নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমাদের পল্টু ভাই এবং তার হরতাল ভাবনা !!

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪



টানা তিনদিনের হরতাল শুরু হচ্ছে ! মনটা বিশেষ ভাল নেই ! তিন দিনের হরতাল মানেই তিনদিন লিয়ানা ভার্সিটিতে আসে না ! ওর সাথে তিন দিন দেখা হবে না এই দুঃখে আমার ঘুমই আসে নাই আজকা ! এর ভিতর পল্টু ভাই যখন পিছন থেকে আমার পিঠে একটা গুতা দিয়ে বলল

-কি রে বাঁদরের মত মুখ করে আসিছ ক্যান ?

-পিছন থেকে আমার মুখ কেমনে দেখলেন পল্টুভাই ?

-আরে এই খানেই তো তোর আর আমার পার্থক্য ! তুই বা তোরা যা দেখতে পাস না আমি সেই জিনিস দেখতে পাই ! এখন বল মুখ বাদরের মত করে রেখেছিস ক্যান !

যদিও খুব বলতে ইচ্ছা করছিল যে আমার মুখ মোটেও বাদরের মত নয় তবুও কিছু বললাম না । কারন বলে কোন লাভ নাই ! পল্টু ভাই কিছু একটা বললে সেটা আর ঘুরানোর উপায় নাই ! আমি কিছু বলতে গেলে তিনি ঠিকই কোন না কোন ভাবে প্রমান করেই দিবেন যে আমার মুখ আসলেই বাদরের মত ! আমি মেনে নিয়ে বললাম

-খুব সমস্যা ! আজ থেকে হরতাল । টানা তিন দিন !

-তো সমস্যা কি ?

পল্টু ভাইয়ের চেহারা দেখে মনে হল তিনি আমার কথা শুনে খুব অবাক হয়েছেন ।

আমি বললাম

-টানা তিন দিন হরতাল এটা কোন সমস্যার কথা না !

পল্টু ভাই যেন আকাশে থেকে পড়লো !

-কেন রে সমস্যা হবে কেন ?

আমার মুখ হা হয়ে গেল । আমার মুখ হা দেখে পল্টু ভাই বলল

-শোন !

এই কথাটা বলে তিনি আমার দিকে একটু ভাল করে নড়ে চড়ে বসলো !

আমি প্রমাদ গুনলাম ! লক্ষন খুব বেশি ভাল না । পল্টু ভাই যেমন করে নড়ে চড়ে বসলো তার মানে উনি লম্বা বক্তিতা দেবার পরিকল্পনা করতেছেন ! আমি সটকে পড়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু পল্টু ভাইয়ের হাত থেকে বাঁচতে পারলাম না ।

পল্টু ভাই বলল

-আচ্ছা বল গনতন্ত্রের প্রধান অধিকারটা কি ? ভাল করে বললে বাংলাদেশের গনতন্ত্রের প্রধান অধিকার টা কি বল ?

-কি ?

-আরে পারলি না ? একটা জিনিস তুই লক্ষ্য করে দেখ এই সরকার বিগত সরকার এমন কি তার আগের সরকারের আমলে কোন আর কিছু না হলেও কোন কাজটা ঠিক হয়েছে ?

আমি ঠিক মত বুঝতে পারলাম না পল্টু ভাই ঠিক কি বলতে চাইছে ! তবুও ক্ষীন কন্ঠে বললাম

-হরতাল ?

পল্টু ভাই আবার আমার পিঠ চাপড়ে দিয়ে বলল

-আরে আমি তো তোকে গাধা মনে করেছিলাম তুই তো বেশ ভালই বুঝিস ! হুম ! ঠিক বলেছিস ! বাংলাদেশে সব সরকারের আমলে আর যাই হোন না কেন হরতাল ঠিক হয়েছে ! এবং এটা হতেই থাকবে ! এখন যে জিনিসটা বন্ধ করার উপায় নাই মানে অসম্ভাবী সেই জিনিসটার প্রতি অভিযোগ বন্ধ করে ভাল ভাল দিক গুলোম চিন্তা করা উচিৎ !

-ভাল দিক ? হরতালের ভাল দিক ? আপনার কি মাথা ঠিক আছে ? হরতালের আবার ভাল দিক আছে নাকি ?

-আমি জানতাম ! তুই এ কথাই বলবি ! আমি আগেই বলেছি আমি যেটা চিন্তা করি তোরা সেইটা ভাবতেই পারবি না ।

-আচ্ছা আমি হার মানলাম ! আপনি বলেন হরতালের ভালদিক গুলো বলেন আমাকে ?

পল্টু ভাই আর একটু নড়েচড়ে বসলেন

-আচ্ছা শোন । কোন কথা বলবি না বুঝলি ?

আমি বসলাম চুপ করে ! পল্টু ভাই বলতে শুরু করলো

প্রথমত, হরতাল হলে কি হয় ? হরতাল হলে গাড়ি চলাচল বন্ধ ! কলকারখানা বন্ধ ! এর মানে কি ?

আমি বোকার মত বললাম

-মানে কি ?

-আরে গাধা ! এর মানে কার্বন ডাই আক্সসাইড উৎপাদন বন্ধ ! সোজা কথায় যত হরতাল তত পরিবেশের জন্য ভাল ! গ্লোবাল ওয়ার্মিং কম !

আমি বললাম

- আমার তো মনে হয় প্রত্যেক সপ্তাহে দুতিন করে হরতাল দেওয়া উচিৎ ! তাহলে পৃথিবীতে থেকে গ্লোবাল ওয়ার্মিং চার্মটাই চলে যাবে !

-ঠিক বলেছিস ! এখন তুই ই ভেবে দেখ !

আমি ভাবতে লাগলাম ! পল্টু ভাই আবার বলা শুরু করলো !

-তারপর মনে কর, গাড়ি না চললে তেল খরচ হবে না । সরকারী এবং বেসরকারী এনার্জি সেভিং হবে ! আর এই এনার্জি মানে তেল এবং সিএনজি আমরা অন্য খানে ব্যবহার করতে পারবো !

অতি সত্য কথা ! এমনিতে সরকারী অফিস গুলোতে কাজ কা হয় না ! এটা একটা ভাল দিক !

পল্টুভাই বলল

-তৃতীয়ত, হারতাল মানে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ ! তার মনে কি ছাত্র আর ছাত্রীদের উপর থেকে পড়াশুনার চাপ কমবে ! এদিক ওদিক ঘুরতে পারবে ! মনে শান্তি পাবে ! মন ভাল থাকলে কি জানিস ?

-কি হবে ?

-আরে পরের দিন পূর্ণ উদ্দমে কাজে নেমে পড়তে পারবে !

-বুঝলাম ! কিন্তু ভাই পরীক্ষার সময় হরতাল দেয় এটা কি ঠিক ?

-আরে গাধা এইটা তো আরে ভাল ! দেখ আমাদের দেশ অল্প কিছু পোলাপাইন ছাড়া কেউই পরীক্ষার আগে ছাড়া পড়াশুনা করে না ! তুই করিস ? বল ?

আমি মাথা নাড়াই ! আমি আমি আসলেই পরীক্ষার আগে ছাড়া একদমই পড়া শুনা করি না !

-তাহলে ব্যপার টা কি দাড়ালো ? যত হরতাল হবে ছেলে মেয়েগুলা তত পড়া লেখা করবে মানে পড়া লেখার সুযোগ পাবে ! পরীক্ষায় রেজাল্টও ভাল হবে !

আমি আবারও মাথা ঝাকাই ! আসলেই তো পল্টু ভাইয়ের কথা গুলো মনে ধরার মনে ধরার মত !

পল্টু ভাই এবার পকেট থেকে একটা গোল্ডলিফ লাইট বের করলেন ! আগুন ধরিয়ে জোরে একটা টান দিল !

আমি বললাম

-কিন্তু ভাই এই হরতাল হলে হারতাল কারীরা পিকেটিং করে ! গাড়ি ভাংচুর করে ! এতে কত ক্ষতি হয় !

-আরে তুই এক দিক ভাবছিস কেন ? সব দিক ভাব ?

-কি রকম ?

-আরে গত পরশুদিনের হরতালে আমারদের বাড়িয়ালার গাড়িটার সামনে গ্লাস টা ভেঙ্গে দিছে ! এখন তার ক্ষতি ! ঠিক আছে ! কিন্তু এর পজেটিভ দিকটা দেখ ! বাড়িয়ালা আঙ্কেল এখন গাড়ির গ্লাসটা ঠিক করাবেন ! যেখান থেকে করাবেন তার লাভ হবে না ? তারমানে কি দাড়ালো ? অর্থনীতির চাকা সচল হল !

আমি আবার মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললাম

-তা তো অবশ্যই !

পল্টুভাই বলল

-আসলে পৃথিবীতে সব কাজেরই দুইটা দিক আছে ! পজেটিভ যেমন আছে । নেগেটিভ দিকও আছে !

-হুম ! এখন আমি আপনার কথা একটু একটু বুঝতে পারতেছি ! তারমানে হরতালে গাড়ি ভাঙ্গার জন্য যে লাঠি আর বাঁশ আনা হয় সেগুলো তো কারো না কারো কাছে থেকে কিনতে হয়েছে !

-ঠিক !

-তারমানে এখানেও একটা পজেটিভ দিক আছে !

-এই তো মমিন ! তুই বুঝেছিস !

-তারপর আমাদের এলাকায় কোন খেলার মাঠ নাই ! আমরা বিকেল বেলা এদিক ওদিক এতিমের মত ঘোরাফেরা করি । হরতালের দিন আমরা রাস্তার ইট দিয়ে স্টাম্প বানিয়ে ক্রিকেট খেলতে পারি !

-আরে মার হাবা ! এই বুঝসিস !

আমি উৎসাহ পেয়ে বললাম

-তারপর মনে করেন স্বামী তার স্ত্রীকে সময় দিতে পারে ! এতে করে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে !

-ঠিক ! ঠিক !

আমি আরো কিছু বলতে গেলাম ঠিক এই সময় দেখলাম আমাদের এলাকার এক ছোটা ভাই এদিকে দৌড়ে আসতেছে ! আমাদের কাছে এসে বলল

-পল্টু ভাই ! খবর শুনেন নাই ?

পল্টু ভাই বলল

-কি হইছে ?

-আপনার আব্বা গাড়িতে করে আসতে ছিল মগবাজার থ্যাইকা ! হরতাল সমর্তনকারীদের কবলে পড়ছিল ! একদম গুড়া কিইড়া দিছে গাড়ি !

-কি কস ??

পল্টু ভাই এক টানে উঠে দাড়ালো !

-কি কস ?

এই বলে সিগারেটে জোরে একটা টান দিল !

আমি বললাম

-আরে ভাই এতো উত্তেজিত হবার কিছু নাই ! পজেটিভ দিকটা চিন্তা করেন ! আপনাদের বাড়িয়ালার গাড়ি আর আপনাদের গাড়ি এক গ্যারেজে ঠিক করাবেন । তাহলে ঐ লোকটা বেশি লাভ হবে !

-আবে রাখ তোর লাভ ! হরতালের &*%$^&# !



এই বলে আর দাড়ালো না ! দৌড় দিল বাড়ির দিকে ! আমি আবার বসে পরলাম ! আর মনে মনে হাসতে লাগলাম !!





অফটপিক: আমার মনে হয় আমাদের দেশে হরতাল নেতারা সবাই এই পল্টুর মত আচরন করে ! নিজে যখন হরতাল করে তখন সেইটা তাদের গনতান্ত্রিক অধিকার ! আর যখন নিজে আক্রান হয় তখন হরতালে &#$%@ !!







ফেবু লিংক

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি বরাবরই ভাল লেখেন সে সূত্রে এটাও ভাল হয়েছে।
কয়েক দিন আগে আমিও হরতাল নিয়ে একটা গল্প লিখেছিলাম এখানে

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আচ্ছা দেখে আসছি ....

২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রোড সাইড হিরো বলেছেন: আমার মনে হয় আমাদের দেশে হরতাল নেতারা সবাই এই পল্টুর মত আচরন করে ! নিজে যখন হরতাল করে তখন সেইটা তাদের গনতান্ত্রিক অধিকার ! আর যখন নিজে আক্রান হয় তখন হরতালে &#$%@ !!

১০০% সঠিক। দারুণ লাগলো...

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

জনদরদী বলেছেন: আপনি আমার কাছ থেকে থিম কপি করেছেন । এজন্য মাইনাস-মাইনাস ।

আমি যদি আইন প্রণেতা হতাম তাহলে হরতালের পিকেটারদের শাস্তি দিতাম এরকমঃ সে পিকেটিং যত টাকার ক্ষতি সাধন করবে ততটাকা জেলখানা থেকে উপার্জন না করা পর্যন্ত সশ্রম কারাদন্ড ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

অপু তানভীর বলেছেন: আমি কবে থিম কপি করলাম ?? :-/ :-/ :-/ :-/
নারে ভাই ! আমি সত্য কইতাছি ! আমি করি নাই !

৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মহাবিরক্ত বলেছেন: হরতাল সাহিত্য :P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

অপু তানভীর বলেছেন: :D:D:D

৫| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

জনদরদী বলেছেন: আপনার লেখাতে মন্তব্য করার জন্য লগইন করেছি । উপরের মন্তব্যে থিম বলতে গল্পের থিম বোঝানো হয়েছে :P :P :P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

অপু তানভীর বলেছেন: বুঝিলাম !!

৬| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

অনীনদিতা বলেছেন: ওরে বাবা:)
এত গল্প মাথায় কেমনে আসে :P
১ম ভালো লাগা:)

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

অপু তানভীর বলেছেন: আমি ভাবতেছি আমার মাথার ভিতরের কিছু এক্সরে করিয়ে ব্লগে পোষ্ট করবো !! তখন সবাই বুঝতে পারব !! :D :D :D

৭| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বটবৃক্ষ~ বলেছেন: হুম......+++

পলটু ভাইয়ের নজরের প্রশংসা করতে হয়!!!পেছন থেকেই বুঝে ফেলেছে _________এর মত মুখ!!! হিহিহি =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহি !!

৮| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইখতামিন বলেছেন:
৩য় মনে লাগা.

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অপু তানভীর বলেছেন: :):):):):)

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

শূন্য পথিক বলেছেন: ভালো লাগা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: :):):)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++ :D :D :D :D

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
হরতালীয় সাহিত্য ভালা পাইসি।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

অপু তানভীর বলেছেন: :):):):)
ধন্যবাদ !!

১২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

s r jony বলেছেন: অনীনদিতা বলেছেন: ওরে বাবা:)
এত গল্প মাথায় কেমনে আসে :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: :D :D B-) B-) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.