![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান্থ কানাই এর গান ছিল সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দিবো!
সে প্রেমিকা কে কথা দিয়েছিল নৌকা কিনে দেয়ার।
সময়টা ঠিক আন্দাজ না করতে পারলেও এটা সে ঠিকই বুঝেছিল যে এদেশে একদিন সোনা দানার চেয়েও নৌকা অনেক দামী হবে।আর নৌকা দেয়ার উপরে সম্পর্ক টিকবে না হয় টিকবে না।
হাসিনাও (প্রধানমন্ত্রী) বলেছিল ভরসা নৌকার উপর রাখতে(আল্লাহ্কে বাদ দিয়ে)।আল্লাহও বলল তাই হউক।
দেশবন্ধুদের ইন্ডিয়াদের পা চাটাতে ইন্ডিয়ানরা বলল কি আর দেবো উপহার,জীবন দানকারী পানিই না হয় নেও আর বস্তায় বস্তায় বিনিময় দেও।এর পর নৌকায় ভরসা না রেখে যাবে কই জনগণ !!!
আরএফএল এর কাছে আবেদন জমা পড়তেছে সস্তায় প্লাস্টিকের নৌকা বানাতে।
এসে যাবে দ্রুত,অন্তত অনেক সম্পর্ক জোড়া লাগাতে লাগবে তো !!!
নতুন গান লিখা হচ্ছে,
"আজকেই আমার জন্য নৌকা কিনে দিবে
নয়তো
বাপে আমার বিয়েটা অন্য জায়গায় দিবে --------
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:২১
এম আর তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন, আজ প৾ায় ১০ মিনিট পানিতে হাটতে হয়েছে। নৌকা থাকলে ভালই হত।