নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ ১০ এর বিদায় ও মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স নিয়ে আলোচনা

০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭



মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স এর পরিচিতি ও ব্যবহারকারী দিনকে দিন বাড়ছে। একটা সময় ছিল যখন কেবল প্রযুক্তি ক্যাবলা (Nerd) কিংবা হ্যাকারেরা কেবল লিনাক্স ব্যবহার করতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে ধীরে ধীরে সে অবস্থার পরিবর্তন ঘটছে। সার্ভারে রাজত্ব করা অপারেটিং সিস্টেম ধীরে ধীরে মানুষের পার্সোনাল কম্পিউটারেও নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে।

বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটারে লিনাক্সের কথা বলতেই সবচেয়ে বেশি যে ডিস্ট্রোটির নাম সামনে আসত, সেটা ছিল উবুন্টু্। সত্যি কথা বললে আজকের দিনে পার্সোনাল কম্পিউটারে লিনাক্সের এই অবস্থান তৈরি করার মূল কারিগর গুলোর মধ্যে অন্যতম একজন যে উবুন্টু, সে কথা অস্বীকার করার কোন সুযোগ নেই। একটা সময় দুনিয়ার যে কোন প্রান্ত থেকে রিকোয়েস্ট করলে ক্যানোনিকাল লিমিটেড উবুন্টুর একটি সিডি কপি পাঠিয়ে দিতো। এখন অবশ্য এই সুবিধাটি আর নেই, তবে শক্ত কম্যুনিটির মাধ্যমে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবার কারণে উবুন্টু হয়ে উঠেছে জনপ্রিয় ডিস্ট্রো গুলোর মধ্যে একটি।

এদিকে মাইক্রোসফট তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সাপোর্ট এ বছরের অক্টোবরে বন্ধ করছে বলে জানিয়েছে। যদিও আগামী বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবার জন্য তারা কিছু বিশেষ পদ্ধতি চালু করেছে। কিন্তু সর্বোপরি তারা উইন্ডোজ ১০ কে বিদায় জানাতে সকল প্রস্তুতি নিয়ে নিয়েছে। একই সাথে তারা উইন্ডোজ ১১ কে শক্তহাতে প্রমোট করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো অনেক যোগ্যতাসম্পন্ন পুরাতন কম্পিউটারের হার্ডওয়্যার উইন্ডোজ ১১ সাপোর্ট করে না। এই অবস্থায় উইন্ডোজ ১০ চালিয়ে যাওয়া হবে সামনের সময়ের জন্য নিরাপত্তা ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার শামিল।

Windows 10 চালিয়ে যাওয়ার প্রধান ঝুঁকি সমূহঃ
‣ মাইক্রোসফট নতুন সিকিউরিটি আপডেট দেয়া বন্ধ করবে, ফলে হ্যাকারদের জন্য নতুন এক্সপ্লয়েট তৈরি করা সহজ হবে।
‣ ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণের ঝুঁকি বাড়বে।
‣ ব্যাংকিং, অনলাইন শপিং বা গুরুত্বপূর্ণ ডেটার জন্য এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থা তৈরি হবে।
‣ নতুন অ্যাপস এবং গেমস সমূহ আন-অপটিমাইজ হবে, পারফরমেন্স বা কম্প্যাটিবিলিটি সমস্যা দেখা দিবে।
‣ হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান (NVIDIA, AMD, Intel) তাদের ড্রাইভারের আপডেট রিলিজ ধীরে ধীরে কমাতে কমাতে বন্ধ করে দিবে।

তাহলে আমরা কী করতে পারি?
এখন এই মুহূর্তে যে কম্পিউটারটি সম্পূর্ণরূপে সচল, কেবল মাইক্রোসফট এর এমন বাড়াবাড়ি রকম খামখেয়ালিপনার কারণে সেটি ফেলে দিয়ে নতুন একটি কম্পিউটার কেনা কি আদৌ আমাদের জন্য যুক্তিসংগত হবে? বরং, এই অবস্থায় লিনাক্স হতে পারে একটি চমৎকার বিকল্প, কারণ–
⦿ পুরোনো হার্ডওয়্যারেও চমৎকার ভাবে চলে।
⦿ সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তা হালনাগাদ হবে নিয়মিত।
⦿ প্রাইভেসি ফ্রেন্ডলি, জোড় করে এ্যাড দেখানোর কোন সুযোগ নেই।
⦿ ব্যবহার করা একদম সহজ।
⦿ এটি ব্যবহারের জন্য আপনাকে কোন লাইসেন্স কিনতে হবে না। হ্যাক বা ক্র্যাক কিংবা আমি প্রায়শই যেটা বলি- "চুরি করে" চালাতে হবে না।

দৈনন্দিন ব্যবহারের জন্য সহজ লিনাক্স ডিস্ট্রোঃ
দৈনন্দিন ব্যবহারের জন্য সহজ লিনাক্স ডিস্ট্রো তাদের বৈশিষ্ট্য আকারে দিলাম, আপনার সুবিধা মত একটি বেছে নিন-


Linux Mint⇛ আমার পছন্দের তালিকার সবচেয়ে শীর্ষে রয়েছে এই ডিস্ট্রোটি। দেখতে এবং কাজ করে মানে এট Look and Feel উইন্ডোজের একদম কাছাকাছি। লিনাক্স মিন্ট ব্যবহার শুরু করলে নতুন করে এর কার্যক্রম ধরতে আপনার খুব বেশি কষ্ট হবে না।


Zorin OS ⇛ Zorin OS দেখতে অনেকটাই Windows 10-এর মতো, তাই নতুন ব্যবহারকারীদের শেখার ঝামেলা কম। ইনস্টল করা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার—সবকিছুই সহজ। লাইটওয়েট, তাই পুরোনো কম্পিউটারেও ভালো চলে। নিত্যপ্রয়োজনীয় অফিস, মিডিয়া প্লেয়ার, ব্রাউজারসহ অনেক সফটওয়্যার এতে দেয়া থাকে।


MX Linux ⇛ এটি পুরোনো বা কম স্পেসিফিকেশনযুক্ত পিসিতেও দুর্দান্তভাবে চলে। এর ভিত্তি Debian এর তৈরি, তাই রক-সলিড একটা নির্ভরশীলতা পাওয়া যায়। এটিও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সহজ ডেক্সটপ ইন্টারফেস দিয়ে থাকে। প্রয়োজনীয় সকল সফটওয়্যার দেয়া থাকে, তার পরেও সহজেই নিজের প্রয়োজন মত সফটওয়্যার গুলো ইন্সটল করার সুবিধা দিয়ে থাকে। আর এর কম্যুনিটি সাপোর্টও খুব ভালো।


Elementary OS ⇛ যারা উইন্ডোজের চেহারা দেখে বিরক্ত হয়ে গেছেন, আর macOS এর চেহারার স্বাদ নিতে চাচ্ছেন। তারা চোখ বন্ধ করে Elementory OS এ চলে আসুন। নিরাপদ, মিনিমাল ইন্টারফেস, কম রিসোর্সে ভালো পারফরমেন্স, প্রয়োজনীয় অফিস, মিডিয়া কিংবা ইন্টারনেটের সফটওয়্যার সংযুক্ত এই ডিস্ট্রোটি আপনাদের ভালো লাগবে।


Ubuntu/Kubuntu ⇛ Ubuntu ও Kubuntu —দু’টিই সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজ ও পরিচিত ইন্টারফেস দেয়। ৪ গিগাবাইট র‍্যাম দিয়েই আরামসে চালানো যায়। অফিস, ব্রাউজিং, মিডিয়া, ই-মেইল—সব দরকারি সফটওয়্যার সাথেই দেয়া থাকে। যেকোনো সমস্যায় সহজেই অনলাইনে সাহায্য পাওয়া সহজ। LTS ভার্সনে ৫ বছর পর্যন্ত আপডেট ও নিরাপত্তা পাওয়া যায়। আর কাস্টমাইজেশন করে নিজের সুবিধা মত যে কোনো লুকে নিয়ে যেতে KDE ভিত্তিক Kubuntu সেরাদের মধ্যে একটি।


Fedora ⇛ Fedora লিনাক্সের লেটেস্ট কর্নেল ও সফটওয়্যার সহ সাজানো একটি ডিস্ট্রো। নিরাপত্তার জন্য এতে SELinux সক্রিয়ভাবে নিয়োজিত থাকে। নোম(Gnome) এর পাশাপাশি Cinnamon, XFCE, KDE ,Mate, Budgie সহ প্রায় ১২ ধরনের অফিসিয়াল ডেক্সটপ পাওয়া যায়। দৈনন্দিন কাজের জন্য প্রায় সকল দরকারি সফটওয়্যার এর সাথেই দেয়া থাকে। ডেভেলপারদের জন্য Fedora বিশেষ সাপোর্ট দিয়ে থাকে। আর এর স্ট্যাবিলিটির পেছনে থাকে Rad Hat Enterprise Linux এর সমর্থন।



আজকের আলোচনার ইতি টানছি। জোড় করে লিনাক্সের ট্রেনে উঠিয়ে দেয়া আজকের এই লেখার উদ্দেশ্য নয়। বরং প্রয়োজন আর পরিস্থিতিতে কেন লিনাক্স আপনার ডেক্সটপের চালিকাশক্তি হিসেবে মানানসই, তারই একটা ধারণা দেবার জন্যে আজকের এই প্যাচাল! :D উইন্ডোজের ধাওয়া থেকে বাঁচতে কিংবা বিকল্প কিছু নিয়ে যাদের আগ্রহ আছে; যারা মুক্ত অপারেটিং সিস্টেমকে শিখতে কিংবা এটাকে নিয়ে খেলতে ইচ্ছুক তাদের জন্যেই আজকের এই লেখা। সামনে কোন বিষয়টি নিয়ে আলোচনা করলে লিনাক্সের ভীতি কেটে একে কাছে টানা যাবে তা জানানোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি তো উইন্ডোজ ১০ চালাই।

২| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: আরে অনেক দিন পরে আপনাকে দেখা গেল !

আমার পিসিতে ইলেভেন সেটআপ করে তবে ল্যাপটপটা অনেক পুরানো। সেখানে ইলেভেন ইনস্টল হবে না। কয়েকদিন আগে লিনাক্স ইনস্টল করেছিলাম তারপর কত কাহিনী হয়ে গেল।

তবে যোরিন ওস দেখে বেশ পছন্দ হল। দেখা যাক ইনস্টল করা যায় নাকি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.