| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
আপনি তো সামুতে ব্লগিং করছেন বেশ কিছু দিন থেকে । তা আপনি জানেন আপনার সাথে আর কে কে ব্লগিং করতেছে ? দেখতে চান আর কে কে আর সাথে আছে ! তাহলে চলুন !
প্রথমেই দেখুন !
বাংলাদেশ
সোনার বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তারপর এইটা দেখুন ! একজন না ! কয়েকজন !
জাতির পিতা
বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিব
জুনিয়র বঙ্গবন্ধু
সাবধান কিন্তু !
রাষ্ট্রপতি
মাননীয় রাষ্ট্রপতি
বদমেজাজি রাষ্ট্রপতি
এইবার দেখুন ইনি কে !
প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী
নয়া প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রধানমন্ত্রী
পাগলাটে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর চামচা
এরাই বা কেন বাদ থাকবে ?
আওয়ামীলীগ
বাংলাদেশ আওয়ামীলীগ
বিএনপি
কি অবাক হচ্ছেন ?
শেখ হাসিনা
খালেদা জিয়া
শেখ হাসিনা এন্ড খালেদা
ইনি না থাকলে কি চলে ?
এরশাদ
আছে সরকারি দল এবং বিরোধী দল !
সরকারি দল
বিরোধীদল
এবার দেখুন ইনারা কারা !
বিচারপতি
প্রধান বিচারপতি
সেনাপ্রধান
মন্ত্রী সমূহের তালিকা টা দেখুন একটু
অর্থমন্ত্রী
স্বরাস্ট্র_মন্ত্রী
মাননীয় মন্ত্রী
মাননীয় মন্ত্রী মহোদয়
যোগাযোগমন্ত্রী
সাবেক যোগাযোগ মন্ত্রী
দপ্তরবিহীন মন্ত্রী
মহামন্ত্রী
মূখ্যমন্ত্রী
মন্ত্রী জামাই
ইনি তো থাকবেনই !
স্পিকার
মাননীয় স্পিকার
জনাব স্পিকার
সবার নিরপত্তার জন্য আছেন ইনারা !
পুলিশ
বিডিআর
আনসার
র্যা ব
কালা র্যাুব
আর্মি অফিসার
পুলিশ অফিসার
এবার আছে মাঠ পর্যায়ের লোকজন !
মেয়র
কাউন্সেলর
চেয়ারম্যানের লিষ্ট টা একটু দেখুন !
চেয়ারম্যান
চেয়ারম্যান০০৭
আমি চেয়ারম্যান
আমিই চেয়ারম্যান
গমচোর চেয়ারম্যানের বড়ভাই
শরীর খারাপ হলে সেবা দিতে ইনারা আছেন !
ডাক্তার
পাগলা ডাক্তার
হোমিও ডাক্তার
মানসিক ডাক্তার
হাতুড়ে ডাক্তার
গোপন-ডাক্তার
টেকনিক্যাল সেবা দিতে ইনারা আছেন !
ইঞ্জিনিয়ার
হাতুড়ে ইঞ্জিনিয়ার
সিভিল ইঞ্জিনিয়ার
জ্ঞান বিতরনের জন্য আছেন ইনারা !
প্রফেসর
ভদ্র প্রফেসর
হেডস্যার
হেডমাস্টার
মাস্টার
কতিপয় বিখ্যাত সাহিত্যিক সামুতে করছে ব্লগিং !
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
সুকুমার রায়
জীবনানন্দ
জীবনানন্দদাশ
জীবনানন্দদাশের ছায়া
বিপ্লবীও আছেন
ক্ষুদিরাম
প্রীতিলতা
মাস্টারদা সূর্যসেন
কতিপয় বিখ্যাত বিজ্ঞানীও আছেন !
ডারউইন
গ্যালিলিও গ্যালিলি
নিউটন
আইনস্টাইন
ইনি থাকবে না তা কি হয় ?
বিল গেটস
বাংলার বিল গেটস্
বিল গেটস এর জামাই
আছেন সুপার হিরোগন !
সুপারম্যান
সুপারম্যান
অভিমানী সুপারম্যান
ব্যাটম্যান
হাল্ক
স্পাইডার ম্যান
আয়রন ম্যান
ক্যাপ্টেন আমেরিকা
কতগুলো জেমস বন্ড
জেমস বন্ড
জেমস বন্ড
জেমস বন্ড০০৭
জেমস বন্ড ০০৭
জেমস বন্ড০০৭.
জেমস বন্ড ৪২০
আছেন রহস্য সমাধানকারী
শার্লক হোমস
প্রোফেসর শঙ্কু
ফেলুদা
টিনটিন`
আছেন হিটলার !
এডলফ হিটলার
বাঙালী হিটলার
হিটলারের ভূত
লেলিন
বলিউডের কতিপয় নায়ক নায়িকা !
শাহরুখ খান
আমির খান
সালমান খান
কারিনা কাপুর
অমিতাভ বচ্চন (আসল)
কত বিড়াল রে....
কালো বিড়াল
শিকারী বিড়াল
বোকা বিড়াল
ভেজা বিড়াল
ভেজাবিড়াল
আধা ভেজা বিড়াল
হুলো বিড়াল
বাংলার বিড়াল
বিড়াল ছানা
থলের বিড়াল
স্রোডিঞ্জারের বিড়াল
ডিম ! এতো ডিম !
ডিম
হাতীর ডিম
চড়ুই পাখির ডিম
পঁচা ডিম
ডিমপোচ
টিয়া পাখির ডিম
ডিম_লাইট
ভিতুর ডিম
ঘোড়ারডিম
গাধার ডিম
মুরগীর ডিম
টিকটিকির ডিম
চেতনার ডিম
আছে কিছু প্রানীও
ছাগল
রামছাগল
ছাগল ছানা
ডিজিটাল গরু-ছাগল
গরু
গরু চোর ৪২০
আরও দেখুন কারা আছে !
বিদ্যুৎ
পাওয়ার
লোডশেডিং
কত বাসী আছে আমাদের সাথে
দেশবাসী
ঢাকাবাসী
বনবাসী
অভিবাসী
শরীয়তপুর বাসী
ফরিদপুরবাসী
৭ক্ষীরা বাসী
মিরপুরবাসী
দ্বীপবাসীনি
কে বলে দেশে গাছের পরিমান কম !
লাউগাছ
তুলসী গাছ
আমগাছ
তাল গাছ
মান্দার গাছ
নিম গাছ
বটগাছ
কলাগাছ
আসেপাশে পরীও কিন্তু আছে ! তারাও ব্লগিং করে কইলাম !
পরী
নীল পরী
মেঘ পরী
নীলপরী
পেন্সিলে আঁকা পরী
কালোপরী
লাল পরী
অন্ধ পরী
বেগুনপরী
ঘুমপরী
সব থেকে ভালা পরী
অপ্সরা
ভুত পেত্নী আর বাদ যাবে কেন ?
ভুত
ভুতের ওস্তাদ
উল্টা ভুত
মামদো ভুত
নীল ভুত
সবুজভুত
বাচ্চা ভুত
আসল ভুত
পেত্নী
কালো পেত্নী
শ্যাওড়া গাছের পেত্নী
ঝড় তুফানও আছে
ঝড়
কালবৈশাখীর ঝড়
তুষারঝড়
মরুঝড়
তুফান
সবার শেষে
আম জনতা
আরও কত সহ ব্লগার যে আমাদের আছে কে জানে ! আজকে এই পর্যন্তই !!
পোষ্ট তৈরিতে সাহায্য নিয়েছি নাফিস ইফতেখার ভাইয়ের
এই পোষ্ট থেকে !
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন:
![]()
আরও কত মানুষ আছে কে জানে ! ![]()
২|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: ++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন:
৩|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
শাকিল ১৭০৫ বলেছেন: অপু ভাই ,এই পোস্ট প্রিয়তে না নিলে অপরাধ হইবো!!
আমি সেই অপরাধ করতে চাইনা !!
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
অপু তানভীর বলেছেন: হে হে হে !!
ঠিক আছে তোমার কোন অপরাধ হইলো না ! ![]()
৪|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
বেঈমান আমি. বলেছেন: যাক রাজাকার একটাও নাই
পরী নামে সার্চ দাও অনেক রকম পরী পাবে।কালো সাদা লাল সবরকমের পরী আছে।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: বেঈমান ভাই আমার তো মনেই হচ্ছিল যে কিছু একটা বাদ গেছে !
দাড়ান ! এখন পরী এড দিতাছি !! ![]()
৫|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
তূর্য হাসান বলেছেন: ব্যাপক মজা পাইলাম। ধন্যবাদ আপনাকে।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!
৬|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
মধু নদীর জোলা বলেছেন: মজাই মজা
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
অপু তানভীর বলেছেন:
৭|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
অপু তানভীর বলেছেন:
৮|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
অদ্ভুত_আমি বলেছেন: বটবৃক্ষ নাই
কেন
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: বক্ষ দিতে পারি নাই ! গাছ আছে তো !! ![]()
![]()
৯|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
কারিমাট বলেছেন: darun test
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন:
১০|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
নিকষ বলেছেন: বিখ্যাত, ক্ষমতাবান লোকদের সাথে ব্লগিং করি, বিরাট সম্মানের ব্যাপার।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: অবশ্যই বিরাট সম্মানের ব্যাপার !! ![]()
১১|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
শাহ আজিজ বলেছেন: অনেক কালেকশন তয় গোযম অ্যান্ড গ্রুপ বাদ পড়ছে যেমন ফাঁসী কাদের, চান্দের সাইদি ইত্যাদি ।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: হা হা হা হা হা হা হা !
এই নাম এড কইরা পোষ্টারে দুর্ঘন্ধযুক্ত করতে চাই নাই ! ![]()
১২|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
ক্ষুদ্র খাদেম বলেছেন:
![]()
ব্যাপুকভাবে বিনুদিত
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
অপু তানভীর বলেছেন:
১৩|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
![]()
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন:
১৪|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
ইখতামিন বলেছেন:
ড্রাকুলা, ভ্যান হেলসিং বা ভৌতিক ব্যাপার সেপারও কিন্তু বাদ পড়েছে ......
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: এতো মানুষ !!!
কেমনে সবাইরে এক সাথে নিবো কন ?
১৫|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
হাসান মাহবুব বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন:
১৬|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: অপু ভাই ব্লগের রাজপুত্র আর রাজকন্যারা মনে বাদ পরে গেছে। সামান্য কিছু উল্লেখ করলাম।
প্রিন্স
প্যানুয়েল প্রিন্স
প্রিন্স_হাইয়ান
প্রিন্সেস এ্যালানা
প্রিন্স অফ ব-দ্বীপ
প্রিন্স অব বাংলাদেশ
প্রিন্স অফ ডার্ক
প্রিন্স অফ পারসিয়া
ডার্ক প্রিন্স
স্লিপিং_প্রিন্স
প্রিন্সেস
প্রিন্স অফ পার্সিয়া
চন্দ্রাবতী রাজকন্যা
তোমার গল্পের মৃত রাজকন্যা
সপ্তর্ষি রাজকন্যা
রূপকথার রাজকন্যা
এবং
প্রিন্স হেক্টর
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: রাজকন্যা রাজপুত্র এবং বিভিন্ন কন্যাদের নিয়ে আলাদা একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে ![]()
![]()
![]()
১৭|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
অদিব বলেছেন: সরাসরি প্রিয়তে অপু ভাই! ইনাদের দেখলে এরপর থেকে আওয়াজ নিচে রাখতে হবে!
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: অবশ্যই আওয়াজ নিচে রাখতে হবে ! না হলে কিন্তু খবর আছে ![]()
![]()
১৮|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
লিংকন১১৫ বলেছেন: ও মোর খোদা এইয়া মুই কি দেখলাম আয়
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন:
১৯|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
সুমন কর বলেছেন: মজার পোস্ট।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন:
২০|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
জেরিফ বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন:
২১|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
ইসতিয়াক অয়ন বলেছেন: সেই ভাই !!!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন:
২২|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
না পারভীন বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন:
২৩|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগছে যে, উনারা আমার সাথে ব্লগিং করার জন্য সামুতে এসেছেন।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: কেউ কেউ আছেন সেই ২০০৮ সাল থেকে !
২৪|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
সাইলেন্স বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন:
২৫|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
এরশাদের নীচে আমার নাম কৈ? !
'বাসী' যেহেতু আসে, তাই এক্সট্রাটেরেস্ট্রিয়াল আইডিটাও ঐ গ্রুপে অ্যাড করা যেতে পারে ||
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২
অপু তানভীর বলেছেন: আপনি কি চান আপনার নাম টি যুক্ত করে দেই ? ![]()
![]()
তাও আবার কাকুর নিচে ? ![]()
![]()
আর বাসী
২৬|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
উদাস কিশোর বলেছেন: একি দেখালেন ভাই !
সব কাতারের মানুষ দেহি এক কাতারে খাড়ায়ে গেছে
![]()
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: সব মানুষ এক কাতারে আনাই সামুর কাজ ! ![]()
![]()
২৭|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
-আরোহী বলেছেন: অপু ভাই, পারলেনও +++ তবে বিল গেট্স-এর আত্মীয় দুচারটা আরও দরকার
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: আপাতত বিল মামুর এই দুজনই সামুতে ব্লগিং করেতে ! দেখি সামনে যদি আরও তাহলে তাদের নিকও যোগ করে দেওয়া যাবে ! ![]()
২৮|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
দি সুফি বলেছেন: খেলমু না, আম্রিকার প্রেসিডেন্ট কই?
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন: ওবামা ?
তাই তো মিস হয়ে গেছে !!
২৯|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
দি সুফি বলেছেন: বুশ-ওবামা আরো কত কি!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
অপু তানভীর বলেছেন:
৩০|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
লিখেছেন বলেছেন: ফাটাফাটি
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! ![]()
৩১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
দিগন্ত নীল বলেছেন: পোস্টে প্লাস !
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! ![]()
৩২|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২০
শাপলা নেফারতিথী বলেছেন: দারুণ তো..!!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
অপু তানভীর বলেছেন:
৩৩|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮
একলা ফড়িং বলেছেন: এতোসব সুমহান কুমহান মানুষদের সাথে ব্লগিং করতে পেরে তো তো নিজেকে অনেক সম্মানিত মনে হৈতেছে
বাস্তবে সম্ভব না হইলেও ব্লগে হাসিনা আর খালেদা একসাথে আছে দেখা যায়
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: আমাদের এই ইচ্ছা যে তারা যেমন এক সাথে ব্লগিং করছে ঠিক তেমন বাস্তব জীবনেও তারা একই সাথে দেশের জন্য কাজ করবে !
কিন্তু ইহা পুরাই অবাস্তব !! ![]()
![]()
![]()
৩৪|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
মুনেম আহমেদ বলেছেন: ভয় পাইছি এত ভূতের সাথে ব্লগিং করি কখন না আইসা আবার ঘাড় মটকায়া দেয়।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন: ইহারা ব্লগার ভুত । ইহারা ঘাড় মটকাইবে না !!
৩৫|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
অনিকেত রহমান বলেছেন: এরা সবাই একসাথে
সামু ব্লগ এতদিন অক্ষত আছে ভাগ্য ভালো।।
প্রিয়তে __________
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
অপু তানভীর বলেছেন:
![]()
অক্ষতই আছেই !
৩৬|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: খুবই ইনোভেটিভ পোষ্ট।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন: হে হে হে !! থেঙ্কু শরৎ ভাই ! ![]()
![]()
৩৭|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
চারশবিশ বলেছেন: আমার মত লোকজনও আছে
এখন খুজে পাইতেছিনা
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন: আছে তো, একটু দেখেন !! ![]()
৩৮|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪
টেকনিসিয়ান বলেছেন: কোন দুঃখে আমার নাম খানা বাদ দিলেন ?
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন: কোন টেনশন নহে !
সামনেই আরেক খানা পোষ্ট দিবো ! সেখানে আপনার নাম যুক্ত থাকিবে ! ![]()
![]()
৩৯|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
জুন বলেছেন: সন্মানিত বোধ করছি অপু তানভীর
+
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
অপু তানভীর বলেছেন: আমি নিজেও সম্মানিত !!
ধন্যবাদ !! ![]()
![]()
৪০|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
ইমরান হক সজীব বলেছেন: হেহে ব্যাপক ফানি
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৪১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
লাবনী আক্তার বলেছেন:
যেন তেন মানুষের সাথে ব্লগিং করিনা দেইখা পরান জুরাইয়া গেছে।
ভীষণ মজা পেলাম অপু!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
অপু তানভীর বলেছেন: হুম ! সব বিখ্যাত মানুষ সব বিখ্যাত ব্লগার !! ![]()
![]()
![]()
সবাই আছে আমাদের এই সামুতে !
৪২|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
আকিব আরিয়ান বলেছেন: চ্রম চ্রম ![]()
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
অপু তানভীর বলেছেন:
৪৩|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
শিপু ভাই বলেছেন:
ভয়াবহ অবস্থা দেখি!!!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
অপু তানভীর বলেছেন: অবস্থা আসলেই জটিল !! ![]()
![]()
৪৪|
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
ডট কম ০০৯ বলেছেন: সেইরাম হইছে অপু তানভীর ভাই।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু ! ![]()
![]()
৪৫|
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল হইছে!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু কাভা ভাই ! ![]()
৪৬|
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
এম মশিউর বলেছেন: ব্যাফুক বিনোদন!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
অপু তানভীর বলেছেন:
৪৭|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মজা পাইলাম। এইরকম আরেকটা পোস্ট দেইখা খুব মজা পাইসিলাম। শুধুই ০০৭।
সামুব্লগে ০০৭ বংশের (জেমস বন্ডের বংশ) কত্তো লোক!!!!!!!!!!!!
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: খাইছে রে !!
এতো জেমস বন্ডের বংশধর !!
৪৮|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
শহুরে কাউয়া বলেছেন:
![]()
সেইরকম মজা পেলুম।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৪৯|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
কাউন্সেলর বলেছেন:
এবার আছে মাঠ পর্যায়ের লোকজন !
মেয়র
কাউন্সেলর...
হাহাহাহা
এই কাউন্সেলর মাঠ পর্যায়ে কাজ করেন না ।
সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর কাজ করেন উনি ।
পোস্টগুলো দেখলেই বুঝবেন ।
যাই হোক নিজের নাম দেখে সম্মানিত বোধ করছি ।
ধন্যবাদ অপু ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !
আসলেই তো !!
আ-কারে ভুল হয়ে গেছে !!
![]()
আপনাকেও ধন্যবাদ !!
৫০|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
আদম_ বলেছেন: খাইছে!! বুল করি কুথাই ছলি আইসলাম।
পুস্টুটা নিয়মিত আপডেইট রাইখলে বালা হইতো।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: আরও একটি পোষ্ট আসিবে আশা করিতে পারেন !
যারা বাদ গেছে তাদের নিয়ে !
খোজ চলিতেছে !!![]()
![]()
৫১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সোজা কথা বলেছেন: দাদা ঠাকুরদের সাথে ব্লগিং করি ভাবতেই মাথার চুল সব খাড়া হইয়া যাইতেছে ! ব্যাপক বিনুদিত।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: চুল যে পরে যাই নি এই হল আসল কথা ! ![]()
![]()
![]()
৫২|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
বোধহীন স্বপ্ন বলেছেন: ইনাদের সাথে ব্লগিং করার সুযোগ পেয়ে আই ফিল অনার্ড
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: মি টু ! ![]()
![]()
৫৩|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
এম ই জাভেদ বলেছেন: ঝাল মুড়ি , চানাচুর বাদ পড়েছে। আরও আছে তদানীন্তন পাঁঠা , আমি ভুদাই
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: কোন চিন্তা নেই ! সবার নাম বের করা হবে ! ![]()
![]()
৫৪|
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
দিবা স্বপ্ন বলেছেন: সেইরাম একটা পোস্ট হইছে। পোস্টে পেলাস লন।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: আপনারে থেঙ্কু !! ![]()
![]()
৫৫|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
মেরি পপিনস বলেছেন: হিহহি
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: হিহিহিহি !
৫৬|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
আদনান শাহ্িরয়ার বলেছেন: খাইসে ! ইহা তো প্রায় মহাবিশ্বর কাছাকাছি বৈচিত্র্যময় !
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: ইহাতে কুনো সন্দেহ নাই ! ![]()
![]()
৫৭|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
ড. জেকিল বলেছেন: বাঙ্গালীর মস্তিস্ক বড়ই সৃষ্টিশীল।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: অবশ্য অবশ্য !! ![]()
![]()
![]()
৫৮|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অজগর মাছ
লইট্যা মাছ
গভীর জলের মাছ
ঘোলা পানির মাছ পুটিমাছ ঘাউড়া মাছ
মিঠা পানির মাছ ইলিশ মাছ
এই দেখেন বিড়ালের জন্য মাছ নিয়ে আসলাম , উনারা সামুর মৎস্য সম্প্রদায়
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন: হে হে হে ! এই জন্য মাছ আর বিড়াল এক সাথে রাখি নি ! যদি খেয়ে ফেলে !
সামনের পোষ্ট মাছ যাবে ! ![]()
![]()
৫৯|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
~*~নির্ঘুম~*~ বলেছেন: ব্লগে এও এও পরী অথচ কেউ একটু ফিরেও তাকাইলোনা এই অভাগার দিকে
সবাইরে এওগুলা পচা
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: হুম ! সবাই খুব পচা !
৬০|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২০
ফারিয়া বলেছেন: হাহাহা, মেরে ফেলো কেউ মেরে ফেলো!
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন: সেকি সেকি ??
মেরে কেন ফেলবে ![]()
![]()
৬১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ব্লগে আছি আমরা সকলে অর্থাত্ আমি তুমি আমরা ![]()
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
অপু তানভীর বলেছেন: ঠিক কথা !!
৬২|
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯
শোভন শামস বলেছেন: বড়ই সৃষ্টিশীল , পোস্টে ++++++
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪
অপু তানভীর বলেছেন:
৬৩|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন:
৬৪|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো!!!![]()
![]()
![]()
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন:
৬৫|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
মহাজাগতিক পাগল বলেছেন: প্রায় সাত মাস পর ব্লগে ফিরেই আপনার এই পোস্ট আজ দেখলাম । হা হা খু গে
২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪
অপু তানভীর বলেছেন:
![]()
পরের পোষ্টে আপনার নামটিও সংযুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ! ![]()
![]()
৬৬|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
গোলক ধাঁধা বলেছেন: খাইছে
২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৫
অপু তানভীর বলেছেন:
৬৭|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১০
উপপাদ্য বলেছেন: এসব রথী মাহারথীদের সাথে ব্লগিং করতে গিয়ে
এক দিকে যেমন আনন্দিত তেমনি আতংকিত ও।
কারনটা নিশ্চয় বুঝতে পারছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৫
অপু তানভীর বলেছেন: এখন আতংক টাই বেশি আর কি ! ![]()
![]()
৬৮|
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
আবুল তাবুল বলেছেন: আমি আবুল বইলা আমারে বাদ দেয়া হইল..শুনে রাখেন মিয়া ভাই
এই আবুল রাই কিন্তু অর্থমন্ত্রী হয়।
মজা পেলুম।
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
অপু তানভীর বলেছেন: হেহেহেহে !!
আপনার নাম টা বাদ দেওয়া মোটেও ঠিক হয় নাই ![]()
![]()
৬৯|
০১ লা মে, ২০১৪ রাত ১০:৫৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: টাশকিত!
০১ লা মে, ২০১৪ রাত ১১:০৫
অপু তানভীর বলেছেন:
৭০|
১০ ই মে, ২০১৪ রাত ১২:০৫
কসমিক- ট্রাভেলার বলেছেন:
++++++++++++
১০ ই মে, ২০১৪ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৭১|
১০ ই মে, ২০১৪ রাত ১২:২৯
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা , জটিল তো! এগুলো খুঁজে খুঁজে বের করলেন কিভাবে ! পুরাই কস কি মমিন অবস্থা
১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: আমি নিজেও মজা পাইছি ! ![]()
আরেক টা পোস্ট দেওয়ার ইচ্ছে আছে এমন টা নিয়ে ! অনেক খানি কাজ শেষ করে আনছি কিন্তু এখন আর এগুচ্ছে না ! ![]()
![]()
![]()
৭২|
১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৫৬
রহস্যময়ী কন্যা বলেছেন:
মজা পাইলাম অনেক।
এতোদিন পরে দেখলাম ক্যারে
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:০৩
অপু তানভীর বলেছেন: তাই তো এতো দিন পরে ক্যারে ![]()
৭৩|
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও!!!!!!!!!!!
ব্যাপকভাবে বিনোদিত হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি...
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:২০
অপু তানভীর বলেছেন: হাহাহাহা ! ![]()
সম্ভাবনা বিফলে যাইবে না !
৭৪|
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘অ-সিরিয়াস’ পোস্ট আমার খুবই পছন্দ ![]()
১৬ ই মে, ২০১৪ সকাল ১১:২১
অপু তানভীর বলেছেন: আমার নিজেও অনেক পছন্দ ![]()
৭৫|
২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০
দাদুচাচা বলেছেন:
বহুত মজা পাইলাম।
আফনারে বহুত ধন্যাবাদ।
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩
অপু তানভীর বলেছেন: আপনেরেও থেঙ্কু ![]()
৭৬|
১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: সেপাশে পরীও কিন্তু আছে ! তারাও ব্লগিং করে কইলাম !
পরী
নীল পরী
মেঘ পরী
নীলপরী
পেন্সিলে আঁকা পরী
কালোপরী
লাল পরী
অন্ধ পরী
বেগুনপরী
ঘুমপরী
সব থেকে ভালা পরী
অপ্সরা
থ্যাংক ইউ ভাইয়া।![]()
১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০
অপু তানভীর বলেছেন: এনি টাইম আপু ![]()
![]()
![]()
৭৭|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোস্ট ছদ্ম নামে নয় যারা
০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩
অপু তানভীর বলেছেন: খাইছে !! বিশাল কাম করছেন দেখছি !!
৭৮|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৭৯|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৮০|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৮১|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৮২|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৮৩|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আমার পোষ্ট ছদ্ম নামে নয় যারা
৮৪|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার এই পোষ্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আমার ক্ষুদ্র প্রয়াশ ছদ্ম নামে নয় যারা
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯
অপু তানভীর বলেছেন: দেখে এসেছি ! ![]()
![]()
৮৫|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: স
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০
অপু তানভীর বলেছেন: ?
৮৬|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮
মিজভী বাপ্পা বলেছেন: চখাম পুস্টু ভাই
+++++++++++++
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০
অপু তানভীর বলেছেন:
৮৭|
০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৯
মিজভী বাপ্পা বলেছেন: চখাম পুস্টু ভাই
+++++++++++++
০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৪
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
৮৮|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্ট থেকে অনুপ্রেরণা পেয়ে ছদ্ম নামে নয় যারা নামে একটি পোষ্ট দিয়েছিএবং এত আপনার নাম ২১৬ নম্বর সিরিয়ালে আছে।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৮৯|
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২
আহসানের ব্লগ বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২
অপু তানভীর বলেছেন:
৯০|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০
সেজুতি_শিপু বলেছেন: বড় মজা পাইলাম। ধন্যবাদ আপনাকে।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
৯১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০
সুপ্ত আহমেদ বলেছেন: +
চরম পোষ্ট !!!!!!!!!! হাসতে হাসতে শেষ আমি
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
![]()
৯২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
রাজপুরুষ বলেছেন: দারুন পোষ্ট
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৯৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: উরে আমি তো যেন তেন লোক না। বেসম্ভব পাউয়ারপুল লোকগো সাথে ব্লগিং করি।
প্রিয়তে।![]()
ভাই আমরা কি দোষ করলাম। প্রেসিডেন্ট না হই তো কি রাজপুত্র তো।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: হুম আপনার নামটাও যোগ করা দরকার দেখতেছি !!
৯৪|
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৭
মলাসইলমুইনা বলেছেন: এই গাছগুলো আছেতো সব ? নাকি ঝড়, বন্যা আর খরায় শুস্ক বিশুস্ক হয়ে বা ডুবে মরেছে ? দেখা যায় নাতো ?
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১০
অপু তানভীর বলেছেন: অনেক গুলোই নেই এখন । ঝড়ে ধ্বংশ হয়ে গেছে ।
৯৫|
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট! পড়ে খুব মজা পেলাম।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১১
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
থেঙ্কু !
৯৬|
২৬ শে মে, ২০১৯ রাত ১০:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: দেইখা গেলাম ![]()
২৬ শে মে, ২০১৯ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
ইখতামিন বলেছেন:

অপু... কী দেখাইলা এইটা...
সরাসরি প্রিয়তে..
ব্যাপক বিনুদুন হইবার সম্ভাবনা দেখছি।