নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া...

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৯

সকালে কি মনে করে যেন ফেসবুকে একটা লিংক শেয়ার করেছিলাম। আমার দ্বিতীয় পোস্টটার। রাজাকার জামাত এবং ইত্যাদি নাম। মনে পড়ে যাচ্ছিলো সেইসব দিন। কি সব দিন! ঝগড়াঝাটি, ছাগু এটিম, ব্যান, ব্লক, নিরাপদ ব্লগার ইত্যাদি ইত্যাদি। একাউন্টটা বহাল তবিয়তে আছে দেখে ইচ্ছে হলো লগইন করতে পারি কিনা দেখি, লগইন করার পর মনে হচ্ছে একটা পোস্ট দিই। কতদিন ব্লগিং করি না!



নাহ, বাংলা ব্লগ আগের মতোই আছে। বেশীরভাগ সেই কপি পেস্ট আর সংবাদপত্রের চর্বিত চর্বন, দলের এজেন্ডা মেনে ভুংচাং। ফেসবুক যখন এইসবের জন্য উত্তম স্থান বিবেচিত ভাবলাম ব্লগ বুঝি বেচে গেলো এই দফা। কনস্ট্রাকটিভ লেখকরা একটু হাত খুলে লেখার সুযোগ পাবে। আমি নিশ্চিত তারা লিখছেন। লড়ছেন। অভিবাদন তাদের। আপনারাই পারেন গারবেজ হওয়ার হাত থেকে বাংলা ব্লগকে বাচিয়ে রাখতে।



লেখুন দুহাত খুলে। এটা আপনার যা ইচ্ছে লেখার খাতা। নিজের ইচ্ছেগুলো তুলে ধরুন। নিজের ইচ্ছেগুলো...

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৪

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও ব্লগে স্বাগতম। আসুন আবার সবাই মিলে একসাথে ব্লগে ব্লগিং করি।

২| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ওয়েলকাম ব্যাক!!!
শুভকামনা রইলো।

৩| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৬

ফারহুম বলেছেন: আই উইশ ফিরে আসবেন আপনারা সবাই। পোস্ট-কাউন্টার পোস্টে আবার জমে উঠবে বাংলা ব্লগপাড়া।

৪| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৬

অমি রহমান পিয়াল বলেছেন: দেখা যাক, আর এটা তো আমার পুরানো বাড়ি এখানে আসতে লিখতে কি আর অনুমতি লাগবে কারো
মন ভালো থাকলে নিশ্চয়ই লিখবো

৫| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫১

শান্তির দেবদূত বলেছেন: এত দিন পর! মিস করি আগের সেই ব্লগ, সেই ব্লগারদের, সেই সময়টাকে। পুরোদমে ফিরে আসুন না, কি আছে জীবনে?

৬| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪

কলাবাগান১ বলেছেন: এত দিন পর! মিস করি আগের সেই ব্লগ, সেই ব্লগারদের, সেই সময়টাকে। পুরোদমে ফিরে আসুন না, কি আছে জীবনে?

৭| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪১

প্রবাসী পাঠক বলেছেন: ওয়েলকাম ব্যাক।
আবার নিয়মিত হবেন আগের মত করে এই প্রত্যাশা করি।

৮| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!

নস্টালজিয়া....

৯| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

ভিটামিন সি বলেছেন: আইয়া পড়েন তো মেবাই। কোমড়ডা কাইচ্ছা লেহালেহিতে লাইগ্যা পড়ুইন। আমি তো গেরাইম্ম্যা হেরলেইগ্গ্যা আমার ভাষা ঠিক নাইক্কা।

১০| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৮

তাসজিদ বলেছেন: পিয়াল ভাই,
কতদিন পর আপনার পোস্ট দেখলাম সামুতে। প্রায় ৪ বছর পর।

ফিরে আসুন, আবার। পোস্ট করুন দারুণ দারুণ লেখা।

অপেক্ষায় থাকলাম।

১১| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

নিষ্‌কর্মা বলেছেন: আগে ব্লগ পড়লে সব কিছু জানা যেত। এখন ভ্রমণ করতে হয় ফেসবুক। অমির কথাই ঠিক।

১২| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

জেরিফ বলেছেন: B:-) B:-) B:-)

শুভ কামনা । লিখুন নিজস্ব স্বকীয়তায় পুরোদমে ।

১৩| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

বাংলার নদী বলেছেন: সামুটা হয়তো আর সেই রকম নেই।
তবুও এ টিমের 'ছাগু তাড়ানো' একটা ইতিহাস বাংলা ব্লগোস্ফিয়ারে।

১৪| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//এটা আপনার যা ইচ্ছে লেখার খাতা।
নিজের ইচ্ছেগুলো তুলে ধরুন।
নিজের ইচ্ছেগুলো... //

-দারুণ!
-ওয়েলকাম ব্যাক :)

১৫| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

মুদ্‌দাকির বলেছেন: ভাই আপনিতো বিশাল বিখ্যাত আর কুখ্যেত ব্লগার!!! আপনার বন্দনা অনেক শুনেছি। এই প্রথম আপনার কোন লেখা পড়লাম!! ওয়েলকাম ব্যাক !!

১৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অমি রহমান পিয়াল বলেছেন: দেখা যাক, আর এটা তো আমার পুরানো বাড়ি এখানে আসতে লিখতে কি আর অনুমতি লাগবে কারো
মন ভালো থাকলে নিশ্চয়ই লিখবো
...

আপনার এই কথাটা ভালো লাগলো ।

শুভ প্রত্যাবর্তন ।।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার পুরনো বাড়িতে ফিরতে দেখে ভালোলাগলো ...

আমারব্লগে যান এখন!? অনেকদিন যাওয়া হয়না সেখানে ...

সামহোয়্যারে আপনারে দেখে ভাল্লাগলো ...

১৮| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩১

ফারজুল আরেফিন বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P


:)

১৯| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

মোমের মানুষ বলেছেন: ভাই আপনাকে স্বাগতম।

২০| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

মামুন রশিদ বলেছেন: আমি নিশ্চিত তারা লিখছেন। লড়ছেন। অভিবাদন তাদের। আপনারাই পারেন গারবেজ হওয়ার হাত থেকে বাংলা ব্লগকে বাচিয়ে রাখতে।

লেখুন দুহাত খুলে। এটা আপনার যা ইচ্ছে লেখার খাতা। নিজের ইচ্ছেগুলো তুলে ধরুন। নিজের ইচ্ছেগুলো..


ভালো লেগেছে আপনার অনুভূতি । ওয়েলকাম পিয়াল..

২১| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

অমি রহমান পিয়াল বলেছেন: কি একটা জানি মিসিং! একটা ছাগুও আসলো না! একটা গালিও দিলো না!!!

২২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

ইমিনা বলেছেন: ফিরে আসুন আবার। আপনার অনেক অনেক লেখার অপেক্ষায় রইলাম।

শুভকামনা সব সময়।।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

ডি মুন বলেছেন: ওয়েলকাম ব্যাক। :)

২৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

খাটাস বলেছেন: ++++++ :D

২৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৯

আহমদ আফজাল বলেছেন: চার বছর পর সামহোয়্যার ইন এ লিখলেন। অভিনন্দন পিয়াল ভাই । আবার শুরু করেন ভাই । আবার শুরু হোক ফাইটিং ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.