![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতার চেয়ে বড় পিতা
দলের চেয়ে দেশ
নেতা,দলের করতে পূজা
দেশের হল শেষ।
পিতার দেশ,বরের দেশ
জনগণ যে শালা
মাল ও নিবে,জান ও নিবে
সবাই কত ভালা।
মেয়ে চড়ায় দাদার ভারত
ছেলে হাওয়া ভবন
পাবলিক শালার মাইনকার চিপায়
মুখ ফুটলেই মরণ।
রাজায় রাজায় হিংসে করে
আমরা লড়ি যুদ্ধ
সিংহাসন টা ভাগ করে নেয়
বাঁশটা মোদের বরাদ্দ।
বাপ বরের নাম বেচে যায়
নিত্য একই পূজা
জনগণ তো আম জনতা
এটাই মোদের সাজা।
মাফ করে দে পায়ে ধরি
চাইনা আর বড়ি
সিঙ্গাপুর না,উগান্ডা না
চাই শান্তির নুড়ি
২০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর ছড়া ভালো লাগলো।ধন্যবাদ।
২০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: নেতার চেয়ে বড় পিতা
দলের চেয়ে দেশ
নেতা,দলের করতে পূজা
দেশের হল শেষ।
গুড।
++++
২০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
তিক্তভাষী বলেছেন: ভালো হয়েছে।