নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে আমার এক বন্ধুর বিয়ে হয়েছে ! বাসর ঘরে ঢুকার আগে সে ফেসবুকে স্টাটাস দিল " নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি !"
পোলাইন খুব কামন্ট করলো সেই ফেসবুক স্টাটাসে । কি কমান্ট করলো তা নাই বা বললাম ! তখন থেকেই মাথার ভেতর একটা জিনিস ঘুরপাক খাচ্ছে ! আচ্ছা আমাদের পরিচিত ফেসবুক সেলিব্রেটিরা বাসর ঘরে প্রবেশের আগে কি টাইপের স্টাটাস দিতে পারে ! কদিন আগে মেঘ রৌদ্দুরের স্টাটাস পড়ে জেনেছি সেলিব্রেটিরা রেজাল্ট হাতে নিয়ে কি টাইপের স্টাটাস দেয় আর আজকে দেখা যাক তারা বাসর রাতে প্রবেশের আগে কি টাইপের স্টাটাস দেয় ! তবে এখানে খুব বেশি সেলিব্রেটির স্টাটাস না দিয়ে আমার পরিচিত ফেসবুক বন্ধরা কি টাইপের স্টাটাস দিতে পারে তা দেখা যাক ! তবে আমি কারো নাম লিখবো না ! কেবল নাম্বর দিয়ে স্টাটাস গুলো লিখবো ! কোন টা কার স্টাটাস দেখি আপনারা বুঝতে পারেন কি না ! আর স্টাটাস গুলো আমার ফেসবুক বন্ধুদের সম্প্রতি সময়ের স্টাটাস অনুকরনে লেখা !
০১
প্রিয় ব্যাচেলর জীবন,
আর হয়তো দেখা হবে না । ভাল থেকো !
ইতি বিবাহিত একজন !
০২
আত্মহত্যার সিদ্ধান্ত সমূহ মূলত রাতে নেয়া হয়। এ টাইমটা প্রচন্ড ফাঁকা। আসেপাশে কেউ থাকে না ! সিদ্ধান্ত নেবার আগে তাই একবার আয়নার সামনে দাঁড়ানো উচিৎ। এলোমেলো চুল নিয়ে মরে যাবার কোন মানে নেই। কিন্তু আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম ফঁকফঁকা দিনের আলোতে ! একা ছিলাম না ! আসেপাশে ছিল আর পরিচিত সব কাছের মানুষ ! সবাই হাসি মুখে আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে সব থেকে সুন্দর আত্মহননের পথ টা ! আমি হাসি মুখে তাই দেখছিলাম !
এখন দাড়িয়ে আছি সিদ্ধান্তের দাড় প্রান্তে ! একটু পরেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়বো ! আর হয় তো দেখা হবে না !
তাহলে এখানেই বিদায় !
০৩
কদিন আগে উত্তরা হাউজবিল্ডীং যাচ্ছি রিকশায়,পাশে দেখি সিএনজিতে এক আপুর ওড়না বাইরে ঝুলে আছে অর্ধেকের বেশী। বললাম মিস, আপনার ওড়না টা ভেতরে নেন, রিকশায় লাগতে পারে।
মেয়ে ওড়না ভিতরে নিতে নিতে বলল
-আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ?
আমি লাজুক হেসে বললাম
-আরে না না ! কি যে বলেন ! এটা তো আমার দায়িত্ব !
এমন সময় সিএনজির স্টার্ট বন্ধ হয়ে গেল ! আর স্টার্টই হল না । জীবনে কোন সিএনজি বন্ধ হয়ে যাওয়ার এতো খুশি হয়েছি কি জানি না !
তারপর কেটে গেল বেশ কিছু সময় ! আজকে সেই মিস আমার ঘরের মিসেস !
নতুন জীবনে প্রবেশের পথে !
০৪
গতকালকের দিনটা একটা অদ্ভুত দিন ছিলো অন্তত আমার ক্ষেত্রে । তবে আশাহত হয়নী । একটা ঘটনা ঘটল আচমকা স্টেপ বাই স্টেপ আরেকটা ঘটল প্ল্যান মোতাবেক । দিনটা ক্যালেন্ডারে উঠিয়ে রাখলাম এভাবে -
গতকাল ১০-০৯-২০১৩ তে আজাইরা সব ঘটনা ঘটছে আমার সাথে । আমি সকাল থেকেই মাথা ঠান্ডা রেখেছিলাম কারন ০৯-০৯-২০১৩ তে আমার গায়ে হলুল হয়েছে ।
সারাটা দিন গায়ে হলুদ লাগিয়ে বসে থাকতে হয়েছে ! তার পরে কোথা থেকে কত অপরিচিত লোক এসে আমার গায়ে হাত দিয়ে হলুদ লাগিয়েছে বিস্তৃত হাসি নিয়ে ! যেন কত না মজা পাচ্ছে তারা এইকাজটা করে !
আমি বিরক্ত হয়ে সারাটা সময় বসে ছিলাম !
আজকে সারাদিনও কম ধকল যায় নি ! এখন দাড়িয়ে আছি নিজের ঘরের দরজার সামনে ! ভেতরে ঢুকবো কি না ভাবছি !
০৫
Happiness is, রাতটা ঘুমিয়ে কাটাতে পারা...
না ! আমার বাসায় বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবারহ আছে ! তবুও মনে হয় আজকে রাতে ঘুমিয়ে পার করতে পারবো না ! আজকে হয়তো Happiness আমার ধরা ছোঁয়ার বাইরে থাকবে !
০৬
গত বছরের হাড় কাঁপানো তীব্র শীতে যখন কম্বল মুরি দিয়ে ঘুমাতাম তখন প্রতি রাতে আফসোস করতাম "ইস যদি একটা বউ থাকত"
যদিও এখন শীত কাল না ! তবুও এইবারের হাড় কাঁপানো শীতের রাত আর আফসোসে ভরা হবে না ! তার ব্যবস্থা করেই রাখলাম !
০৭
শুনলাম কুমিল্লার মেয়েরা সুন্দরী হয়,
নোয়াখালীর মেয়েরা স্মার্ট হয়,
আর চিটাগং এর মেয়েরা ছেলে পাগল হয়,
এবার পরিক্ষা করে দেখার জন্য বের হয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্য ! কিন্তু পরীক্ষা করতে গিয়ে নিজেই যে গিনিপিগ হয়ে যাবো ভাবিনি !
যাওয়ার আগে আমি এস আর জনি ছিলাম অবিবাহিত আর এখন নিজের ঘরের সামনে দাড়িয়ে আছি আমি বিবাহিত এস আর জনি !
সকলের দোয়া প্রার্থী !
০৮
: মা, মা! আজকে আমি বিয়ে করেছি !
: কি বললি ? কি বললি তুই !
: একি মা! তোমার চোখে পানি?
: পানি থাকবে না তো কি থাকবে বদমাস ! বাবা মা কে না জানায়ে বিয়ে করেছিস আমি কি আনন্দে নাচবো নাকি ? তোর বাপ আজ আসুক !
০৯
দুর **রভাই ! বিয়া কইরাই ফালাইলাম !
১০
খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। এতদিন অনেক আগ্রহ নিয়ে ছিলাম এ দিনের জন্য। কিন্তু এখন খারাপ লাগছে। আজ ব্যাচেলর জীবনের সমাপ্তি। যদিও আসল পরীক্ষাটা বাকি আছে।
সকল ভাই বোন কাজিনদের দের ঘর থেকে বের করে দিলাম !
১১
একটি মাল্টি স্ট্যাটাস সমগ্রঃ
-----------------------------
ক)
হ্যাপি প্লানেট ইনডেক্স এর জরিপ ২০১২ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ১১ তম সুখী দেশ।
খ)
সব লুল পুরুষই সুখী কিন্তু সব সুখী পুরুষ মাত্রই লুল নয় !
গ)
লুলামীর দিন মনে হচ্ছে শেষ হয়ে আসছে !
ঘ)
অবশেষে একটি দুঃখী স্ট্যাটাসঃ
ব্যাচেলর জীবনের এই খানেই সমাপ্তি ! নতুন বন্দী জীবনের দাড়প্রান্তে দাড়িয়ে পুরানো লাগামহীন জীবনটা কে বড় মিস করছি !
১২
"পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে"
এরিস্টটল মারা গেলো,
নিউটন ইন্তেকাল করল,
আইনস্টাইন মরে ভূত হয়ে গেল,
স্টিফেন হকিং-এর স্বাস্থ্যও খারাপ,
আমিও বিয়ে করে ফেললাম আজকে.......
১৩
স্বাধীনভাবে; মাঠে ঘাটে; যত্রতত্র চড়ে বেড়ানোর দিন শ্যাষ !! গলায় দড়ি বেধে খুঁটি গাড়া হয়ে গেল !!
সকলের দোয়া প্রার্থী ...
১৪
বিবাহিত কবিতা
হে রমনী
পরিবেশ বন্ধু মহা কবি মাসুদ রানা
হে রমনি তন্বী নয়না
সৃষ্টির সেরা রহস্য তোমারই অধরে
আজকে নিবো সব টুকু
এই হয়েছে রাত
আর মাত্র কিছুক্ষন !
তারপর তুমি আর আমি, আমি আর তুমি বড় আপনজন !
১৫
রায় হাতে এসেছে ! আমি পরাজিত হয়েছি ! এবার জয়ী হতে পারলাম না বন্ধুরা ! বন্দী হতে চলেছি সম্ভব সারা জীবনের জন্য ! আর দেখা হবে না শাহবাগে !
১৬
বিয়ে নিয়ে আই-মরান কি কোন আল্টিমেটাম দিবে না ? কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো !!
কোন সিরিয়াস লেখা না ! টাইম পাস !! জাস্ট একটা ফান পোস্ট হিসেবে নিলে চিরো কৃতজ্ঞ থাকবো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
অপু তানভীর বলেছেন: আপনে কে ভাই ?
আপনার স্টাটাস তো আমি পড়ি নাই ! কেমনে দিমু !!
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
বশর সিদ্দিকী বলেছেন: ১ নাম্বারটা কাসাফৌদ্দৌজা নোমান,
৯ নাম্বারটা ুদির ভাই আইজু
বাকি গুল ধরার চেস্টা করতেছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
অপু তানভীর বলেছেন: প্রথমটা হইছে ! তবে পরের টা হই নাই !
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেম্নে কি, আমি তো অতিবাহিত হই নাই। আমারেও কট করলেন দেহি! আমি সেলিব্রেটি ক্যাটাগরিতে নাইক্কা, তয় ভাই বেরাদর ক্যাটাগরিতে এডাইলে ঠিকাছে
আপনারটা হবে, আজ রাতে নতুন কোন গল্প লিখবো, নিশি জাগরণে, নিশির সাথে ! :#> :#> :#>
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
অপু তানভীর বলেছেন: না না কোন সেলিব্রেটি ক্যাটাকরিতে না ! আমার ভাই বেরাদর ক্যাটাগরিতেই এড করছি !
সবাই আমার পরিচিত ফেসবুক ফ্রেন্ড ! কেবল দুজন বাদ দিয়ে !
ওকে লিখে ফেলেন নতুন গল্প !
ইদানিং কেন জানি গল্প লিখতে পারতেছি না !!
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
জাহিদ গাছবাড়ী বলেছেন: আমি সামনেই বিয়ে করছি,
আমার স্ট্যাটাস পরে এড করে দিও।
তোমাকে অনেক ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
অপু তানভীর বলেছেন: অবশ্য এড করে দিবো !! কিন্তু বিয়াতে দাওয়াত দেওন লাগবো !!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
শাওন৮৯০ বলেছেন: চরম হৈচে । । ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন:
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
নিরপেক্ষ মানুষ বলেছেন: ১মটা নোমান ভাই, ৩য়টা চেয়ারম্যান, ৬নংটা আরিফ আদনান..
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
অপু তানভীর বলেছেন: এই তো হইছে ! বাকি গুলো একটু চেষ্টা করে দেখেন !!
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা ভাল লেগেছে।ছেলেটা মেয়ের দিকে তাকিয়ে আছে। আর মেয়ে তাকিয়ে আছে আকাশের দিকে/ছাদের দিকে। স্টাটাস গুলো মজার হয়েছে। আফটারঅল দিল্লীকা লাড্ডু বলে কথা। আপনারটা কবে হচ্ছে অপু ভাই?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
অপু তানভীর বলেছেন: দুঃখের সাথে জানাচ্ছি আমার বিয়ের দাওয়াত মনে হয় কাউরে দিতে পারুম না !!
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: ফেবুতে বেশ কয়েকটা দেখেছি । পোস্ট মজার হইছে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মানুন ভাই !!
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
আশিক মাসুম বলেছেন: বাইচা গেলাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: হায় হায় আপনের টা তো চোখ এড়াই গেছে !
যাক পরের বার নিশ্চই হবে !!
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
মাহবু১৫৪ বলেছেন:
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন:
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
একজন আরমান বলেছেন:
আমি দিবো -
একজন আরমান আজ থেকে আর একজন নয় !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: একজন আরমান আজ থেকে দুইজন আরমান হয়ে গেছে !!
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিয়া করমু ..................
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: এখনও বহুত দেরী মিয়া ! এতো জলদি শহীদ হইতে চাও নাকি ??
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: হা হা হা! এপিক পোস্ট হইছে অপু!
আমার সাথে দুইটা মিলে গেল দেখা যায়! ২ নং আর ১২ নং! ক্যামনে কি?
তোমার স্ট্যাটাস কি হবে বলব?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
নিলে গেলে আর কি করা
আমার টা বলার দরকার নাই কিছুতেই !!
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আরমান ভাইয়েরটা চিনছি খালি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: আরো মিয়া চিনতে পারবা ! একদেখো ! ওয়ালে ওয়ালে ঘুরো !! কেবল মাইয়াদের ওয়ালে গেলে হইবো !!
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
নোমান নমি বলেছেন: হাহাহ ভালো হইছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
নোমান নমি বলেছেন: সংশোধন :
আমি স্ট্যাটাস দিতাম "আজ মধুরাত আমার ফুলশয্যা"
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: খুব জলদিই দিবেন এই স্টাটাস দিবেন আশা করি !
সবার আগে আমি লাইক দিমু !!
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
আমাবর্ষার চাঁদ বলেছেন: বিয়া রে বিয়া...........
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: মিয়া এইডা ছাড়া আর আছে কি জীবনে ??
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
সবারটা বুঝতে পারি নি , কিন্তু মজার হইসে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: সবারটা তো ধরতে পারার কথা ! সবাই তো ফেসবুকে পরিচিত !!
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
সাহাদাত উদরাজী বলেছেন: আহ, আমাদের সময় ফেইসবুক ছিল না!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: বড়ই আফসুসের কথা !
ছিল না তো কি হয়েছে ? এখন লিখে ফেলুন তখন কার অনুভুতি গুলো !!
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
সাদমান সাদিক বলেছেন: মজাই মজা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন:
২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন:
২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন:
২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন:
৮ নাম্বারটা দেখি আমার।
জেনে ভালো লাগলো। তয় আমার কিন্তু পালায় বিয়ে করার কোন সম্ভবনাই নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
অপু তানভীর বলেছেন: তোমার কপালে পালায়ে বিয়া করাই লেখা আছে মিয়া !! মাইয়াই তোমারে নিয়া পালাইবো !!
২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহি !!
২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
নাইট রিডার বলেছেন: আমি ফেসবুকে অনিয়মিত,তাই খুব একটা চিনতে পারছিনা, শুধু ১০ নম্বরটা প্রিন্স হেক্টরের।
তবে আইডিয়া খুব ভাল ছিল। সাথে নাম দিলে ভাল হত, মনে হয় না তাতে কেউ কিছু মনে করত। ফাল পোষ্ট ই তো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
অপু তানভীর বলেছেন: প্রথমে অবশ্য আমি নাম দিয়েই লিখেছিলাম কিন্তু কি মনে করে নাম গুলো কেটে দিলাম !
আসলে যাদের যাদের স্টাটাস গুলো নিয়েছি সবাই একে ওপরের পরিচিত ! তাই মনে হয়েছে তারা ঠিকই ধরে ফেলবে যে কার কোন টা !!
ধন্যবাদ !!
২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭
তওসীফ সাদাত বলেছেন: কয়েকটি ধরতে পেরেছি। যাই হোক। পোস্ট টা চরম এপিক হয়েছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, বেশ মজা হয়েছে
যদিও ১/২ টা বাদের বাকী গুলো কার এটা বুঝতে পারিনি
সেটা বুঝতে পারলে আরও মজা পেতাম নিশ্চয়।
ভালো থাকুন, শুভকামনা রইল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক !
আসলে যারা ফেবুতে নিয়মিত তারা মোটামুটি সবাই ঠিক ঠাক ধরে ফেলেছে !
আপনিও ভাল থাকুন ! আর নতুন কবে দিবেন কন তো ? ২ দিন কিন্তু আবারও পার হয়ে গেছে !!
২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১
অপু তানভীর বলেছেন:
৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
খাটাস বলেছেন: আমার ফেবু আইডি নাই। বুঝতেছি না, কোন টা কার?
আমারে পারসনালি কোন টা কার জানায়ে মেইল করেন?
তবে নমি ভাই এর টা বুঝছি।
পোস্টে প্লাস।
শুভ কামনা ভায়া।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
অপু তানভীর বলেছেন: এইডা একটা করছেন মিয়া ??
এই যুগে ফেবু আইডি নাই ??
যাক আপনের মেইল আইডি দেন বিস্তারিত জানাইতাছি !!
৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭
খাটাস বলেছেন: ফেসবুকে প্রতিবন্ধী দিয়া ভরা অপু ভাই। ব্লগে কিছু সুস্থ মানুষের সন্ধানে আছি। অনেক কেই পাইছি। তাদের নিয়ে ফেবু তে সেকেন্ড ইনিংস শুরু করার ইচ্ছা আছে। আপনারে ও লিস্টি তে নিলুম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা ! কথাটা অবশ্য খারাপ বলেন নাই !
এখন অবশ্য ব্লগের অবস্থাও ঐ রকম !
ওকে লিষ্টে নেওয়ার জন্য থেঙ্কু !!
৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮
প্রিন্স হেক্টর বলেছেন: এইডা কিছু হইলো?
@নাইট রিডার ভ্রাতা, আমি অবিবাহিত
অপু মিয়া আমার ষ্ট্যাটাস বিকৃত করলা কিল্লাই? এমনিতেই সিঙ্গেল মিঙ্গেল ব্যাচেলর.. তার উপ্রে আমার প্রেম করার সম্ভাবনা শ্যাষ কইরা দিলা!
@সব্বাই, আমি এখনও সিঙ্গেল.. আগামী ৫-৭ বছরের ভিত্রে বিষ খাওয়ার ইচ্ছা নাই। ১০ নাম্বারটা অপু মিয়া ষড়যন্ত্র কইরা দিছে। এইটা রিয়েল ষ্ট্যটাস
প্রাইভেসি ফ্রেন্ডস দেওয়া তাই স্ক্রীনশট দিয়া গেলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
অপু তানভীর বলেছেন: আরে মিয়া ক্ষেপ কেন ? চিন্তা কইরো না ! আমি আসলে টাইম মেশিন পাইছি । ফিউচারে গেছিলাম ! সেই খানে গিয়া ফেসবুক ওপেন করছি ! সেখান থেকেই পাইছি !! হিহিহি !!
৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
এম মশিউর বলেছেন: বিয়ের পরে এইটা ইশট্যাটাস দেওয়ার ইচ্ছে রইলো।
"পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে"
এরিস্টটল মারা গেলো,
নিউটন ইন্তেকাল করল,
আইনস্টাইন মরে ভূত হয়ে গেল,
স্টিফেন হকিং-এর স্বাস্থ্যও খারাপ,
আমিও বিয়ে করে ফেললাম আজকে.......
ভালো লেগেছে!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
অপু তানভীর বলেছেন: অবশ্যই সেই ইস্টাটাস দেওয়া হবে ! একটু অপেক্ষা করতে হবে !!
৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
ইখতামিন বলেছেন:
আমার টা কই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
অপু তানভীর বলেছেন: আপনের কুনো দিন বিয়া হইবো না তা দেই নাই
৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
আম্মানসুরা বলেছেন: শুধু এস আর জনি ভাইয়ের টা বুঝলাম আর কারোটা বুঝি নাই। তবে পোষ্ট পড়ে ব্যাপক বিনোদন পেলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
অপু তানভীর বলেছেন: অনেকের টাই তো পরিচিত !
যাই হোক বিনোদন দেওয়ার জন্যই পোষ্ট !!
ধন্যবাদ !!
৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
শিপু ভাই বলেছেন:
জনি ভাই আর নোমানেরটা বুঝছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
অপু তানভীর বলেছেন: আরেকটু খিয়াল করেন শিপু ভাই ! সব গুলো সম্প্রতি কালের স্টাটাস অবলম্বন করে লেখা । আর যেই স্টাটাস গুলো অনুকরনে লিখেছি মোটামুটি তার সব গুলোতেই কিন্তু আপনার লাইক দেওয়া ছিল !
৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
ইখতামিন বলেছেন:
কেনো?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহি !! বুইঝা লন মিয়া
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
আদম_ বলেছেন: বদ পুলাপানের মেলা বচসে দেখি। সব বদ বদ স্ট্যাটাস। তয় বদ হইলেও গেনী পুস্ট এবং পুস্টে পেলাস।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !! কথা সত্য !!
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
ইখতামিন বলেছেন: বুঝিনা, বুঝাইয়া দেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
অপু তানভীর বলেছেন: মিয়া আপনে আসলেই কিছু বুঝেন না !!
৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
রাধাচূড়া ফুল বলেছেন:
মজা পেলুম!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন: আমিও পেয়েছি
৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ১, ৩, ৭ আর ১২ বুঝতে পারছি। বাকিদেরটা ধরতে পারি নাই।
পোস্ট ভাল হইছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
অপু তানভীর বলেছেন: কেন শেষ দুইটা বুঝতে পারেন নাই ?
থেঙ্কু !!
৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
এ যুগের শ্রীকান্ত বলেছেন: ০২, মাজ হার মিথুন?
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
অপু তানভীর বলেছেন: এই তো আপনে চিনছেন !!
৪৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
কামরুল আহসান খান বলেছেন: যা খুশি লিখবার পারে মাগার ইসঠাটাস অফ দ্যা ইয়ার হইব "মাইনষে খাল কাইটা কুমির আনে,আর আমি বিয়া কইরা বউ আনসি"
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা!!
এই কথা এখনও মনে আছে???
৪৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১
কামরুল আহসান খান বলেছেন:
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
৪৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
ব্যাপক বিনোদন
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
এ্যংরি বার্ড বলেছেন: আমারটা নাই কেন?