নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পাজি মেয়েটা কত ভাল ! সবাই কেবল আমার সুখের কথা শুনতে চায় ! দুঃখের কথা শুনতে কারো ভাল লাগে না ! আমার নিজেরও লাগে না ! কিন্তু পাজি মেয়েটা শুনতে চায় ! বলে আমি যখন কষ্ট পেয়েছি সে সেই কষ্ট গুলো অনুভব করতে চায় !
কি অদ্ভুদ !
কত গুলো কথা যেন মনে হয় নি তোমাকে বলি ! কিন্তু বলতে চেয়েও বলতে পারি নি ! কেন পারি নি আমি জানি না ! আসলে মানুষের মন যখন খারাপ থাকে তখন বুকের ভিতরে থাকা অনেক কিছুই বেরিয়ে আসে !
খানিকটা দীর্ঘ শ্বাস আকারে ! আমি কেন জানি বলতে পারি না !
কার কাছে বলবো ?
কে শুনবে ?
কিন্তু আজকে সে শুনবে বলেছে আমাকে ! পাজি মেয়েটা শুনবে !
তাই আমার কথা গুলো আমি লিখেছি নিজের মত করে ! সেই মন খারাপের লেখা গুলো নিয়ে আজকে লিখতে বসলাম !
কবিতা গুলো লেখার সময় কেন জানি মন খারাপ ছিল ! অবশ্য দুএকটাতে মন ছিল ভাল !
আমার কবিতা সংকলন !
ভালবাসার ফূল
নীল
যদি তুমি চলেই যাও
তুমি আমার
মেঘ বালিকার দেশ
দিনটা শুরু হল না কালকের মত
বলেছি তোমাকে
যখন তুমি কাছে আসো, ইচ্ছা করে হাতটি ধরি, আমি একটু আদর করি
টিয়াপাখি সব কিছুতেই রইবে পাশে
আমরা হারিয়েছি !!
"অ" প্রহর !!
কিছুটা সময় কল্প সময়ে !!
কিছুটা সময় কল্প সময়ে !!
পিডিএফ লিংক
আমার কাছে আমার গল্প গুলো যেমন প্রিয় তেমনি কবিতা গুলোও !
এই পাজি মেয়ে ! আমার মন খারাপের লেখা গুলো আজ দিলাম তোমায় !!
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
একজন আরমান বলেছেন:
পড়ছি সবগুলো।
তুমি তো মিয়া দারুন লেখ কবিতা।
কিন্তু খুব কম।
আমার মতো কবিতাখোরদের বঞ্চিত করার জন্য তোমারে প্রথম মাইনাচ !!!
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
তোমার মাইনাস খুশি মনে গ্রহন করিলাম !!
পিডিএস ফাইল টা নামায়ে দেখ !!
৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
একজন আরমান বলেছেন:
অপু মিয়া ভালা পুলা,
আর আমিও।
সবাই খুব খেয়াল কইরা
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
অপু তানভীর বলেছেন: খুব খেয়াল কইরা
৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
একজন আরমান বলেছেন:
ডাউনলোড হচ্ছে না।
তুমি আমাকে ফেবুতে সেন্ড করো।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
অপু তানভীর বলেছেন: কি কও মিয়া ??
আচ্ছা দেখতেছি !!
৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
এরিস বলেছেন: তুমি যদি চলেই যাও
তবে ঐ সূর্যটাকে
সাথে করে নিয়ে যাও
আমি রইবো অন্ধকারে
ভীষন অন্ধকারে
আমার এই চোখের জল
যেন কেউ দেখতে না পারে
তোমাকে হারিয়ে যে কষ্টে আছি
যেন তা কেউ বুঝতে না পারে [/sb
আপনি খুব সাবলীল লিখতে পারেন।
অনেক অনেক ভালো লাগা আর শুভকামনা রইলো। আপনার জন্যে আর আপনার পাজী'র জন্যে
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
আমি তুমি আমরা বলেছেন: লিখতে থাকুন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
অপু তানভীর বলেছেন:
৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
M R Rana বলেছেন: সুন্দর। চালিয়ে যান।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
ধূসর সন্ধ্যা বলেছেন: অনেক দিন পর তোমার লেখা পড়লাম।
মনটা একটু খারাপ ছিল,
আরও বেশি খারাপ হল,
তোমার লেখা পড়তে গিয়ে,
ঘুমটা বোধই উড়েই গেল।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন: বাহ বাহ !! সুন্দর কবিতা !!
৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
বটবৃক্ষ~ বলেছেন: তুমি যদি চলেই যাও
তবে ঐ সূর্যটাকে
সাথে করে নিয়ে যাও
আমি রইবো অন্ধকারে
ভীষন অন্ধকারে
আমার এই চোখের জল
যেন কেউ দেখতে না পারে
তোমাকে হারিয়ে যে কষ্টে আছি
যেন তা কেউ বুঝতে না পারে
সংকলন করে ভালো করেছেন খুব...তবে আরো বেশি কবিতা দিতে হবে এখন থেকে নিয়মিত!!! নাইলে কিন্ত খুব খিয়াল কইরা
মন খারাপের কবিতাগুলো বেশী সুন্দর হয়....তবুও চাইনা কারো মন খারাপ থাকুক.........
পাজি মেয়েটা আর আপনার জন্যে অনেক শুভকামনা~~~~
অনেক ভালো থাকবেন...
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: হুম !! খুব খিয়াল কৈরা !!
কি জানি কবিতা কেমন লিখি !
আর পাজি মেয়েটার কথা আর কইয়েন না ! একবার হাতের কাছে পেয়ে নেই খবর আছে তার !
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
লাবনী আক্তার বলেছেন: কবিতাগুলো বেশ ভালো লাগল।