![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমীন পাড়ার মুমিনেরা
আমীন লিখে কেরে !
ক্ষুদ্র মাথার আমিটাতে
এই কথাটা না ধরে !
অমুক গেছে চিত হয়ে পড়ে
আমীন লিখে যাও,
গাধার দলে হুমড়ি খায়
কেমনে কি যে ভাও!
আমীন পাড়ার মুমিনদের
কেমনে দেই গো দোষ!
ফেইসবুকীয় বলদা দেরই
জ্ঞানের নাই যে হুশ!
"আমীন না লিখে যাবেন না কেউ"
উশটান ধরে এদের,
লাইক কমেন্টের ব্যাবসায়ী এরা
কিলান ধরে ওদের।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
চির চেনা বলেছেন: হা হা হা ====
২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেকুব থাকব সব সময়
যতই আপনে লেখেন,
বলদ পাবলিক আশে পাশেই
চোখ খুইলা দেখেন...