![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানী জন কথা বলে
কম-কম,কম-কম
আধা জ্ঞানীর খই ফুটে
নাই দম,নাই দম।
অল্প জ্ঞান আছে যার
ফ্যাল ফ্যাল চেয়ে থাকে
আগে পিছে “হয় হয়”
বুঝে না কোন বাঁকে।
আধা জ্ঞানী ভাব ধরে
না জানি কত জ্ঞান !
পদে পদে ধরা খায়
শ্রোতা শুনে অজ্ঞান।
কথা শুনে লাজ পায়
আশেপাশে প্রতিজন
বোধ বুঝি মরে যায়
বেকুব এর নাই মন।
জ্ঞানীজন এক কথায়
কিনে নেয় ধরণী
জ্ঞানের শক্তি কত
বুঝবে কি আধাজ্ঞানী !
©somewhere in net ltd.