![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকষ কালো রাতের ছাদে
পূর্ণিমা টা হারিয়ে গেছে
কথা ছিল জীবন মরণ
রইবে সে আমার কাছে।
কালো কালো গহীন কালো
স্বপ্ন কালো,আঁধার কালো
সে যে আমার হৃদয় মাঝে
এখনো যে বেঁচে আছে!
আমবস্যা যতই আসুক
মেঘ গুলো ওই যতই ভাসুক
স্বপ্ন হয়ে পূর্ণিমা ওই
আজো আসে মোর কাছে
আমি কাঁদি ভুবন কাঁদে
কালো আঁধার রাতও কাঁদে
তবুও আমার জীবন বীণা
তারই মাঝে যেন বাঁচে।
©somewhere in net ltd.