
শুভকামনা...
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮
ভূতাত্মা বলেছেন: বিকাশের জন্য নতুন তিনটি নম্বরের ব্যাবস্থা করা হয়েছে-
০১৬৮২৪৫২০৮৭ (01682452087) > সায়াহ্ন
০১৬৭৬২৭০৭৩৭ (01676270737) > প্রান্তিক
০১৯৬১৫৫৪০২৫ (01961554025) > কণা
৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
ইখতামিন বলেছেন:
মায়ের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো....
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
বটের ফল বলেছেন: পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।