![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুক হল দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম মাধ্যম।
এই প্রসঙ্গে কোন হাদিস আছে কি না এখনো স্পষ্ট নয়।তবে চাইলে কেউ কেউ খুব দ্রুত কিছু হাদিস বানাবে।
যেমন বাবা মারা গেছে,ছেলে সব কিছু ফেলে আগে স্ট্যাটাস,
বন্ধুরা আমার বাবা একটু আগে মারা গেছে,তোমরা সবাই দোয়া করো।
(লাইক)
একটু পর,
বন্ধুরা আমি কান্তেছি,কহনো এইভাবে কান্দি নাই।দোয়া করো।
(লাইক)
তার একটু পর,
বাবা কে ওই ঘরে গোসল করানো হচ্ছে,বন্ধুরা দোয়া করো।
(লাইক)
এর পর,
বন্ধুরা বাবার লাশ নিয়ে কবর দিতে যাচ্ছি,দোয়া করো।
(লাইক)
বন্ধুরা কবর দিয়ে আসলাম,দোয়া করো। (লাইক)
এরপর
বন্ধুরা আমি এক্সিডেন্ট করে ভোতা হয়ে গেছি, নড়তেই পাড়ছি না,দোয়া করো সবাই (লাইক)
ঘুমাতেই পাড়ছি না,সবাই দোয়া করো। (লাইক)
আমার বউ আগের থেকে স্বাস্থ্যবান হয়েছে,বন্ধুরা দোয়া করো । (হট লাইক)
(পাবলিক ও দোয়া করে,অনেক সময় নিয়া,নামাজে বসলে আর উঠেই না,কি হয়েছে ভাই? সবার জন্য দোয়া করতেছি)
ফ্রি ফ্রি দোয়ার ফ্যাক্টরি হল এই ফেইসবুক,তাই যে কোন কিছু ঘটলেই আগে ফেইসবুক,দান খয়রাত,ট্র্যাডিশনাল মিলাদ বা দোয়া মাহফিল করার কোন দরকার নাই।
২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: মেকপারের বাহিরে ফেবুর আসলরূপ।।
১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৫২
চির চেনা বলেছেন: একদম
৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৪০
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি, মেকআপ হবে।।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯
আবদুল মমিন বলেছেন:
