| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ - হজ্জ এ গিয়ে প্রতিটা মুহূর্তের আপডেট !
কি মনে করে?
আল্লাহ ঠিক মত টের পাচ্ছে না ?(নাউজুবিল্লাহ)
উনাকে আপডেট দিয়ে জানাচ্ছেন যে আপনি সঠিক জায়গায় আছেন?
নাকি লোকজন কে দেখাচ্ছেন যে আপনি হজ্ব করতে গিয়েছেন?
রিয়া কি জানেন তো?
সব সাধারণ মানুষকে বলছি না,ইসলামিক ব্যাক্তিদের বলছি ---
লজ্জা আছে তো আপনাদের?
২ - কিছু কথা বলতে পারি না সরাসরি,কিন্তু সেন্স দিয়ে কি আপনাদের বোঝা উচিত না?
আপনার আত্মীয় মারা গেছে,আপনার কেউ ---
একদম ছবি দিয়ে তার জন্য দোয়া আর মাফি মাংতেছেন !!
ছবি তোলা এমনিতেই তো একতেলাফের বিষয়,সেখানে একজন চলে গেছেন ওপারে,আহামরি কোন প্রয়োজন ছাড়া (পর্দার কথা তো আপনাদের মনেই থাকে না) কেন ছবি দিয়ে তার জন্য দোয়া চান আর ক্ষমা চান?
ভাব দেখান যে আপনি খুব শোকে শোকাহত?আবার আপনি ইসলামিক ব্যাক্তিত্ত বা ইসলামিক দলের অংশ !
৩ - যৌতুক কে হারাম বলেন,কিন্তু বিয়ের সময় কৌশলে উপঢৌকন নেন !এটা কি হাত ঘুরিয়ে ভাত খাওয়ার সমান না?
আমার চাচা ঘুষ খায়,চাচী কে একদিন এই ব্যাপারে বললে তিনি জবাব দেন এটা ঘুষ না,মানুষ খুশী হয়ে উপহার দেয়!
তাহলে আর কি?
ঘুষ বলতে এর পর আর কিছু থাকে?
যৌতুক চাই না,শুধু বলি যে সমাজে যেন মান সম্মান ঠিক থাকে,সাজিয়ে দেন এটা জোর করবো না ,তবে সমাজে সবারই যেন মান সম্মান থাকে- এটা বলা কি?
দাদা কে আদা পড়া শিখান,না?
যৌতুকই নিচ্ছেন কিন্তু নাম চেঞ্জ করে তৃপ্তির ঢেকুর তুলে সবার সামনে ভাব ধরছেন!
স্রেফ প্রতারণা আর মুনাফিকি ---
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১.২. সহমত
৩. সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মুনাফিকি বলার প্রশ্ন আসছে কেন? কেউ জোর করে নিয়ে থাকলে অবশ্যই খারাপ...