![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো,ভদ্র ব্যবহার যদি করেন তবে মনে রাখবেন আপনি তার চূড়ান্ত স্বীকার হবেন।কারণ একদল মানুষ আপনার ভদ্রতার সুযোগ নিয়ে আপনাকে ব্যাবহার করবে।আপানাকে দুর্বল ভাবে নিবে।
অথচ তাদের বোধশক্তি ও কুলায় না যে সে ভিক্ষুক এর মত অনধিকারকে নিজের অধিকারে নিচ্ছে অন্যায়ভাবে।
তবে আপনি তাই বলে কি ভালো ব্যাবহার বা উপকারী মন মানসিকতা ছেড়ে দিবেন?অবশ্যই না,কারণ খারাপ মানুষ থাকবেই,ওদের কাজই মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া।এদের অন্তর আর মুখ দ্বিমুখী মুনাফিকের মত।
আর একটা মজার জিনিষ হল যে এইসকল সুযোগ গুলো নিচ্ছে সে জোত বড় নামাজ,রোজাদারী ইমানদারী হউক না কেন এসব আচরণের জবাব বা কাফফারা না দিয়ে কোনমতেই সে হাশর এর বিচার কে জান্নাতের দিকে প্রবাহিত করতে পারবে না।
কারণ ভালো আচরণ বান্দার হক,আর বান্দার হক পূর্ণ না করে কোন ব্যাক্তি এক চুল পরিমাণ ও নড়তে পারবে না।
এমনকি এই আচরণের দায়ে হয়তো সারাজীবনের সমস্ত নেকি কাফফারা দিয়ে তাকে জাহান্নামে চলে যেতে হবে।
তাই ভালো আচরণ অব্যাহত রাখুন,অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া বাদ দিন।
আর ভালোর বিপরীতে সুবিধা নেয়ার ঘৃণ্য,অভিশপ্ত,জঘন্য মানসিকতা বাদ দিন।
আপনি মানুষ,বালহুম আদল হয়ে যাবেন কেন?
©somewhere in net ltd.