![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন দিবস নিয়ে একটা অপশনাল সাবজেক্ট বা বিষয় বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করার দরকার।
আর মাধ্যমিকে গিয়ে তার মেইন সাবজেক্ট হিসেবে।
কারণ এতো এত দিবস বাঙ্গালীদের জন্য ----- "আগ ডে,হাগ ডে,বসন্ত ডে --- ভ্যালেন্টাইন ডে,এই ডে,সেই ডে" ---- এগুলো মনে রাখা তো আর চাট্টিখানি কথা না ---
দিবস এর ইতিহাস এবং উইশ করার পদ্ধতি ও মনে রাখার কৌশল সম্পর্কিত সাবেজক্ট বাঙ্গালী জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেহেতু ছোট তাই তাদের জন্য এটাকে অতিরিক্ত বিষয় হিসেবে এবং মাধ্যমিক যেহেতু জৈবিক সকল কর্মকাণ্ডের বয়সের শুরু তাই সেখানে এটাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি।
(বিঃদ্রঃ - প্রতিদিন বিভিন্ন দিবসের শুভেচ্ছা নিতে নিতে সত্যি ক্লান্ত,ভালো কোন সম্মোহনী শক্তি অর্জনের ম্যাসেজ নাই --- কিন্তু দিবসের আন্দাজি শুভেচ্ছা বড়ই বিরক্তিকর)
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: হুম।