নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ইভ টিজিং নিয়ে সহজ কিছু কথা !!

০৭ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪১

ইভটিজিং যেহেতু ইংরেজি শব্দ সবার আগে এর অর্থ বের করা দরকার । আমার অক্সফোর্ড ডিকশনারী বের করলাম । দুপাঁচ মিনিট পর আবিষ্কার করলাম আসলে ইভটিজিং বলে ডিকশনারীতে কোন শব্দই নাই ।

কি আশ্চার্যের কথা !

যে ইংরেজী শব্দটা নিয়ে আমাদের দেশে এতো তোলপাড় এতো লাফালাফি, সে শব্দটার কোন অর্থই নেই । একবার মনে হল আসলে আমরা বাঙালী বড় হুজুগে নাচি ।

তারপর মনে হল এতো কিছু যখন হচ্ছে নিশ্চই কিছু একটা আছে । আচ্ছা আলাদা আলাদা শব্দের অর্থ বের করে দেখি । খ্রিস্টানরা ইভ মানে বিবি হাওয়াকে বোঝায় । সে অর্থে নারী জাতিকে বোঝানো যায় । আর টিজিং অর্থ বিরক্ত করা । সে হিসাবে এটার অর্থ নারী জাতিকে বিরক্ত করা জাতীয় কিছু হতে পারে ।

কিন্তু এভাবে ভেঙ্গে ভেঙ্গে অর্থ করাটা কেমন মনে হচ্ছে । আন্ডারস্টান্ড কে যদি ভেঙ্গে অর্থ করি তাহলে কি আর উপায় আছে !! 8-| 8-| 8-|

সন্দেহ দুর করার জন্য কি করা যায় ?

আরে গুগল মামা আছে কিসের জন্য ! দিলাম সার্চ । এবং যা বের হল



"Eve teasing is a euphemism used in India and sometimes Pakistan, Bangladesh and Nepal for public sexual harassment or molestation of women by men, with use of the word "Eve" being a reference to the biblical Eve, the first woman".



এর অর্থ দাড়ায় ইভটিজিং এমন একটা কিছু যা কেবল দক্ষিন এশিয়ার কয়েকটি দেশে পরিচিত । অন্য কোথায় এই শব্দটা কেউ চেনেই না ।

আশ্চর্য !

এখন এই জানার পর আমার মনে এই প্রশ্নটা জেগেছে যে যে বেকুক গুলা মনে করে ইভটিজিংয়ের জন্য কেবল মেয়েদের পোষাকই দায়ী, তারা কি জানে না ইউরোপিয়ান আর আমেরিকান দেশ গুলোতে মেয়েরা কি ধরনের পোষাক পরে । যদি পোষাকই দায়ী হবে তাহলে ঐ দেশেগুলোতেই তো সবার আগে এই সমস্যা দেখা দিত ।

আমাদের এই দক্ষিন এশিয়ার দেশ গুলোর মেয়ে আর যেই পোষাকই পরুক না কেন ঐ সব দেশ গুলোর মেয়েদের থেকে অনেক ভাল পোষাক পরে ।

তাহলে মেয়েদের পোষাক কিভাবে দায়ী হতে পারে ?

বেকুবদের কাছে প্রশ্ন রইল ।



অন্য কাউকে দোষ দেবো কোথা থেকে নিজের বন্ধুর মাঝে এই রকম মনমানষিকতা রয়েছে ।

বন্ধুদের আড্ডায় একদিন সবার কাছে প্রশ্ন রাখলাম যে ইভটিজিংয়ের জন্য দায়ী কে ? ছেলে না মেয়ে ?

উত্তরটা আমার জানা আর সবাই যেহেতু ভার্সিটিতে পড়ি আমি আশা করলাম যে উত্তর আশানুরুপই পাবো ।

কিন্তু অবাক হতে হল । আমারই এক বন্ধু বলল যে মেয়ে । এবং মেয়ে যে দায়ী এই ব্যাপারটা বেশ জোড় দিয়েই বলল ।

বললাম কিভাবে মেয়ে দায়ী ?

তার যুক্তি হল একটা মেয়ে যখন টাইট জিন্স পরে তখন ছেলেদের কি মাথা ঠিক থাকে ?

কি আশ্চার্য যুক্তি ! তার থেকেও বড় আশ্চার্যের কথা হল যে একজন ভার্সিটি পরা ছেলে এই রকম চিন্তা ভাবনা করে । একটা মেয়ের পোষাক পরা দেখে একটা ছেলের মনে কাম জেগেছে আর এই জন্য ঐ মেয়েটাকেই দায়ী করা হচ্ছে !

ব্যাপার টা এরকম একলোক পুলিশের কাছে গেল রিপোর্ট লেখাতে ।

-দারগা সাহেব আমার টাকা ছিনতাই হয়ে গেছে !

দারগা কি করলো ঐ লোক কে পেদানি দিল । পেদানি দিতে দিতে বলল

-তুই বেটা ফাজিল, টাকা নিয়ে বের হইছিস ক্যান?? ছিনতাই কারী তো ছিনতাই করবেই !

ঠিক এই রকম ভাবেই মেয়েদের দোষ দেওয়া হয় !

আরে আহম্মক, তোর মাথায় সমস্যা, এটা তুই বুঝতে পারিস না ?

আশ্চর্য !!

আর আশ্চর্য !!



যাদের মনে এরকম হয়, মানে মেয়েদের দেখে যাদের মনে কাম জাগে তাদের কে চুপি চুপি একটা কথা বলি ! ভাইজান আপনি মানষিক ভাবে ঠিক সুস্থ না । জলদি ডাক্তার দেখান !

কি আমার কথা বিশ্বাস হচ্ছে না । ভেবেছেন আমি বানিয়ে বানিয়ে গল্প লিখি বলে হয়তো বানিয়ে বানিয়ে এসব কঠা বলছি !

ঠিক আছে, আমার কথা বিশ্বাস করার কোন দরকার নাই । আপনার কি কোন পরিচিত মানষিক ডাক্তার আছে, অথবা আপনার কোন বন্ধু মন বিজ্ঞান বা হিউম্যান বিহেবিয়ার নিয়ে পড়া শুনা করে ? যদি তাও না হয় তাহলে শ্যামলীর দিকে মানষিক স্বাস্থ্য ইনিস্টিটিউড আছে । এখানে যান !

ওখানে ডা. মহিত কামাল বসে এনার কাছে জিজ্ঞেস করে দেখেন !! ঠিক আছে ??



আচ্ছা আপনারা কি লক্ষ্য করেছেন আমরা যত ইভটিজিংয়ের খবর শুনি অথবা পেপারে পড়ি সব জায়গাতে না হোক বেশির ভাগ ক্ষেত্রেই দেখবেন যে মেয়েরা যখন স্কুল যাবার পথে কিংবা ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হচ্ছে ।

কখনও কি শুনেছেন নাইটক্লাবে যাবা পথে ওমুক মেয়ে ইভটিজিংয়ের শিকার অথবা কক্সবাজারে সমুদ্র স্নান করা অবস্থায় তরুণী ইভটিজিংয়ের শিকার । এমন কোন খবর কি কারো চোখে পরেছে ?

যখন স্কুল যাবার পথে একটা মেয়ে ইভটিজিংয়ের শিকার হচ্ছে তখন বেকুক গুলো কিভাবে বলে ইভ টিজিংয়ের জন্য মেয়েরা দায়ী , মেয়েদের পোষাক দায়ী ।

আশ্চার্য পাবলিক সব !



এবার আমার কিছু উদাহরনের কথা বলি । আমার গ্রামের বাড়ি মোটামুটি মফস্বল এলাকা বলতে পারেন । আমাদের গ্রামের কথাই ধরা যাক । ওখানকার মেয়েরা আধুনিক পোষাক পরে না বললেই চলে । কালে ভাদ্রে দেখা যায় কেউ হয়তো জিন্স পরেছে ! বেশির ভাগ সময়ই তারা সভ্য সেলোয়ার কামিজ পরে থাকে ।

কিন্তু সেখানে কেন মেয়েদের কে টিজ করা হয় ? মেয়েদের সব থেকে ভাল পোষাক অর্থাৎ সভ্য আর শালীন পোষাক পরা সত্তেও যেহেতু তাদের ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে, এটা থেকে কি বোঝা যায় না যে ইভটিজিংয়ের জন্য মেয়েদের পোষাককে কোন ভাবেই দায়ী করা যায় না । দায়ী হল ঐ সমস্ত কুলাঙ্গার গুলোর বিকৃত মানষিতা !

আবার সেই উদাহরনের কথা বলি । আমি ঢাকায় যেখানটাতে থাকি সেখানে মোটামুটি সব আধুনিক মেয়েদের বাস । বাসা থেকে বের হলেও প্রায়ই দেখা যায় । জিন্স থেকে শুরু করে মিনি স্কার্ট পর্যন্ত !

আর আমাদের মোড়ের মাথায় সব সময় কিছু ছেলে দাড়িয়ে আড্ডা মারে । সে হিসাবে আমাদের ঐ খানেই তো প্রতিদিনই ইভটিজিংয়ের ঘটনা ঘটার কথা । মেয়েরা আধুনিক আর উত্তেজনা কর পোষাক পরছে , সেই দিক থেকে তাই হওয়া উচিত্ ।

কিন্তু তা হয় ?

আমি প্রায় দুই আড়াই বছর ধরে এই এলাকায় আছি আমার চোখে কোনদিন এই জিনিসটা বাঁধে নি ।

তাহলে কি দাড়াল ? আমাদের ঐ মফস্বল এলাকা যেখানে মেয়েরা সব সময় সভ্য পোষাক পরেও ইভটিজিংয়ের শিকার হচ্ছে আবার ঢাকার এই এলাকাতে মেয়ে আধুনিক পোষাক পরার পরেও তাদের কে টিজ করা হচ্ছে না ।

বেবুকগুলা কি এখনও বুঝতে পারছেনা এর পেছনে কারনটা কি ? পোষাক নাকি বিকৃত মন ?



আচ্ছা এবার অন্য ভাবে বলা যাক । মনে করে নিন যে ইভটিজিংয়ের জন্য মেয়েদের পোষাকই দায়ী । আরে ভাই কেবল মনে করতে বলছি । ছোট কালে অংক করেন নি ধরি এক্স ইজ ইকোয়াল টু ওআই ! সেই টাইপের কিছু আর কি । ধরে নেন এখন বাংলাদেশে যত ইভটিজিংয়ের ঘটনা ঘটছে তার পেছনে মেয়েদের পোষাকই দায়ী । আর সব ছেলেদের মানষিকতা এক ! আর একটু ধরে নেন মেয়েদের উত্তেজনাকর পোষাক ( টা্ইট জিন্স আর টপস) দেখলে টিজ করা স্বাভাবিক !

আসল কথা বলার আগে আর একটু উদাহরন দেই । যদি চিনি বোয়ামের মুখ খোলা থাকে তাহলে পাশ দিয়ে যাওয়া সব পিপড়াই ওখানে মুখ দিবে ! এইটাই স্বাভাবিক ঘটনা ।

সেই হিসাবে যখন একটা মেয়ে টা্ইট জিন্স আর টপস পরে যখন বাইরে বের হয় তখন ঐ মেয়েটাকে যত জন ছেলে দেখে সবারই উচিৎ ঐ মেয়েটাকে টিজ করা । যেহেতু সে চিনির বৌয়াম খোলা রেখেছে, আমরা মনে করে নিচ্ছি ! সব পিপড়ার মত সব ছেলেগুলা মেয়েটাকে টিজ করবে !

কিন্তু বাস্তবে এমনটা হয় !

সব ছেলেগুলাই কি ঐ মেয়েটাকে টিজ করে ?

দেখবেন খুব বেশি হলে ২ জন এমনটা করে ! কিন্তু এমন টা হওয়ার কথা ছিল না । যদি ১০০ জন ছেলে মেয়েটাকে দেখে ঐ ১০০ জনেরই টিজ করার কথা ছিল যদি এটা স্বাভাবিক ঘটনা হত , যদি ঐ মেয়েটার দোষ হত !

তার পরেও যদি বেকুব গুলা না বোঝে তাইলে আর কি বলবো !



আমাদের মাঝে আবার অনেক বিজ্ঞ লোক আছে যারা ধর্ম কে এর মাঝে টেনে । তাদেরকে বলি । অন্য ধর্মের কথা তো জানি না ইসলাম ধর্মের কথা বলি । যদিও আমার ধর্ম জ্ঞান খুব বেশি না ।

আমাদের ধর্মে বলা আছে নিজের দৃষ্টিকে সংযত কর ! এটা খুব কঠিন ভাবে বলা আছে ! যদি আপনি কেবল ধর্মের এই লাইনটাই মানেন তাহলে আপনি কোনদিন ইভ টিজিং করতে পারবেন না ।

আরাদের কে নির্দেশ দেওয়া হয়েছে ! নির্দেশটা এরকম

" তোমরা তোমার চোখকে হেফাজত কর । এবং তোমরা তোমার লজ্জা স্থান কে জেফাজত কর"

একটা জিনিস লক্ষ্য করেন চোখকে আগে হেফাজত করতে বলা হয়েছে । আপনি কোথাও পাবেন না যেখানে আগে লজ্জা স্থানকে হেফাজত করতে বলা হয়েছে । এর কারনটা কি কেউ বুঝতে পেরেছেন !

যেকোন অবস্থাতেই একটা মেয়ে বেআবরু হতে পারে । দুর্ঘটনা অথবা ঝোড় বাতাস এইসব কারনে । আমাদের নিশ্চই উচিৎ না তার দিকে দৃষ্টি দেওয়া ! এই জন্যই বলা হয়েছে ছোখকে হেফাজত কর !

আপনি যদি নিজের চোখকে হেফাজতে রাখে একটা মেয়ে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যেভাবেই বেআররু হোক না কেন আপনার চোখ সেদিকে যাবে না । আর না দেখলে তাকে টিজ করার প্রশ্নই আষে না ।

আর হ্যা যষি সেই মেয়েটা পোষাকে কোন খারাবি থাকে সেটার জন্য সে পাপী হবে । সেটা নিয়ে আপনি কেন ভাববেন ?

আর যেহেতু আমাদের দেশে ইসলামের সব নিয়ম কানুন আিন করে পালন করা হয় না আপনার বলার কোন অধিকার নেই মেয়েটা কোন ঢরনের পোষাক পরবে ! এটা একান্তই তার নিজের ব্যাপার !

একান্তই নিজের ব্যাপার লেখা দেখে অনেকে ভাবছেন তাহলে আমিও তো মেয়েটাকে টিজ করতে পারি এটা আমার একান্ত নিজের ব্যাপার !

কি? ভাবছেন নাকি !!

সত্যি কথা বলে তো ??

=p~ =p~ =p~ =p~ =p~

আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ! এমনটা ভাবতেই পারেন ।

আপনাদের বলি আপনি তত খন পর্যন্ত স্বাধীন যতক্ষন পর্যন্ত না আপনার স্বাধীনতা অন্যের স্বাধীনতা কে খর্ব না করে ! বুঝলেন !!!!



আমার এই লেখাটা একদমই হালকা টাইপের লেখা । কেবল নিজের মনের কথা । ভেবেছিলাম কোন তথ্য উপাত্য দিবো না । কিন্তু একটা কথা না বললেই হচ্ছে না । আপনারা সবাই জানেন ইভটিজিং বিরোধী একটা গেড়িলা বাহিনী গঠিত হয়েছে । তারা একটা সার্ভে করেছিল । সেখানে দেখা গেছে ৮৪% মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়েছে যখন তারা সেলোয়ার কামিজ পরা অবস্থায় ছিল আর ১৩% মেয়ে বোরকা পর অবস্থায় ছিল ।

এইটাকে আপনার কি বলবেন ?

যদি পোষাকই দায়ী হবে তাহলে একটা বোরকা পরা মেয়ে কখনও এভটিজিংয়ের শিকার হবার কথা ছিল না । তাহলে কেন হল??

বেকুবগুলাকে আর কত ভাবে বলব ?





এক বেকুব ব্লগারের কথা দিয়ে শেষ করি । কয়দিন আগে একজনের একটা পোষ্ট পড়েছিলাম । পোষ্টের লিংক দিচ্ছি না । বেচারা লজ্জায় পড়ে যাবে । পোষ্টের মূল বিষয় ছিল ইভটিজিং এর জন্য মেয়েদের পোষাক কত খানি দায়ী । সেই পোষ্টে একজন খুব জ্ঞানী ব্লগার কমান্ট পড়ে খানিকক্ষন হাসলাম । মনে মনে বললাম বাহ ভাল তো !

তার কমান্টটা ছিল এমন যে ছাগল রে খোলা ফসল দিয়া যদি বলা হয় ফসল খাবি না, তাহলে কি ছাগল শুনবে ?

তিনি কি বঝাতে চেয়েছেন তা নিশ্চই আপনারা সবাই বুঝতে পেরেছেন ।

ঐ জ্ঞানী ব্লগারের মত আপনাদেরও নিশ্চই এমনটা মনে হয় যে বেড়া ভাঙ্গা ফসল পেলে ছাগল যেমন ফসল খাবেই তেমনি জিনস পরা মেয়ে দেখলেই তাকে টিজ করা হবে ! এমন মনভাব কি আপনাদেরও ?

যদি হয় তাহলে একটু বলি । ছাগল কিন্তু ভাল মন্দ বোঝে না । কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় এইটা কিন্তু ছাগল বোঝে না । তাই সে সামনে ফসল পেলেই তাতে মুখ দিবে । সে এটা চিন্তা করবে না যে ফসলটা খাওয়াটা ঠিক হচ্ছে নাকি হচ্ছে না । আসলে এই ঠিক বেঠিকের চিন্তা তার ক্ষমতার বাইরে ।

কিন্তু মানুষ কিন্তু ঐ ছাগলের মত না । মানুষের সব থেকে বড় একটা জিনিস রয়েছে যা তাকে ঐ ছাগল থেকে মানুষকে আলাদা করেছে । সেটা হল তার মন তার বিবেক ।

একটা ছাগলে যেমন ভাঙ্গা বেড়া দেখলেই সেখানে মুখ দেয় মানুষ কিন্তু তেমনটা করে না । কেন করে না বলতে পারেন তার কারন হল মানুষের মধ্যে ভালমন্দ বোঝার ক্ষমতা আছে । খোলা ফসল পেয়েও মানুষ আগে চিন্তা করবে ওখানে মুখ দেওয়া ঠিক হবে কি না । যদি ঠিক না হয় তাহলে আমি কেন এই কাজটা করবো ? এই প্রশ্নটা তার মনে বার বার আসবে তেমনি একটা মেয়ে যখন একটু উল্টোপাল্ট পোষাক পরে একজন প্রকৃত মানুষ তাকে টিজ করার আগে এটা চিন্তা করবে যে আমি যে মেয়েটাকে টিজ করছি একটা কি কোন দিক দিয়ে ঠিক হচ্ছে ?

আপনারা নিশ্চই কেউ মনে করেন না যে যে কাউ কে টিজ করাটা একটা ভাল কাজ । আমি জানি আপনারা তেমনটা ভাবেন না । কিন্তু কিছু ছাগলরুপী মানুষ আছে যাদের মধ্যে এই বোধটুকু নেই । তারা ভাল খারাপ বিবেচনা না করেই ফাকা ফসল পেলেই তাতে মুখ দিয়ে বসে । এবং এটা যে একটা খারাপ এবং অন্যায় কাজ এটা তারা বুঝতেই পারে না ।

বুঝবে কি করে তাদের মস্তিস্ক যে ঐ ছাগলের মতই সীমিত । কিন্তু দুঃখের বিষয় এই যে ঐ ছাগল দের মাঝে কিছু ব্লগারও আছেন ।



যাই হোক সবাই ভাল থাকবেন ! আর বানান কিছু ভুল থাকতে পারে । নিজ গুণে ক্ষমা করবেন !

মন্তব্য ৯৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৫

তোমোদাচি বলেছেন: আমার কাছে ইভ টিজিং এর একটা উপপাদ্য আছে ...
ইভ টিজিং এর জন্য দাতা (ছেলেরা) নই গ্রহীতাই (মেয়েরা) দায়ী।

ব্যাখ্যাঃ ইভ টিজিং বলেন আর ভালবাসার প্রস্তাব বলেন এটা ছেলেদের কাছ থেকে মুটামুটি একই পদ্ধতিতে আসে ভিন্নতা হয় মেয়েদের এটাকে গ্রহন করা না করা নিয়ে, যদি কোন মেয়ে এটাকে গ্রহন করে তাহলে সেটার নাম হয় রোমান্স বা প্রেম আর যদি এটি মেয়েটা গ্রহন না করে তাহলে হয়ে যায় ইভ টিজিং। তাহলে কি দাড়ালো, ইভটিজিং প্রদানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে গ্রহন করা বা না করার উপর।
যেমনঃ চুমকি চলেছে একা পথে, সঙ্গি হলে দোষকি তাতে ... গানটা তো আমরা রোমান্টিক গান হিসাবেই বিবেচনা করি না কি ???? ;)



উপরের কমেন্টটি যাষ্ট ফান, এটিকে দয়া করে কমেন্ট টিজিং হিসাবে নিবেন না।

আমি আপনার সাথে একমত, ইভটিজিং্যের জন্য পোষাক নয়, নষ্ট মন দায়ী ।




০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৩

অপু তানভীর বলেছেন: "ইভ টিজিং বলেন আর ভালবাসার প্রস্তাব বলেন এটা ছেলেদের কাছ থেকে মুটামুটি একই পদ্ধতিতে আসে" আপনার এই কথাটা ঠিক না মোটেও, আপনার সাথে একমত হইতে পারলাম না !!

২| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৫

সাদা১২৩৪৫৬ বলেছেন: ভালো লাগলো

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :) :) :)

৩| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:২৩

মুহিব বলেছেন: মেয়ে দেখতে ভাল লাগে। এট্রাক্টিভ মেয়ে দেখলে এট্রাক্টেড হই। একটু তাকিয়েও হয়ত থাকি। মনে মনে কখনও কখনও প্রচন্ড কামভাব অনুভবও করি। তবে কখনও এমন কোন কাজ করি না যাতে সে বিব্রত/দু:খিত/লজ্জিত/অপমানিত এক কথায় টিজ ফিল করে।

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আপনি ভাল মানুষ তাই !!

৪| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বেকুব হইতে আইলাম ----- বেকুব নাম্বার ১ হাহহাহাআ (আবুল হাসি )


ভাই যেখানে ২১ বছর পরে চাইলেই পাওয়া যায় সেখানে ইভটিজিং হইবেক কেন ?

আর শিক্ষা একটা বেপার আছে -- আরে বেকুব উপাধি দিবার পারেন - সমস্যা হইলো আমাদের অন্ত-দৃষ্টি । একটু খেয়াল করুন আপনার ছোট বেলায় আপনাকে যেইটা মানা করতো সেই কাজটা আপনি করতে বেশি ভালোবাসতেন !!

যেখানে আপনি ছোট থেকে বড় হইছেন ঢাকা শরীর দেখে --হঠাৎ আপনি দেখলেন কোমড় দেহা যায় , ব্রা দেহা যায় !! পেন্টিও দেহা যায় তখন আপনার না দেহা থেকে কিছু দেখছেন তাতে আপনাকে উত্তেজিত করবে হেইডাই স্বাভাবিক !!


আপনার যুক্তি ভালা তয় আপনার ভাবনায় খামত্তি আছে ---
১) শিক্ষা ( শিক্ষিত করে গড়ে তুলেন এই সমস্যা ৮০% কমে যাবে )
২) আবাদ মিলামেশা ( যেটা পশ্চিমা দেশে হয়ে থাকে )
৩) কৌতুহল নিষিদ্ধের প্রতি


আর ভাই আপনি কি বিড়ি টানেন ? যদি টানেন তাইলে বলি আপনি কখনো আপনার বাবা অথবা বড় ভাই এর সাথে বসে টানেন নাই অথচ পশ্চিমা দেশ গুলোতে বিড়ি মদ বিয়ার সবই এক সাথে খায় !!

সুইজার লেন্ডে সমুদ্রের পারে সবাই যায় নেংটু হইয়া --কাপড় থাকে না - এমন কি অনেক হোটেল মোটেল আছে আপনি কাপড় রাখলে নামতে পারবেন না !!! আহারে আপনি ভাবেন আমাদের চোখতো অভ্যস্ত না জাইঙ্গা না থাকলে যে কি হইতো ভাবেন একবার অথচ তাদের টা কিন্তু নুয়াইয়া আছে হিহিহিহিহিহ !!


০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২১

অপু তানভীর বলেছেন: ভাই যেখানে ২১ বছর পরে চাইলেই পাওয়া যায় সেখানে ইভটিজিং হইবেক কেন ?
তারমানে আপনি বলতে চান যা আমরা পাবো না তা আমরা জোর করে নিবো, সেটা ঠিক কিনা বে ঠিক সেটা দেখবো না ?

আপনাকে যেইটা মানা করতো সেইকাজটা আপনি করতে বেশি ভালোবাসতেন !! ভালবাসতাম বলেই কি করতে হবে ! কাজটা ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না সেটা তো দেখতে হবে ! এখানেই তো মানুষ হবার সার্থকতা ! আপনি সঠিক আর ভুলের মধ্যে সঠিক কাজটা বেছে নিবেন

যেখানে আপনি ছোট থেকে বড় হইছেন ঢাকা শরীর দেখে --হঠাৎ আপনি দেখলেন কোমড় দেহা যায় , ব্রা দেহা যায় !! পেন্টিও দেহা যায় তখন আপনার না দেহা থেকে কিছু দেখছেন তাতে আপনাকে উত্তেজিত করবে হেইডাই স্বাভাবিক !!
ভাই একটা কুকুর যখন কোন মেয়ে কুকুরকে দেখে তখন কিন্তু তার কাম জাগে সে উত্তেজিত হয়ে ওঠে ! মানুষও ঐরকম দেখলে উত্তেজিত হতে পারে । তাই বলে কি সে কুকুরের মত রাস্তা ঘাটে ঐরকম আচরন করবে ! আপনার কি মনে তাই কি করা উচিৎ ! তাহলে একটা কুকুরের সাথে মানুষের পার্থক্য থাকলো কোথায় ? একজন মানুষের মনে কাম/উত্তেজনা জাগতে পারে কিন্তু সেটা নিয়ন্ত্রন করাই মানুষের অন্যতম বৈশিষ্ট ।

আপনার যুক্তি ভালা তয় আপনার ভাবনায় খামত্তি আছে ---
১) শিক্ষা ( শিক্ষিত করে গড়ে তুলেন এই সমস্যা ৮০% কমে যাবে )
২) আবাদ মিলামেশা ( যেটা পশ্চিমা দেশে হয়ে থাকে )
৩) কৌতুহল নিষিদ্ধের প্রতি

আপনি মনে হয় আমার লেখাটা মন দিয়ে পড়েন নি । আমি কিন্তু খুব বেশি জটিল কিছু বলি নি । আমি কেবল বলতে চেয়েছি ইভটিজিংয়ের জন্য মেয়েরা দায়ী হতে পারে না ।
শিক্ষার ব্যাপরটার সাঠে আমিও একমত !
কিন্তু অবাধ মেলামশা সাথে না । আমাদের পাশে দেশ ভারতের কঠা চিন্তা করেন ! ভারতের বড় বড় রাজ্য গুলো কিন্তু মোটামুটি পশ্চিমা দেশগুলোর মতই হয়ে গেছে ! তাহলে ওখানে ইভ টিজিং কেন হচ্ছে ?
আর নিষিদ্ধ সব সময় নিষিদ্ধই । অন্যায়ের প্রতি কৌতুহল কখনও ভাল হতে পারে না ।

আমি বিড়ি টানি না !

আপনার শেষ মন্তব্যের উত্তর কি দিবো ঠিক বুঝতাছি না #:-S #:-S #:-S

৫| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৬

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ১০০ টা লোকের মাঝে দুই পাচটা ছাগল সবখানেই থাকে যাদের জন্য বাকী সবাইকেই ক্ষেত্রবিশেষে ছাগল বলা হয় আর কি। আর আমাদের ধর্মের কাতুকুতুটা একটু অদ্ভুত টাইপের। আমরা কোরান বা হাদিসের সেই বাক্যটা নিয়েই ফালাফালি করি যেটা কোন আকামকে জায়েজ করার জন্য দরকার হয়।

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২২

অপু তানভীর বলেছেন: এটা একদম ঠিক কইছেন ভাই ।

৬| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৬

s r jony বলেছেন: পুরাই সহমত।

কিছু রুগি দেখতে চাওলে আমার লেখার নিচে কিছু কমেন্ট পড়েন
মজা পাইবেন কসম। :P :P

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৩

অপু তানভীর বলেছেন: আপনার লেখাটা আমি আগেই পড়ছি !!

৭| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি তো অনেকদিন যাবত অনেক ঘটনা দেখে এটাই শিখেছি বাঙ্গালি সবক্ষেত্রেই হল পুরোপুরি টাইপের ছাগল এবং কেউ যদি কোনও এক দিকে খুবই ভালো বোধ-বুদ্ধি সম্পন্ন ও হয় অন্য কোনও দিকে সে তার ছাগল মনোভাবের প্রকাশ করতে বাধ্য (সবচেয়ে বড় কথা আমি নিজেও বাঙ্গালি, আর বিভিন্নভাবে এটা দেখা গেছে যে এটা একক কোনও কিছু না, আমরা সমষ্টিগতভাবেই এমন) :|| :|| :||

আর আপনার এই লেখা থেকেও তাঁরা অনেকভাবেই যুক্তিখণ্ডন করে নিজেদের মত করে হয়ত একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলবে, আপনাকে আমাকে তা কেবল চেয়ে চেয়ে দেখতেই হবে :(( :(( :((

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৫

অপু তানভীর বলেছেন: অলরেডি করে ফেলছে !! :D :D :D :D

৮| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: চমৎকার বিষয়বস্তু আমার নিজের অনেক ফ্রেন্ড এর সাথে কথা বলেও আমি একই বিষয় গুলি পাইছিলাম। ভালো লাগলো।
@বিকারগ্রস্থ মস্তিষ্ক, ভাই শিক্ষিতের হার বাড়লে ইভ টিজিং কমবে টা আমরা সবাই জানি। কিন্তু তার মানে এই না আমরা, সেই অশিক্ষিত ইভ টিজারের পক্ষ নিয়ে মেয়েদের পোশাকের দোষ দিব।
আরেকটা জিনিষ, বিশ্বের বহু দেশেই এখন অ্যাডাম টিজিং হয়। অনেক জায়গায় পুরুষ ধর্ষণের মত ঘটনাও ঘটে। ভাই, আপনার কি মনে হয়?? ঐ সব পুরুষের জাঙ্গিয়া বাইর হইয়া থাকে?? না কি জিপার খুলে রাস্তায় বের হয়??
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ?? ভাই আপনি কি গাজা খান?? খাইলে ভিন্ন কথা। না খাইলে কেন খান না?? কারন আপনার মন মানসিকতা এখনও অতটা নিষিদ্ধের দিকে যাইয়া পারে নাই।
আপনার কথা মত ধরলাম, কোমর দেইহা ব্রা দেইখা ইভ টিজিং করেন। ভালো কথা। বাংলাদেশে যে পরিমানইভ টিজিং হয় তাতেতো এত দিনে আপনারও কোমর আর ব্রা দেখে দেখে নুইয়া যাওয়ার কথা। =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৬

অপু তানভীর বলেছেন: নিপুন মিয়া ভালা কইছো.......... =p~ =p~ =p~ =p~

৯| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৩

আবু সালেহ বলেছেন: আমি ধরে নিলাম একটি মেয়ে বাজে পোশাক পরেছে.......এবং সে উশৃঙ্গল.....এখন আমার প্রশ্ন হলো তাহলে কি আপনি নিজেও উশৃঙ্গল হবেন....আপনি নিজেকে বদ হিসেবে উপস্থিত করবেন....

প্রবাদ আছে ...কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা'য় , তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড়ানো শোভা পায়.............

তারা কি তাহলে এই প্রবাদের মতই হয়ে গেলো না...........

উপরের অংশটুকু জনি ভাই এর পোস্টে মন্তব্য করেছিলাম....এবার সাথে আরেকটু যুক্ত করলাম..

আর্থাৎ মেয়ে খারাপ পোষাক পেরেছে বলেই আপনিও কুকুরের ন্যায় তার উপর ঝাঁপিয়ে পড়বেন সেটা কি মানানসই.....??? মানুষ হলে কি আপনি তা করতে পারেন.....???


আপনার সাথে সহমত পোষন করছি...

০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১০| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫০

কাল্পনিক বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে, চুরি করা খারাপ অপরাধ। মানুষের এই কাজ করা উচিত না। তাই চোরের ভয়ে আমাদের গেটের দরজা লাগিয়ে ঘুমানো উচিত নয়!

ভাই, চোর তো চোরই, মানুষ হইলে কি আর চুরি করতো? সো, দরজা লক করে প্রিকশন টা আমাদেরই নিতে হবে। সাথে সাথে এমন কিছু করতে হবে, যাতে মানুষ চুরিকে পেশা হিসেবে না নেয়। আশা করি, কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: আপনি বোধহয় আমার লেখা টা মনদিয়ে পড়েন নি ! তাই এমন কথা বলছেন ?
অথবা কিছু কিছু বেকুব আছে আপনি তাদের পর্যায়ে পড়েন !

প্রবাদ আছে ...কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা'য় , তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড়ানো শোভা পায়.............
অর্থাৎ মেয়ে খারাপ পোষাক পেরেছে বলেই আপনিও কুকুরের ন্যায় তার উপর ঝাঁপিয়ে পড়বেন সেটা কি মানানসই.....??? মানুষ হলে কি আপনি তা করতে পারেন.....???
আপনি ঠিক করবেন আপনি মানুষ হবেন নাকি কুকুর হবেন !
অবশ্য আপনার মন্তব্য দেখেই আমি বুঝতে পারা যায় আমি কি হতে চান.........

১১| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০০

পরিযায়ী বলেছেন: সুন্দর লেখা। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করি। উন্নত দেশ গুলা তে উন্নত ধরনের ইভ টিজিং হয়। যেমন আমি একদিন ১ টা ডিপারটমেনটাল স্টোরে এর সামনে দাড়িয়ে আছি। দেখলাম কিছু ছেলে কয়েকটা মেয়ে কে বলতেছে হাউ মাস? মেয়ে গুলা ১বার তাকাইল ছেলে গুলার দিকে। কিন্তু গায়ে লাগাইল না। আর একদিন প্রায় এক ই ঘটনা অন্য ১ টা জায়গায় দেখলাম। মেয়েদের কোনও ভাবান্তর নাই। আমার ধারনা কয়েক বছর পর ইভ টিজিং আর থাকবে না। কারন এই সব বখাটে আর ইভ টিজিং করার উৎসাহ পাবে না এবং মেয়েরা তখন অনেক সহ্য ক্ষমতার অধিকারি হয়ে যাবে।

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: আমি কেবল আমার কথা গুলো বলেছি !
আর মেয়েরা কেন সহ্য করবে ? আশ্চর্য !!
তারমানে আপনি বলতে চান আমরা ইভটিজিং করেই যাবে করেই যাবে আর মেয়েরা সহ্য করেই যাবে .............

১২| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৪

অপূরণ বলেছেন:

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: আপনি যে ছবির উদাহরন দিলেন, মনে রাখবেন এরা কখনও ইভটিজিংয়ের শিকার হয়না ।
আপনি মিলা সাথে নিশ্চই একটা গ্রামের স্কুল ছাত্রীর তুলনা করতে পারেন না !!

১৩| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৭

অপূরণ বলেছেন:

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: :| :| :|

১৪| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৮

রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: পুস্ট দেইখা ভাবলাম ফাউল গল্প বাদ দিয়ে কিছু ভালা লিখছেন, তয় শেষ আইসা যাত্রাবাড়ির বাসই ধরলেন আবার /:)

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: লেখাটা আপনার পছন্দ হইলো না ??? :( :( :(

১৫| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৯

কান্টি টুটুল বলেছেন:


বিকারগ্রস্থ মস্তিস্ক @

ভাল বলেছেন

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: বুঝলাম !!

১৬| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫

মাইক্রনিায়া বলেছেন: আমার তো মনে হয় মেয়েরা ইভ হয়ে টিজ খাইতে চায় X( X(

আমি লুইচ্চা হইতে পারি না, তাই ভুক্তভুগি

আমার ব্লগটা একটু দেখে আসবেন

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: ভাই এক্সসেপশন দিয়ে উদাহরন দিবেন না ।

১৭| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৮

মাইক্রনিায়া বলেছেন: এক্সসেপশন কই পাইলেন, এটাই তো কমন X( X( :(( :((

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: কোন মেয়েটা টিজ খাইতে চায় ????? বলেন দেখি........!!

১৮| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৭

মিউজিক রাসেল বলেছেন: হ্যা গার্ল টিজ করলে কেমন হয়

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: :| :| :|

১৯| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩১

সকাল>সন্ধা বলেছেন: আপনার মত আমিও ইভটিজিং এর মানে খুজে আপনার মত উত্তর পেয়েছি।
তবে ইভ = হাওয়া আল্লাইহাস সালাম কে বঝান হয় এটা ঠিক।
তাই এই শব্দটা নিয়ে আমার আপত্তি। যদিও আমার সাথে অনেকে দ্বিমত হবেন।

আপনার কথা সত্য সকলেই মেয়েদের উত্যক্ত করে না যাদের তাদের মন মানুষীকতায় সমস্যা তারাই কারে থাকে কিন্তু এ অবস্থা হবার পিছনে যে কারণ আছে বলে আমি মনে করি
তার পরিবেশ
ঐ ব্যাক্তি কোথাও এই সব মানুষীকতার জন্য তৈরী হচ্ছে। উদাহরন দিচ্ছি।
টিভি মিডিয়া, চলচিত্র, নাইট ক্লাব, মাদকতা, অবিভাবকের উদাশীনতা ইত্যাদি।
আমার মনে আছে আমরা (আমি পুরুষ মানুষ) ছোট কালে এক থেকে দু ঘন্টা ঘরথেকে বাহিরে থাকলে মা বাবার কাছে জবাব দিহি করতে হত কিন্তু আজ কাল দেখি অনেক ছেলে মেয়েরা রাতে বিরাতে একা চলাচল করে আড্ডা দেয় আমি জানিনা তাদের পিতা মাতা বা অবিভাবক কেন এ কাজ করাটাকে এলাউ করেন।
আর পোষাকে বিষয়টা ও বলছি মা মেয়েকে নিয়ে চলছে বোরকা বা হিজাব পরে কিন্তু মেয়ে অশালীন পোশাকেই দিব্যি ঘুরে বেরাচ্ছে।
যাই হওক আমি আমার মত প্রকাশ করলাম।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: আমার কথা, যে উত্যক্ত সে তো তার সমস্যা হওয়া উটিৎ !! হতে সে পরিবেশের কারনে ওমন হয়েছে, কিন্তু প্রধান কথা হল সমস্যাটা তার ! ঐ মেয়েটার না যে শিকার হচ্ছে !

২০| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:০০

অপূরণ বলেছেন:
ছবিতে যারা আছে, তাদের যারা অনুসরণ করে তারা তো সম্মুখীন হয়....মিলাকে যে অনুসরণ করে সে সম্মুখীন হয়....অবষেশে আর একটি ছবি দেখুন...আমি কিছু বলবনা এখানে ছবি কথা বলবে..

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: হয়রে বেকুবের বেকুব !!
যখন একটা মেয়ে স্কুলে যাবার সময় ইভটিজিংয়ের শিকার হয় তখন কি সে মিলার মত পোষাক পরে ?
আপনার জ্ঞান কেবল ইন্টারনেট নির্ভর ছবি গুলোই ! বাস্তবে একটু খোজ খবর নিয়ে দেখেন, যখন একটা মেয়ে ইভটিজিংয়ের শিকার হয় তখন তার পরনে কি ধরনের পোষাক থাকে ?
তারপর মন্তব্য করবেন !!

২১| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৭

ডিজিটাল ভাই বলেছেন: আপনি যেভাবে ছেলেদের উপর দোষ চাপাইলেন মনে হচ্ছে ছেলেরাই ১০০% দায়ী । শুনেন মিয়া একহাতে কখনও তালিবাজে না । আপনি বলছেন কলা যদি ছেলা থাকে এবং সেই ছেলা কলায় যদি মাছি বসে, তবে সে দোষটা সম্পূর্ণ মাছিরই !! দেশের ২০% মেয়ে ছেলেদের কাছ থেকে ইভটিজিং নেওয়াটা পছন্দ করে এবং সেটাতে তারা মজা পায়। এই ২০% মেয়েদের কারণে বাকী অন্যান্য মেয়েদের উপর সেটার গড়ে প্রভাব পড়ে । এই ২০% মেয়েদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যায় তবে এই ইভটিজিং ৯০% কমিয়ে আনা যাবে । এতে ৯০% ছেলে ইভটিজিং করা থেকে বিরত থাকবে । আর বাকি ১০% উচ্ছৃংল ছেলেদেরকে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটাকে পুরাপুরি প্রতিরোধ করা সম্ভব ।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: আপনি বলছেন কলা যদি ছেলা থাকে এবং সেই ছেলা কলায় যদি মাছি বসে, তবে সে দোষটা সম্পূর্ণ মাছিরই !!
আপনি বোধহয় আমার লেখার শেষ পারাটা ভাল করে পড়েন নি । পড়লে, এই মন্তব্যটা করতেন না ।
ঐ বেকুব ব্লগার তো নিজেকে ছাগলের পর্যারে নিয়ে গিয়েছিল । আপনি দেখি আরো এক ধাপ এগিয়ে ! নিজেকে মাছির সাথে তুলনা করলেন !
ভাই একটা কথা মনে রাখবেন মাছির কেবল ধান্ধা থাকে সে কিভাবে খাবার খাবে ! সে কখনও চিন্তা করবে না, আমি যে ছেলা কলার উপর বসছি এটা ঠিক হচ্ছে কি না ! কারন মাছির মস্তিস্ক ঐ পর্যারে চিন্তা করার ক্ষমতা রাখে না ।
কিন্তু মানুষ কিন্তু ঐরকম না । তার চিন্তা করার ক্ষমতা আছে ! কোনটা ঠিক আর কোনটা ভূল এটার পার্থক্য করার ক্ষমতা আছে !
যদি একটা মানুষ দেখে ছেলা কলার উপর বসাট অন্যায় তাহলে কলা ছেলা হলেও তার উপর সে বসবে না ! এখানেই একটা পশুর সাথে মানুষের পার্থক্য !
এখন আপনি যদি নিজের মস্তিস্ককে মাছির সাথে তুলানা করেন তাহলে আর আমার কি বলার আছে !

আর আমি কখনও ছেলেদের দোষ দেই নি ! ঐসমস্ত কুলাঙ্গার বেজন্মাদের দোষ দিছি যারা নিজেদের মা বোনদের সম্মান রাখতে জানে না !!
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !!

২২| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৮

জামিল আহমেদ জামি বলেছেন: প্রথমেই প্রশ্ন হল, ইভ-টিজিং আসলে কি? আপনি উল্লেখ করেছেন, "Eve teasing is a euphemism used in India and..." এর মানে কিন্তু এই নয় যে এটা শুধুমাত্র উপমহাদেশের ঘটনা। ইউরোপিয়ান-আমেরিকান দেশগুলোতে এটা sexual harassment or molestation নামেই পরিচিত। সব যুগে সব দেশেই এমন ঘটনা অহরহ ঘটে কারণ মানব ইতিহাসে কুলাঙ্গারের অভাব তো কখনোই হয় নাই।

মেয়েদের দেখে যাদের মনে কাম জাগে তারা মানসিকভাবে অসুস্থ?!! কথাটা কি ঠিক বললেন? নারী-পুরুষের মধ্যকার আকর্ষণ তো স্বাভাবিক প্রবৃত্তি। আপনি হয়তো তাদের কথা বলতে চেয়েছেন যারা এই প্রবৃত্তির বশবর্তী হয়ে কেলেঙ্কারী করে ফেলে।

আরেকটা জিজ্ঞাসা, রাস্তা দিয়ে কোন আকর্ষণীয় মেয়ে যেতে দেখলে কোন গানের কলি, অথবা কিছু এক্সপ্রেশন যেমন "উপস!/ হায়, মার ডালা/ ওররে!" ইত্যাদি ছুঁড়ে দেওয়া, এগুলো কি ইভ-টিজিং? আমি প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি (আমি করি নাই কিন্তু!), কোন মেয়ে এতে বিরক্ত হয়ে স্টুপিড/ননসেন্স বলে, কেউ নিঃশব্দে এড়িয়ে যায়, আর মজার কথা হল কেউবা হাসে।

ভাই, সমাজে অবক্ষয়ের ঘুণ ধরেছে, মা-বোন-স্ত্রী বাহিরে বের হলে মাথার ভেতর দুশ্চিন্তা শুরু হয়, রাস্তাঘাটে নিরাপদ আছে তো? ঠিকমত ফিরে আসতে পারবে তো?

কুরআনে বলা হয়েছে, "তোমরা তোমার চোখকে হেফাজত কর। এবং তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত কর"... এ থেকে আমি বুঝি প্রথম কথা, সর্বপ্রথম অবশ্যই পুরুষকে সংযত হতে হবে; দ্বিতীয় কথা, অবশ্যই পুরুষকে সংযত হতে হবে... এবং তৃতীয় কথা, নারীকেও সংযত হয়ে চলাফেরা করতে হবে।

আমার মতে ইভ-টিজিংয়ের জন্য দায়ী
১. পুরুষের (অবশ্যই সবাই না) বিকৃত মানসিকতা (Major factor)
২. সুশিক্ষার অভাব, ফলশ্রুতিতে মূল্যবোধের অবক্ষয়* (Major factor)
৩. মেয়েদের অশালীনতা (Minor factor)

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: আপনার সব কথা সাথে আমি একমত !!
তবে আমি মেনে নিতাম, যে মেয়েদের অশলীনতা ইভটিজিংয়ের জন্য দায়ী যদি দেখতাম কেবল উশৃঙ্খল মেয়ে গুলাই কেবল ইভটিজিংয়ের শিকার হচ্ছে ! কিন্তু এমনটা কি হয় !
যদি মেয়েদের অশালীনতাই ইভটিজিংয়ের কারন হবে তাহলে সেলোয়ার কামিজ পরা একটা মেয়ে কেন ইভটিজিংয়ের শিকার হচ্ছে ? বোরকা পরা মেয়ে অথবা একটা মেয়ে স্কুল ড্রেস পরা একটা মেয়ে কেন ইভটিজিংয়ের শিকার হচ্ছে ?
বলতে পারেন??
ভাই, আমি সহজ আর সাধারন মানুষ । ঠিক সাধারন ভাবে চিন্তা করি !

২৩| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৪

ডাির্স বলেছেন: Eve teasing is not a unknown problem in Bangladesh .Most of the girl in our country is a victim of eve teasing Most of the time people in our country avoid this matter because they think that its a common matter.So they just overlook this matter. As a result, eve teasing increasing day by day.

We need to change our view about teasing .Its not a common matter ,its a crime.By avoiding this matter,we make our own country so insecure for our mother,sister and for our daughter and wife .

one related blogging,

http://www.somewhereinblog.net/blog/Darcy

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: হুম !!

২৪| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫০

শার্লক বলেছেন: যার মধ্যে নৈতিক শিক্ষা নাই ঐ ছেলে তো রাস্তায় রাস্তায় ইভ টিজিং করে বেড়াবে। সে যতই মেধাবী ছাএই হোক কোনদিন মানুষ হইতে পারে না। সারা জীবন কুত্তার মতো জিব বার করে মেয়েদের দিকে তাকায় লোল ফেলে। আমার বন্ধুরা ভার্সিটি, স্কুল, কলেজ বা এলাকায় আড্ডা দিছি অনেক কিন্তু আমাদের কারো এমন নিচু মন ছিল না।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: এটা একটা গর্বের বিষয় যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি কোন দিন ইভটিজিং করি নাই !

আপনার মত মানুষ আরো দরকার !!
ধন্যবাদ !!

২৫| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৭

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: কাল্পনিক বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে, চুরি করা খারাপ অপরাধ। মানুষের এই কাজ করা উচিত না। তাই চোরের ভয়ে আমাদের গেটের দরজা লাগিয়ে ঘুমানো উচিত নয়!

ভাই, চোর তো চোরই, মানুষ হইলে কি আর চুরি করতো? সো, দরজা লক করে প্রিকশন টা আমাদেরই নিতে হবে। সাথে সাথে এমন কিছু করতে হবে, যাতে মানুষ চুরিকে পেশা হিসেবে না নেয়। আশা করি, কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন

ভাই, চোরেরা তালা মারা থাকলেও চুরি করে, তারা খোলা থাকলেও চুরি করে। আর ইভ টিজারদের চোরের সাথে তুলনা না করে ডাকাতের সাথে তুলনা করলে ভালো করতেন। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: নিপুন , ঐ বেকুক গুলার কথার জবার দিয়ে লাভ নাই ! তুমি যতই বোঝাও কুকুরের লেজ বাকা থাকবোই !!

২৬| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৭

নাজমুল হাসান বাবু বলেছেন: কোন মন্তব্য করলাম না! শুধু প্রিয়তে রাখলাম।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৭| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৭

নুরুল অমিন বলেছেন: মেয়েটা পোষাকে কোন খারাবি থাকে সেটার জন্য সে পাপী হবে । সেটা নিয়ে আপনি কেন ভাববেন ?
--সমাজের কোন পচনশীল অংশের সংশোধণীর জন্য সম্পুর্ন সমাজ নিয়েই তো ভাবতে হবে। উভয় দিকের গঠনমুলক পরিবর্তন জরুরী।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: আমি ঠিক এই ভাবে কথাটা মিন করি নি !
অনেকে ভাবে মেয়েটার পোষাক খারাপ, সুতরাং তাকে টিজ করা যায় ! মানুষ কে দেখানো যাবে যে মেয়েটা খারাপ !

আপনার কথার সাথে আমি একমত !
তবে এখন যে ছেলেটা সারাদিন গাজা খেয়ে বেড়ায় সে যদি একটা মেয়েকে তোমার পোষাক খারাপ, আহলে তো হবে না । এর জন্য যোগ্য লোক দরকার !!
সে লোক আমরা কোথায় পাবো ?

আর একটা কথা , যেহেতু আমাদের দেশে মেয়েদের পোষাক নিয়ে কোন সুনির্দিষ্ট আইন নাই কিংবা থাকলেও তার প্রয়োগ নাই, সেহেতু একটা মেয়ে কি ধরনের পোষাক পড়বে তা নিয়ে বলার অধিকার আমাদের কারো নাই !!

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ !!

২৮| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৯

জামিল আহমেদ জামি বলেছেন: নুরুল অমিন বলেছেন: --সমাজের কোন পচনশীল অংশের সংশোধণীর জন্য সম্পুর্ন সমাজ নিয়েই তো ভাবতে হবে। উভয় দিকের গঠনমুলক পরিবর্তন জরুরী।


সহমত। সমাজ একটা অবিচ্ছেদ্য কাঠামো, এর এক অংশে পচন ধরলে ধীরে ধীরে বাকি অংশেও বিস্তারলাভ করে...

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: যদিও মন্তব্য অন্য দকে চলে যাচ্ছে তবুও আপনার মন্তব্যের জন্য ধ্যনবাদ !!

২৯| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৮

সিলেটি জামান বলেছেন: তারা কি জানে না ইউরোপিয়ান আর আমেরিকান দেশ গুলোতে মেয়েরা কি ধরনের পোষাক পরে । যদি পোষাকই দায়ী হবে তাহলে ঐ দেশেগুলোতেই তো সবার আগে এই সমস্যা দেখা দিত ।

ইউরোপ-আমেরিকাতে ইভটিজিং কি হয়না ? ধর্ষন কি হয়না ? হয় সবই হয়। আমাদের চেয়ে বেশী হয়। এইগুলা তাদের গা সওয়া হয়ে গেছে। তারা এইগুলা নিয়ে কথা বলেনা।

ইভটিজিং নিয়ে কথা বলতে গেলে ইউরোপ-আমেরিকার তুলনা না দেয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের দেশে যা ইভটিজিং তাদের দেশে তা ফান। একটা ছেলে একটা মেয়েকে অতি সহজেই বলতেছে "নাইস এস" ইভটিজিং হচ্ছেনা, কিন্তু আপনি বললে হচ্ছে। সো আমাদের দেশের ইভটিজিং নিয়ে কথা বলতে হলে আমাদের সমাজ ব্যবস্থার আলোকে বলতে হবে। নো-ইউরোপ, নো-আমেরিকা।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: আপনার কথা ঠিক । কিন্তু ঐদেশে এটা কোন সমস্যা না ! আমাদের দেশে সমস্যা !!
আর কথা গুলো আমাদের দেশকে নিয়েই বলা !!

৩০| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২০

জামিল আহমেদ জামি বলেছেন: লেখক বলেছেন: যদি মেয়েদের অশালীনতাই ইভটিজিংয়ের কারন হবে তাহলে সেলোয়ার কামিজ পরা একটা মেয়ে কেন ইভটিজিংয়ের শিকার হচ্ছে ? বোরকা পরা মেয়ে অথবা একটা মেয়ে স্কুল ড্রেস পরা একটা মেয়ে কেন ইভটিজিংয়ের শিকার হচ্ছে ?
বলতে পারেন??

ওই যে বললাম, এটা তো মাইনর ফ্যাক্টর, ...
আমার মতে ইভ-টিজিংয়ের জন্য দায়ী-
১. পুরুষের (অবশ্যই সবাই না) বিকৃত মানসিকতা (Major factor)
২. সুশিক্ষার অভাব, ফলশ্রুতিতে মূল্যবোধের অবক্ষয়* (Major factor)
৩. মেয়েদের অশালীনতা (Minor factor)

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৯

অপু তানভীর বলেছেন: আপনি আপনার মত দিয়েছেন !!
কিন্তু ভাই তিন নম্বরটার সাথে আমি একমত হতে পারলাম না :( :( :(

৩১| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫২

মদন বলেছেন: অপু ভাই
এই পোষ্ট টি পড়েন Click This Link


ব্রিটনি বলছিল, ‘এ বিষয়ে আমি মা ও আপুদের সঙ্গে অনেক কথা বলেছি। নিজেদের বড় স্তন আর এ জন্য অন্যেরা ওদের দিকে যেভাবে তাকায়, তাতে তারা সত্যিই মজা পায়।

অন্য দেশে স্তন দেখিয়ে মজা পায়, তাদেরকে সেক্সী বললে তারা খুশি হয়। আমরা যেটাকে ইভ টিজিং বলছি তারা সেটাকে ফান হিসেবেই নিয়েছে।

বাইরের দেশের মানুষ কি রক্তে মাংসে গড়া মানুষ নয়??? মেয়েদের অনাবৃত বুক দেখে তারা সন্যাসী সেজে থাকে??? না থাকে না। তারা পারলে চোখ দিয়েই ধর্ষন করে। কিন্তু আইনের শাস থাকায় সরাসরি ফিজিকালী টাচ করে না। যেটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে।

কাজেই মেয়েদের পোশাকই যেমন একমাত্র ইভ টিজিং এর কারন নয়, তেমনি ইভ টিজিং এ অশ্লীল পোশাক একেবারে গৌন ভুমিকা রাখে তাও নয়।


উন্নত বিশ্বে কর্ম ক্ষেত্রে নারীরা স্বল্প ড্রেসে গেলে তাদের সরাসরি গায়ে হাত দেয়া হয় না এটা ঠিক কিন্তু মুখ এবং চোখের মাধ্যমে প্রতিনিয়তই ধর্ষনের স্বীকার হয়।

কিছুদিন আগে পত্রিকায় পড়লাম কোন অফিসে মিনিস্কার্ট নিষেধ করা হয়েছে, মিনিস্কার্টের কারনে নাকি পুরুষ কর্মীদের সমস্যা হচ্ছিল ;)
যারা প্রতিনিয়তই মেয়েদের খোলা শরীর দেখছে তাদেরও মিনিস্কার্টে সমস্যা হয়, আইনের শক্ত শাসন না থাকলে তারাও ধর্ষন করে।

সৌদীরা লোক হিসেবে যাই হোক কিছু দিকে তাদের আইনের শাসন রয়েছে যেমন মেয়েরা রাস্তায় নিরাপদ। পর্দা বলুন, আর আইন বলুন যে কারনেই হোক। বলতে গেলে সেখানে ধর্ষন নেই।

আপনাকে যেমন চুরীর ভয়ে নিরাপদ ঘরে থাকতে হয়, চোর ধর্মের কথা শুনে না। তেমনি মেয়েদেরকেও যতটা পারা যায় সতর্ক থাকতে হবে নিজেকে নিরাপদ রাখার স্বার্থেই। নেশাদ্রব্য আমদানী করে মাদকমুক্ত সমাজ গড়ার চিন্তা হাস্যকর। তেমনি সমাজে অশ্লীলতা(নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য) দুর না করে ইভ-এডাম টিজিং দুর করা অসম্ভব।


সবচেয়ে বড় কথা আইনের শাসন।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৬

অপু তানভীর বলেছেন: আপনারা সবাই যেমন ইভটিজিং নিয়ে অনেক গবেষনা করেছেন আমি তার কাছ দিয়ে যাই নি । আমি নিজে যা দেখি আর নিজে যা বুঝি আর নিজে যা বিশ্বাস করি তা বলি !
আপনি বাইরের দেশের অনেক কথা শোনালেন আমি বলছি না যে আপনার কথা ভুল । কিন্তু আমি যে কথা গুলো লিখেছি, নিজে রকাছে প্রশ্ন করে দেখুন তা ভুল কিনা ? অন্য দেশের কথা আপনি বাদ দিন ! আমাদের দেশের ইভটিজিংয়ের জন্য আমার লেখাটা খাটে কিনা আপনি সেটা দেখুন !!

৩২| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০২

ালামগীর বলেছেন: আপনার পুরা লেখা পড়া হইল না, পড়ে পড়ে নেব যদি মন্তব্য করতে পিছে পড়ে যাই তাই।
যাক গা আপনার কয়টা কথার কাউনটার দিবার ছাই বেকুব বলতে পারেন সমস্যা নাই।

১। কে বলেছে উন্নত দেশ বা পচ্শিমা দেশ গুলো তে ইভটিজিং নাই ,? আছে একটা জাতিয় পত্রিকায় পড়েছি সেখানে এই ঘটনা অনেক বেশি তার একটা গ্রহনযোগ্য পরিসংখ্যান ছিল এবং একটা সংস্থার রেফারেন্স ও দেওয়া ছিল।আফিস কলিগ, বস, রাস্তা, বন্ধুবান্ধব সব খেত্রেই এটা দেখা যায়। লিংক দিতে পারলাম না বলে দুখিত। তবে তারা ডন্ট কেয়ার ভাবে বলে মনে হয় ওখানে এমন কিছু হয় না।
একটা উদাহরন দেই ;" পরান যায় জ্বলিয়ারে " ছিনেমা টা দেখেছেন কিনা জানি না, নাও দেখতে পারেন কারন আপনারা তো হাই চুচিল বাংলার প্রতি বিদ্বেষ আছে। যা হোক এই ছিনেমায় নায়িকা ভারতিয় বংশদ্ভুদ লন্ডনি বোঝতেই পারছেন তার চলাফেরা কথা ফাউল হতে পারে(আমাদের সংস্কৃতি অনুসারে), ছিনেমার তার একটা বক্তব্য এমন " এখানে যাকে ইচ্ছা তাকে আই লাভ ইউ বলা খুব স হ জ আবার তা রিফিউজ ও করা খুব স হ জ।

২। ক্লাব বা বারে এমন হয় না কেন ? কারন এখানে একটা ছেলে একটা মেয়েকে বলবে তুমি সুন্দরি আর তোমার ফিগারটাউ না বেশ; তখন মেয়ে টা বলবে থ্যাংকস। আর স্কুল কলেজ গামি মেয়েদের বললে কি হবে তা সবার ই জানা সুতরাং সমস্যা টা কোথায় বলেন।

৩। গুগল সার্চ করে যা পেলেন তা ঠিকই আছে কারন এই দ:এশিয় মেয়েরাই বেশি আহলাদি কারন তারা চায় পশ্চিমা দের মত চলতে অথচ একটু আধটু রোমানস সহ্য করতে পারে না। সমস্যাটা এখানেই।

আরও আছে আপনার কোন মন্তব্য পেলে দেখা যাবে।

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৯

অপু তানভীর বলেছেন: আমার পোষ্টের মুল কথা টা কি তাহলে কেউ ববুঝতে পারলো না । দেশে হোক আর বাইরে হোক আমরা কেন মেয়েদের কে দোষী করবো ?

আমি জানি আমার লেখায় এটা একটা দুর্বল পয়েন্ট ! বাইরের দেশে ইভটিজিং কথাটা ঠিক পরিচিত না ! কারন বাইরের দেশের মেয়েদের মন মানষিকতা আমাদের দেশের মেয়েদের মন মানষিকতা এক না !
যদিও আমার এই ব্যাপারটা তুলান করা ঠিক হয় নি, তবুও আমি বলতে চাই এই বেপারে মেয়েদের পোষাক কোন ভাবেই দোষ দেওয়া ঠিক না । বাইরের দেশের কথা আমি খুব বেশি জানি না, তাই এটা নিয়ে আমি কোন কথা বলবো না ।
আর ক্লাব বা বারের মেয়ের সাথে স্কুল কলেজের মেয়েদের কে কেন তূলনা করবেন ?

৩৩| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৩

মদন বলেছেন: আমাদের দেশের জন্য যদি বলেন তাহলে বলতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সাথে পারিবারিক শৃংখলা থাকতে হবে।
পরিবার থেকেই শিক্ষা দিতে হবে অপরকে সম্মান দেবার। এই শিক্ষা কোচিং সেন্টার কিংবা স্কুলে দিবে না। আর এখন স্কুল-কলেজে নৈতিকতা নামে তো কিছুই নাই। কে কাকে কি শিক্ষা দেবে???

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩১

অপু তানভীর বলেছেন: মদন সাহেব , আমি আপনার মন্তব্যের সাথে এক মত আছি !
তবে আমার পোষ্টটা কিন্তু ঠিক এটা না । আমি কেবল সহজ ভাবে বলতে চেয়েছি একটা অন্যায় হচ্ছে এবং আমরা এই অন্যায়ের জন্য ভুল পক্ষকে দোষারোপ করছি ! আমি কিন্তু জটিল পরিসংখ্যান অথবা গবেষনার মধ্যে যাই নি ! কোন তথ্যও দেই নি !!

৩৪| ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৮

জামিল আহমেদ জামি বলেছেন: আচ্ছা। আপনি কি বলতে চাচ্ছেন যে, মেয়েরা যেমন খুশি পোষাক পরবে, হোক সেটা অশালীন, কিন্তু ছেলেরা কিছু বলতে পারবে না?

জবাব পেলে পরের কথাগুলো বলব...

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৭

অপু তানভীর বলেছেন: প্রসঙ্গ অন্য দিকে চলে যাচ্ছে তবুও বলি

তুমি বলার কে ??
তুমি যখন রাস্তায় হাফ প্যান্ট পরে বের হও কেউ তোমাকে কিছু বলে ??
তাহলে তুমি কেন বলবা??
আবারও বলি যেহেতু আমাদের দেশে পোষাক পরা নিয়ে কোন আইন নাই অথবা থাকলেও তার প্রয়োগ নাই সেখানে একটা মেয়ে কি পোষাক পড়বে সেটা নিয়ে কথা বলার কারো অধিকার নাই !
আগে আইন হোক , আইনের প্রয়োগ হোক তারপর তোমার কাছে অথরিটি আসুক, তারপে তুমি বলবা ! বুঝলা ?

আর তুমি এই বলার দোহাই দিয়া যদি মেয়েদের কাপড় ধরে টান দাও, গায়ে হাত দাও .........!!
যদি তোমার বলতেই হয় ভাল ভাবে বল ! তাদের সম্মান দিয়ে বল ! কিন্তু তোমরা কি সেইটা কর ??

৩৫| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টটিতে নিজের মতামতো তুলে ধরার চেস্টা করছেন। ইভটিজিং একটি সামাজিজ সমস্যা। যে দেশে নৈতিকতার অবক্ষয় হয়, সততা আদর্শের অভাব হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, আর সব সমস্যার মতো ইভটিজিংও মাথা চারা দিয়ে ওঠে। ইভটিজিং এর জন্য পোশাক কখনোই খুব একটা ভাইটাল কারন নয়। আবার একদমই যে এটা কোন কারন নয় তাও না। তবে সমস্যার ৫% হতে পারে।

কিন্তু অবাক হলাম আপনার পোস্টের পুরো বিষয়টি এই পোশাক এর ওপর নির্ভর করে এবং একপেশে। এছারা আর কোন কারন বা টপিক নিয়ে আলোচনা করেন নি। এবং ভাষা খুবই আক্রমনাত্বক লাগলো। আপনি একটি বিষয় নিয়ে আলোচনা করতেই পারেন কিন্তু বিরুদ্ধচারনকারিদের প্রতি আক্রমনাত্বক হলে পোস্টের উদ্দেশ্যই কিন্তু ব্যহত হয়। আপনার যুক্তিগুলো নিয়েও কিন্তু কাউন্টার অনেক কথা বলা যায়।যদিও এগুলো খুব একটা গুরুত্বপূর্ন বিষয় নয় এই ইভটিজিং এর বিষয়ে।

আপনি বলেছেন

আমাদের এই দক্ষিন এশিয়ার দেশ গুলোর মেয়ে আর যেই পোষাকই পরুক না কেন ঐ সব দেশ গুলোর মেয়েদের থেকে অনেক ভাল পোষাক পরে ।
তাহলে মেয়েদের পোষাক কিভাবে দায়ী হতে পারে ?
বেকুবদের কাছে প্রশ্ন রইল । [/sb

ইউরোপিয়ান মেয়েদের পোশাক ওদের কাছে স্বাভাবিক বাট আমাদের কাছে অস্বাভাবিক। আমাদের দেশে পাতলা পোশাক পরলেই মানুষ তার পোশাক অশালিন বলে, ওদের দেশে বুক ছাড়া আর সব খোলা থাকলেও অশালিন নয়। ওদের বিচে ছেলেরা জাঙ্গিয়া পরে থাকলেও কারো কোন কমেন্ট আসবে না,আমাদের কক্সবাজারে কি আপনি জাঙ্গিয়া পরে ঘুরতে পারবেন?অতএব ইউরোপের মেয়েরা ব্রা পেন্টি পরে ঘুরে বেরালে আর তাদের তুলনায় আমাদের মেয়েরা হাফপ্যান্ট পরলেই যে তাদের পোশাক শালিন এই তত্ত্ব ভুল।

দারগা কি করলো ঐ লোক কে পেদানি দিল । পেদানি দিতে দিতে বলল
-তুই বেটা ফাজিল, টাকা নিয়ে বের হইছিস ক্যান?? ছিনতাই কারী তো ছিনতাই করবেই !


আপনি পুরো ব্যাপারটা ইভটীজারদের এথিক্স এর উপর ছেরে দিয়েছেন। যে ডাকাত তাকেতো নৈতিকতা দিয়ে ঠেকানো যাবে না, সবার আগে আমাকে সচেতন হতে হবে, আমাকে নিরাপদ হতে হবে। ডাকাতের ভয়ে যেমন রাস্তা দিয়ে বের হওয়া বন্ধ করবো না, তেমনি ডাকাতি হতে পারে এমন যায়গায় হাতের দামি মোবাইল আর টাকা নিয়ে সবার সামনে দিয়ে একা একা হাটবো না। তখন নিশ্চই ডাকাতের এথিক্স ধুয়ে তার চৌদ্দ গুস্টি উদ্ধার করা উচিত না। কারন ডাকাত বলেন আর ইভটিজার বলেন, চোরা না শুনে ধর্মের কাহিনী।



মানে মেয়েদের দেখে যাদের মনে কাম জাগে তাদের কে চুপি চুপি একটা কথা বলি ! ভাইজান আপনি মানষিক ভাবে ঠিক সুস্থ না । জলদি ডাক্তার দেখান !

অদ্ভুত একটা কথা বললেনতো ভাই। মেয়েরা যদি হট পোশাক পরে আমার কাম ভাব জাগবে না কেন? তাহলে আমার স্ত্রীর কাছে গেলে কামভাব কিভাবে জাগাবো? সুইচ অন করে?হলিউডের নায়িকারা শর্ট পোশাক পরেকি গরমে অস্থির হয়ে? প্লে বয়ে নগ্ন পোজ দেয় কি পোশাকের অভাবে? অনেক মেয়েকেই দেখেছি নিজেরাও অনেক সময় বলে দোস্ত আমাকে হট এন্ড সেক্সি লাগছে না? তাহলে তাদের দেখে কারো কামভাব জাগলে দোষটা কার?

কিন্তু একজন ইভটীজারের সাথে আমার এই পার্থক্য যে কামভাব জাগার পরো আমি কোন রিয়েকশান দেখাবো না,আমি মেয়েটার প্রতি আক্রমনত্বক হয়ে ঊঠবো না এবং সেক্সুয়ালি সারা দিব না যতক্ষন না পর্যন্ত সে নিজে আমাকে সারা দেয়।এখানেই একজন ইভটিজার, রেপিস্ট এর থেকে আমার পার্থক্য। কিন্তু যিনি নিজেকে হট এন্ড সেক্সি বানালেন তার কি কোন দায়িত্ব নাই? সবাই যে আমার মত নীতিবান হবে তার শিউরিটি কি? নাকি এটাও ইভটিজারের, রেপিস্টের নৈতিকতার টেস্টের উপর ছেরে দিবেন?


কখনও কি শুনেছেন নাইটক্লাবে যাবা পথে ওমুক মেয়ে ইভটিজিংয়ের শিকার অথবা কক্সবাজারে সমুদ্র স্নান করা অবস্থায় তরুণী ইভটিজিংয়ের শিকার

পতিতার যেমন সতিত্বের ভয় নাই, নাইটক্লাবে যেয়ে কারো ইভটীজিং এর শিকার হওয়ার চান্স তেমনি কম। আর কক্সবাজারে যেহেতু অনেক মানূষ থাকে আর নিরাপত্তা ব্যবস্থা ভালই এখানে কিন্তু নিরব ইভটিজিং চলে। অনেকেই চুপে চুপে মেয়েদের ছবি তুলে নেয়, নোংরা মন্তব্য করতে শুনেছি, কিন্ত সবার সামনে এই কাজগুলো করতে ভয় পায় তাই নিরবে করে।


আসল কথা বলার আগে আর একটু উদাহরন দেই । যদি চিনি বোয়ামের মুখ খোলা থাকে তাহলে পাশ দিয়ে যাওয়া সব পিপড়াই ওখানে মুখ দিবে ! এইটাই স্বাভাবিক ঘটনা ।
সেই হিসাবে যখন একটা মেয়ে টা্ইট জিন্স আর টপস পরে যখন বাইরে বের হয় তখন ঐ মেয়েটাকে যত জন ছেলে দেখে সবারই উচিৎ ঐ মেয়েটাকে টিজ করা । যেহেতু সে চিনির বৌয়াম খোলা রেখেছে, আমরা মনে করে নিচ্ছি ! সব পিপড়ার মত সব ছেলেগুলা মেয়েটাকে টিজ করবে !
কিন্তু বাস্তবে এমনটা হয় !
সব ছেলেগুলাই কি ঐ মেয়েটাকে টিজ করে


ধরুন ১০০ জন ছেলের ৮০ জন নৈতিকতার শিক্ষায় বলিয়ান হয়ে মেয়েটীকে কিছু বলল না কিন্তু বাকি ২০ পার্সেন্ট কুলাংগার তাকে ঠিকই টীজ করবে। এখন আপনি কি শুধুই ঐ ২০ পার্সেণ্ট কুলাঙ্গার ইভটিজারকে রুখবেন নাকি একই সাথে মেয়েটিকেও শালিন হতে বলবেন? ধরুন ভুল ক্রমে আমার প্যান্ট নিচে নেমে গেল আর আমার পাছার খাজ বের হয়ে গেল এই অবস্থায় আমাকে নোংরা গালাগাল যারা করবে (যদিও আমাকে গালাগাল করা উচিত নয়, কারন এটী ভুল ক্রমে হয়েছে) আমি কি তাদের দোষ ধরবো নাকি আমার প্যান্ট আগে উপরে উঠাবো? আমি নেংটা থাকলে মানুষ আমাকে নেংটাই বলবে এইটা পোষাকের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার যুক্তি কতটা ঠিক?

আমাদের ধর্মে বলা আছে নিজের দৃষ্টিকে সংযত কর ! এটা খুব কঠিন ভাবে বলা আছে !

ধর্মে কিন্তু পর্দা প্রথাও করতে বলা হয়েছে, এটা ফরজ। এই নিয়মটা কি আংগুল চুষার জন্য দেওয়া হয়েছে?এক হাতে তালি বাজে না, পুরুষ নারী দুজনকে এই বিষয়ে সচেতন হতে হবে। একজন বলবে তুমি শর্ট কাপড় পরলেই আমি তোমার ওপর হামলে পরবো, এটাও যেমন গোনাহের কাজ,তেমনি আমার ইচ্ছামত কামোত্তেজক পোশাক পরবো তোমার চোখ তুমি শামলাও এটাও কিন্তু গুনাহের কাজ। এই ক্ষেত্রে সে কেন চোখ সামলালো না এই যুক্তি কাজ করবে করবে কি?

সবশেষ কথা যারা এককভাবে ইভটিজিং এর জন্য নারির পোষাক ও চলনকে দায়ি করে আর যারা এই বিষয়টিকে এককভাবে শুধুই পুরুষের নৈতিকতার উপর ছেরে দেয় উভয়েই এক্সট্রিমিস্ট।উভয়েই অসুস্থ। এদের জন্যই ইভটীজিং কমার কোন চান্স নাই।কারন কেউ আসল বিষয়গুলো নিয়ে ভাবছেই না।

০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: আপনার প্রথম যুক্তি আমি মেনে নিচ্ছি । কারন আসলে বাইরের দেশের সাথে তুলনা করাটা আমার উচিৎ হয় নি , কিন্তু

আপনি বলেছেন

আপনি পুরো ব্যাপারটা ইভটীজারদের এথিক্স এর উপর ছেরে দিয়েছেন। যে ডাকাত তাকেতো নৈতিকতা দিয়ে ঠেকানো যাবে না, সবার আগে আমাকে সচেতন হতে হবে, আমাকে নিরাপদ হতে হবে। ডাকাতের ভয়ে যেমন রাস্তা দিয়ে বের হওয়া বন্ধ করবো না, তেমনি ডাকাতি হতে পারে এমন যায়গায় হাতের দামি মোবাইল আর টাকা নিয়ে সবার সামনে দিয়ে একা একা হাটবো না। তখন নিশ্চই ডাকাতের এথিক্স ধুয়ে তার চৌদ্দ গুস্টি উদ্ধার করা উচিত না। কারন ডাকাত বলেন আর ইভটিজার বলেন, চোরা না শুনে ধর্মের কাহিনী।
সেই হিসাব মত একটা মেয়ে নিজেকে সংযত করলেই, মানে সংযত পোষাক পরলেই সে আর ইভ টিজিংয়ের শিকার হবে না ! তাহলে বোরকা পরা অবস্থা একটা মেয়ে কেন ইভ টিজিংয়ের শিকার হচ্ছে । ঐ মেয়েটা তো সচেতন ছিল তবুও কেন হল? এখানে কি ঐ ইভ টেজারের একক দোষ না??


অদ্ভুত একটা কথা বললেনতো ভাই। মেয়েরা যদি হট পোশাক পরে আমার কাম ভাব জাগবে না কেন? তাহলে আমার স্ত্রীর কাছে গেলে কামভাব কিভাবে জাগাবো? সুইচ অন করে?হলিউডের নায়িকারা শর্ট পোশাক পরেকি গরমে অস্থির হয়ে? প্লে বয়ে নগ্ন পোজ দেয় কি পোশাকের অভাবে? অনেক মেয়েকেই দেখেছি নিজেরাও অনেক সময় বলে দোস্ত আমাকে হট এন্ড সেক্সি লাগছে না? তাহলে তাদের দেখে কারো কামভাব জাগলে দোষটা কার?
এখানে আমি আপনাকে কিছু বলবো না । আপনার যদি কোন পরিচিত মনরোগ বিশেষজ্ঞের সাথে পরিচয় থাকে তাহলে তার কাছে জিজ্ঞেস করবেন যে রাস্তায় মেয়েদের দেখে যদি আমার কাম অনুভব হয় তাহলে আমি কি মানষিক ভাবে পুরোপুরি সুস্থ কি না !
আর একটা কথা, রাস্তায় জিন্স পরা মেয়ে দেখা আর আপনার কথা অনুযায়ী আমার স্ত্রীর হলিউডের নায়িকারা শর্ট পোশাক অথবা প্লে বয়ে নগ্ন পোজ, এগুলো এটা কিন্তু এক না ।
আর আপনি দেখবেন আপনার কাম জাগবে আর আপনি দোষ দিবেন মেয়েটার ??
আশ্চর্য !!

পতিতার যেমন সতিত্বের ভয় নাই, নাইটক্লাবে যেয়ে কারো ইভটীজিং এর শিকার হওয়ার চান্স তেমনি কম। আর কক্সবাজারে যেহেতু অনেক মানূষ থাকে আর নিরাপত্তা ব্যবস্থা ভালই এখানে কিন্তু নিরব ইভটিজিং চলে। অনেকেই চুপে চুপে মেয়েদের ছবি তুলে নেয়, নোংরা মন্তব্য করতে শুনেছি, কিন্ত সবার সামনে এই কাজগুলো করতে ভয় পায় তাই নিরবে করে।
এই অংশে আপনি কেবল অর্ধেক কথা তুলে ধরে ব্যাখ্যা দিয়েছেন !
আমি এখনে কেবল তুলনা করতে বলেছি ! মেয়েরা যখন স্কুল ড্রেস পরে তখন ইভটিজিংয়ের শিকার বেশি হয় নাকি ঐ সব জায়গায় বেশি হয় !!

ইভটিজারকে রুখবেন নাকি একই সাথে মেয়েটিকেও শালিন হতে বলবেন? ধরুন ভুল ক্রমে আমার প্যান্ট নিচে নেমে গেল আর আমার পাছার খাজ বের হয়ে গেল এই অবস্থায় আমাকে নোংরা গালাগাল যারা করবে (যদিও আমাকে গালাগাল করা উচিত নয়, কারন এটী ভুল ক্রমে হয়েছে) আমি কি তাদের দোষ ধরবো নাকি আমার প্যান্ট আগে উপরে উঠাবো? আমি নেংটা থাকলে মানুষ আমাকে নেংটাই বলবে এইটা পোষাকের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার যুক্তি কতটা ঠিক?
এখানে কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন ! যদি মেয়েটার দোষ থাকতো তাহলে তাহলে ঐ ১০০ জনই মেয়েটাকে টিজ করার কথা ছিল । কিন্তু সেটা হয় নি ।
আপনাকে আরো একটা কথা বলি ধরুন ঐ ২০ মেয়েটিকে টিজ করলো । এখন মেয়েটি যদি জিন্স আর টপস খুলে সেলোয়ার কামিজ পরে আসে তাহলেও দেখবেন ঐ ২০ মেয়েটিকে আবার টিজ করবে । করবেই !

আর আপনার শেষ কমান্টার উত্তর ৯ নং কামান্টের উত্তরটা একট লক্ষ্য করেন । পেয়ে যাবেন ! কেবল বলি মেয়েটা যদি পর্দা না করে অন্যায় করে তার মনে এই নয় যে আপনিও অন্যায় করবেন !!

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ !!

৩৬| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

জামিল আহমেদ জামি বলেছেন: খুব ভাল, খুব ভাল। তবে সন্দেহ হচ্ছে, আমার ইটালিক করা লাইনটা আপনি আমারই কথা মনে করছেন কি? আমি শুধু আপনার অবস্থান পরিষ্কার হওয়ার জন্য এভাবে প্রশ্নটা করেছিলাম। যাই হোক, কথা সেটা না।
আপনি আইনের কথা বললেন, খেয়াল করবেন, আমাদের দেশের আইনে নারীর জন্য পরকীয়া কোন দণ্ডনীয় অপরাধ না, তাই বলে আমার স্ত্রীর পরকীয়া করা নিশ্চয়ই সিদ্ধ হয়ে যায় না। আমার কাছে ধরা পড়লে আমি না হয় ডিভোর্স দিলাম, কিন্তু তার নিজের দৃষ্টিকোণ থেকে সে এটাকে বৈধ ভাবতে পারে কি? সমাজের জন্য শুধু আইন কিন্তু যথেষ্ট নয়, যে কারণে আমরা এখনও কিছু ধর্মীয়, সামাজিক ও মানবিক রীতিনীতি/প্রথা মেনে চলি, যা একদম ফেলনা নয়।
এই প্রসঙ্গও বাদ। ইটিওলজির বিচারে আপনি আমার দেওয়া মেজর কারণ দুইটার সাথে একমত হয়েছেন, শুধু তুলনামূলক গৌণ কারণের ক্ষেত্রে আমাদের ভিন্নমত। ধন্যবাদ, এটা খুব আশার কথা।
আপনাকে আমার মতাদর্শী করা আমার লক্ষ্য নয়, আমি শুধু মেয়েদের পুরোপুরি দায়মুক্তি দিয়ে যথেচ্ছ অশালীনতার প্রচলনের বিরোধী। আপনি বলেছেন, দোষ শুধুমাত্র ছেলেটার; আমি বলছি, অবশ্যই ছেলেটা দায়ী এবং দোষী এবং শুধুমাত্র তারই যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং সেই সাথে মেয়ের নিজেরও নিজেকে নিরাপদ রাখার সচেতনতা ধারণ করতে হবে, কারণ এখানে তার কিছুটা দায় থেকে যায়, আমি দোষী বলিনি।
আমাদের সমাজকাঠামোটা এত জটিল যে, একটা সামাজিক ব্যাধির সাথে আরো কিছু সূক্ষ বিষয় জড়িত থাকে। আপনার দারোগা-ছিনতাইয়ের কথা প্রসঙ্গে যদি বলি, আপনার বন্ধু যদি গভীর রাতে উল্লেখযোগ্য পরিমাণ টাকা প্রকাশ্যে হাতে নিয়ে অপরাধপ্রবণ এলাকায় ঘোরেন এবং ছিনতাইয়ের শিকার হ্ন আপনি কি আপনার বন্ধুটিকে তিরস্কার করবেন না এরকম বিবেচনাহীন অসাবধানতার জন্য? অথবা আপনার ছোটভাইকে সাবধান করবেন না এরকম এলাকা এড়িয়ে যাবার জন্য?? আমি ইভ-টিজিংয়ের সাথে ব্যাপারটার তুলনা দিচ্ছি না। আমার এই কথা বলার উদ্দেশ্য হল, যেকোন অপরাধমূলক ঘটনা থেকে বেঁচে থাকতে হলে আইনের প্রয়োগ যেমন জরুরী সেই সাথে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আইনে নেই বলেই কি যুগ যুগ ধরে গড়ে ওঠা আমাদের ধর্মীয়-সামাজিক রীতিনীতি ছুঁড়ে ফেলে দিতে হবে এমন ভাবা ঠিক হবে?

সুন্দর পোস্ট ও সুস্থ আলোচনার জন্য ধন্যবাদ। :)

০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১৬

অপু তানভীর বলেছেন: আপনার কথা আমি বুজতে পারলাম । কিন্তু তবুও আমার এটা মানতে খানিক কষ্টই হয়!!

৩৭| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

জামিল আহমেদ জামি বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ ভাইয়ের সবগুলো কথার সাথে সহমত জ্ঞাপন করছি.. আমার মোদ্দাকথা হল, ইভ-টিজিং প্রতিকারের জন্য দরকার Holistic Approach...

০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১৬

অপু তানভীর বলেছেন: :) :) :)

৩৮| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫

রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: ছুডু মাইনষের মনে যা আইছে লিখ্যা ফালাইছে, আপনেরা ওরে ছাইড়া দেন গো দাদা ;)

০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: কোন দরকার নাই..... ;) ;) ;)

৩৯| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:১০

অপূরণ বলেছেন: না লেখক ভাই....আমি আপনার শত্রু নই। তাই ভদ্র ভাষা আশ করছি...মতের অমিল হতেই পারে। কিন্তু ভ্রদ্রতা বজায় রাখুন।

আমি আবারো বলছি...যাদের বিবেক ও নিতিক শক্তি কম থাকেই তারা ইভ টিজ করে । কিন্তু নারী সমাজ কে যারা ভোগ্য পণ্যের ন্যায় উপস্থাপন করে বা যারা উপস্থাপিত হয় তাদের ফলে কম মানব সমাজের নৈতিক ভারসাম্য থাকে না। তখন প্রভাবিত ছেলেরা তারা স্কুল গামী মেয়েকেও পূর্ব দেখা অশ্লীল পোষাকের মেয়ের কাতারে ঠেলে দিতে চায়।

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: আমি এমন কোন খারাপ কথা বলি নি ! তবুও যদি আপনার খারাপ লাগে আমি দুঃখিত !
আপনি নিজেই বললেন তখন প্রভাবিত ছেলেরা তারা স্কুল গামী মেয়েকেও পূর্ব দেখা অশ্লীল পোষাকের মেয়ের কাতারে ঠেলে দিতে চায়।
এখানে কিন্তু ছেলেটা দোষ করছে ! মেয়েটা নয় ! আর ছেলেটাই কিন্তু মেয়েটাকে ঐ কাতারে ফেলছে ! তাহলে আপনি মেয়েটার দোষ কিভাবে দেন বলেন ??

৪০| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লিখেছেন ভাইয়া। ছাগল গুলো তাও বুঝবেন না।এটা নিয়েও এখন গোল বাধাবে।

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: আপু , ছাগলের কাজ তো ছাগল করবেই .......

৪১| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৩০

বিপ্লব06 বলেছেন: Etto boro hoilam kaure eveteasing korte parlam na.

Ekbar prothom alo te ekta golpo porsilam, Ekta married couple chilo khub happy. Ek rate wife er phone call ase r husband speaker die phone pick up korte bole. Wife tai kore. Kintu jei lokta phone dise se bola suru kore darling, chinte paro na................. eirokom kotha. Ete kore husband pordin sokale moner dukkhe suicide kore. Husband er suicide dekhe wife o suicide kore.

Golpota kalponic sotto, kintu amar mone oidin theke ekta kotha dhukse Amar ektu fun er jonno r ekjoner life nosto hoia jaite pare. So Beware!!!

Rekta voy to asei "Thas kore jodi ekta chor maira bose"

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: ইংরেজিতে এভাবে পড়তে কষ্ট হয় !! তাই উত্তর দিতে পারলাম না ।

৪২| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:০২

একা স্বপ্নীল পথিক বলেছেন: কোনো ফাও যুক্তিতর্কে না যেয়ে সরাসরি প্রিয়তে :)

আমারটাও দেখতে পারেন চাইলে :D B-)

আমার ভাবনা :-B - শালীনতা, ইভ-টিজিং X(

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪৩| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:২৪

হাসান মাহবুব বলেছেন: গুড পোস্ট। রিপ্লাইগুলাও ভালো হয়েছে।

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪৪| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৩২

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনি একই কথা পেচিয়ে যাচ্ছেন এর বাইরে যাচ্ছেন না। আপনার কথা বা মতামত হচ্ছে মেয়েদের পোশাক কোনভাবেই ইভটিজিং এর জন্য দায়ি নয়। এখানেই আমার আপত্তি এই "কোনভাবেই" কথাটার জন্য।

সেই হিসাব মত একটা মেয়ে নিজেকে সংযত করলেই, মানে সংযত পোষাক পরলেই সে আর ইভ টিজিংয়ের শিকার হবে না ! তাহলে বোরকা পরা অবস্থা একটা মেয়ে কেন ইভ টিজিংয়ের শিকার হচ্ছে । ঐ মেয়েটা তো সচেতন ছিল তবুও কেন হল? এখানে কি ঐ ইভ টেজারের একক দোষ না??

কোথায় বলেছি বোরকা পরা মেয়েরা ইভটিজিং এর শিকার হবে না? আমি কি একবারো বলেছি পোশাকই একমাত্র ও সবচে বড় কারন। আপনি নিজেই পোশাকের ব্যাপারটা টানছেন আর এটা নিয়ে বিতর্ক করে যাচ্ছেন। আমার আগের কমেন্টেই বলেছি পোশাক ৫% ইভটিজিং এর একটি কারন হলেও হতে পারে। কিন্তু আপনার মতে ১০০% ইভটিজিং এ পোশাকের কোন ভুমিকা নাই এটা মানতে পারলাম না।


এখানে আমি আপনাকে কিছু বলবো না । আপনার যদি কোন পরিচিত মনরোগ বিশেষজ্ঞের সাথে পরিচয় থাকে তাহলে তার কাছে জিজ্ঞেস করবেন যে রাস্তায় মেয়েদের দেখে যদি আমার কাম অনুভব হয় তাহলে আমি কি মানষিক ভাবে পুরোপুরি সুস্থ কি না !

জনাব কোথায় বলেছি রাস্তার সব মেয়েকে দেখে আমার কাম ভাব হয়? মেয়েরা ন্যাংটা থাকলেও আমার কিছু আসবে যাবে না, কারন আমি আমার চোখকে সামলাতে পারবো। কিন্তু যারা সামলাতে না পারবে? তাদের কি এককভাবে দোষ দিবেন? হয়তো এককভাবেই দোষ দিবেন। আমার আপত্তি এই এককভাবেই দোষ দেওয়ার মধ্যে। আর আমরা এখানে ইভটিজার মানে একধরনে অপরাধিদের নিয়ে কথা বলছি নিশ্চই কোন ভাল মানুষ নিয়ে নয়। অতএব সাইকোলজি রিড করতে হলে আমার আপনার সাইকোলজি নয় ইভটীজারের সাইকোলজি রিড করুন।

আর একটা কথা, রাস্তায় জিন্স পরা মেয়ে দেখা আর আপনার কথা অনুযায়ী আমার স্ত্রীর হলিউডের নায়িকারা শর্ট পোশাক অথবা প্লে বয়ে নগ্ন পোজ, এগুলো এটা কিন্তু এক না ।
আর আপনি দেখবেন আপনার কাম জাগবে আর আপনি দোষ দিবেন মেয়েটার ??
আশ্চর্য !!


আমি বারবার বলছি আপত্তিকর পোশাকের কথা, এক্ষেত্রে এদেশিয় ধর্মিও ও সামাজিক কালচারের বিরুদ্ধে যা তাই আপত্তিকর পোশাক।

একটা কথা জিজ্ঞেস করি আটসাট পোষাক, পাতলা ফিনফিনে পোশাক মেয়েরা কেন পরে? এইসব না পরলে তাদের শারীরিক কস্ট হয়? অবশ্যই নিজেদের আকর্ষনিয় করার জন্যই এই পোশাক। না হলে সালোয়ার কামি বা প্যান্ট ঢোলা হলে সমস্যা কি ছিল? অবশ্যই এইসব পুরুষদের আকর্ষন করার জন্য। কিন্তু সবাই যে এই আকর্ষনিয় পোশাককে শালিনতার পর্যায়ে রাখতে পারে তার গ্যারান্টী আপনি কিভাবে দিবেন?


এখানে কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন ! যদি মেয়েটার দোষ থাকতো তাহলে তাহলে ঐ ১০০ জনই মেয়েটাকে টিজ করার কথা ছিল । কিন্তু সেটা হয় নি ।
আপনাকে আরো একটা কথা বলি ধরুন ঐ ২০ মেয়েটিকে টিজ করলো । এখন মেয়েটি যদি জিন্স আর টপস খুলে সেলোয়ার কামিজ পরে আসে তাহলেও দেখবেন ঐ ২০ মেয়েটিকে আবার টিজ করবে । করবেই !


আমি বিশ্বাস করি রেসিওটা তখন ১০ এ নেমে আসতো। আমি এই ১০ পারসেন্ট এর জন্যই মেয়েদের সাহায্য চাই।


আমি আবারো বলতে চাই মানষিকতা, এথিকস যার কথাই বলুন না কেন, আপনার মত স্বাভাবিক মানুষরা কিন্তু ইভটীজিং করে না, অতএব আমি ভাল আছি অন্যরা কেন ভাল না এই বাক্যদ্বারা ইভটিজিং রোধ করা সম্ভব না।

দেশে চোর ছ্যাচরের সংখ্যা বাড়ার কারন হিসেবে আমার টাকা পয়সার বৃদ্ধির কোন যোগ নাই, কিন্তু আমার অসচেতনতার ও নিরাপত্তার অভাবে আমার বাসায় চুরির বৃদ্ধির কিন্তু যোগ আছে। আমার পয়েন্টটা এখানে। ইভটিজার কেন করবে, এরকম করা উচিত না, আমারতো হয় না, আপনার কেন হয় এসব কথা না বলে নিজেরাও একটু সচেতন হই। সব মানূষই ছাগল, গাধা আর নিজেরা সব বুঝি তাতো না। মানূষ যখন বলছে একটু পোশাকের ব্যাপারটাও মাথায় নেই, কি ক্ষতি তাতে?

তারপরো যদি মনে হয় আমার পোশাক আমি পরবো, চারিদিকে সব পার্ভার্ট অসুস্থ মানুষের দল, তাহলে ভাই আমিও আজ থেকে প্যান্ট অনেক খানি নিচে পরবো, বাজে কমেন্ট নিশ্চই আসবে না, কি বলেন?

০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৯

অপু তানভীর বলেছেন: কিছু উত্তর দিতে ইচ্ছা করছে কিন্তু দিলে তর্ক লেগে যাবে ! আমার তর্ক করতে ভাল লাগে না ।
তবে

আপানর মতামতের সাথে আমার কেবল ঐ জায়গাতেই অমিল । আর অমিল থেকেই যাবে !
আপনি যত ভাবেই বলুন না কেন আমি কখনই মানবো না যে ইভ টিজিংয়ের জন্য মেয়েরা দায়ী । এটার পেছনে কেবল ছেলেদের কুলশিত মানষিকতাই দা্য়ী !
হ্যা, আপনার কথা আমি মেনে নিবো যখন আমি দেখবো ছেলে গুলা কেবল ঐ সমস্ত অশালিন মেয়েদের কে টিজ করতেছে !
যখন দেখবো কোন স্কুল যাওয়া ছাত্রী কোন বোরকা পরা মেয়ে ইভটিজিংয়ের শিকার হচ্ছে না
এই নিয়ে আর তর্ক করে আর লাভ নাই !!
আপনি ভাল থাকবেন !!
শুভ রাত্রী !!

৪৫| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১:২২

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: খুবই ভালো লাগল আপনার এপ্রোচ দেখে। এরকমইতো হওয়া উচিত। আপনার সব যুক্তি আমার ভাল লাগবে পছন্দ হবে বা আমার সব যুক্তি আপনার কাছে যৌক্তিক মনে হবে তা কিন্তু না। মতের অমিল থাকতেই পারে।উপরে যারা কমেন্টস করছে তারা সবাইযে আপনার পক্ষে বলেছে, আর সবাইযে বিপক্ষে বলেছে তা কিন্তু না।সবাই কিন্তু যার যার বোধ ও বুদ্ধি দিয়েই কমেন্ট করেছে।

আর তাই বলতে চাই সব মতের প্রতিফলন দিয়েই কিন্তু ইভটিজিং রোধ করতে হবে। এটা একক কারো মতামত বা পরামর্শের বিষয় নয়। শুভ রাত্রী,ভাল থাকবেন।

০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:০২

অপু তানভীর বলেছেন: :) :) :)

৪৬| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ৭:৪৯

অপূরণ বলেছেন: কিছু অশ্লীল ও নগ্ন পোষাকধারী মেয়েরা সমাজের ভারসাম্য নষ্ট করছে. এবং ক্ষুধার্ত পুরুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে। আমি আপনি হয়তো বিবেকের জোরে পার পেয়ে যাচ্ছি। কিন্তু অন্যরা । আমি ছেলেদের কে নির্দোষ বলছি না। তবু ভেবে দেখুন ছেলেদের কে উস্কে দেওয়া হচ্ছে। তাদের কে প্ররোচিত করা হচ্ছে। তাদের মগজ কে ধোলাই করার সকল উপকরণ রয়েছে। বাকীটা অনেক বিজ্ঞ ব্লগার আছেন। তাদের কাছে জানার ইচ্ছা ব্যক্ত করুন। ধন্যবাদ লেখক ভাই।

০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৫

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য !!

৪৭| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: তুমি যখন রাস্তায় হাফ প্যান্ট পরে বের হও কেউ তোমাকে কিছু বলে ??


আপু ভাই আপনি কি হাফ প্যান্ট পড়ে এখনো বার হন নাকি ? হহিহিহিহ জাহাঙ্গির নগরে ঘুড়ে আসুন একবার অথবা ইডেন কলেজে অথবা বনাণী আসেন আমার বান্ধবীরা আপনার সাথে মজা লইবো ইংলিশ প্যান্ট কিন্তু !!

জাস্ট ফর ফান !! :P :P :P

০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: B-) B-) B-)

৪৮| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:০২

একজন আরমান বলেছেন: ভালো লিখেছেন অপু ভাই।

আর জামিল আহমেদ জামি ভাইয়ের মন্তব্যগুলোও আমার ভালো লেগেছে। ধন্যবাদ। :)

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.