![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কিছু কবি
লেখা মোদের হবি
মনের খোরাক জুটাই
তাহার ঢোল পিটাই।
থাক না বাবা এটুক
কেন ধরি ভাব !
ব্যাঙের মাথা,ঢঙের মাথা
কবির কি আর অভাব!
দুই অক্ষরের লাইন মিলিয়ে
হায়রে বড় কবি!
নিজের টাকায় পুরস্কারে
নানান পদের ছবি।
শুরুর কথায় শেষের কথায়
অর্থ বুঝা দায়
তবুও আমরা কবি সমাজ
মানো,নাইতো উপায়।
এখন তো হাল নতুন ফ্যাশন
সংগঠন আর দল
শিয়ালের গায়ে রং মাখিয়ে
দেখায় সিংহ বল।
তেলের উপর তেল চলে
চুলে সুতায় একাকার
আমরা কবির এই যে হাল
কিম্ভূতকিমাকার।
শখের তরে কলম ঘুরাই
কবি আমি নই
সুকান্ত আর জসিমুদ্দিনে
কবিকে খুঁজে লই।
ঠাকুর দা আর ঝাঁকড়া মশাই
থাকতো যদি আজ
মোদের দেখে কাব্য ছেড়ে
পালাতো নিয়ে লাজ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৫
চির চেনা বলেছেন: হা হা হা --- ভাই ভালোই বলেছেন ---
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৩
পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে, আপনারাও অনেক বড় কবি হবেন। চিন্তার কারণে নেই।
কবিতা লিখছেন খারাপ কিছু তো আর করছেন না?