![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাব্লিক বাসে পরের কোন স্টেশান থেকে যে লোক উঠবে তার জন্য পাশের সিট বাচিয়ে রাখা সহজ কথা নয়...
সুমনা এই কঠিন কাজটা কয়েক মাইল ধরেই করে আসছে.....
আজকে অবশ্য এই বাসে তেমন ভীড় নাই... সব লোকই বসা... নো স্টান্ডিং পিপ...
এই স্টপেজ থেকে সুমনার কাঙখিত যাত্রী উঠলেন...
উঠলেন ত উঠলেন... সকলের যেন কপাল পুড়লো... দুজনের সে কি হাসি-গল্প-উচ্ছ্বাস.....
তাদের উপচে পড়া আনন্দ আর সুখ দেখে মনে হচ্ছে বাসে যাত্রামান সকল যাত্রীর আনন্দ আর সুখ ছিনিয়ে নিয়ে তারা দু'জনে দেদারসে ভোগ করছে....
কাজেই বাকী আর সকল যাত্রী বেজায় বিরক্তি আর বিষাদ নিয়ে তাদের দুধর্ষ সুখে জ্বলছে.... কারোর আর কিছু বলার তো নাই....
পরের স্টপেজ থেকে এক বিশাল ধামড়া ছোকড়া বাসে উঠে বসল...
উঠার সময় সে মোবাইলে কথা বলছিল, তাই সুমনাদের বে-খতিয়ান আনন্দের বাড়া-বাড়ি উচ্ছ্বাস তার গোচর হলো না...
কথা বলা শেষ হলেই সকলের মত তারোও নজরে এলো সুমনাদের বাড়া-বাড়ি আলাপন ও হাস্যোচ্ছ্বাস...
সে উৎসের দিকে ফিরে তাকালো.... এবং ঝাট করে উঠে তাদের দিকে আগালো...
সুমনারা অতি আনন্দে নিমজ্জমান থাকার কারণে ধামড়াজির বাসে উঠা, পিছন ফিরে তাদের দেখা ও নিজের সিট থেকে উঠে তাদের সিটের কাছে চলে আসা... এসবের কিছুই লক্ষ্য করলো না...
ধামড়াজি সুমনার পাশের ভদ্রলোকের কাধের উপর আলতো করে টাচ করে বল্লোঃ এক্সকিউজ মি, ব্রাদার.. আপনি একটু কষ্ট করে ওই সিটে গিয়ে বসুন এখানে আমি বসি...
শুনে সুমনা ধামড়াজি কে তাকিয়ে দেখলেন এবং এক পলকে তার সকল আনন্দ ধপ করে নিভে গিয়ে মুখের উপর কয়েক জনমের বর্ষাকালের সমুদয় মেঘের সমষ্টি নেমে এলো...
চমকের তীব্রতায় কোন কথা বলা হলো না সুমনার... চুপসে গেলো... একেবারেই....
ছেলেটি জবাবে বল্লোঃ সরি...আমি ঠিক বুঝলাম না, ভাই আপনার কথা....
--আপনি প্লিজ, ওখানে গিয়ে বসুন... এখানে আমাকে বসতে দিন...প্লিজ..
--এসবের মানে কী...??
--মানে আপনাকে এই সিট টা ছাড়তে হচ্ছে...প্লিজ..
--হোয়াট ইজ দিস... সিট কী তোর বা.......!
ঠাশ করে শব্দ হলো.... থাপ্পরের... ধামড়াজি ছেলেটার গালে বিকট এক চড় বসিয়ে দিল তার বাক্য সম্পন্ন হওয়ার আগেই...
থাপ্পড়ের ঝাকুনিতে ছেলেটার চোখ থেকে খসে পড়া চশমা টা কুড়িয়ে সুড়-সুড় করে নির্দেশিত সিটে গিয়ে বসে পড়লো...
বাসের বাকী যাত্রীদের সেই মুহুর্তের খুশির কথা না বল্লেও সকলেরই অনুভব হচ্ছে.....
ধামড়াজি বসলেন সুমনার পাশে....
একটু ইশ-পিশ করলেন... মুচকি হাসলেন আর শুরু করলেন....
--আজকের দিনে যে তোমার ক্লাস নাই, এটা অন্য কেউ না জানলেও আমি ঠিকই জানি...
আজকের দিনের একমাত্র ক্লাস টা অন্য দিনের গ্যাপে শিফট করার মূল কল-কাঠি যে তুমি ই নেড়েছিলে, সেটাও আমি জানি...
সুমনা নিজের পায়ের নখের দিকে তাকিয়ে নির্বাক...
আর তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি গোয়েন্দা গিরি করে তোমার পিছু নিয়েছি এরকম ধারণা করার কোন কারণ নাই... সাক্ষাৎ টা নিতান্তই আকস্মিক...
অবশ্য আমার কাছে ধরা পড়ে তোমার লাভই হলো... আমার কাছে ধরা পড়ার ভয়টা অন্ততঃ আর থাকলো না....
এই কথা শুনে সুমনা ফিক করে হেসে দিলো এবং বড্ড লাজুক চোখে ধামরাজির দিকে মুখ তুলে তাকালো...
.... এর পর আবার শুরু হলো সিমাহীন গল্প-আর হাসি...
তবে এবারের হাসি গুলো বাধ ভাংগা উচ্ছ্বাস নয়... সংযত, মার্জিত ও পরিশীলিত....
কিছুক্ষণ চলার পর.... ধামড়াজির নামার স্টপেজ চলে এলো...
সুমনাকে সে বল্লোঃ চলো নামি... ধরা যেহেতু পড়েই গেছো... আজকে আর না... ওকে...??
সুমনাও কোন কথা না বলে ধামড়াজির সাথে উঠে দাড়লো.... নামার জন্য....
ধামড়াজির বাম হাতের কেনী আংগুল টা ধরে পিছু পিছু আগাতে থাকল...
সে....ই যে সেই... ছেলেটার সিটের পাশে গিয়ে ধামড়াজি আবার তার কাধে টাচ করে বল্লঃ কঠোরতার জন্য আন্তরিক ভাবে দুঃখিত... এর পর আমাদের অসংখ্য বারই দেখা হবে, তাই রিকুয়েস্ট...রাগ টা যেনো পুষে না রাখো....
এবারে যাষ্ট তুমি বলে ফেল্লো.. সে..
সুমনা তার দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলে ধামড়াজির হাতে শক্ত করে ধরে একমত ঝুলেই ঝুলেই বাস থেক নেমে গেলো....
নামার সময় সে আরেকবার ছেলেটার দিকে ফিরে তাকিয়ে দেখলো...
......সুমনা ইচ্ছা করেই দীর্ঘক্ষণ ছেলেটাকে কল বা এস এম এস করছে না এই ভেবে যে, এখন সে বিকট ক্ষ্যাপা.....নক করলে প্রতিকূল সাড়া আসবে...
এক্ষণেই ছেলেটার একটা এস এম এস পেল সুমনা...
লেখা আছে "আজকের ঘটনার পরও তোমার সাথে আমার রিলেশন থাকবে ভাবো...? যে ছেলেটা জনসম্মুখে আমাকে থাপ্পড় মারল, আমারই চোখের সামনে তুমি তারই হাত ধরে বাস থেকে নামলা... ছিঃ... ইউ আর যাষ্ট গুড বাই.."
সুমনা এস এম।এস টা পড়ে ভাবলো, এখানে একটা টিট ফর ট্যাট রিপ্লে না দিলে সে পেয়ে বসবে...
তাই সুমনা রিপ্লে দিলো.... "মায়ের পেটের ভাইয়ের হাত ধরে বাস থেকে নামার অপরাধে যে ছেলে ব্রেকাপের হুমকি দেয়, তাকে তো আমি রিলেশ জুড়ে রাখার জন্য অনুরোধ করবো না...
থাপ্পড়টা তোমার তোমার পাওনা... তোমার অসমাপ্ত বাক্যটার জন্য....
আমার সাথে রিলেশন শ্যাষ পর্যন্ত নিতে চাইলে এরকম থাপ্পরের চমক অফার আরোও অসংখ্য পাবা...
টেক ইউর ডিসিশান...."
এর পর সুমনার মোবাইলে আবার রিপ্লে এলো.... কি লেখা ছিল, সেটা ক্লিয়ার না.... তবে আনুমানিক এরকম হতে পারে অনেকটা.....
"আরে কি বলো....!! উনি তোমার ভাই....!! ধুর আমি কি জানি নাকি...!!
কি সব কান্ড হয়ে গেলো বলো দেখি..... বলবা না আমকে.... যাহ্...!!"
এর পর আরোও অংখ্য এস এম এস ই এলো-গেলো...
কে জানে কালকে আবার কোন বাসের যাত্রীদের দুর্ভোগ নেমে আসছে....
০২ রা মে, ২০১৯ রাত ১০:৪৬
ঝড়া পলক বলেছেন: বৈচিত্র উপেক্ষার সুপরিকল্পনা অভ্যাসে রূপ নিলে চির চেনারাই পড়ে থাকার কথা..
সেদিন যে বলেছিলাম "বিরুপ মন্তব্য"----এটা প্রত্যাহার করে নিলাম......
২| ০১ লা মে, ২০১৯ রাত ১২:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন
০২ রা মে, ২০১৯ রাত ১১:১০
ঝড়া পলক বলেছেন: কমেন্টের উত্তর দেবার প্রক্রিয়া অজানা এমন নয়...সেদিন সার্ফিং এ ছিলাম... সেক্ষেত্রে ইন্টারফেজের প্রপার লোডিং হয় না, আর জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের সাথে এর যেন আজন্ম শত্রুতা.... বাধ্যতামূলক সার্ফিং এর খপ্পরে পড়ে থাকলে..... লিভ ইট.....
আপনার "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" তালিকায় "ঝড়া পলক" আছে কি না একটু কি কষ্ট করে জানাতে পারেন ভাই, প্লিজ...
৩| ০১ লা মে, ২০১৯ রাত ১২:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম ।
০২ রা মে, ২০১৯ রাত ১১:১৩
ঝড়া পলক বলেছেন: জেনে খুূশি হলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করলাম....
৪| ০২ রা মে, ২০১৯ রাত ১১:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: JS টা ঝামেলা করে প্রক্সিতে।
আপনার "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" তালিকায় "ঝড়া পলক" আছে কি না একটু কি কষ্ট করে জানাতে পারেন ভাই, প্লিজ...
কেন?
০২ রা মে, ২০১৯ রাত ১১:২৪
ঝড়া পলক বলেছেন: সার্ফিংও তো প্রক্সিই হবার কথা...
কারো ব্লগ দেখলে সেটা সে জেনে যায়... আমার কাছে ব্যপারটা গ্রহণে সরলতার কমতি আছে.... কিন্ত দেখাও ত দরকার....
আপনার ব্লগ সেদিন দেখেছি, আপনি বুঝতে পারবেন না এই বিশ্বাসে.....
সেই বিশ্বাসের ভরসার কতটুকু----এটা যাচাই এর জন্যই জিজ্ঞাসা.....
আপনার বলতে আপত্তি থাকলে পীড়া-পীড়ি করবো না....
৫| ০২ রা মে, ২০১৯ রাত ১১:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আপত্তি আছে বৈকি !
০২ রা মে, ২০১৯ রাত ১১:৩০
ঝড়া পলক বলেছেন: অবজেকশান গ্রান্টেড...
৬| ০২ রা মে, ২০১৯ রাত ১১:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগ দেখার কারন?
০২ রা মে, ২০১৯ রাত ১১:৩১
ঝড়া পলক বলেছেন: বিরুপ মন্তব্য-তাড়িত কৌতুহল...
৭| ০২ রা মে, ২০১৯ রাত ১১:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: দেন কন্টিনিউ
০২ রা মে, ২০১৯ রাত ১১:৪৪
ঝড়া পলক বলেছেন: "গ্রহণে সরলতার কমতি" নিরসনে সহায়ক ভুমিকা পালনে আপত্তি জ্ঞাপন করে বিপত্তি ঘটালেন যে, ভাই.... কন্টিন্যুয়েশান প্রিক্যুশাচ..
সামুর ইউনিবিজয়ে টাইপ করেত ভারী ঝামেলা হচ্ছে....
দেশের ভিতরে থাকলে "হ্যাপি উইকান্ড" আর দেশের বাইরে থাকলে "হ্যাপি প্রযোজ্য সামথিং".....
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৯ রাত ১২:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কমন প্লট...