নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©All Rights Reserved

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবর্তনবাদী

আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...

বিবর্তনবাদী › বিস্তারিত পোস্টঃ

~আমি কি গান গাব যে ভেবে না পাই~

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৩১





দুটি বছর মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার বয়স এখন প্রায় পচিঁশ ছুই ছুই। এর মাঝে শেষ দুটি বছর কিছু না করে কাটিয়ে দিলাম। নির্জীব হয়ে গেছি এক্কেবারে। কিছুই করি নি। প্রথম কয়েক মাস ভাবতাম, অনেক অনেক পরিশ্রম হয়ে গেছে তাই রেস্ট দরকার। রেস্ট নিতে ছুটে গেছি দেশের নানা প্রান্তে। ফিরে এসে ডুবে গেছি সেই, নির্জীব জীবনে। লেখাপড়া, ভবিষ্যত স্বপ্ন, চাকরিবাকরি, উচ্চ শিক্ষা সবই শিকেয় তুলে রেখেদিলাম। আগে অনেক পরিশ্রম করতাম, কারন স্বপ্ন ছিল অনেক দূর যাবার, লক্ষ্য ছিল বিশাল। এখন জীবনের সব পার্থিব লক্ষ্যই অর্থহীন মনে হয়।



আগে করা পরিশ্রমের পুরস্কার এখনও মাঝে মাঝে পাচ্ছি, তাই হয়ত গায়ে লাগছে না। জীবনে এগিয়ে যাবার রেসে অনেকের থেকেই এগিয়ে ছিলাম বহুদূর। এখন থমকে গেছি সেই খরগোশে মত। কাছিমরা এখন আমাকে অতিক্রম করছে। তবে খরগোশটির মত আমি ঘুমিয়ে নেই, জেগে থেকেই দেখছি কাছিমরা আমাকে তুচ্ছ জ্ঞান করে চলে যাচ্ছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করেই ফেলে, "কিরে তুই এমন কেন হয়ে গেলি? আমি উত্তর দেই না। ওদের এগিয়ে যেতে দেখে আমি মোটেই চিন্তিত হই না। কেন জানি না আমাকে নিয়ে ওদের হাসতে দেখে আমারই ওদের উপর হাসি পাচ্ছে! হয়ত দুদিন পর আমি পরিনত হবে সেই শিয়ালটিতে যার কাছে আঙ্গুর ফল টক। জীবন যুদ্ধে হেরে যাওয়া আর দশজন বাঙ্গালির মত অন্যের বিরুদ্ধে অভিযোগের খাতা খুলে রিডিং পড়ে যাব।



জীবনে বিশাল কিছু অর্জনের জন্য আমার যে আকাঙ্খা ও চেষ্টা ছিল, তাতে আমি নিজেই গর্ববোধ করতাম। মাঝে মাঝে নিজের শক্তির উপর অবাকই হতাম। চারিদিকের নির্জীব মানুষগুলোকে নিতান্তই তুচ্ছজ্ঞান করতাম। যারা জীবন নিয়ে স্বপ্ন দেখে না, যারা হতাশ, যারা পার্থিব অর্জনকে তুচ্ছ জ্ঞান করে তাদের পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতাম। নিজেকে ভালবাসতাম সব চাইতে বেশি। আর আজ কেন বেঁচে আছি তার কারন উদ্ধার করতে পারছি না। নিজের ভেতরের পুরনো সেই সত্ত্বা এখনও হারিয়ে যায় নি। মাঝে মাঝে ভবিষ্যত নিয়ে যে উৎকন্ঠিত হয়ে উঠি, তারই মাঝে সেই সত্ত্বার অস্তিত্ব খুঁজে পাই।



আমার জীবন যদি একটি নৌকা হয়, তবে সেই নৌকার বৈঠা নিশ্চয়ই আমি নিজেই দু'বছর আগে ফেলে দিয়েছি। আসে পাশের অন্যান্য নৌকা, স্টিমার বা জাহাজের স্রোত ঠেলে যতদূর নিয়ে ফেলে ততদূরই আমার এই দু বছরের অর্জন। নিজস্ব কোন গতি নেই। নিউটন যতই বলুক না কেন, "সব গতিই আপেক্ষিক, কোন গতিই পরম নয়" আমার নিজের ক্ষেত্রে এই সূত্র ভুল বলে মনে হচ্ছে। আমি এখন গতিহীন এটাই পরম সত্য।



এমন নয় যে আমার মন খারাপ! আমারতো মনে হয় আমি খুবই আনন্দে আছি, খুশি আছি। কোন সমস্যা নেই। পৃথিবীতে মানুষের অনেক অনেক কষ্ট। অনেকের জন্য স্বপ্ন দেখাও অসম্ভব হয়ে পড়েছে হয়ত। আর আমার সবই ঠিক আছে। তবুও কেন যে এমন হয়ে গেলাম তার কুল কিনারা খুঁজে পাই না। বৈঠা ছাড়া নৌকায় বসে দিগন্তের পানে চেয়ে আমি গান গাইতে চাই। শুধু একটি গানের দুটি লাইনই মনে পড়ে।





আমি কি গান গাব যে ভেবে না পাই,

মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই................

মন্তব্য ৫৩ টি রেটিং +১৮/-২

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৩১

নাফে মোহাম্মদ এনাম বলেছেন: ভাল না।

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫১

বিবর্তনবাদী বলেছেন: ভূতের ভয় পাইলে নাকি?

২| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৩৯

হরিসূধন বলেছেন:
খুব ভালো লিখেছেন।

+

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫১

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৪০

চিকনমিয়া বলেছেন: আহারে:(

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫২

বিবর্তনবাদী বলেছেন: উলেলে....... :)

৪| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

ফারহান দাউদ বলেছেন: ঘটনা কি?

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫৩

বিবর্তনবাদী বলেছেন: কি জানি বাপু!

৫| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫৯

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শেষ দুটি বছর কিছুই করেননি! কিছুই না করা মানে কি? এই নির্জিবতার মানেই বা কি? আপনিও কি পার্থিব অর্জনকে তুচ্ছ জ্ঞান করা শুরু করেছেন?

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:০১

বিবর্তনবাদী বলেছেন: হয়ত!

৬| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:০৪

হৃদছায়া বলেছেন: মাঝে মাঝে এরকম হয়
আমার অবশ্য ছোটবেলা থেকেই এরকম হয়ে আসছে
মনে হত বিশাল দীঘিতে সবাই যে যার মত নৌকা নিয়ে ছুটছে
আর আমি অতলে শ্যাওলা নাহয় অন্য কোন জলজ গাছের মত চুপচাপ বসে আছি
খুব খারাপ একটা অনুভূতি
আসলে আপনার এই পোস্ট টা পড়ার আগ পর্যন্ত মনে হয়নি এরকম অন্য কারোরও হতে পারে
পুরো লেখাটা মনযোগ দিয়ে পড়েছি বুঝতেই পারছেন! ভালো লিখেছেন

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:০৫

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ। পৃথিবীতে হয়ত ইউনিক বলে কিছুই নেই, আবার হয়ত আছে।

৭| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:১৯

শফিউল আলম ইমন বলেছেন: কিরে কি হইসে তোর????
the conquest of happiness বইটাতে পড়েছি মানুষ নিজেই নাকি জানে না সে কি চাই...কথাটা শতভাগ সত্য।

ভালো থাকিস।

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৫

বিবর্তনবাদী বলেছেন: হুম....... হ্যাপিনেসরে কনকোয়ার করতে হবে। কেমনে যে করি?

৮| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:২২

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমার পোস্টে আপনার মন্তব্য পড়ার আগেই কিন্তু আমি আমার আগের মন্তব্যটি করে গিয়েছিলাম। এরকম মাঝে মাঝে আমারও হয়। এবং আমার মনে হয়, পার্থিব অর্জনকে তুচ্ছ জ্ঞান করাটা খারাপ না। অন্তত কোনো কোনো সময় এটা সৃজনশীলতায় ইতিবাচক ভূমিকা রাখে। আপনার সময়টি সম্ভবত ক্রমশ সৃষ্টিশীলতার দিকে প্রবলবেগে ধাবিত হচ্ছে।

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৬

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:২৩

শফিকুল বলেছেন: আপনাকে শুভেচ্ছা < আপনার জন্য ++++।

১০| ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:২৭

মাহিরাহি বলেছেন: গাইতেই যদি হয় তবে গাও জীবনের জয়গান.. কে যেন বলে গেছে

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৭

বিবর্তনবাদী বলেছেন: যতদূর মনে পরে এইসব সাহস যোগানো কথা নজরুল বলে থাকেন...... অন্যরাও বলতে পারেন।

১১| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:২২

আমি বাঙ্গালি বলেছেন: আসলে কমবেশি কনফিউজড আমরা সবাই। কখনো এটা কমে- আবার কখনো বাড়ে। তবে বেঁচে থাকা, ভাবতে পারাটাও কম গুরুত্বপূর্ণ নয়।

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৮

বিবর্তনবাদী বলেছেন: হুম..... সাজি আপুর ব্লগে লেখা আছে বেঁচে থাকাটা নাকি খুব দারূণ একটা ব্যাপার।

১২| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৮

মনযূর মান্নান বলেছেন: আমিও আপনার মত ভাই!!!

০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০০

বিবর্তনবাদী বলেছেন: তাইতো সবাই এই সামহোয়্যারইনে......। :#>:#>:#>:#>:#>:#>:#>

১৩| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: সেইম অবস্থা :( :( , আমি কি যে করছি নিজেও ব্যাখ্যা দিতে পারি না ।

ইমন আমাকেও বললো the conquest of happiness পড়তে

০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৬

বিবর্তনবাদী বলেছেন: বইতা হাতে নেবার ইচ্ছা আছে, তবে সন্দেহ হয় শেষ করতে পারব কিনা। আজকাল কোন কিছুতেই তেমন স্টিক হতে পারি না। এই দুইবছরে আমার ছোট্ট লাইব্রেরীতে অনেকগুলো বইই জমে আছি। দুই চাইর পাতা পড়ার পর আর আগাই নাই। :(

১৪| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: ঐ একই প্রশ্ন তো আমারও , বইমেলা থেকে কেনা ৬ টা বইয়ের মাত্র ২ টা পড়েছি , এমন আগে কখনও হতো না :(

০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:১৩

বিবর্তনবাদী বলেছেন: তাহলে তো কোন উপায় নাই। গতকাল রাতে এক আপুকে বললাম দুঃখের কথা। সে বলে আমারে নাকি কেউ তাবিজ করেছে...... :-*:-*:-*:-* এখন কি করি!!B:-)B:-)B:-)B:-)B:-)B:-)B:-)B:-)

১৫| ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৫

মুকুল বলেছেন: হু ম ম

*****

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:২২

বিবর্তনবাদী বলেছেন: হুম হুম হুম

১৬| ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৬

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার লেখাটা চমৎকার হয়েছে........।

কেমন আছেন এখন?

ভালো থাকুন সারাবেলা
শুভেচ্ছা থাকলো।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:২২

বিবর্তনবাদী বলেছেন: ভাল আছি আপু।

১৭| ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৪

রাশেদ বলেছেন: কেমন আছেন? এখন কি করার প্ল্যান নিলেন?

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৬

বিবর্তনবাদী বলেছেন: কিছুই নিলাম না, তবে কিছুতো করতেই হবে। দোয়া করবেন।

১৮| ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৫

চানাচুর বলেছেন: হুমম

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৮

বিবর্তনবাদী বলেছেন: পোলাপান হুম হাম করলে আমার গা জ্বলে। বেয়াদবি বলে মনে হয়........ X(X(X(X(X(X(X(X(X(X(X(X(

১৯| ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৫

তানজু রাহমান বলেছেন: উদাস উদাস ... সবই উদাস উদাস...

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৯

বিবর্তনবাদী বলেছেন: এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝড়ে.....

২০| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৪

যূঁথী বলেছেন: আমিও যতদূর জানি জুঁই ফুলের আরেক নাম যূঁথী।

২১| ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০১

আউলা বলেছেন: আমি যে এইখানে একটা কমেন্ট দিছিলাম কই সেটা?

২২| ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

আউলা বলেছেন: ইচ্ছা করে করে আমার কমেন্ট মুছে দাও বুঝছি এতদিন পরে :(

০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

বিবর্তনবাদী বলেছেন: মিথ্যা কথা। আমি কখনো কমেন্ট মুছি না। আজাইরা কথা বলবা না, প্লিজ।

২৩| ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

আউলা বলেছেন: আর কথাই বলবো না, আজাইরা তো পরের কথা। :(

০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

বিবর্তনবাদী বলেছেন: ইস ঢংএ আর বাচি না।

২৪| ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

আউলা বলেছেন: কি করলে হায় শুনে হাসি পায় লেজ কাটা ইদুর হয়ে বাঘ হতে চায়

০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২০

বিবর্তনবাদী বলেছেন: পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়.....

২৫| ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২২

আউলা বলেছেন: ওঠ ছোড়া তোর বিয়ে

০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

বিবর্তনবাদী বলেছেন: মাইয়্যা ক্যাডা :-B :!>:#>

২৬| ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৫

ফয়েজ রেজা বলেছেন: আপনি দেখছি জীবনমুখি মানুষ, আমরা আসলে জীবন বিমুখ বলে কিসে আনন্দ আর কিসে নিরানন্দ বুঝি না। মনে হয় আপনি জীবনকে চিনতে শুরু করেছেন।

১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩০

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ।

২৭| ১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২২

মুহিব বলেছেন: গুরর কি হইছে

১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৫

বিবর্তনবাদী বলেছেন: কিছু না মাঝে মাঝে সবার ঘাড়েই কিছু ভূত উঠে....... তেমনই ঘটনা হয়ত।

২৮| ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৭

১৯৭১ আমার চেতনা বলেছেন: বস,

আমার অসম্ভব প্রি্য় একটা গান, সাগর সেনের কন্ঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.