নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোষ্টঃ আধুনিক সামু ব্লগার আদর্শ লিপি ! :D ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০



"অ" তে অজগর টি আসছে তেড়ে । এই আদর্শ লিপি তো অনেক পড়লেন । আসুন আজকে নতুন আদর্শ লিপি পড়া যাক ! আধুনিক সামু ব্লগার আদর্শ লিপি ! শুরু হয়ে যাক তবে !



স্বর বর্ণ

অ- তে অপু তানভীর ভালা পুলা !

আ- তে আমি তুমি আমরা ব্লগ নিয়ে দেখায় খেলা !

ই- তে ইমন জুবায়ের ভাইকে মনে পড়ে !

ঈ- তে ঈষাম ও দিলো ব্লগটা ছেড়ে !

উ- তে উৎস আছে সবার মনে !

ঊ- তে ঊর্ণিষা তো বুকের কোনে !

ঋ- তে নৈঋত কে চিনে জনে জনে ! !





এ- তে একজন আরমান তো করলো বিয়ে !

ঐ- তে ঐশ্বরিয়া রে কে গেল নিয়ে !

ও- তে ওস্তাদ এর মার শেষ রাইতে !

ঔ- তে ঔপন্যাসিক জিল্লুর রহমান আছে সবার সাথে !





ব্যাঞ্জন বর্ণ



ক- তে কান্ডারি অথর্ব ভালা ছেলে !

খ- তে খাইছি তরে ফেলবো গিলে !

গ- তে গোলাপ(আমিনুর রহমান) ভাই প্রিয় সবার !

ঘ- তে ঘূনপোকা যে ফিরলো আবার !





ঙ- তে *কুনোব্যাঙ* তো বিরোধী দল !

চ- তে চেয়ারম্যান এর বাড়ি চল !

ছ- তে ছোট পীর ওস্তাদ ভারী !

জ- তে জেরিফ পুলাডার নাই কুনো নারী !





ঝ- তে ঝামেলা বল কেডায় চায় !

ঞ- তে মিঞা সাহেব বেবাগ খায় !

ট- তে টিংকু টিংকু ব্লগিং করে !

ঠ- তে ঠেলাগাড়ি ঠেলে মরে !







ড- তে হাতীর ডিম সাইজে ছোট !

ঢ- তে ঢাকঢোল বাজে কতশত !!

ণ- তে অপর্ণা মম্ময় এর আছে বাবুই পাখি !

ত- তে তামিম ইবনে আমান পড়া লেখা দিছে ফাঁকি !





থ- তে থলের বিড়াল বেড়িয়ে গেল !

দ- তে শান্তির দেবদূত ফিরে এল !

ধ- তে ধোলাই দিয়া শুরু ফাইটিং !

ন- তে নোমান নমি করে শুধু ফেসবুকিং !





প- তে প্রিন্স হেক্টর কই হারায়া গেল !

ফ- তে ফিউশন ফাইভ কেন ব্লগ ছাড়িলো !

ব- তে বটবৃক্ষ~ এর লম্বা চুল !

ভ- তে ভুল উচ্ছাস করলো যে ভুল !





ম- তে মুশাসি থাকে আদাবরে !

য- তে যায় বেলা অবেলায় কেমন করে !

র- তে রিয়েল ডেমোন গল্প লেখা দিছে বাদ !

ল- তে লাবনী আক্তার বসে দেখছে আকাশের চাঁদ !







শ- তে শায়মা ব্লগে সবার প্রাণ !

ষ- তে চাষা ফলায় সোনার ধান !

স- তে স্বপ্নবাজ অভি নতুন স্বপ্ন আকে !

হ- তে হাসান মাহবুব গুরু গম্ভীর গল্প লেখে !





ড়- তে ড়ৎশড় এর গল্প দারুন !

ঢ়- তে ঢ়ং করলে অবস্থা করুণ !

ৎ- তে ৎঁৎঁৎঁ ভাইয়ে বই বেরুলো !

ং- তে রংটাণর্ টা আবার কই যে গেল !

ঃ- তে দুঃখিতর যে দুঃখ কত !

ঁ- তে নিমচাঁদ আছে নিজের মত !







আজকের আদর্শ লিপির পাঠ এখানেই শেষ হল !

বাচ্চা রা সবাই কাল ভাল করে পড়া শিখে আসবে । নতুবা শাস্তি পেতে হবে কিন্তু !!









বিঃদ্রঃ যাদের নাম গুলো ব্যব হার করেছি নিতান্তই ফান হিসাবে করেছি ! আশা করবো সকলেই ফান হিসাবেই নিবেন । তার পরেও যদি নিজের নাম খানা এই পোষ্ট দেখে বিন্দু মাত্র অস্বস্থি লাগে তাহলে দয়া করে আমাকে জানাবেন ! আমার দৃষ্টি পড়ার মাত্রই আমি তা এডিট করে দিব ! ধন্যবাদ !!



ছবি কৃতজ্ঞতায়ঃ জেমসবন্ড

এডিটঃ আমি নিজে



মন্তব্য ১৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

বেলাল তামজীদ বলেছেন:
+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

অপু তানভীর বলেছেন: :):):)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

বেকার সব ০০৭ বলেছেন: ব- তে বটবৃক্ষ~ এর লম্বা চুল !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

অপু তানভীর বলেছেন: :D :D :D

নিজের চোক্ষে দেখা ;);)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

নীল-দর্পণ বলেছেন: নতুন আদর্শলিপি !
পড়া শুরু করে দিলাম :)
মমমমমম

অ তে অপু তানভীর....ব তে বটবৃক্ষ .... :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

অপু তানভীর বলেছেন: হেহেহেহেহে !
নিজের বানাইলাম । নিজের নাম না থাকলে কি হয় ;);)

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: বাহ!! এতো বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে! !!! B:-) B:-)

:-B :-B. +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

অপু তানভীর বলেছেন: ঘুম আসে না । মোটেই ঘুম আসে না রাতে !

;);)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! জটিল হইছে! ! কঠিন!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

অপু তানভীর বলেছেন: হেহেহেহে !

থেঙ্কু কাভা ভাই ! :):)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

শাকিল ১৭০৫ বলেছেন: মাইনাচ!! মাইনাচ!! আমার নাম কই X( X(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

অপু তানভীর বলেছেন: তোমার এখানে নাম "শ" দিয়া । আবার ফেসবুকে লিখছো "স" দিয়ে । কনফিউজ হইয়া গেছি । তাই দেই নাই আর কি ;);)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, চমৎকার :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু । :):):)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, ভেরী ফানি ওয়ান ইনডিড !
চমৎকার ||

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই আদুরশ লিপি পড়ুম না!!! :-/ :-/

আমার নাম নাইক্যা :-/ :-/ :P :P :D :) B-) =p~ =p~ =p~ =p~


খুবই মজারু।

++++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: ছোট বেলায় যেমন আদর্শ লিপি পড়া চরকার ছিল । তেমনি সামুতে ব্লগিং করতে গেলে এই আদর্শ লিপি পড়া অতি জরুরী !!

:):):)

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

পুরানো আমি বলেছেন: :D :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: :D :D :D

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

বটবৃক্ষ~ বলেছেন:


হিহিহি!!!
মজার হইসে অন্নেক!!

প- তে প্রিন্স হেক্টর কই হারায়া গেল ! :( :(

ব- তে বর্ষন পিচ্চিটা কইযে গেলো!! :(


টিংকু পোস্ট দেখে মিয়াঁও মিয়াঁও বলসে!!!! :#) :#) :#) :>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২

অপু তানভীর বলেছেন: হেক্টু মিয়া কই যে গেল ! যাক ফিরা আইবো ! আর বর্ষনের এখন ব্লগে না আসাই ভাল । সামনে ওর পরীক্ষা আছে । পরীক্ষার পরে আইবো !

আর তোমার টিংকু !!
তুমি এখনো কও আমি টিঙ্কুরে আদর করি না !

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন:



সেইরাম হইছে ব্রাদার !
পোষ্টে অগণিত প্লাস।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: গ তে গোলাপ ভাই সবার প্রিয় ! :):):)

ধন্যবাদ জেসন ভাই !!

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে।আশা করি কেউ রাগ করবে না । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আমিও তাই আশা করি ! :):):)

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো হইছে আপনার প্রিয়জনদের নিয়ে লিখা আদর্শ লিপি..!!

সুন্দর..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!

ভার্চুয়াল জগতে এই মানুষ গুলো ছাড়া আর কে আছে বলুন ! :):)

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! জটিল হইছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: হেহেহেহেহেহে ! :):)

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক আইডিয়া। চরম লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: যাক ! আপনেরে নিয়া ভয়ে ছিলাম !

থেঙ্কু !! :):)

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

ইমরান হক সজীব বলেছেন: ভালা হয় নাই /:) তে একজন নামকরা ব্লগার বাদ পড়েছে /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: আমি তো আর কাউরে খুইজা পাই নাই ;);)

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

অরুদ্ধ সকাল বলেছেন:
চরম!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :):):)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো হইছে ,তবে সব গুলাতে ছন্দ মিলাতে পারেন নাই বলে ১০ এ ৮ দিলাম ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: সব গুলা মিলে নাই ? B:-) B:-)

থেঙ্কু !!

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

এম মশিউর বলেছেন: চরম আইডিয়া!

অ- তে অপু তানভীর ভালা পুলা! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আমি অবশ্যই ভালা পুলা ! ;);)

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া অনেক অনেক মজার আর ক্রিয়েটিভ হয়েছে !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু :):):):)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ সৃজনশীলতা দেখিয়েছেন, ভাই :)
লা জওয়াব!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! :):):)

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

আমি লিখতে চাই না বলেছেন: আমি আদর্শলিপি পড়তে চাই!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: লিখতে না চাইলেই পড়তে চাইছেন এটা দেখে ভাল লাগলো !! :):):)

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি নাই, স্বজনপ্রীতি :( :( :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: এ- তে একজন আরমান সবে মাত্র বিয়া করলো ! সামনের দিন গুলোর কথা চিন্তা করে বিবাহিত আরমান কে প্রাধান্য দেওয়া হয়েছে ! :):)


আর অনেকে মনে করে আপনে আরমানের মাল্টি !! ;););) তাইলে তো হইয়াই গেল !! ;)

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: চরম ফান পোস্ট!!! আগামী সংকলনের একটি ফান পোস্ট পাইছি.........

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !! :):):)

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

তন্দ্রা বিলাস বলেছেন: ইহা ব্লগারদের পাঠ্য বইয়ের সাথে অন্তর্ভুক্ত করা হউক ;)


ব্যপক পোস্ট :) :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আমিও এই একই দাবী জানাই ! :):):)

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

জেরিফ বলেছেন: হুম , কাম কাজ তো ভালাই করেন দেখছি । পোষ্টে +++++++++

কেশের আড়ালে হারাইয়া যাবেন না , দেখে শুনে ঘ্রান নিবেন :!> :!> :!>


ওহ প্রমোট করার জন্য লাইগা ধইন্যা B:-/ B:-/

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: না না না ! কোন সমস্যা নেই ! আর হারায়া গেলেও কোন সমস্যা নাই কিন্তু ! ;);)

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

পাতি মাস্তান বলেছেন: চরম হইছে বস +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু পাতি মাস্তান !! :)

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

ইমরান হক সজীব বলেছেন: ইয়ে মানে 'স' তে তো দেখছি সত্যি একজন নামকরা ব্লগার (স্বর্ণা) আছে । ভুল বুঝনা ভাইয়া, স দিয়ে আমি নিজের নামটাই ইংগিত করেছিলাম ইয়ার্কি করে :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: কুনো চিন্তা নহে!! ফান পোষ্টে কোন সমস্যা নাই ! :)

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

একজন আরমান বলেছেন:
হাসতে হাসতে মইরা যাইতে যাইয়াও ব্রেক কইসা দিছি। =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: যাক ব্রেক দিছো ভাল !
না হলে কি হইয়া যাইতো কে জানে ! তুমি তো আবার নববিবাহিত !! ;)

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নাছির84 বলেছেন: ব্যাপক আইডিয়া.........। দারুন লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :)

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

পথহারা নাবিক বলেছেন: দুর মিয়া খুব দুঃখ পাইছি!! ভাবছিলাম প তে পথ হারা নাবিক হইবো!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আরে মিয়া আপনেরে খুজতে খুজতে পথা হারায়া ফেলছি ! ;)

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রচুর সময় এবং কষ্ট করেছেন আমাদের মনোরঞ্জনের জন্য।। ধন্যবাদতো দিতেই হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ !!

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ১০ এ ১০

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু ! :)

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

আমিই মিসিরআলি বলেছেন:




০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: আপনারেও ধন্যবাদ !! :):)

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: মাষ্টার মশাই! ইয়ে মানে এতো পড়া কেমনে মনে রাখমু? বেশি হইয়া গেছে। :(( :(( :P :P

=p~ =p~ =p~ =p~

চমৎকার! অনেক মজা পেলাম ভাই। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: আমি মাস্টার না ! আমি কেবল পুস্তক রচনা করিয়াছি !! ;);)

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ফ- তে ফিউশন ফাইভ কেন ব্লগ ছাড়িলো ?????

আই ওয়ান্ট টু নো.... X(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: আমিও জানিতে চাই !

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

চিরতার রস বলেছেন: =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: :) :) =p~ =p~

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্যাফুক পোস্ট হইছে। পিরিয়তে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :)

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

কোবিদ বলেছেন:
চমৎকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: :):):)

৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

হুমায়ুন তোরাব বলেছেন: আমার নাম কই ??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আসবে ! একবার না হলে পরের বার নিশ্চই আসবে ! :)

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

নাজিম-উদ-দৌলা বলেছেন: জটিল আইডিয়া ছিল এইটা ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

তুমি কিন্তু এখনও গল্প দিলা না !

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নাই। নাই..........
দেশে আসলে বিচার আচার বলে আর কিছুই অবশিষ্ট রইলো না। কই? আমি কই? শুধুই স্বজনপ্রীতি?

আমার লিখনীতে তামাম পৃথিবীর কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষকদের চিন্তার খোরাক হয় কপালে ভাঁজ পরে সেই আমিই নেই?






সুন্দর হয়েছে আপনার লেখাটি। ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: সব জায়গাতেই এই একই জিনিস ! ;););)

অনেক ধন্যবাদ :)

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

এরিস বলেছেন: নাইস পোস্ট।
নতুন করে আবার আদর্শলিপিতে মন দেয়ার উদ্যোগ নেয়ায় আপনাকে মাইনাস। কত কষ্ট করে ক্লাস ওয়ান টু থ্রি করে করে এদ্দুর এলাম, সেই আবার আদর্শলিপি!! খারাপ, খুব খারাপ।!! /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ইহা একটি আধুনিক ব্লগ আদর্শলিপি !!

ইহা পাঠ্য অতীব জরুরী ! ফাঁকিবাকি করিলে মোটেই হইবে না ! ;);)

৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

পলক শাহরিয়ার বলেছেন: অনেকদিন পর একটা রিয়েল ফান পোস্ট এর দেখা মিলল।চমৎকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

মুশাসি বলেছেন: সেই মজা পাইলাম অপু মাষ্টার, আপ্নে একটা জিনিস।

ম-তে কি সেইটা কেউ ভুলে ফেলে বেত দিয়ে দিবেন বারি ;) ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: না না ! আমি মোটেই মাস্টর না ! আমি কেবল পুস্তক রচনা করলাম !

পড়া ধরিবে অন্য কেউ ! আমি না ! ;);)

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

হাতীর ডিম বলেছেন: চমৎকার পোষ্ট। আশা করি সামনে ব্লগিয় ব্যাকরণ ও দেখতে পারবো :-B

হেক্টুরে আমিও মিস করি :(

ইমন ভাইয়ের মৃত্যর পর আমার ব্লগে আসা। তার পোষ্ট পড়ার পড় শুধু আফসোসই বাড়ছে। :((

সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করি। :)

অপু ভাই তোমারে স্পেশাল ধন্যবাদ আমার মত প্রাণীরে যায়গা দেয়ার জন্য। আই লাবু ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: সব কিছু বের হবে আস্তে আস্তে । কোন চিন্তা নহে !!

একটু কেবল অপেক্ষা করিতে হইবে ! :):):)

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

নিয়ামুল ইসলাম বলেছেন: ভাই দেখেন এটা আপনার লিখা না? পুরাই কপি করছে X(( X((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: তাই তো মনে হচ্ছে !! /:) /:)

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

একজন ঘূণপোকা বলেছেন:



বেশি ভালো



এক্কেরে সেইরাম :D :D :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! :):):)

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

খন্দকার আরাফাত বলেছেন: ব্যপুক ভালুলাগা =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০২

অপু তানভীর বলেছেন: :):):) ;)

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

তাসজিদ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: চরম লিখেছেন।



B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: :D :) :)

৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

এরিস বলেছেন: কালকে থেকে তিনটে মুখস্ত হয়েছে। :D
অ- তে অপু তানভীর ভালা পুলা !
ট- তে টিংকু টিংকু ব্লগিং করে !
ব- তে বটবৃক্ষ~ এর লম্বা চুল !

সব বাদ দিয়ে এই তিনটা মুখস্থ হল কেন কিজানি!! B:-/

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

অপু তানভীর বলেছেন: যাক আপাতত এই তিনটা মুখস্থ করলেই চলবে !! :)

৫৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: :p :p

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: :):)

৫৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

আমি তুমি আমরা বলেছেন: সেরা হইছে :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

৫৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



B-)) B-)) B-))

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সেইরাম ভাই সেইরাম =p~ =p~ =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

৫৮| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: খেলুম না :(( :((

আমি কই??? খেলুম না কইলাম /:) /:) /:)

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: :) :) :)
কান্না কাটি কইরা কি লাভ বলেন ! ;)

৫৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

৬০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: সেইরাম হইছে পড়া লেখা!!

এইবার ১২৩৪৫৬ এইগুলা শিখান।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

অপু তানভীর বলেছেন: আচ্ছা দেখি শুরু করা যায় নাকি ;);)

৬১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাফুক মজাক ভ্রাতা । পিলাচ লন +


ভ্রাতা আরমান কি হাচা হাচাই বিয়া কৈরা ফালাইছে ? B-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

অপু তানভীর বলেছেন: আপনে মিয়া আছেন কই ? আরমান বিয়া কইরা পোলার বাপ হইয়া যাইবো আর কয়দিন পরে আর আপনে কন হাসা নি ;););)

৬২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

আমি ইহতিব বলেছেন: মানুষের কত্ত রকম প্রতিভা থাকতে পারে তা আপনাকে দেখে টের পাই।

আদর্শলিপিতে +++

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

অপু তানভীর বলেছেন: হেহেহে :D :D :D

৬৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৮

নাসির ভাই বলেছেন: আদর্শলিপি আবার পড়তে হবে? এ দুঃখ কোথায় রাখি।

ব্যাপক মজা পেলাম। ধন্যবাদ নিবেন

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

অপু তানভীর বলেছেন: :)

৬৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

শায়মা বলেছেন: হায় হায় আমার কমেন্ট নাই কেনো????

মনে হয় তোমার উপর রাগ করেছিলাম ...... :P

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: খুব মনে আছে !

৬৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: #:-S B:-) :-B



কেনো কেনো কেনো!!!!!!!!

মনে নাই মনে নাই মনে নাই!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: #:-S 8-|

৬৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমার নাম নাই-- এইটা কিছু হয় নাই... :)

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: =p~ :D

৬৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস B-))

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.