নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা সত্য বলিব

ওমর শিমুল

সর্বদা সত্যের পথে অবিচল

ওমর শিমুল › বিস্তারিত পোস্টঃ

জীবন প্রণালী

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

মানব জীবন খুব বেশি বৈচৈত্র ময়। কার মনে যে কখন কি চিন্তাভাবনার বাস করে তা বলা আসলেই খুব মুশকিল। সবার মাঝেই কেন জানি মনে হয় বিদ্যমান রয়েছে না পাবার এক অজানা কষ্ট। তার পর ও মানুষ হাসতে চেষ্টা করে, চেষ্টা করে পৃথিবীটাকে নিজের মতো করে গড়ে নিতে। দুঃখ কষ্ট কে ভুলে বাস্তবতাকে মেনে নিয়ে বেচে থাকার মধ্যেই মানব জীবেনের প্রকৃত সুখ নিহিত।



আজ কে একটা বিষয় জানার পর থেকে মনটা খুব খারাপ। যে বন্ধুটাকে আমি সব থেকে হাসি খুশি মনে করতাম, যে বন্ধুটাকে আমার সবচেয়ে আপন বলে মনে হয় তার মাঝে ও লুকিয়ে আছে হারানোর বেদনার এক কষ্ট।



ছোট থেকে বাবাকে হারানোর মধ্যে দিয়ে আমি আমার পিতার আদর থেকে বঞ্চিত হয়েছি। আজ ও আমি তার অভাব অনুভব করে থাকি। আমি আমার ছোট কাল থেকে পিতার আদর কাকে বলে তা বুঝিনি, পিতার কাছে সন্তানের যে আবদার থাকে তা আমি কখন ও করতে পারিনি, বাবা বলে কাউকে ডাকতে পারিনি। যখন ছোট ছিলাম তখন এ বিষয় গুলো অনেক বেশি উপলব্দি করতাম। কিন্তু এখন বড় হয়ে যাবার পর থেকে এত বেশি মিস না করলেও মাঝে মাঝে এসব কথা ভেবে মনটা অনেক খারাপ হয়ে যায়।



যা বলছিলাম আমার এক বন্ধুর কথা। যার বাবা মারা যায়নি তবে তার বোনের স্বামী মারা গিয়েছিল তার তিন মাসের ছোট একটা মেয়ে রেখে। সেই ছোট মেয়েটি আজ স্কুলে যেতে শুরু করেছে, তার নিজের পৃথিবীটাকে সে বুঝতে শুরু করেছে এক দিন হয়তো সে তার বাবার অনুপস্থিতি তার জীবনে উপলব্ধি করতে পারবে। আমার বন্ধুটির বোনটি তার জীবন পার করে দিচ্ছে তার মেয়ের দিকে তাকিয়ে, তার ফেলে আসার স্বপনের সংসারের স্মৃতি কে মনে করে।



আসলে বাস্তবতা খুবই কঠিন, খুবই নির্মম। এখানে ইমোশন বা আবেগের কোন জায়গা নেই। মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে তার স্মৃতি টুকু আমাদের কে শুধুই কাদায়। এক সময় কাদঁতে কাদঁতে চোখের পানি শুকিয়ে যায় আর আমারা আমার নেমে পড়ি নিষ্ঠুর এ পৃথিবীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায়।



মানব জীবনেন চরম বাস্তবতা হলো মানুষ তার দুঃখ, কষ্টগুলো কে ভুলে গিয়ে সুখ কে আকড়ে ধরে বাচঁতে চেষ্টা করে। কারন দুঃখ কে মনে ধরে সারাক্ষন বসে থাকা যাবে কিন্তু বেচেঁ থাকা যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.