![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাইনষের বাচ্চা ঠেলাগাড়িতে ঠেলে
কুত্তার বাচ্চা বুকে
কুত্তায় পায় ভালোবাসা সব
বাচ্চা চেয়ে চেয়ে দেখে।
বাচ্চা কান্দে,মুখে আঁটে কুলুপ
কুত্তার গালে গুলু গুলু
বড় হয়ে যে রূপান্তর ঘটবে
বুঝার নাই যে ঘিলু !
বন্যেরা নাকি বনে সুন্দর,
শিশুরা মাতৃক্রোড়ে!
মুখে চলে এসব নীতি কথন
কুত্তায় বক্ষে ঘুরে।
এদের জন্যই লাগে মা দিবস
বাবা দিবস এদেরই সৃষ্টি
বুঝ হইলেই পালিয়ে যায়
দিবসের পানে দৃষ্টি।
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৮
চির চেনা বলেছেন: ধন্যবাদ ---
২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৮
চির চেনা বলেছেন: ইমু খুঁজে পাচ্ছি না
৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন:
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৯
চির চেনা বলেছেন: ইমু খুঁজে পাচ্ছি না এখানে
৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৭
বাতি জ্বালি বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!
হায় হায় হায়!!!!!!!
ইহা কি লিখিয়াছো!!!!!!!!!!!!!!!
তোমাকে পিত্তি দিব!!!!!!!!!!!!!!!!
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৯
চির চেনা বলেছেন: মুই তো মারাত্মক ভুঁই ফাইছি ---
৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৩
ধানের ক্ষেত বলেছেন: গুড গুড গুড প্র্যাক্টিস!!!!!!!!!!!
আরো কবিতা চাই ভাইয়ুমণিতা!!!!!!!!!!!
কোঁন দেঁশে যে বাঁসা তোঁমার কে জাঁনে ঠিঁকানা
কোঁন গাঁনের সুরের পাঁরে
তাঁর পথের নাঁই নিশানা!!!!!!!!!!!
আমি নাকি সুরে একটা গান শোনালাম ভাইয়ু!!!!!
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৪০
চির চেনা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ জনাব ---- চলছি --- দেখা যাক
৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৪
কানিজ রিনা বলেছেন: কুত্তার পেটে কুত্তার বাচ্চা হাতির পেটে হয়
হাতির বাচ্চা। আপনজুয়েলারের ছেলে
হায়েনার পেটে হায়েনার জনম।
১৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৮
চির চেনা বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪০
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: সুন্দর লেখা।