নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অন্যপ্রকাশ থেকে যুদ্ধ করে বই কেনা এবং সাথে একটা সম্ভাব্য প্রেমের গল্প !

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৫



-ভাই একটা দেয়াল দেন ?

-আমাকেও একটা দিয়েন !

-একটা দেয়াল এই দিকে !

-একটা হিজিবিজি !! একটা হিজিবিজি দেন !

এতো কষ্টের ভিতরেও আমার হাসি পেয়ে গেল ! ছোট বেলায় মা-বাবার নিউমার্কেটে গেছিলাম । একটা নড় হাওয়াই মিঠা কেনার জন্য বায়বা ধরলাম ! মা কঠিন গলায় বলল

-এই হিজিবিজি খেতে হবে না !

তারপর থেকেই আমি হাওয়াই মিঠা দেখলেই বলতাম

-আম্মু হিজিবিজি খাবো !

যথারীতি মা কঠিন গলায় বলত

-এসব হিজিবিজি খেতে হবে না !

আমি ধরেই নিয়েছিলাম যে ঐ হাওয়াই মিঠার নাম হিজিবিজি ! অনেক দিন লেগেছে আমার আসলে নাম টা জানতে ! যাই হোন যে লোকটা হিজিবিজি চাইল আমি তার দিকে তাকালাম । মাঝ বয়সী হবে !

আচ্ছা আমি যদি এখন কঠিন গলায় বলি "এসব হিজিবিজি কিনতে হবে না" তাহলে কেমন হবে ?



এই বার নিজের অবস্থান পরিষ্কার করি ! আমি এখন একুশের বই মেলায় অন্যপ্রকাশের স্টলের সামনে দাড়িয়ে ! ঠিক দাড়িয়ে না ভিড়ের ভিতর যুদ্ধ করে সামনে এগোচ্ছি !

ইস যদি এখন আমার তারেক স্যার দেখতো যে আমি বই কেনার জন্য এতো কষ্ট করতেছি স্যার কোন কথা বইলা আমাকে এ প্লাস দিয়ে দিতো ! স্যারের যত অভিযোগ আমি মানুষ পড়া শুনার জন্য কত কষ্ট করে আর আমি নাকি তার সিকি ভাগও করি না !

এখন স্যার থাকলে বলতাম স্যার দেখেন বই কেনার জন্য আমি কত কষ্ট করতাছি !

একটু আগে এক ফাজিল পোলা আমার পায়ের উপর পাড়া দিয়ে চলে গেল ! আমার দিকে ফিরে পর্যন্ত চাইলো না ! এমন একটা ভাব যেন আমার পায়ের কোন মূল্যই নাই ! একবার মনে হল বেটার কলার চেপে ধরে বলি %$*&^%#@

থাক আর বললাম না !



-আরে ভাই পায়ের তলায় খরম আছে ?

-ভাই আমার দেয়াল !

-দেয়াল তো দিলেন না ??

-হিজিবিজি !! ভাই হিজিবিজি !



নাহ ! এসব ছোট খাট জিনিস নিয়ে ভালে চলবে না ! আমাকে এখন সামনে এগিয়ে যেতে হবে ! যে করেই হোক একটা দেওয়াল আমাকে কিনতে হবে ! দেয়াল মানে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল ! মেয়েটা নিশ্চই অপেক্ষা করছে আমার জন্য !

মেয়েটা !!!!



আমি কিছুক্ষনের জন্য অন্য জগতে চলে গেলাম ! আচ্ছা আমি যখন মেয়েটা বই টা দিবো মেয়েটা তখন মেয়েটার মনের ভাব কেমন হবে ! নিশ্চই আমাকে বলবে

"আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো"

আমি একটু বুক ফুলিয়ে বলবো

"না আর এ আর এমন কি"

মেয়েটা হয় আমাকে চা খাওয়ার আমন্ত্রন দিবে ! অথবা একটা আইসক্রিম ! অন্তত মেয়েটা মেলায় যতক্ষন থাকবে ততক্ষন তো মেয়েটার সাথে থাকার কথা বলবে । আহা !!



-এই যে মিয়া দাড়িয়া আছেন কেন খামোখা ! হয় ভিতরে যান নয়তো বাইরে যান !!

এই সব লোক গুলা এমন বেরশিক !! কত সুন্দর একটা কল্পনা করতেছিলাম !

আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি !

যখন একবারে টেবিলের সামনে পৌছালাম এখন আমার কপাল দিয়ে ঘাম ছুটে গেছে ! এই ভিড়ের ভিতর কেউ আসে ?

কেউ না আসলেও আমি এসেছি ! একবার না পরপর দুবার !



সবাই জানে অন্য প্রকাশের সামনে এমনিতেই ভিড় লেগেই থাকে ! আসলে আমার মত অদিকাংশ মানুষই কেবল বই মেলেয় আসে হুমায়ুন স্যারের বই কিনতে ! আজকে আমিও এসেছিলাম ! প্রথম বারে অনেক কষ্ট দেয়াল আর হিজিবিজি কিনে বের হলাম !

ভিড় ঠেলে যখন বিজয়ীর বেসে বাইরে বেরিয়ে এলাম তখনই মেয়েটা কে দেখতে পেলাম । ভিড়ের সামনে একটু করুন মুখে দাড়িয়ে আছে । অন্য প্রকাশের সামনে যে পরিমান ভিড় আমাদের মত ছেলেরাই এর ভিতর ঢুকতে কয়েকবার চিন্তা করি । সেই হিসাবে একটা মেয়ের পক্ষে তো এই কাজ করার কথা চিন্তাই করা যয় না ।

মেয়েটির করুন মুখ দেখে আমার একটু মায়াই লাগলো ! আমি জানি এই লাইনটা দেখে অনেকেই ভাবছেন যে এই পোলা এতো ভাল হইলো কবে ?

আসলে আমি কোন দিনই এতো ভাল ছিলাম না । এই মেয়েটির জায়গায় অন্য কেউ হলে আমি মেয়েটির ধারে কাছে যেতাম না !

কিন্তু একে তো মেয়ে বলে কথা ! তার উপর সুন্দরী ! এই মেয়ের উপকার করতে না পারলে জীবনই বৃথা !

আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম ! মেয়েটি তখনও ভিড়ের দিকে তাকিয়েই আছে । এমন একটা ভাব যেন ভীড় কমবে আর সে বই কিনতে পারবে !

আমি মেয়েটির পাশে গিয়ে একটু অপেক্ষা করলাম ! তারপর বলল

-ভীড় কমার অপেক্ষা করছেন ?

আমার কথায় যেন মেয়েটি প্রথমে বুঝতে পারলো না ! আমার দিকে তাকিয়ে বলল

-জি ?

আমি বললাম

-আপনি কি ভিড় কমার অপেক্ষা করছেন ?

-জি !

-তাহলে আমি বলব বৃথা অপেক্ষা করে লাভ নাই ! এই ভীড় কমবে না !

-এখন ?

আপনি বরং বাসায় চলে যান ! মেলার শেষে অন্য প্রকাশ পাবলিক লাইব্রেরীর সামনে মেলার আয়োজন করে । ওখান থেকে কিনে নিবেন !

-এতোদিন অপেক্ষা করবো ?

মেয়েটির মুখ আরো একটু করুন হয়ে গেল ।

আমিও একটু চিন্তিত হবার ভাব নিলাম ! আসলে আমি চাইলেই এখন বলতে পারি যে আমি আপনার জন্য বইটা কিনে দিচ্ছি ! আর আমি বললেই মেয়েটি তা লুফে নিবে । কিন্তু আমি চাচ্ছিলাম মেয়েটি নিজ থেকে এই কথাটা বলুক !

মেয়েটির চোখ তখন গেল আমার কেনা বই দুটির উপর !

মেয়েটির মুখটা একটু যেন উজ্জল হয়ে উঠল ! আমার বইয়ের ব্যগের দিকে তাকিয়ে মেয়েটি বলল

-আপনি কিনেছেন ? দেখি একটু !

আমি দিলাম !

বই দুটি দেখে মেয়েটির আফসোস যেন আর একটু বেড়ে গেল !

মেয়েটির মুখ দিয়ে বেরিয়েই গেল কথাটা

-ইস ! কবে যে পড়তে পারবো ?

আমি আবারও একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম !

-একটু উপকার করবেন ?

-জি বলুন !

-দেখুন আপনি তো কিনেছেন ! আমার জন্য একটা কিনে আনবেন ! প্লিজ !

আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম ! একটু ভাব নিয়ে বললাম

-আচ্ছা ! ঠিক আছে !

মেয়েটি খুব খুশি হয়ে গেল ! সঙ্গে সঙ্গেই টাজা বের করে দিল ! আমি আবার যুদ্ধ জয় করতে নেমে পড়লাম !



এবার সবার মত আমি ও বলতে শুরু করলাম

-ভাই একটা দেয়াল ! একটা দেয়াল দেন !

অন্য একজন বলল

-আরে ভাই আমাকে একটা দেয়াল দেন !

-একটা হিজিবিজি দেন !

-আরে ভাই একটা দেয়াল দেন না ?

আবার যখন বের হলাম দেয়াল নিয়ে তখন আমি খানিকটা যুদ্ধ বিদ্ধস্ত সৈনিকের মত ! যুদ্ধে জয় এসেছে কিন্তু ক্ষয়ক্ষতিও কম হয়নি ! আমাকে আসতে দেখে মেয়েটি মুখে একটু হাসি দেখবো আশা কে ছিলাম, মাঠে পরিশ্রমের পর কৃষক ঘরে ফিরলে তাদের বউ যেমন এগিয়ে আসে ! পানি আর গামছা নিয়ে ! কিন্তু মেয়েটি তখন আমার বই পড়তে ব্যস্ত !

আমি মেয়েটির সামনে গিয়ে দাড়ালাম । আমার দিকে মেয়েটা তাকিয়ে বলল

-এনেছেন ?

-এই নিন !

-দেয়াল ? আর একটা কই ? হিজিবিজি ?

এই মেয়ে আমাকে কই একটু ধন্যবাদ দিবে তা না বলে যে হিজিবিজি কই ?

আমি খানিকটা নমনীয় বললাম

-আপনি না বললেন দেয়াল আনতে !

মেয়েটি কিছু না বলে আমার মুখের দিকে আবার তাকালো করুন মুখে ! তারপর বলল

-আচ্ছা ঠিক আছে ! এতেই চলবে !



আর কোথায় যাবো ! সব কিছু এই পৃথবীতে সহ্য করা যায় কিন্তু মেয়েদের করুন মুখ কিছুতেই সহ্য করা যায় না ! আর মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নাই !



আমি আবার ঢুকে পড়লাম নতুন যদ্ধ জয়ে ! জানি না এবার সফল হব কি না ! আবার সেই ধাক্কা ধাক্কি ! পরান যায় জলিয়া রে !!

আচ্ছা পরিচিত কারো জন্য কি আমি এতো পরিশ্রম করেছি কিনা ঠিক বলতে পারছি না !

করি নি কোন দিন !

এমন কি নিজের জন্যও না !

নিজের জামা কাপড় পর্যন্ত ধুই না ! বাসায় যাই, একবারে সব ধুয়ে নিয়ে আসি । তারপর ময়লা হলে আবার নিয়ে যাই ! সকাল বেলা কষ্ট করে নিচে যেতে হবে দেখে আগের দিন এনে রাখা বাসি ব্রেড আর কলা দিয়ে নাস্তা সারি ! ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো বুয়া আছেই !

তাহলে এতো পরিশ্রম কেন করছি ?

মেয়েটার হাসির জন্য ?

নাকি মেয়েটার করুন মুখটা দেখে ?

আগেই বলেছি সুন্দরী মেয়েদের করুন মুখ কিছুতেই সহ্য যায় না !



আবার যখন আমি হিজিবিজি নিয়ে বের হলাম তখন আমি পরাজিত সৈনিক ! একই দিনে তিন তিন বার যুদ্ধ করার কোন মানে আছে ?

এবার দেখলাম মেয়েটা আর বইয়ের দিকে তাকিয়ে নেই ! আমার দিকেই তাকিয়ে আছে ।

আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিল !

আহা !!

আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম !

আহা ! আবার একটা আনন্দের বাতাস বয়ে গেল মন জুড়ে !

আচ্ছা মেয়েটি এখন আমাকে নিশ্চই আমাকে ধন্যবাদ দিবে ! তারপর আমার নাম জানতে চাইবে !

নিজের নাম বলবে !

তারপর বলবে চলুন একটু হাটি !

আপনার সাথে একটু কথা বলি !

আহা ! আহা !



মেয়েটির মুখের হাসি আসলেই বিস্তৃত হল ! আমাকে বলল

-আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ! আপনি ....

মেয়েটির কথা শেষ হল না ! তার আগেই মেয়েটির ফোন বেজে উঠল !

আমার মনটা আবার আনন্দের ভরে উঠল ।

আরে আমি তো মোবাইলের কথা চিন্তাই করি নি ! মেয়েটি কথা বলার এক ফাঁকে আমাকে আমার কাছে মোবাইল নাম্বার চাইবে ! নিজের টা দিবে !

তারপর আমরা রাতের কথা বলব !

অনেক কথা বলব !

আচ্ছা কি নিয়ে কথা বলা যায় !

লেট মি থিঙ্ক !!!



-আচ্ছা ! শুনুন !

আমি গদগদ হয়ে বললাম

-জি বলুন !

-আমার বয়ফ্রেন্ড গেটের কাছে দাড়িয়ে আছে । আমি যাই কেমন ?

আমার মাথার উপর যেন বট গাছের একটা ডাল ভেঙ্গে পরলো !



আরে বেটা মাথার উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে নাকি ? মাথার উপর তো আকাশ ভেঙ্গে পড়ে !

আরে দুর !

কি ভাবলাম আর কি হল !

এই মেয়ের জন্য এতো পরিশ্রম কেন করলাম ? বেকুব হয়ে গেলাম !

এবার থেকে কোন সুন্দর মেয়ের উপকার করার আগে অবশ্যই জেনে নেব যে তার কোন বয়ফ্রেন্ড আছে কিনা ?

এখন এমন মনে হচ্ছে মেয়েটার সামনে বসার জন্য চেয়ার আমি টান দিলাম আর সেখানে গিয়ে বসলো অন্য কেউ !



আমি মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়েই রইলাম ! ফাজিল মেয়েটা একটা বা পিছন ফিরে তাকিয়েও দেখলো না !

আমি দাড়িয়েই রইলাম অন্যপ্রকাশের সামনে ! আর শুনতে লাগলাম

-ভাই একটা দেয়াল দেন ?

-আমাকেও একটা দিয়েন !

-একটা দেয়াল এই দিকে !

-একটা হিজিবিজি !! একটা হিজিবিজি দেন !







ফেবু লিংক

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১

অনীনদিতা বলেছেন: আমি ফার্স্ট:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: চকলেট লাগবে ??

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

বটবৃক্ষ~ বলেছেন: ইয়ে!!!আমি ফার্স্ট হইসি!!!!

+++

ডিটেইল কমেন্ট পরে দিবো...:)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: হহাহাহাহা !!
ফার্স্ট হইতে তো পারলা না !!!!!

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৬

বটবৃক্ষ~ বলেছেন: হবেনা!!হবেনা.।!!!!খেলবোনা:(:(!!!!সামুর সার্ভারে গন্ডোগোল আছে!!!!

এই অনি আপু আপনি সরেনতো!!!আমি আগে লিখসি!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
:P:P:P

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১১

অনীনদিতা বলেছেন: এই বৃক্ষ :)
তুমি এত স্লো কেন;)

লিখতে লিখতেই তিন মিনিট শেষ করলা;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: ;););)

ইদানিং তুমি রাতের বেলা সামুতে আসতেছ ? ঘটনা কি বল তো ??

৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৪

ইখতামিন বলেছেন:
আকাশ থেকে পড়ার আগেই আগে ৫ম ভালো লাগা দিলাম
বাকীটা কাল বলব

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: :):):):)

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন লেখা।


+ নেন

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: :):):)

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২২

অনীনদিতা বলেছেন: ভূত হয়ে গেছিতো তাই রাতে আসি;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: তাই বুঝি ?? তা কোন শ্যাঁওড়া গাছে থাকো ?? :P:P

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

গ্রীনলাভার বলেছেন: হা হা হা হা হা .......

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহ !!

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

শাকিল ১৭০৫ বলেছেন: ভাললাগার +++++++++

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: :) :) :)

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২১

আমি-টর্নেডো বলেছেন: অনীনদিতা @ফার্স্ট হয়ছে।তালিয়া ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

অপু তানভীর বলেছেন: তালিয়া !!!!

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৯

বটবৃক্ষ~ বলেছেন: আচ্ছা!ছেলেরা কেন বইমেলায় যায় বুঝতে পারলাম আজকে! :P
আর ছেলেরা কেন সব যায়গায় কারনে অকারনে এত বেশী হেল্পফুল হয় তাও বুঝতে পারলাম আপনার মুল্যবান পোস্ট টি পড়ে.... :P :P

তবে মাথায় কেন আকাশ না পড়ে গাছের ডাল পড়লো এটা স্পস্ট হয়নি....ঝাতি ঝানতে ছায়!!!!!

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: কেন যে বটগাছের ডাল ভেঙ্গে পড়লো তা তো বলা যাবে না !! :P :P :P

১২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

ইখতামিন বলেছেন:

মেয়েটা আপনার সাথে এমন একটা কান্ড করল
জেনে জন্য খুব কষ্ট লাগছে

 ভাই একটা দেয়াল দেন ?
-আমাকেও একটা দিয়েন !
-একটা দেয়াল এই দিকে !
-একটা হিজিবিজি !! একটা হিজিবিজি দেন !
;) :P

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: হাহাহাহা
এতো কষ্ট পাওনের কিছু নাই :P:P

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

কস্কি বলেছেন: চাইছিলাম ২০৩ নম্বর. কমেন্ট. করব. অপু ভাইয়ের ব্লগে !! তা আর. হইলো না!! X(

প্রথম. প্লাসটা আমিই. দিয়েছি ! :!> এবং হিট!!! :-B. কাউন্ট. শুরু হয়. আমাকে দিয়েই.!! (কোন. লেখায় প্লাস. দিয়ে, তা বলতে আমার. যেন কেমন.লাগে :!> )

আর আপনার. ব্যাপারে কি বলব!! প্রায় তিন. বছর ধরে ভিজিটরব্ হিসেবে ব

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক !!
ভিজিটরই তিন বছর ???

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

কস্কি বলেছেন: (সামুর. হইছে কি? আগের. কমেন্টে আর শব্দ যোগ. করা গেল. না! X(( )
........ব্লগে আছি ! বাকিটা বুইঝা লন B-)) : :D

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

অপু তানভীর বলেছেন: হুম !! বুঝিয়া নিছি !! :D:D

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

নিশি কথক বলেছেন: সেই রকম একখান ছ্যাকা B-) B-) ;) ;) ;) :D :D :D :P :P :P

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: B-) B-) ;) ;) :D :D

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

শীলা শিপা বলেছেন: আহারে বেচারা কি শেষ-মেষ ছ্যাকা খাওয়া শুরু করল? :P

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

অপু তানভীর বলেছেন: হিহিহিহি :P:P:P

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
=p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~ :P

মজা পাইলাম B-)) B-))

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

ভুং ভাং বলেছেন: মেয়েটি এখন আমাকে নিশ্চই আমাকে ধন্যবাদ দিবে ! তারপর আমার নাম জানতে চাইবে !
নিজের নাম বলবে !
তারপর বলবে চলুন একটু হাটি !
আপনার সাথে একটু কথা বলি !
আহা ! আহা ! =p~ =p~ =p~ =p~
পোলার শখ কত ?
পোষ্টে +++++++ ।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

২০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

কস্কি বলেছেন: দুইশতীন! :!> হরে ভাই!! ২০০৯ এর শেষের দিক থেকেই মোবাইল ভিজিটর হিসেবে আছি!!

তা আঙ্কেল! আমাগো খালাম্মার. কি খবর? ;)

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !!
আঙ্কেল ??????????
খালাম্মার খবর ভাল !! ;);)

২১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

নক্ষত্রের নীল বলেছেন: উচিত শিক্ষা হইছে B-) :-P

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!

২২| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

একজন আরমান বলেছেন:
এই পোস্ট পড়ে আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি।

প্রথম হাসছি তোমার গল্পের একটা পাঞ্চে -
আর কোথায় যাবো ! সব কিছু এই পৃথবীতে সহ্য করা যায় কিন্তু মেয়েদের করুন মুখ কিছুতেই সহ্য করা যায় না ! আর মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নাই ! ;) ;) ;)

আর শেষে হাসলাম আমার শিশ্যা আর বটবৃক্ষের মারামারি দেখে। =p~ =p~ =p~

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

s r jony বলেছেন: এবার থেকে কোন সুন্দর মেয়ের উপকার করার আগে অবশ্যই জেনে নেব যে তার কোন বয়ফ্রেন্ড আছে কিনা ? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: এটা জেনে নেওয়া অবশ্য জরুরী !! :):) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.