নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©All Rights Reserved

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবর্তনবাদী

আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...

বিবর্তনবাদী › বিস্তারিত পোস্টঃ

প্রায় দুই বছর পর

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

ঘড়িতে স্থানীয় সময় রাত এগারটা পঁচিশ। আরো একঘন্টা চল্লিশ মিনিট ল্যাবে থাকতে হবে। ইদানিং প্রায়ই রাতে একাকী কাজ করতে হয়। ভালই লাগে কারন নিসঙ্গতার একটা ভিন্ন আকর্ষণ আছে। কয়েকবছর পর আবারো ব্লগে উঁকি দেওয়া হয়। আগের লেখাগুলো পড়ি, ভাল লাগে তখ্ন কি ভেবে লিখেছিলাম এটা ভাবতে। মন্তব্য গুলো দেখি, একসময়ের অচেনা কিন্তু অনেক কাছের সেই সব নিকগুলোতে ক্লিক দেই। অনেকেই এক বছর হয়তবা দুই তিন বছর যাবৎ ব্লগে কোন কমেন্ট করেননি। তখন ভাবি লোক্গুলো কেমন আছে! কারো হয়ত মন খারাপ থাকত, কেউ কবিতা লিখতেন আনন্দে কেউ বা বেদনায়, কেউ সময় কাটাতে আসতেন, আমি ঘুমের অভাবে অনেক রাত ব্লগে পড়ে থাকতাম, লিখতাম, পড়তাম। যখন ব্লগিং শুরু করি তখ্ন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কতকিছু লিখবার ছিল। চাকরিতে ঢুকবার পরে ভাবলাম নতুন অভিজ্ঞতা নিয়ে অনেক অনেক লিখব। কিন্তু কেন জানিনা সত্যি সত্যি বুড়ো হয়েগেলাম। লেখার আগ্রহ হারিয়ে গেল। এরপর একে একে আরো কত অভিজ্ঞতা। বিয়ে, প্রবাসী হওয়া অবশেষে একটি ফুটফুটে লক্ষী মেয়ের বাবাও হয়েছি। যখন আমার স্ত্রী সন্তান সম্ভাবা তখ্ন ভেবেছিলাম মেয়ের জন্য অনেক কিছু লিখে রাখব। আমাদের সেই সময়ের কথাগুলো, ভাবনাগুলো, ওর ভবিষ্যত নিয়ে আমাদের হাজার রকম স্বপ্ন। কিন্তু কিছুই লিখলাম না। যাইহোক আর লিখতে মন চাচ্ছে না। এত বছর উইন্ডোজে অভ্র দিয়ে বাংলা লিখে এখ্ন নতুন করে ম্যাকে অঙ্কুর দিয়ে হাত পাকাতে হচ্ছে। বড়ই ঝামেলার। তাই, আজ এখানেই ইতি।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

অণুজীব বলেছেন: ভাই কি আইসিডিডিআরবিতে এখনো?

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

বিবর্তনবাদী বলেছেন: না। বিদেশে

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

অণুজীব বলেছেন: কোন দেশে ভাই?

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

দারুণ!

কি দারুণ জানেন?

আপনাকে আবার লিখতে দেখছি!

অনেক ভালো লাগছে! আশা করি নিয়মিত পাব। নিরাশ করবেন না কিন্তু।।

অনেক অনেক শুভকামনা রইল।।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

নিবেদীতা বলেছেন: কেমন আছ ভাইয়া? কোথায় আছ এখন? আমার ছোট্ট ভাতিজিটার জন্য অনেক অনেক আদর আর তোমাদের দু'নকে অ-নে-ক অভিন্দন।সেই ছোট্ট মানুষটা বাবা, ভাবতই অবাক লাগছে! ভালো থেক সব সময়।

ব্লগে লেখা দিও অপেক্ষায় থাকব।

*মেয়ের নাম কি রাখলে জানিও।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

মারুফ মুনজির বলেছেন: হা হা হা আপনাকে মিস করি, আমারে কগু কইতেন.......................

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো আপনার স্মৃতিচারণ। ব্লগে আবার নিয়মিত হবেন এই কামনা করছি :)

৮| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

পংবাড়ী বলেছেন: দেড় বছর আগে লিখার ব্যাপারে লিখেছেন, তারপর চুপচাপ।

৯| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

পংবাড়ী বলেছেন: ওহ ল্যাবে কি করছেন?

১০| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২২

উধাও ভাবুক বলেছেন: দিনকাল কেমন যাচ্ছে বিবা।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

বিবর্তনবাদী বলেছেন: বাচ্চা কাচ্চা লেখাপড়া ঘোরাঘুরি নিয়ে যাচ্ছে মোটামুটি ভালই

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

সুলতানা রহমান বলেছেন: স্মৃতিচারণ!!

১২| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:৩৭

রাঙা মীয়া বলেছেন: বিবর্তনবাদীকে অভিনন্দন !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.