![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান ধরেছে কান ধরেছে
কান ধরেছে সবাই
কান ধরাটা হয়েছে যে
হিন্দু বলে তাই।
আরও কত যায় কান
মান যায় না তাতে
কান্তি বাবুর কান ধরাতে
গেলো সব নিপাতে।
আল্লাহ নিয়া গালি দিলো
হেই কথা কে কয়
সবার আগে হিন্দু বলে
গরম করতে হয়।
ধান্দাবাজি ছাড়ো রে ভাই
আসল কথা কও
হিন্দু বইলা লাভের ভাগ
উঠাইতে চাও ফাও!
ধর্ম বুঝি ছেলেখেলা
কান ধরাটা আগে?
বিচার করার বিচার করো
একটা কেন জাগে?
চেতনার বিষ ছড়ায় দিয়া
খেলছো হুলিখেলা
হিন্দু মুসলিম ভাগ কেন
জবাব দে সব শালা!
অন্যায়কারীর ধর্ম বর্ণ
যে আনে আগে
ভণ্ড ওরা,শয়তান সব
বিষ ভরা রগে রগে।
আল্লাহর সাথে পাল্লা দেয়ার
বিচার কই ভায়া
ধান্দাবাজির কান ধরা প্রতি
নেই কোন মোর মায়া।
কান্তি বাবু,পরিমল বাবু
হিন্দু না ওরা মুসলিম!
এই জিজ্ঞাসে বিচার বসিবে
কেন ওরে জালিম ?
খুনি,ভণ্ড,শয়তান বদের
নেই কোন ধর্ম
সম্প্রীতির বাংলাদেশে
এই মোদের বর্ম।
©somewhere in net ltd.