![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন হাগবো
তাই বদনা নিয়ে ভাগবো।
হবে হবে সেলফি,
গোপন কিছু না রাখবো।
শরীর করে ম্যাজম্যাজ
টয়লেটে তে প্রবলেম
দোয়া চাওয়ার স্ট্যাটাসটিতে
লাইক কমেন্ট প্লীজ করবেন।
মারা গেছে এই শোকেতে
তুলে দিলাম সেলফি,
এখানেতেও লাইক না এলে
বলার আছে কি!
পাদের মধ্যে গিট পড়েছে
জানান দিলাম ভাই,
কমেন্ট ছাড়া এই সমস্যার
সমাধান কই পাই!
ঘুমের মাঝে পারি না ভাই
নাকা ডাকা নিয়ে লিখতে
সারাদিন তো সবই জানাই
আফসোস শুধু ওখানেতে।
০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩
চির চেনা বলেছেন: একদম ভাই
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭
কাওসার আজাদ প্রিন্স বলেছেন: ফেসবুক যুগপোযোগী কবিতা ভাল লাগল।
০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনিয়া জেবরিন, আশরাফুল আলম ওরফে চির চেনা,
কোনটা আপনার নাম!!!
এসব উল্টা-পাল্টা লিখে পরিবেশ দূষণ করাটাই
আপনার প্রধান কাম?
০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩
চির চেনা বলেছেন: একেবারে ঠিক বলেছেন ----
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: একদম ফেবুীয় পোষ্ট।।
