![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি থেকে স্কুলে যাবার ভুতূড়ে পথের উপর বসেছে বিরাট বাজার ....
.
চাচার সাথে বসে বসে রাতের পর রাত গল্প করে কাটানোর মনোরম যায়গা গুলোতে এখন ভুতেরাও যেতে ভয় পায়..
.
চাটাই কুড়ে-ঘরের সামনে উঠেছে দুটো বেশ টিনের ঘর ...
.
ছোটবেলার ক্রাশেরা সব নানী হয়ে গেছে..
.
ঝোপের ও-পাশে লুকিয়ে বসে একসাথে মোহিনী বিড়ি টানা বন্ধুটি আজ স্বীয় পুত্রের কান টেনে স্কুলে নিয়ে যায়..
.
পুল বসে গেছে সড়কের সকল ভাঙ্গনে...
.
চট-টটে পিচে ঢেকে গেছে সকল সড়কের ধুলি-কাদা..
.
মোটর বাইকের ধোয়ার গন্ধ শুকতে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা রাস্তার মোড়ে এখন মোটার বাইকের ধোয়ার গন্ধে আর যাওয়াই দায়...
.
আম চুরিতে ধরে ফেলে কান মলে দেয়া বুড়োদের কবরের উপর এখন বিশাল বাঁশ বন..
.
কেরোসিনে কুপি, টানাওয়ালার ডুগ-ডুগি, আইসক্রিমওয়ালার ঠকাস ঠাস বাক্স পিটুনি------কোথায় যেন হারায়ে গেছে সব....
কত গ্যাসে....কত আইসে..
তবুও ভোলাদা ভোটে খাঁড়ায়.. আর.
এখনও মা ”গ্যাদা” বলেই ডাকে..
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
ঝড়া পলক বলেছেন: বাড়ি কোন জেলায়, ভাই?
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
"ছোটবেলার ক্রাশেরা সব নানী হয়ে গেছে।"...... একদম ঠিক বলেছেন।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
ঝড়া পলক বলেছেন: চোখে দেখা ঘটনা যে, ভাই!
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"ছোটবেলার ক্রাশেরা সব নানী হয়ে গেছে।"
আর আপনি আদু ভাই হয়েই রইলেন !!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
ঝড়া পলক বলেছেন: ওমমমম্.... !! সেরকম কিছু না, সত্যি বলতে কি, আপনাকে ভাই ভেবে বলছি, কাউকে বলবেন না যেন.! আমি সবগুলো ক্লাস এক চান্সেই পাস করে গিয়েছি.. আপনি যে স্টান্স থেকেই ভাবুন না কেন..
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথাগুলো মনটাকে নষ্ট্যালজিক করে তোলে, শুভ কামনা সব সময়।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
ঝড়া পলক বলেছেন: ছেলেবেলায় ফিরে গিয়ে অন্যরকম আনন্দ পাই, ভাই.. শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ.... ভাল থাকবেন, সব সময়.।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: মানুষ বুদ্ধিমান প্রাণী হলেও একটি বিষয়ে বেশিরভাগ মানুষই সম্পূর্ণরূপে নির্বোধ, তাহলো ধর্ম।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
ঝড়া পলক বলেছেন: ধর্ম কোথা হইতে আইল আর কোথাই বা গেল..
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
হাবিব বলেছেন: শেষের লাইনটা কমন পড়েছে