![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোল্লারা ঘুরে মসজিদে মসজিদে
ঘরে ঘরে চলে যৌনতা
প্রতিরোধের দাবী নীরবে কাঁদে
ধর্মের চলে মৌনতা।
জিকিরে জিকিরে ফিকির উঠে
দরগা,খানকা মসজিদে
খলিফা তুমি মুসলিম ভবে
ফতোয়া,ভাষণ পদে পদে।
গাট্টি পোটলা কাঁধে কাঁধে
দ্বীনের দাওয়াত দুনিয়ায়
সুন্নতের খোঁজ দাঁড়ি টুপিতে
সন্তান মদে মুখ চোবায়।
নিপীড়িত জন কেঁদে হাহাকার
সুদী কারবারীর আগমন
নজর নীচে,ওষ্ঠ ভরা জিকির
এড়িয়ে খোঁজে জান্নাতি ধন।
বিধানের বাণী কাফের নিয়ে আয়
অভাবের ঘরে যতনে
পর্দা,ফতোয়া আরও কিচ্ছা কাহিনী
ধর্ম কি শুধু কেতনে ?
মোল্লার কাম বিধান রচিবে
সমাজ ধর্ম সবের
মসজিদে বসে তসবিহ শুধু
নির্দেশ নাই রবের।
এ জাহান তোমার,খলীফা তুমি
হিতকর হবে শাসক
অধর্মরে তুমি ভালোবাসা শিখাইবে
ধর্ম নয়তো পোশাক।
©somewhere in net ltd.