![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউ আমার একলা কেন থাকবে পড়ে ঘরে
আশেপাশের লোকের ও তো মনে কিছু ধরে
অধিকার তো সবার আছে,সবাই যে সমান
মামাতো,ফুফাতো আর এলাকাতো ভাইজান।
ধর্ম নাকি যার যার,উৎসব হইলো সবার
বিয়েটাও এখন নাকি তেমনই কারবার।
গয়না দেও,গাটি দেও,ভরন পোষণ সব
সবার চোখে ধরিয়ে দাও,দাও গো হে রব!
চুম্মা দিছি হইছে কেমন,দাগ কি দেখা যায়
নিজের বলতে বিয়ে-ই শুধু,বাকী সবার দায়
ঢঙে রঙ্গে বউ শুধু,পাতায় পাতায় ভরা
হাই বল,হ্যালো বল-সে যে কঠিন কড়া।
পার্সনের পার্সোনালিটি এই হল যে যামানা
মজা মারবে ফজা ভাই,একটু দিবে কামনা
সবাই মিলেই দেখবে বউ,সবার সে আপন
"লজ্জা-শরমের"বহু আগেই হয়ে গেছে দাফন।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১
এম এ কাশেম বলেছেন: ঠিক বলেছেন কবি: বউ যার যার, মজা ফুর্তি সবার।