![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লু হোয়েল !!
২০১৪ তে যদি রাশিয়াকে নাড়িয়ে থাকে তবে বিশ্বাসীর কাছে এতদিন পরে কেন আসলো?
এই গেমস মানেই মৃত্যু এবং এই গেমসের পর্বগুলো একের পর এক যেভাবে সাজানো তার সব বিস্তারিত যেভাবে বলা হচ্ছে তার কোন দৃশ্যমান সত্যতা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি।
এই বিষয়গুলো এমনভাবে করা হচ্ছে যেন মানুষকে সতর্ক করতে নয় বরং কোন একটা জিনিষের প্রতি সবাইকে আকর্ষণ করতে বিজ্ঞাপন দেয়া হচ্ছে।
একটি নাম্বার দেয়া হচ্ছে !!! সিরিয়াসলি !! বিশ্বের কারো কোন মাথাব্যাথা নেই ?
একটি লিঙ্ক আসবে? সিরিয়াসলি? এই লিঙ্ক বন্ধ করার কোন উদ্যোগ বিশ্বের কোথাও থেকে নেয়া হচ্ছে না?
ছোট্ট একটা লিঙ্ক থাকে কে ডিরেকশন দিচ্ছে আর কি এমন সেই ডিরেকশন যে তা এক সেকেন্ডেই মানুষের মস্তিষ্ককে কিনে নিচ্ছে?এই বিষয়টা অতিশয় হাস্যকর হতে বাধ্য।
হতাশ মানুষকে টার্গেট করছে বা যে মরতে প্রস্তুত এমন মানুষকেই তো ! না হলে এখানে হা বললেই সে মরতেই হবে কারণ তাকে ব্ল্যাকমেইল করা হবেই হবে এই ধারনার মত দুর্বল সব মানুষ না।বেশীরভাগ মানুষই একটা লিমিট পর্যন্ত যেয়ে আর যেতে চায় না বা যাবে না কিন্তু এদের লিঙ্কটা সেই টার্গেট কে কিভাবে চিহ্নিত করবে?
তবে কি হুজগে নাচ !ম্যাঙ্গো পিপল হুজুগে প্রকৃতির এটা সত্য তবে এর প্রচারনা কোন হুজুগের না এটা নিশ্চিত থাকতে পারেন।
গুম,জঙ্গি অনেক নাটক যখন জনগণের আস্থা হারিয়েছে এখন এই নাটকের মধ্য দিয়ে হয়তো দেশের বিশাল একটা মস্তিষ্ককে মেরে ফেলে নীল তিমির স্তূপ বানিয়ে দেয়া হবে।
হবে না যে এই গ্যারান্টি কেউ দিতে পারবে?কারণ এর বিজ্ঞাপন আর বিপণনের ধরন তো এমনই প্রমাণ করছে।
শেষ কথাটি বলে রাখা ভালো।আদিকালে গ্রুপে গ্রুপে গিয়ে অন্য দেশ আক্রমণ করে দেশ দখলের অভিযান চলতো এখান থেকে সেখানে।সেই দেশ দখল আধুনিক কালে হয় না বলে যারা আদিকাল কে আগের যুগকে মধ্যযুগ আখ্যা দিয়েই নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় তারা বোতলের আলিফ লায়লা দেখেই দুনিয়া কল্পনা করে অথচ আধুনিক সময়ে দেশ দখল যে হারহামেশাই হচ্ছে তার উদাহরণ ভারত,আমেরিকা,রাশিয়া আর চীনের দিকে তাকালেই বুঝা যায়।আর গডফাদার ইসরায়েলের কথা আপনারাই খুঁজে নেন।
সত্যিই,ব্লু হোয়েল,নাকি রক্ত খাওয়ার বৈধ উপায় বের করে দেশকে এক আফ্রিকা বানাতে চাচ্ছে একটি শ্রেণী?
২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯
মলাসইলমুইনা বলেছেন: কোথায় যেন পড়ছিলাম Blue Whale - এর আবিষ্কর্তা ফিলিপস বুডকিনের (Philipp Budeikin) উদ্দেশ্যটা ছিল ‘cleansing society’. সমাজের সাথে এডজাস্ট করতে অপারগ মানুষগুলোকে মেরে ফেলাই ছিল তার লক্ষ্য | তার ব্যাকগ্রাউন্ড ছিল সাইকোলজি আর ইঞ্জিনিয়ারিং | এই লোক একটা সিক |তবে একে ধরে জেলে পোড়ার পর কেমন করে এই খেলাটা চলছে সেটা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে | আপনার প্রশ্নগুলো তাই খুবই দরকারি বলেই মনে হচ্ছে আমার কাছে |
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০
তারেক ফাহিম বলেছেন: বিষয়টি ভাববার বিষয়।
হুজগে এবং ম্যাংগো পিপোল, শুধু বাঙালী না,
দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে আপনার মতে।
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
আবদুল মমিন বলেছেন:
গুম,জঙ্গি অনেক নাটক যখন জনগণের আস্থা হারিয়েছে এখন এই নাটকের মধ্য দিয়ে হয়তো দেশের বিশাল একটা মস্তিষ্ককে মেরে ফেলে নীল তিমির স্তূপ বানিয়ে দেয়া হবে।
হতেও পারে
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম বুঝতে হবে আসল ঘটনা কি ?