নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বান্দরবানে নয়া বান্দর ! ;);) (ছবি ব্লগ পার্ট ০২)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

কদিন আগে বান্দরবানে গিয়েছিলাম ট্যুরে ! জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা ! যদিও বেশ খানিক কষ্ট হয়েছে তবুও এই অভিজ্ঞতার কোন তুলনা নাই !

আমাদের ট্যুরটা ছিল বান্দরবান থেকে প্রথমে রুমাতে এবং সেখান থেকে বগা লেক ! ওখান থেকে কেওক্রাডং ! তারপর জাদিপাই ঝর্ণা ! তারপর বাকলাই থেকে তাজিংডং তারপর সেখান থেকে শেড়কর পাড়া হয়ে থানছি ! থানচি থেকে আবার বান্দরবান ! এই ছিল ট্যুরের রুট !

কিছু ছবি তুলেছি ! কিছু ছবি দিয়েছিলাম গত পোষ্টে আজকে দিলাম আরো কিছু !!



০১. কাদা মাটিতে হাটতে হাটতে আমার পায়ের অবস্থা একদম কাহিল ! দেখেন কি অবস্থা !





০২. যাওয়ার পথে ঝর্ণা বা ঝিরি পথ !





০৩. একই ঝর্ণার ছবি আরো কাছ থেকে !





০৪. আমরা আগে উপরে উঠে এসেছি ! নিচে আমাদের বন্ধুরা আসছে !





০৫. পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে ঘুর । সাধারনত পাহাড়ে জমি চাষ করে এই কুড়ে ঘরে বসে বিশ্রাম নেয় !





০৬. চলার পথে তোলা ছবি !





০৭. একদম উপরে থেকে তোলা ছবি !





০৮. আহা ! এই সৌন্দর্য আর কোথায় পাইয়া যায় ? কোথাও না !





০৯. আহা ! আহা !





১০. এই ছবির ফটুগ্রাফার আমি !





১১. যাওয়ার পথে আমাদের এমন ছোট খাটো নদি পার হতে হয়েছে !





১২. পাহাড়ি নদী ! ঝর্ণা থেকে তৈরি হয়েছে !





১৩. পাহারের সৌন্দর্য !!





১৪. আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ! যদিও আমার চোখ দেখা যাচ্ছে না ! আসলে ফেসবুকের কাভার ফটু দেওয়ার জন্য এমন ভাব নিয়ে ছবিটা তুলেছিলাম !





১৫. ঝিরি পথ দিয়ে আমার এক বন্ধ এগিয়ে আসছে !





১৬. আবারও মুগ্ধ আমার নয়ন !





১৭. আহা !





১৮. স্বর্ন মন্দির !





১৯. নীলাচল ! এমন একটা ভাব যেন সবাই বসে গুরুত্বপূর্ণ কথা বলছে ! আসলে কেউ কিন্তু বসে নেই । বৃষ্টি কারনে বসার বেঞ্চ সব ভেজা ! কিন্তু এমন একটা ভাব নেওয়া হয়েছে যেন সবাই বসে আছে !





২০. নীলাচলের সৌন্দর্য !





২১. আহা ! মেঘ ! এই জিনিস আর কোথায় দেখতে পাবো ?





২২. ফটু গ্রাফার যখন নিজেই মডেল !







এই হল মোটামুটি বান্দরবান ট্যুরের ছবি ! মাঝ খানে দুই দিন আমরা বলতে গেলে সভ্য জগত থেকে একেবারে আলাদা ছিলাম ! আমার সব ক্যামেরার ব্যাটারী এমটি ছিল ! অনেক ছবি তুলতে পারি নি !





সো ! কিসের চিন্তা করছেন এতো ! এখনই রওনা দিয়ে দেন বান্দরবানের উদ্দেশ্য ! যদি ভেবে থাকেন যে শীত কালে যাবেন তাহলে একটা কথা কেবল বলি বান্দরবানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে বর্ষাকলেই যেতে হবে ! তা না হলে কেবল পাহাড়েই উঠবেন । প্রকৃতির আসল রূপ আপনার ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যাবে !





বান্দরবানে নয়া বান্দর !! পার্ট ০১



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

আমি কিন্তু ফটুগ্রাফার !১ ;) ;)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

রাতুল_শাহ বলেছেন: +++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

অপু তানভীর বলেছেন: :):):)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

শায়মা বলেছেন: জোঁক ধরেনি ভাইয়া!!!!!!!!



আর এত কষ্ট করে বসে ছবি তুলেছো!!!!!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

অপু তানভীর বলেছেন: তা আর বলতে ! এমন জোঁকে ধরা ধরেছে !


ছবিতো তুলেছি মোবাইলের ক্যামেরা দিয়ে ! খুব বেশি কষ্ট হয় নি তো !

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: নাইস :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: :):):)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: সুযোগ পেয়েও যেতে পারছিনা ! এমনই কপাল...আর সেই মুহুর্তেই আপনার এই পোষ্ট চোখে পড়তে হলো ! :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: আরে মিয়া এটা কোন কথা হল ! সব কিছু বাদ থাক ! এখনই ব্যাগ নেন ! টিকেট কাটেন তারপর হাটা দেন ! :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভ্রমণ করা দরকার।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

অপু তানভীর বলেছেন: আসলেই ভ্রমন করা দরকার । আজই বের হয়ে যান !! :):)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
সত্যি করে বলেনতো কেমন জোঁক আছে? !!!
জোঁক ভয় পান? সে সময়ের অবস্থাটা বলেন।

ছবি খুব সুন্দর হয়েছে। যেতে ইচ্ছে করছে, কিন্তু জোঁক!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

অপু তানভীর বলেছেন: মুলত জোঁক সব সময় থাকে না । কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে অনেক জোক থাকে । আমরা মুলত দুইদিন একদম বৃষ্টির ভিতর দিয়ে হেটেছি !
জোঁক ছিল মাশাল্লাহ !

আরে জোঁকে কোন ভয় নাই ? প্রয়োজন মত ব্যবস্থা নিলে জোঁক লাগবে না !!

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪

প্রিন্স হেক্টর বলেছেন: খুব সুন্দর। নৈসর্গিক দৃশ্য +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: আসলেই ! নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করা যাবে না !

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

সায়েম মুন বলেছেন: সো ! কিসের চিন্তা করছেন এতো ! এখনই রওনা দিয়ে দেন বান্দরবানের উদ্দেশ্য ! যদি ভেবে থাকেন যে শীত কালে যাবেন তাহলে একটা কথা কেবল বলি বান্দরবানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে বর্ষাকলেই যেতে হবে ! তা না হলে কেবল পাহাড়েই উঠবেন । প্রকৃতির আসল রূপ আপনার দরা ছোয়ার বাইরেই রয়ে যাবে !
----এইটা হাচা কথা বলছেন।

আপনার ছবির জায়গাগুলো অনেক পরিচিত। অনেক দিন ঘুরঘুর করেছি। বগালেক আর কেওক্রাডাং এর দিকে শীত মৌসুম শেষ এর দিকে গিয়েছিলাম। তাই প্রকৃত রূপটা দেখতে পারিনি।

অন্য জায়গাগুলো অনেকবারই গিয়েছি। তাই প্রকৃত রূপটা চোখে পড়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

অপু তানভীর বলেছেন: হুম ! একদম ঠিক ! আমরাই শীত কালেই যেতে চেয়েছিলাম ! কিন্তু এই বর্ষা কালেই রওনা দিয়ে দিলাম আসল বান্দরবান দেখার জন্য !!

এই নৈসর্গিক দৃশ্য আর কোথায় দেখা যায় !!

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

নেক্সাস বলেছেন: বান্দরবনে বটগাছও আছে B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: এই খানে বট গাছ পাইলেন কই ??

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শূন্য পথিক বলেছেন: ঈদের পরে যাওয়ার চিন্তা আছে।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

অপু তানভীর বলেছেন: এতো দেরি করবেন ?

একবার কেবল গুরে আসুন ! দেখুন প্রকৃতির নৈসর্গিক দৃশ্য !!

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: সুপার ! সুপার্ব !!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.