নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশির সকাল থেকেই কেন জানি খুব অশান্তি লাগতেছে । কিছুতেই শান্তি পাচ্ছে না মনের ভিতর । বার বার কেবল মনে হচ্ছে অপু যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা সে যদি পালন করে ?
কর্মসূচি ?
হাস্যকর ?
এই অপুটা এমন সব কথা বার্তা বলে ! আর নিশি নিজেও ওর ভাষায় বলতেছে !
কি হাস্যকর !
কর্মসূচি ! হাহাহা !
গতকাল রাতে যখন অপুর সাথে কথা হচ্ছিল এক পর্যায়ে অপু ওকে বলল
-আমি তোমাকে আল্টিমেটাম দিয়েছিলাম ! সেই টাইম কিন্তু পার হয়ে গেছে ! এখন নতুন কর্মসূচি দিবো ?
নিশি হেসে বলল
-কর্মসূচি ? আল্টিমেটাম ? মানে কি ?
-মানে বুঝো না ? তুমি জানো না আমি ব্লগার ! এখন আমরা কেবল কর্মসূচি আর আল্টিমেটাম দেই !
-তাই না ? তা তুমি কি আল্টিমেটাম দিয়েছিলে শুনি ?
-তোমার মনে নাই ! আমি কি বলেছিলাম তোমাকে ?
নিশি বলল
-আচ্ছা বলগার সাহেব বলেন কি আপনি কি আল্টিমেটাম দিয়েছিলেন ?
-আমি তোমাকে ছবি পাঠাতে বলেছিলাম মনে নাই ! সময় বেধে দিয়েছিলাম আজ রাত পর্যন্ত ! তুমি পাঠিয়েছ ?
-আচ্ছা ! আচ্ছা ! এই টা আপনার আল্টিমেটাম !
নিশি হাসতেই থাকে !
আসলেই অপু কদিন থেকেই ওকে দেখার জন্য কেমন উঠে পরে লেগেছে ! সব কথা বলে ! আর ঘুরে ফিরে সেই একই কথা ! কবে ছবি পাঠাবা ?
আচ্ছা এভাবে কি যেকোন একটা ছেলেকে ছবি পাঠনো যায় !
অবশ্য অপু যেকোন একটা ছেলে না ! এই কয়দিনে কেমন একটা মায়া জন্ম গেছে ওর উপর !
প্রথম যখন অপুর গল্প পড়ে কেমন একটা অনন্দ অনুভুত হয়েছিল ! কিন্তু নিশির নিজের কিছু সীমাবদ্ধতা আছে ! তাই চাই নি কখনই যেন সীমা অতিক্রম না করে !
কিন্তু মন কি এসব মানে ?
না কোন কথা শুনে ?
প্রথমে ওর ইয়াহুতে যুক্ত হল ! তারপর ওর ফেসবুকে ! সারা দিন কেবল ওর সাথেই কথা বলতো !
নিশির আম্মু অবশ্য খুব বকাবকি করতো এসব দেখে !
তার একই কথা ! সারা দিন কোন কাজ নাই কেবল ল্যাপ্টপের সামনে বসে থাকা !!
নিশি এসব কোন কিছুই কানে নেয় নি !
কেবল সারা দিন অপুর সাথেই কথা বলেছে ! কি যে ছিল ! নিশি যেমনটা ব্যাকুল হয়েছিল অপু নিজেও তেমন টা হয়েছিল ! আর ব্যপার টা যখন ওরা দুজনেই যখন বুঝতে পারলো তখন আর কেউই দুরে থাকতে পারে নি !
প্রথমে ওরা ঠিক করেছিল যে কেবল নেটেই ওদের যোগাযোগ করবে ! কিন্তু ফোন নাম্বার আদান প্রদান করটে দেরি হল ! আগে তো সারা দিন নেটে থাকতো এখন সারা দিন কানে ফোন লাগিয়ে কথা বলা শুরুহল !
নিশির মা এবার বলতে লাগলো কি ব্যপার তোমাকে তো আগে এতো গান শুনতে দেখি নি এখন এতো গান শুনো কেন ?
আসলে নিশি ওর মাকে বলেছিল যে কানে হেডফোন লাগিয়ে এখন সে গান শুনে !
কথা যখন হত না তখন মিনিটে মিনিটে মেসেজ ! এটাও যেন একটা অভ্যাসে পরিনত হল !
নিশির মনে আছে একদিন সকালবেলা ওর এক ভাইয়ের বাসায় ওর যাওয়ার কথা ছিল ! বাড়িতে ঢোকার আগে ওকে ফোনকরে মানা করে যেন আর মেসেজ না দেয় ! যে কারো চোখে পরতে পারে কিন্তু অবাক হবার বিষয় যে কয়েক মিনিট পর পর ও নিজেই মোবাইল চেক করতে লাগলো যে কোন মেসেজ এসেছে কি না !!
কি অদ্ভুদ ব্যাপার !
অপু কিছুক্ষন চুপ করে থাকল । তারপর বলল
-আচ্ছা তোমার হাসি আসছে তাই না ?
-তো আর কি আসবে ! তোমরা ব্লগাররা কেবল আল্টিমেটাম আর কর্মসূচিই দিটে পারো ! কাজের কাজ কিছুই হয় না !
-শুনো তুমি আমাকে অন্য কারো সাথে তুলনা কইরো না ! অপু তানভীর যা বলে তাই করে !
নিশি হাসতে হাসতে বলল
-আমি জানি আমার ক্ষতি হয় এমন কিছু তুমি কোন দিন করতে পারবো না !
-তা পারব না ! কিন্তু আমি কষ্ট পাই এমন কাজ যদি আমি করি !
নিশি এবার একটু যেন চিন্তিত হল !
অপু এই কথাটা কেন বলল ? নিশি খুব ভাল করেই জানে অপু মাঝে মাঝে খুব পাগলামো করে ! নিশি বলল
-কি কর্মসূচি দিবা তুমি ? আরে দুর, কি করবা তুমি ?
অপু বলল
-শুনো, আমি শান্তি প্রিয় ব্লগার ! আমার সব কাজ হল শান্তিময় !
-মানে কি ?
-মানে হল, আজকের পর থেকে যত দিন তুমি আমাকে তোমার ছবি পাঠাবা না ততদিন আমি দুপুরে বেলা কিছু খাবো না !
-মানে কি ?
-তুমি শুনেছ আমি কি বলেছি ! যদি তুমি চাও আমি অনাহারে কষ্ট না পাই তাহলে তুমি আমাকে ছবি পাঠাবা !
-দেখ এটা কিন্তু ইমোশনাল ব্লাকমেইল !
-তুমি যদি তাই মনে কর তা হলে তাই ! দেখ সোনাপাখি ভালবাসায় সব কিছু জায়েজ আছে ! সব কিছু করা যায় !!
-না, তুমি এটা করবা না !
-হা হা হা ! আমি আগেই বলেছি ! আমি যা বলি তাই করি ! এবং এটা আমি করবো ! আমার কর্মসূচি আমি পালন করবো ! শান্তিপূর্ণ কর্মসূচি !
নিশি খুব ভাল করেই জানে ওর পক্ষে ছবি পাঠানো সম্ভব না ! এই কথাটা ও আগেই বলেছে অপুকে ! অপু তখন মেনেও নিয়েছিল ! কিন্তু এখন এমন সব পাগলামো করছে !
কেন করছে ?
দুপুরের আগে অপুকে ফোন দিয়ে লাভ নাই ! ও ঘুমিয়ে থাকে ! এই সময়টা নিশির খুব উৎকন্ঠায় কাটে ! নিশির কেবল মনে হতে লাগলো বিরোধীদলের কর্মসূচিতেও সরকার এতো উৎকন্ঠা বোধ করে না যত না ও নিজে করছে !
বারবার মনে হচ্ছে ও খাবে না ! এটে কেমন করে হয় !
এটা কোন কথা হল ?
বেলা ১২ টার দিকে অপু নিজেই ফোন দিল !
-কই তুমি ?
অপু বলল
-এই তো ঘুম থেকে উঠলাম !
-খাবা না ?
-খাবো ! তুমি ছবি পাঠিয়েছ ?
-প্লিজ অপু ! এমন করে না ! তুমি আমার দিকটা একটু ভেবে দেখার চেষ্টা কর ! আমি পারবো না !
-ওকে সমস্যা নাই তো ! আমি তো বলি নি আমি আর খাবোই না ! মানে আমরন অনশন তো করছি না ! কেবল এক বেলা আহার বর্জন করেছি ! সমস্যা তো নাই ! মানুষকি একবেলা খেয়ে বাচে না !
-দেখো ভাল হবে না বলতেছি ! তুমি এখনই খাবা ! দুপুরে খাবা !
-জি না সোনা পাখি ! আমি খাবো না ! আমি এক কথার মানুষ ! যা বলেছি টা করবই !
-প্লিজ ফ্লিজ বলে লাভ নাই !!
দুপুর বেলা নিশি কিছু মুখে নিতে পারলো না ! বারবার মনে হতে লাগলো অপু কিছু খাচ্ছে না ও কিভাবে খাবে ?
নিশির মা ওকে না খেতে দেখে বলল
-কি ব্যাপার খাচ্ছিস না কেন ?
-ভাল লাগছে না মা !
নিশি হাত ধুয়ে উঠে পরলো ! আর পারছে না ! নিশি খুব ভাল করে বুঝে গেছে এই পাগলটার হাত থেকে ওর নিস্তার নাই ! ও যা বলবে এখন ওর তাই করতে হবে !
অপুকে ফোন দিল ও !
-বল জান পাখি আমার !
-ঢং রাখো !
-ঢং ?
-তুমি খাবা না ?
-না ! রাতে খাবো !
-প্লিজ !
ও পাশে থেকে গানের আওয়াজ ভেসে আসে ! অপু গান গাইছে !
-এই ! এই পাজি ছেলে ! তুই আমার কথা শুনিস না কেন ?
-শুনি তো মিষ্টি মেয়ে ! তুমিও শুনো না আমার কথা !
নিশি বলল
-তোমার খিদে লাগে নি ! কষ্ট হচ্ছে না ?
-সত্যি কথা বলবো ?
-হুম ! একটু কষ্ট হচ্ছে ! না খেয়ে থাকার অভ্যাস নাই তো !!
নিশির কেমন জানি অসহায় বোধ হয় ! বুকের মাঝে কেমন একটা অস্থির মত লাগে !!
নিশির কেবল মনে হল ওর নিজের কষ্ট হচ্ছে !
না !
আর একটা মুহুর্তও না !
নিশি বলল
-আমি এখনই ছবি পাঠাচ্ছি ! প্লিজ খেয়ে নাও ! প্লিজ !!
নিশি জানে এটাই শেষ না ! আস্তে আস্তে অপু ওর সব দাবী গুলো ঠিকই আদায় করে নিবে ! নিশির কিছুই করার থাকবে না !
এই পাগল ছেলেটাকে নিয়ে কি করবে ও !
ফেবু লিংক
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: ইশ কি আল্লাদ!!
এত দাবী দাওয়া!!!!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহি !!!
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
নাহিদ তানভীর বলেছেন: তাই, না?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: আরে আমি অপু তানভীর আপনি নাহিদ তানভীর !!
হিহিহিহি !!
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
শাকিল ১৭০৫ বলেছেন: আপনার গল্পগুলা এত ইমোশনাল ক্যান
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: আমার কাজ কারবার সব ইমোশন নিয়া তাই !!
৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
ইখতামিন বলেছেন:
৪ নম্বর দিলাম
দিনকাল বড্ড খারাপ যাচ্ছে ভ্রাতা
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: সে কি খারাপ যাচ্ছে কেন ??
কি হইছে ??????
৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: শায়মা আপ্পি বলেছেন: ইশ কি আল্লাদ!!
এত দাবী দাওয়া!!!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন:
৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
আমি ব্লগার হইছি! বলেছেন: ফেসবুকে ছবি নেই নিশির?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: নারে ভাই নিশির ছবি নাই ! থাকলে কি আর চাইতাম !!
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বিপ্লব06 বলেছেন: নিশি খুব ভাল করেই জানে ওর পক্ষে ছবি পাঠানো সম্ভব না
মাল্টি/ ছাইয়া নিক নাকি
ভাল লাগছে।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন: মাল্টি/ ছাইয়া নিক নাকি !!! হাহাহাহাহাহা
না গো ভাইজান !! সে একবারে খাটি !!
৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
অনীনদিতা বলেছেন: অপু
তুমি একদিন অনেক বড় কিছু হবা
আমার মন বলছে
নো ইমো
ভালো থেকো সবসময়
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন: 25 বছর হইয়া গেল !! আর কত বড় হমু ??
ধন্যবাদ অনীনদিতা
১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
আমি-টর্নেডো বলেছেন: শায়মা @তোমার প্রব্লেম কি?সবাই কি তোমার মতো?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: আইয়া পড়ছেন ভাই ??
আপনার কমান্ট খুব মিস করছি এই কয়দিন !!
১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
আমি-টর্নেডো বলেছেন: অনীনদিতা @ভালো পাম্পিং করছে অপু কিডিং ব্রো।তবে কথা সত্য ইউ উইল।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
অনীনদিতা বলেছেন: আমি পাম্প দেইনা
পাগলে কিনা বলে
আপনার ঘটকালি কেমন চলছে @ঝড়
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: ঘটকালি ???
মানে কি ???
কাহিনী কউ দেখি !!!!
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪
রেইন ম্যান বলেছেন: দুষ্ট ছেলে _ _ মিষ্টি মেয়ে _ _
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন:
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
মদন বলেছেন: টাইটেলে আল্টামেটাম দেইখা ভাবছি নিশি বাদ দিয়া মাহমুদুর কেন???
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহাহাহা
১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
নিশি কথক বলেছেন: নিশি জানে এটাই শেষ না ! আস্তে আস্তে অপু ওর সব দাবী গুলো ঠিকই আদায় করে নিবে ! নিশির কিছুই করার থাকবে না !
আর কি দাবী আছে?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
অপু তানভীর বলেছেন: আরো আছে !!
আস্তে আস্তে জানবেন ভাই !!
১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
বটবৃক্ষ~ বলেছেন: অনীনদিতা বলেছেন: অপু
তুমি একদিন অনেক বড় কিছু হবা
আমার মন বলছ......
ঠিক!!
একদিন অপু তানভীর বই মেলায় স্টলে বসে থাকবে...আর আমরা লাইন দিয়ে ওনার বই কিনতে যাবো...
সেদিন যদি অটোগ্রাফ না দেয় তাইলে বই দিয়া মাথায় একটা বাড়ি মাইরা বলবো বই লাগবেনা.... আমরা আপনার সব গল্প আগেই ব্লগে পইড়া ফেলসি!!!!হিহিহি....!!
ফান....
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: তাই না ?
আমি যে গল্প গুলা দিয়ে বই বের করবো সে গুলা ব্লগে দিবো না
১৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো,,,,,,,,
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন:
১৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
ভুং ভাং বলেছেন: খুব্বব্বব্বব্বব্বব্ব কষ্ট পাইলাম অপু তানভির এর কথায়" আমি যে গল্প গুলা দিয়ে বই বের করবো সে গুলা ব্লগে দিবো না" । তারচে বেশি কষ্ট পাইছি এই কথা লিখার পর জিভা বের করে ভুং ভাং হাসি দেওয়াতে ।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন:
আগে বই বেরই হইয়া নিক না !!
১৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
ভুং ভাং বলেছেন: খুব্বব্বব্বব্বব্বব্ব কষ্ট পাইলাম অপু তানভির এর কথায়" আমি যে গল্প গুলা দিয়ে বই বের করবো সে গুলা ব্লগে দিবো না" । তারচে বেশি কষ্ট পাইছি এই কথা লিখার পর জিভা বের করে ভুং ভাং হাসি দেওয়াতে ।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন:
২০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
নীলপথিক বলেছেন: কথার মধ্যে একটু শাহবাগী ঘ্রাণ পেয়ে এলাম, এখন দেখি অন্য জিনিস। হা হা হা। ভালো থাকবেন সবসময়।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
অপু তানভীর বলেছেন: এখন সব কিছুর ভিতরেই শাহবাগী ঘ্রাণ থাকবে ......
২১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: চিন্তা করছি অপুর অটোগ্রাফ আগেই নিয়ে রাখবো কিনা। পরে বইমেলায় ভীড়ের মাঝে হয়তো আর নিতেই পারবো না।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
অপু তানভীর বলেছেন: কি টাইপের অটোগ্রাফ লাগবে কন ? এনালগ নাকি ডিজিটাল ??
বিখ্যাত হবার আগে একটু বিখ্যাত হওয়ার ভাব নিয়েই দেখি !!
২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
বটবৃক্ষ~ বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: চিন্তা করছি অপুর অটোগ্রাফ আগেই নিয়ে রাখবো কিনা। পরে বইমেলায় ভীড়ের মাঝে হয়তো আর নিতেই পারবো না।
আপ্পি!!অটোগ্রাফের দিন তো শ্যাষ!!এবার ফডুগ্রাফ!!!
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন: হবে না !! আমার ফডু ভালা অয় না
২৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
নক্ষত্রের নীল বলেছেন: সেই অনেকদিন আগে আমি আর ও এমনটাই ছিলাম .।।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: আর এখন ??
২৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
s r jony বলেছেন: ছবি কি পাঠাইছিল???
তাই ছবি'টা দেখবার চাই
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: ঘরের কথা তো এই ভাবে পাবলিক্যালী প্রকাশ করা যাইবো না !!
২৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২২
একজন আরমান বলেছেন:
বলগার অপু তানভীর
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
অপু তানভীর বলেছেন:
২৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
হান্টার১ বলেছেন:
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
অপু তানভীর বলেছেন:
২৭| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭
এ্যাপোলো৯০ বলেছেন: এই হয়, ইমোশনালি ব্ল্যাক মেইল কইর্যা নিজের দাবীদাওয়া আদায় কইর্যা নেয়।
ভালা না
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
অপু তানভীর বলেছেন: এইটাই করা উচিৎ !
২৮| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩
মাগুর বলেছেন: একটানে গল্পসহ কমেন্ট গুলোও পড়ে ফেললাম
আপনার লেখার নিয়মিত পাঠক হিসাবে আগেই নিশ্চিত ছিলাম সামনে কোন এক বই মেলায় আপনার বই কিনতে পারবো। তবে হে সম্মানিত লেখক মহাশয়, অনুগ্রহ করিয়া এই গরীব বান্দাদের দিকে তাকাইয়া বই প্রকাশ করিবেন! চটি বই আকারে করিলে বেশী সুবিধা হয়, মূল্যও কম থাকবে আর পকেটে ভাঁজ করে নিয়ে যেখানে সেখানে যাওয়া যাবে
নিরন্তর শুভ কামনা সাথে একগাদা +++++
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন: আপনি আমাকে একটি প্রকাশক দিন আমি আপনাদের কে ১০টি গল্পের বই দিবো !!
আমি যে বই বের করতেই চাই কিন্তু বইটা প্রকাশ করবে কে ? একজন প্রকাশক দরকার !!
২৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন:
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: কি মিয়া চুপ কেন ??
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
বোকামন বলেছেন: