নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.........

ঝড়া পলক

...........

ঝড়া পলক › বিস্তারিত পোস্টঃ

আহালান ওয়া ছাহালান ইয়া রামাদান...

০৬ ই মে, ২০১৯ রাত ৯:৫৭

আমি ও আমার মতো নিভু-নিভু, ধিকি-ধিকি ও মিটি-মিটি লেভেলের ঈমানদার যারা আছেন, তাদের জন্য এরকম দীর্ঘায়িত, প্রলম্বিত ও উত্তপ্ত মৌমুমের সিয়াম সাধনা বড্ড অসুবিধের....

যে কারোই এই সত্যের সংশ্লিষ্টতা হইতে আপনাকে মুক্ত রাখার স্বাধীনতা রয়েছে; কাজেই ধিকি-ধিকি ঈমান কে নিজের ঘারে টেনে বেহুদা তকলিফ পোহানের কোন কারণ নাই...

আপাততঃ ধরে নিলাম এই পৃথিবীতে এরকম ‍স্বীনিশ লেভেলের মুমিন কেবল আমিই এক পিস আছি...বাকীরা সবা পাক্কা মুমিন....

সত্য যা, তা সত্যই, আত্মঘাতী হলেও সত্য, আত্ম-সংহারক হলেও সত্য..

ঈমান যেহেতু নিভু-নিভু হলেও আছে, সেহেতু একেবারে অগ্রাহ্য ও প্রত্যাখান করে সিয়াম সাধনায় ওয়াকাউট চালাতে পারি না...

রোজার মাসে যে দিনটি রোজা না রেখে কাটাই, সেই দিনটা খুবই অনুতাপ, পরিতাপ অনুশোচনা ও মনোবেদনার ভিতর দিয়ে যায়... মনে হয় খুব বড়-সড় রকমের কোন মানবিক অপরাধ করে ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছি...

আবার পাক্কা ঈমানদারদের প্রকারের ভিতর যেহেতু অন্তর্ভুক্তি নাই, সেহেতু বেহেশতো, ”সত্তর” সংখ্যার বহুল পুনরাবৃত্তিমূলক উল্লেখ, হুরেদের দেহ ও পোশাক-আশাকের সেলভেজ-লেভেল লোভনীয় বিবরণের উস্কানি প্রভৃতি ফ্যক্টরের তাড়ণ-পীড়ন ও লোভে এই গরমের প্রলম্বিত রোজাগুলা নিঃশব্দে এরং কোন প্রকার গাঁই-গুঁই প্রদর্শন না করে পালনও করতে পারি না...

রোজার দিনের বিকেল বেলা অনেকেই কথায় কথায় চটে যায়, শুধু কি চটা..!! সেই লেভেলের চটা...

রোজার উদ্দেশ্য নাকি সংযম...সামান্য এক বেলার খাবার ঘন্টা কয়েক বিলম্বে খাওয়ার কারণে যাদের মাথা গরম হয়ে যায়, তাদের জন্য রোজা নহে....রোজা সংযমীদের জন্য..

যে কোন মেয়ে-ছেলের দিকে তাকালে নিজের মেয়ের মুখাবয়ব ই আজ-কাল দেখছি, কাজেই হুর প্রসঙ্গটা আামার ঈমান মজমুত করণে আর কোন আশানুরুপ ফল তো দিবেই না, উল্টা আরোও হাল্কা করে দিবে....

কারণ...

একটি মাত্র মেয়ের ৪৩ দিন বয়সি বদমায়েশির মোকাবেলা করতে হিম-শিম খাচ্ছি গপা-গপ, সর্বক্ষণ; বেহেশতে গিয়ে আরও সত্তুরটা মেয়ের দায়িত্ব নিতে আমি বাপু পারবো না... সরি...

আল্লাহর বিশেষ করুণায় যদি আজকের নিভু-নিভু ঈমান কোনদিনও প্রচন্ড তেজে জ্বলে উঠে, করুণময় যদি কোনদিনও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, তাহলে পরকালীন অনন্ত জীবনের সীমাহীন প্রাচুর্য ও বিলাস সামগ্রীর প্রলোভন যেন তার পিছুনের কারণ হবার বিন্দুমাত্র সুযোগও কখনোও না পায়..

পরিপুর্ণ মুমিন ও মুত্তাকী হওয়ার সুযোগ ভাগ্যে মিলে যদি তার কৃপায়, তাহলে তার একমাত্র এবং শুধুমাত্র কারণ যেন হয় পরমকরুণায় আমাকে সৃষ্টি করে সীমাহীন মমতায় লালন-পালন আর এই পৃথিবীর অনন্ত আলো-বাতাশে অবাধ বিচরেণ সুযোগ প্রদানের ন্যুনতঃ স্বীকৃতি, কৃতজ্ঞতা ও শুকরিয়া...

রামাদানের অপার করুণাধারা প্রবাহমান থাকুক সকল সৃস্টির উপর, সারা বছর...

খোশ আমদেদ মাহে রামাদান...!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৯ রাত ১২:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

ঝড়া পলক বলেছেন: ধন্যবাদ ভাই.... আপনাকেও শুভেচ্ছা.... পবিত্র রমজানের অশেষ রহমতে বিনাশ নিশ্চিৎ হোক মন্দ রিপুদের, ধুয়ে-মুছে যাক সকল বান্দার গুনাহের ভার..... আল্লাহ্ আ’আলা আমাদের সকলকে কবুল করুন.... আমীন....

আসছে ঈদুল ফিতারের অগ্রিম শুভেচ্ছা জানবেন, ভাই.....

২| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:১৬

মাহমুদুর রহমান বলেছেন: একজন মানুষ তার নিজেকে যদি বাঁচাতে হয় তবে তাকে কর্ম করতে হবে সুতরাং আপনি চেষ্টা করুন এর প্রতিফল মহান আল্লাহই আপনাকে দিবেন।বিনা চেষ্টায় সুখ আশা করাও পাপ।

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

ঝড়া পলক বলেছেন: সদোপদেশের মাধ্যমে ভ্রাতৃত্ব প্রদর্শনের জন্য অশেষ কৃতজ্ঞতা... দোয়া করবেন ভাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.