নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সামু ব্লগে অনেক ভাল ভাল গল্পকার আছে আছে অনে ভাল কবি যারা চমৎকার গল্প লিখেন । রাজনীতি নিয়ে স্বচ্ছ ধারনা আছে কিংবা, চমৎকার ছবি তুলেন ফিচার, প্রবন্ধ লিখেন অথবা মুভি রিভিউ লিখেন এমন মানুষের সংখ্যাও কম নয় । কিন্তু একটা জিনিস এখন আর সামুতে খুব বেশি দেখা যায় না । সেটা হল পাঠক ! ভাল পাঠক ! সামুতে এখন ভাল পাঠকের সংখ্যা কমে গেছে আশংকাজনক ভাবে ! তার উপর ভাল পাঠক যে কি মন দিয়ে লেখাটা পড়বে এমন মানুষের সংখ্যা হাতে গোনা !
ভাল পাঠকের অভাবে ভাল ভাল লেখাও আসা কমে গেছে অনেক । একজন লেখক যদি অনেক কষ্ট করে একটা ব্লগ লিখেন কিন্তু সেখানে যদি ভাল পাঠক না পান কিংবা দশ পাতার একটা ব্লগে যদি কেউ মন্তব্য না করে কিংবা কেবল "ভাল হয়েছে" "প্লাস" "অসাধারন লিখেছেন" এই দুই তিন শব্দের মন্তব্য করে চলে যায় তাহলে লেখকের আসলে মন ভরে না । আরেক টা নতুন ব্লগ যে লিখবে সেই আগ্রহ সে পায় না ! অথচ যদি একটু ভাল মন্তব্য করা যায় তাহলে নতুন করে লেখার আগ্রহ পায়, কিভাবে লেখাকে আরও সম্মৃদ্ধশালী করা যায় সেই চেষ্টা করতে থাকে !
কিন্তু প্রশ্ন হচ্ছে বড় বড় পোস্ট পড়ার সময় কোথায় ? কিংবা বড় পোস্ট পড়ার আগ্রহও থাকে না সবার ! তাহলে ? এখন উপায় ?
তাহলে ভাল মন্তব্যকারী কেমন করে হবেন ? উপায় কি ?
কোন চিন্তা নাই । কিভাবে পোস্টা না পড়ে বড় বড় এবং গুরু গম্ভীর মন্তব্য করা যায় সেই উপায় বালর জন্যই আজকেই এই পোস্ট ! আসুন দেখে নেওয়া যাক কিভাবে পোস্ট না পড়েই কারও ব্লগে গুরু গম্ভীর মন্তব্য করে লেখক কে খুশি করে দিবেন !
গল্পঃ
মন্তব্য একঃ
অনেক দিন পরে একটা ভাল গল্প পড়লাম ! পড়া শুরুর প্রথম থেকেই একটা টান অনুভব করছিলাম ! একটানে পড়া শেষ না করে অন্য কোন দিকে মনযোগ দিতে পারলাম না ! এই দিক দিয়ে বলতেই হবে আপনার শব্দ চয়ন এবং শব্দের বুনন বেশ মজবুত ছিল ! তাছাড়া গল্পের কাহিনী এগিয়ে চলেছে দ্রুত গতিতে ! আমার মনে হয় যে কোন গল্পের সফলতা কিংবা পাঠক প্রিয়তা পাবার মূল যোগ্যতা হল গল্পের প্রান চঞ্চল্যতা এবং গল্পের গতি, যা আপনার গল্পে ছিল ভরপুর ! আশা করি এমন গল্প আরও পাবো ! শুভকামনা রইলো !
মন্তব্য দুইঃ
কি বলবো তানভীর ভাই (যে ব্লগারের গল্প পড়বেন তার নাম লিখবেন) এক কথায় অসাধারন লিখেছেন ! একটু পড়ছিলাম আর আমি যেন নিজের গল্পের ভিতর ঢুকে পড়ছিলাম ! পুরো দৃশ্যটা যেন আমার চোখের সামনে ভাসছিল ! এইরকম সাবলীল লেখা ইদানিং আর দেখাই যায় না সামুতে তে ! গল্পের প্লট থিম আর চরিত্র গুলো খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । এই ক্ষেত্রে আপনার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য ! এই রকম ভাল গল্প অবশ্যই আরও বেশি বেশি আসা উচিৎ সামুতে !
শুভকামনা রইলো !
কবিতাঃ
মন্তব্য একঃ
আপনার প্রতিটা লেখায় যেন একটা আলাদা মাধুর্য আছে । যতই পড়ি ততই যেন মুগ্ধ হই ! অল্প কয়েকটা শব্দ দিয়ে কিভাবে পুরো মানব মন কে আন্দলিত করে ফেলা সম্ভব তার উকৃষ্ঠ উদাহরন হল আপনার লেখা কবিতা গুলো ! (তবে লেখক যদি এই প্রথম কবিতা লিখে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা আছে, তখন এই মন্তব্য করলে ফেঁসে যেতে পারেন)
আপনার কবিতা লেখার হাত কে সালাম জানালাম ! আরও লিখতে থাকুন !
মন্তব্য দুইঃ
অন্য রকম একটা স্বাদ পেলাম ! বলতে পারেন পুরো কবিটাটুকু যেন আমি হৃদয়ের একেবারে গভীরতা দিয়ে উপলব্ধি করলাম । আরও ভাল করে বলতে হয় আপনায় লেখায় অন্য রকম একটা কিছু ছিল যা আমার মন কে নাড়া দিলো প্রবল ভাবে । কত বার কলম নিয়ে এই রকম কিছু লিখতে চেয়েছি কিন্তু শব্দ গুলো যেন কিছুতেই ধরা দেয় নি আমার কাছে । কিন্তু আপনার কলমে যা উঠে এসেছি অতি দক্ষতার সাথে !
শুভকামনা রইলো !
মন্তব্য তিনঃ
(এই ক্ষেত্রে কবিতার কয়েকটি লাইন কপি করে মন্তব্যের ঘরে তুলে দিয়ে) কবিতা টা আসলেই ভাল লেগেছে । আমার মনের কথাই যেন আপনি বলেছেন ! বিশেষ করে এই লাইন গুলো সব থেকে বেশি ভাল লেগেছে । অসাধান ! অসাধারন !
প্রবন্ধঃ
আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
সংকলন পোস্টঃ
(সংকলন কিসের সেইটা দেখার কোন দরকার নেই)
অসাধারন একটা কাজ করেছেন । বেশ কষ্টসাধ্যও বটে ! বিশেষ করে আমার মত যারা ব্লগে অনিয়মিত তাদের জন্য এমন একটা পোষ্ট খুবই দরকার । পুরো মাসের ভাল ভাল পোষ্ট গুলোর বেশির ভাগই চোখ এড়িয়ে যায় । পড়তে পাড়ি না নাগরিক ব্যস্ততার কারনে । সেখানে ব্লগে এসে সব গুলো ভাল ভাল পোষ্ট গুলো এক সাথে পড়তে পারি আপনার কিংবা আপনাদের মত উপকারী ব্লগাদের জন্য ! তাই মাসের শেষে এমন একটা সংকলনের জন্য অপেক্ষা করে থাকি ! আশা করি এই কাজটা নিয়মিত করে যাবেন ! তবে এই রকম একটা পোস্ট যদি পুরোটা পিডিএফ আকারে পাওয়া যেত তাহলে বোধ করি আরও ভাল হত !
সব শেষে পোষ্ট টি প্রিয়তে / শোকেজে / নিজ বাড়িতে নিয়ে গেলাম !
আপনাকে অশেষ ধন্যবাদ !
সমসাময়িক কোন সমস্যা নিয়ে পোস্টঃ
আপনার মুল বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি ! আমাদের মনে এখনই এইটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ ! কারন এই সমস্যাটার সমাধানের জন্য যদি এখনই আমরা পদক্ষেপ না নেই তাহলে সামনে গিয়ে আমাদের পরিবার সমাজ তথা পুরো দেশের জন্যই এটা একটা বড় সমস্যার কারন হয়ে দাড়াবে ।
এখনই সময় প্রকৃত ভাবে সচেতন হওয়ার ! এই রকম একটা গুরুত্বপূর্ন বিষয়ে পোষ্ট দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ! সামু কর্তপক্ষের কাছে পোস্ট টি স্টিকি করার আবেদন জানাই !
ঐতিহাসিক কোন ব্যক্তির জীবনীঃ
খুব চমৎকার একজনকে নিয়ে ব্লগ লিখেছেন ! প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই ! আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্বের একজন এই তানভির আলী (ঐ ব্যক্তিটির নাম) । আসলে আমাদের সবারই কত কিছুই না শেখার আছে এই মহান ব্যক্তিত্বের কাছ থেকে । তিনি কিভাবে নিজের জীবন টা অতিবাহিত করেছেন কিভাবে জীবনে প্রতিটা সময় ব্যয় করেছেন মানব সভ্যতার উন্নতির জন্য ! নিরলস পরিশ্রম করে গেছেন ! এমন একটা দিনে এমন মহান ব্যক্তিটিকে জানাই বিনম্র শ্রদ্ধা !
ছবি ব্লগঃ
অসাধারন কিছু ছবি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ! আপনার ফটগ্রাফি পেশাদার ফটোগ্রাফিকেও হার মানায় । বিশেষ করে প্রথম দিক থেকে তিন নাম্বার ছবিটা দেখে মুগ্ধ হয়েছি ! সত্যিই অসাধারন !
ভ্রমন বিষয়ক পোস্টঃ
আমাদের চারপাশটা কত সুন্দর, উপরওয়ালা আমাদের পৃথিবীটা কত চমৎকার ভাবেই না সৃষ্টি করেছেন, যার প্রতিটি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য ! আপনার পোষ্টে সেই রকম একটি চমৎকার জায়গার কথা জানতে পারলাম । আসলেই বড়ই চমৎকার ভাবে তুলে ধরেছেন তা আপনার পোস্টে ! এই রকম একটা চমৎকার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ !
অনেক দিন আগে সবার প্রিয় ব্লগার ফিফা একটা পোস্ট দিয়েছিলেন কিভাবে পোস্ট না পড়েই মন্তব্য করা যায় সেই বিষয় নিয়ে ! সেখানে তিনি কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছিল । বোধ করি সেই সতর্কতা গুলো এখানেও খানিকটা কার্যকর !
আন্দাজে মন্তব্য দেওয়ার পর ভুলেও কথা বাড়াবেন না এবং লগডইন অবস্থায় ওই পোস্টে যাবেন না। প্রয়োজনে লগঅফ করে বসে থাকবেন। যেমন "গল্পের পোষ্টের মন্তব্যের কথা ধরা যাক। পোস্টদাতা যদি ভঙ্গিটা কিরকম জিজ্ঞেস করে বসেন, কি রকম ভাল লেগেছে কোন কোন বিষয় ভাল লেগেছে, সেক্ষেত্রে শুধু শুধু বিপদে পড়ার আশঙ্কা থাকে। মোট কথা, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে চলুন। বিফলে এই পোস্টদাতা কোনোক্রমেই দায়ী নহে।
পরিশেষে এটা কেবলই একটা ফান পোস্ট । আশা করবো সবাই কেবল ফান হিসাবেই নিবেন ।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১৩
অপু তানভীর বলেছেন:
২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২১
মনিরুল হাসান বলেছেন: সামু'র আরেকটা সমস্যা - সকালে পোস্ট করার পর প্রথম পাতায় দেখি। কেউ সেখানে মন্তব্য করলো কিনা কিংবা নতুন কোনো ভালো পোস্ট হলো কিনা সেটা দেখার জন্যে যদি দুপুরে কিংবা বিকালে ব্লগে আসি; এসে দেখি নিজের পোস্ট এই অল্প সময়ের মাঝেই ৩য় বা ৪র্থ পৃষ্ঠায় চলে গেছে, পোস্টে কোনো মন্তব্যও নেই।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
অপু তানভীর বলেছেন: এর প্রধান কারন হল সামুতে এখন সবাই লেখক । সবাই চায় মানুষ তার লেখা পড়ুক এবং মন্তব্য করুক ! কিন্তু কেউ নিজে অন্যের লেখা পড়তে চায় না কিংবা মন্তব্য করতে চায় না ।
আপনি আগে নিজের অন্যের পোস্ট পড়ুন, মন্তব্য করুন দেখবেন একটা সময় মানুষ আপনার পোস্ট পড়ছে এবং মন্তব্য করছে ।
ধন্যবাদ !
৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২১
বোধহীন স্বপ্ন বলেছেন: খুব দরকারী পোস্ট!! অনেক কাজে আসবে
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
অপু তানভীর বলেছেন: অবশ্যই কাজে আসবে
৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অনেক দিন পরে একটা ভাল গল্প পড়লাম ! পড়া শুরুর প্রথম থেকেই একটা টান অনুভব করছিলাম ! একটানে পড়া শেষ না করে অন্য কোন দিকে মনযোগ দিতে পারলাম না ! এই দিক দিয়ে বলতেই হবে আপনার শব্দ চয়ন এবং শব্দের বুনন বেশ মজবুত ছিল ! তাছাড়া গল্পের কাহিনী এগিয়ে চলেছে দ্রুত গতিতে ! আমার মনে হয় যে কোন গল্পের সফলতা কিংবা পাঠক প্রিয়তা পাবার মূল যোগ্যতা হল গল্পের প্রান চঞ্চল্যতা এবং গল্পের গতি, যা আপনার গল্পে ছিল ভরপুর ! আশা করি এমন গল্প আরও পাবো ! শুভকামনা রইলো !
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩১
অপু তানভীর বলেছেন: ঐ মিয়া ধরা খাইলেন তো !
গল্প পাইলেন কই ?
৫| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
দিগন্ত নীল বলেছেন: খুব চমৎকার লিখেছেন ! প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এইরকম একটা কাজের পোস্ট দেবার জন্য !আর বলা বাহুল্য ,দিনকে দিন আপনি আমার খুব প্রিয় একজন ব্লগারে পরিণত হয়ে চলেছেন ।আসলে আমাদের সবারই কত কিছুই না শেখার আছে আপনার কাছ থেকে ।
সময়ের মূল্য কিভাবে দিতে হয় তা আপনি আমাদের পদে পদে শিখিয়ে দিচ্ছেন ।
অবশেষে অগ্নিঝরা মার্চের এমন একটা দিনে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা !শুভকামনা থাকলো ,ভালো থাকার ।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন:
৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪
পথহারা সৈকত বলেছেন: ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন:
৭| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩
হেডস্যার বলেছেন:
হা হা হা হা হা ...... ব্যাপক মজা পাইলাম )
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
অপু তানভীর বলেছেন:
৮| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
অতিক্ষুদ্র বলেছেন: এত্তবড় পোস্ট, পুরাটাই পড়লাম।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
অপু তানভীর বলেছেন: খাইছে । পুরাটা কেমনে পড়লেন !
৯| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
এন ইউ এমিল বলেছেন: পোষ্টর আকার দেইখাই ভয় পাইছি
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
অপু তানভীর বলেছেন: বড় পোস্ট দেইখা সবাই ভয় পায় !
১০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪
পিয়ার আহসান বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
পোস্টটি স্টিকি হোক।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্যটি অতি গুরুত্বের সাথে বিবেচনা করা হল
১১| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
রাসেলহাসান বলেছেন: আগে যাও সবাই একটু আধটু আগ্রহ নিয়ে পোষ্ট গুলো পড়তো। আপনার এই পোষ্ট দেখার পর থেকে কেউ তো আর মনোযোগ দিয়ে পড়বেই না।।
(এইটাও ফান বইলা ধইরা নেন। )
মজার পোষ্ট।।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২
অপু তানভীর বলেছেন: হেহেহেহেহে !
কিতা কন ? এইবার দেখবেন মানুষ কি হারে মন্তব্য দেওয়া শুরু করে অন্যের ব্লগে !
১২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
আদম_ বলেছেন: নেভার
আই উইল নেভার ডু ইট
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
অপু তানভীর বলেছেন: ইট শুড বি লাইক দ্যাট !!
১৩| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
বৃষ্টিধারা বলেছেন:
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
অপু তানভীর বলেছেন:
১৪| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮
উমার বলেছেন: ভালা বুদ্ধি
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
অপু তানভীর বলেছেন: মোটেই ভালা বুদ্ধি না
১৫| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
আরজু পনি বলেছেন:
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
অপু তানভীর বলেছেন:
১৬| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১
তাসজিদ বলেছেন: না, পুলাডা খালি শর্ট কাট খুজে।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:২০
অপু তানভীর বলেছেন: আমি মোটেই এই আইডিয়া কাজে লাগাই না !
১৭| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
নিশাত তাসনিম বলেছেন: পোস্ট না পড়ে অথবা অল্প পড়ে কি করে মন্তব্য করা যায় অথবা কি মন্তব্য করা যায় সে বিষয় নিয়ে সামুতে সর্বপ্রথম পোস্ট দিয়েছিলেন ফিউশন ফাইভ। আপনার পোস্টটি হুবহু ফিফার মতই আপনি মন্তব্য গুলোকে একটু লম্বা করেছেন আর কি
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: আপনেও দেখছি ঠিক মত পড়েন নাই
ফিফার সেই পোস্টের লিংক কিন্তু যুক্ত আছে পোস্টে !!
যদিও সেই পোস্ট দ্বারাই অনুপ্রানীত তবে ফিফার পোষ্টের সাথে কিঞ্চিৎ পার্থক্যও আছে এই পোস্টের !
১৮| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
আরজু পনি বলেছেন:
আমার আগের মন্তব্য দেখে বলুন, পোস্ট পড়েছি/পড়িনি
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: আপনে সিরিয়াস পাঠক ! আপনে ঠিকই পড়ছেন ! আমি জানি !
১৯| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:২৭
মদন বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: বাহ ! বাহ !
মনটাই ভাল হয়ে গেল এমন চমৎকার মন্তব্য পেয়ে !
২০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮
জেরিফ বলেছেন: :-< :-< :-< :-<
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন:
২১| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:০২
নীল আকাশ আর তারা বলেছেন:
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪
অপু তানভীর বলেছেন:
২২| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:০৩
নীল আকাশ আর তারা বলেছেন: এরকম করলে সামু ব্লগের নাম আর সামু থাকবেনা। এটার নাম হবে চাইনীজ ব্লগ ।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
অপু তানভীর বলেছেন: মিয়া এখন আধুনিক যুগ !
সবার তো আর আমার মত আজাইড়া বইসা থাকে না ! সবার সময়ের মূল্য আছে । তাই জনগনের সময়ের কথা চিন্তা করেই এই গুরুত্বপূর্ন পোস্ট !
২৩| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:২৯
শাকিল ১৭০৫ বলেছেন: না আপনার এত্ত বড় পোস্ট পরার টাইম কই আমার ! তাই পাইকারি মন্তব্য কইরা গেলুম
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
অপু তানভীর বলেছেন: কথা সত্য !! তুমি তো বিরাট বিজি পুলা !!
২৪| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: দারুণ বিশ্লেষণমূলক পোস্ট। চরম হাছা কথা।
আবার মজার একটি পোস্ট পাইলাম।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭
অপু তানভীর বলেছেন:
২৫| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯
বেকার সব ০০৭ বলেছেন: মাঝে মধ্যে কাজে লাগবে
পোস্ট
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২৯
অপু তানভীর বলেছেন: অতি কাজের পোস্ট
২৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬
কোজাগরী চাঁদ বলেছেন: গল্পঃ
মন্তব্য একঃ
অনেক দিন পরে একটা ভাল গল্প পড়লাম ! পড়া শুরুর প্রথম থেকেই একটা টান অনুভব করছিলাম ! একটানে পড়া শেষ না করে অন্য কোন দিকে মনযোগ দিতে পারলাম না ! এই দিক দিয়ে বলতেই হবে আপনার শব্দ চয়ন এবং শব্দের বুনন বেশ মজবুত ছিল ! তাছাড়া গল্পের কাহিনী এগিয়ে চলেছে দ্রুত গতিতে ! আমার মনে হয় যে কোন গল্পের সফলতা কিংবা পাঠক প্রিয়তা পাবার মূল যোগ্যতা হল গল্পের প্রান চঞ্চল্যতা এবং গল্পের গতি, যা আপনার গল্পে ছিল ভরপুর ! আশা করি এমন গল্প আরও পাবো ! শুভকামনা রইলো !
এক নং মন্তব্যের ( মনের আসল কথা)
কাম নাই তো খাইয়া দাইয়া তোর এই গাঁজাখুরি গপ পড়ি? পড়ার শুরু করতেই মাথা ভো ভো করতেছিলো। টান! হ্যাঁ টান বটে গাঁজার টান হইতে পারে। তবে বদখৎ শব্দ গুলা দেইখা মাথা টান এর বদলি টন কইরা উঠছে। এক টানে শেষ করে দিসি মানে এক লাইন পড়ছি। মনোযোগ না তো ঘোড়া মনোবিয়োগ হইয়া গেসে । আর যা শব্দ চয়ন বুননের ছিরি! ছ্যা ছ্যা। আর কাহিনী যে কোন দিক থেকে কোন দিকে গেলো! প্রানচঞ্চল হয়ে খাঁচা ছেড়ে পালাচ্ছিলো ভীমরি খেয়ে আর একটু হলে। এই রকম গপ মাইনসে পড়বে স্বপ্নেও এই আশা কইরেন না। যতসব...
একবার এমন একখানা পোস্ট পড়ছিলাম। পাঠকের মুখের কথা আর মনের কথা সেই মনের কথাখানা আমি লিখে দিলাম।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩০
অপু তানভীর বলেছেন: এটা ছিল আলিম আল রাজির একটা পোস্ট !!
২৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ _
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩০
অপু তানভীর বলেছেন:
২৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬
আমি সাদমান সাদিক বলেছেন:
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩১
অপু তানভীর বলেছেন:
২৯| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। অনেক কাজে লাগবে (পোস্ট কিন্তু পড়ি নাই!)
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩১
অপু তানভীর বলেছেন: এইটা কুনো কথা ? আপনার মত সিরিয়াস পাঠক যদি পোস্ট না পড়ে তাইলে যামু কই
৩০| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০১
মোঃ নুরুল আমিন বলেছেন: উপায় খুঁজতে ছিলাম, বাতলে দেয়ার জন্য ধন্যবাদ.।
(লেখা কিন্তু পুরোটাই পড়েছি)
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩২
অপু তানভীর বলেছেন: হেহহেহেহে !!
আমি তো জানি !
৩১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯
হান্টার১ বলেছেন:
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩২
অপু তানভীর বলেছেন:
৩২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুব চমৎকার। দারুন! দূর্দান্ত!!!!!! আশা করি পোষ্ট সবার কাজে আসবে।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩
অপু তানভীর বলেছেন: কি যে বলেন কাভা ভাই !
অবশ্যই এই পোস্ট সবার কাজে আসবে !
৩৩| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: আপনার মুল বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি ! আমাদের মনে এখনই এইটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ ! কারন এই সমস্যাটার সমাধানের জন্য যদি এখনই আমরা পদক্ষেপ না নেই তাহলে সামনে গিয়ে আমাদের পরিবার সমাজ তথা পুরো দেশের জন্যই এটা একটা বড় সমস্যার কারন হয়ে দাড়াবে ।
এখনই সময় প্রকৃত ভাবে সচেতন হওয়ার ! এই রকম একটা গুরুত্বপূর্ন বিষয়ে পোষ্ট দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ! সামু কর্তপক্ষের কাছে পোস্ট টি স্টিকি করার আবেদন জানাই !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩
অপু তানভীর বলেছেন: আপনে যে আমার মুল বক্তব্যের সাথে একমত হইছেন এ বিষয়ে আমিও আপনার সাথে একমত !
৩৪| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮
আমি ইহতিব বলেছেন: আপনারেও এমন একটা কমেন্টস দিবো ভাবছিলাম, দেখলাম অনেকেই তা করে ফেলেছে
সংকলন পোস্টের বেলায় একেবারে আমার মনের কথা বলে দিলেন দেখছি
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৪
অপু তানভীর বলেছেন: না মানে প্রত্যেকটা সংকলন পোস্টেই এরকম কিছু মন্তব্য চোখে পড়ে তাই আর কি
৩৫| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২০
সৌ রভ বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬
অপু তানভীর বলেছেন: অনেকেই আমার অতিগুরুত্বপূর্ন লেখার বিষয়বস্তু বুঝতে পারে না । আপনি বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ !
পরিশেষে আমিও বলতে চাই এই রকম পরিশ্রমী পোস্ট আমি আরও বেশি বেশি দিয়ে দেশ ও জাতির উপকার করার চেষ্টা করে যাবো নিয়মিত !
৩৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮
ইখতামিন বলেছেন:
কি বলবো তানভীর ভাই (যে ব্লগার গল্প পড়বেন তার নাম লিখবেন) এক কথায় অসাধারন লিখেছেন !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬
অপু তানভীর বলেছেন: ঐ মিয়া কি কও ?
৩৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০
নীল ভোমরা বলেছেন: হাঃ..হাঃ....... জশিলা পোস্ট!......... ব্লগে এই বিষয়ে এমন ফান পোস্ট মনে হয় এটাই প্রধম! ধইন্যা...ধইন্যা!
শুভকামনা!
( বলুন-তো.....পোস্ট পুরোটা পড়েছি, নাকি পড়ি নাই? )
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
না ঠিক এরকম পোস্ট এই প্রথম না ! এই রকম তবে একটু ভিন্ন টাইপের পোস্ট অনেক দিন আগে ফিউশন ফাইভ দিয়েছিল !!
আমি জানি আপনে পোস্ট পড়েছেন !!
৩৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০
মামুন রশিদ বলেছেন: কপি হউক আর মুখস্ত হউক, তাও কিছু লুকজন কমেন্টটমেন্ট করত । এই পৌস্ট পৈড়া আপনের মত সবাই কমেন্ট করা বন্ধ কৈরা দিব
(পোস্ট পড়ছি)
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮
অপু তানভীর বলেছেন: এর পর থেকে দেখবেন মানুষের মন্তব্যের ঝড় বইয়ে দিবে !
৩৯| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪
অনাহূত বলেছেন: বাহ্ বাহ্... জাতিকে এগিয়ে নিতে এই পোস্ট অগ্রণী (ব্যাংকের) ভূমিকা পালন করবে।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯
অপু তানভীর বলেছেন: অগ্রণী ব্যাংক কে ভুমিকা রাখতাছে তা আর বলার অপেক্ষা রাখে না !!
৪০| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
জানা বলেছেন:
হুমমম, ভাল পোস্ট ।
এটা একটি গুরুগম্ভীর মন্তব্য। জানিনা পোস্টদাতাকে খুশী করা গেছে কিনা ..
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪২
অপু তানভীর বলেছেন:
কোন লেখক কে খুশি করার জন্য (অন্তত আমার ক্ষেত্রে) আপনার কোন প্রকার গুরুগম্ভীর মন্তব্যের দরকার নেই ! কেবল সেই পোস্টে আপনার উপস্থিতিই সেই লেখকের জন্য যথেষ্ঠ !!
অনেক অনেক ধন্যবাদ !!
৪১| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ইখতামিন বলেছেন:
পুরো পোস্ট পড়েছি?
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৪
অপু তানভীর বলেছেন: তুমি মিয়া পুরা পোস্ট পড়ছো কি না আমারে ক্যান জিগাও ?
তবে তুমি ফাঁকিবাজ বলগার ! পুস্ট না পইড়াই কমেন্ট দিছো !
৪২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৩১
কাশেম খান বলেছেন: দুনিয়াটা এখন পুরাই টেম্পলেট এর উপরে চলে...
যেমন চাকরির জন্য সিভি, থিসিস পেপার, এসাইন্টমেন্ট...ইত্যাদি...এক সব কিছু এক রকম হয়ে যাবে
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৪
অপু তানভীর বলেছেন: এটাই তো স্বভাবিক !
এতো সময় কোথায় মানুষের কাছে বলেন !
৪৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা হা ...
বলেন তো ভাইয়া পুরা পোস্ট পরছি কিনা?
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৫
অপু তানভীর বলেছেন: মন্তব্য অতি সন্দেহ জনক ! বোঝা যাচ্ছে না পড়েছেন কি না !
৪৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৩
সাইলেন্সার ৭১ বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৬
অপু তানভীর বলেছেন: যাক আপনি খানিকটা বুঝতে যে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ
৪৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২২
উজবুক ইশতি বলেছেন: : আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭
অপু তানভীর বলেছেন: অনেকেই না বুঝেই পোস্টে কমেন্ট করে ! যাক আপনি সেই দলে না ! আপনি অতি জ্ঞানীদের একজন ! আপনাকে থেঙ্কু
৪৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২৩
উদাস কিশোর বলেছেন: কি বলবো তানভীর ভাই , এক কথায় অসাধারন লিখেছেন ! একটু পড়ছিলাম আর আমি যেন নিজের গল্পের ভিতর ঢুকে পড়ছিলাম ! পুরো দৃশ্যটা যেন আমার চোখের সামনে ভাসছিল ! এইরকম সাবলীল লেখা ইদানিং আর দেখাই যায় না সামুতে তে ! গল্পের প্লট থিম আর চরিত্র গুলো খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । এই ক্ষেত্রে আপনার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য ! এই রকম ভাল গল্প অবশ্যই আরও বেশি বেশি আসা উচিৎ সামুতে !
আপনার প্রতিটা লেখায় যেন একটা আলাদা মাধুর্য আছে । যতই পড়ি ততই যেন মুগ্ধ হই ! অল্প কয়েকটা শব্দ দিয়ে কিভাবে পুরো মানব মন কে আন্দলিত করে ফেলা সম্ভব তার উকৃষ্ঠ উদাহরন হল আপনার লেখা
শুভকামনা রইলো !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৮
অপু তানভীর বলেছেন: যাক পোস্টের ভিতরে অনেক ঢুকে রয়েছেন ! এবার আমার পোস্ট থেকে একটু বাইরে আসুন ! অন্য মানুষ গুলোও একটু ঢুকে দেখুক !!
৪৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২৬
দুরন্তু পথিক বলেছেন: সাইলেন্সার ৭১ কই এর তেলে কই ভাজলেন
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৯
অপু তানভীর বলেছেন: আরও অনেকেই আছে এই দলে !
৪৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭
টুম্পা মনি বলেছেন: অনেক ভাল্লাগ্লো। খুব সুন্দর লিখেছেন!এত ভালো কেমনে লেখেন। (আমিও পোষ্ট পড়ি নাই)
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫০
অপু তানভীর বলেছেন: ওহ !!
আপনার মন্তব্য টা মন ছুয়ে গেল ! এই রকম একটা চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ !!
৪৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৩
দিবা স্বপ্ন বলেছেন: অসাধারন পোস্ট
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫১
অপু তানভীর বলেছেন:
৫০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আদ্যোপান্ত অতি মনোযোগ সহকারে পড়লাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে একটি ধন্যবাদযোগ্য কাজ করেছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে এটি নিশ্চিতভাবেই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হবে। সন্দেহ নেই, এরূপ রচনাই হবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
সত্যি বলতে কী, অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। যতবার পড়ি ততবারই নতুন মনে হয়, নতুন নতুন রসে মন ভিজে যায়। আমি এ নিয়ে এ লেখাটি ২১ বার পড়লাম। পড় তৃপ্তি মেটে না। বহুদিন পর একটা সত্যিকড়ে উচ্চমার্গীয় লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এ ধরনের লেখা এর আগে ব্লগে আসে নি। অনবদ্য...অসাধারণ... পড়তে পড়তে চোখে পানি এসে গেলো। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয়, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। মূল বক্তবের সাথে পুরোপুরি একমত।
লেখাটিকে স্টিকি করা হোক..
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৩
অপু তানভীর বলেছেন: ওহ ! এমন চমৎকার মন্তব্য !
আমি বুঝতে পারছি এই পোস্টের মর্মউদ্ধার আপনার মত ভাল ভাবে আর কেউ করতে পারে নি ! আপনাকে এই রকম একটা কালজয়ী মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ !!
পরিশেষে আপনার লেখার সাথে সহমত ! লেখাটি স্টিকি করা হোক !
৫১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৯
হাতীর ডিম বলেছেন: সুন্দর কবিতা। এমন একটা কবিতার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। রবীন্দ্রনাথ বেচে থাকলে আপনাকে তার সাথে লাঞ্চের দাওয়াত দিতেন। সরাসরি প্রিয়তে।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৪
অপু তানভীর বলেছেন: আমার তো তাই মনে হয় ! বরীবাবু এই কবিতা পড়লে তার নোবেল খানিও আমাকে দিয়ে দিতেন !
৫২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০০
নাজিম-উদ-দৌলা বলেছেন: এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৫
অপু তানভীর বলেছেন: আমি পাঠককে উপকার দেওয়ার জন্যই এখানে বসে আছি ! পাঠক কেবল একবার আমার কাছে আসুক !
৫৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২০
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: আপনার লেখার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার এই পোস্টের জন্য কি মন্তব্য করা উচিৎ এইটা বলে দিলে ভালো হত।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৬
অপু তানভীর বলেছেন: সেইটা আপনার বিবেচনার বিষয় !! আমি কিভাবে বলবো !
৫৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৪
বেলা শেষে বলেছেন: ....but what you have writen- that is real & truth, we are showing that "I am the best Blogger!".....
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৬
অপু তানভীর বলেছেন: কথা খানিকটা সত্য !
৫৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পোস্ট না পড়েই কমেন্ট করলাম।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৬
অপু তানভীর বলেছেন: আপনার নামে ফাইন করলাম !
৫৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
বটবৃক্ষ~ বলেছেন:
এই পোস্টেও পুরো নাপরেই মন্তব্য করা যাবে খুব সহজে!
তবে আপনার গল্পএর আমি আবার বিশাল ফ্যান মানে পাংখা!! মানে এসি বলতে পারেন!!! :#> :#>
আমি কিন্তু আপনার গল্প পুরোটাই পরি!!
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৭
অপু তানভীর বলেছেন: হুম ! তা তো আমি জানিই ! কে আমার গল্প পুরা পড়ে আর পড়ে না ! আপনে না পড়লে আমার বানান ভুল কে ধরবে ? আপনে তো আমার বাংলা একাডেমির মহাপরিচালিকা !
৫৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৫
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: আপনার প্রতিটা লেখায় যেন একটা আলাদা মাধুর্য আছে । যতই পড়ি ততই যেন মুগ্ধ হই ! অল্প কয়েকটা শব্দ দিয়ে কিভাবে পুরো মানব মন কে আন্দলিত করে ফেলা সম্ভব তার উকৃষ্ঠ উদাহরন হল আপনার লেখা কবিতা গুলো ! (তবে লেখক যদি এই প্রথম কবিতা লিখে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা আছে, তখন এই মন্তব্য করলে ফেঁসে যেতে পারেন)
আপনার কবিতা লেখার হাত কে সালাম জানালাম ! আরও লিখতে থাকুন !
এই সারছে ভুল মন্তব্য করে বসলাম! আসলে আপনার লেখাটা জানি কি বিষয়ের উপর?? :-&
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮
অপু তানভীর বলেছেন: খুব সাবধান ! লেখক কিন্তু ধরে ফেলবে !
৫৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৯
চুক্কা বাঙ্গী বলেছেন: অসাম পোস্ট হইছে ভাই! সিম্পলি অসাম!! শেষে এসে নায়ক ছ্যাকা খেয়ে বিরহ সইতে না পেরে যখন আত্মহত্যা করে তখন থেইকা যে কানতেছি তো কানতেই আছি!!
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮
অপু তানভীর বলেছেন: এতো কান্দা কাটির দরকার কি ছিল ?
৫৯| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৬:৪৫
আমিই মিসিরআলি বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুব চমৎকার। দারুন! দূর্দান্ত!!!!!! আশা করি পোষ্ট সবার কাজে আসবে।
সহমত
আমার খুব প্রিয় একজন বলগার তানভির আলী
তার পোস্টে কমেন্ট না দিয়া কি থাকতে পারি
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৫৯
অপু তানভীর বলেছেন: আমি মোটেই বলগার না ! খুব সাবধান !!
৬০| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫
দি সুফি বলেছেন: অনেক সুন্দর পোষ্ট
এখনও কিন্তু পড়ি নাই। রাতে পড়ব
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯
অপু তানভীর বলেছেন: অনেক সুন্দর মন্তব্য !!
এখনও কিন্তু উত্তর দেই নি ! রাতে দিবো !
৬১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
ইখতামিন বলেছেন:
তাইলে জিগাও তো.. পোস্টের কোন জায়গায় কি আছে..? আমি উত্তর দেই...
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০১
অপু তানভীর বলেছেন: আমি নিজেই ঠিক মত পড়ি নাই । কেমনে জিগামু ? :-& :-& :-&
৬২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
মহাজাগতিক বলেছেন: আপনে তো দেখি টাচ এন্ড পাশ স্টাইলের পোস্ট দিছিন। ভাল্লাগছে। দইন্না।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
অপু তানভীর বলেছেন:
৬৩| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০১
rakibmbstu বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
০৩ রা মার্চ, ২০১৪ ভোর ৪:৩৭
অপু তানভীর বলেছেন: হুম ! দেখলেন তো কেবল আপনি আমার লেখার মুল বিষয় বস্তু বুঝতে পারছেন ! আপনেরে অসংখ্য থেঙ্কু !!
৬৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগে কিছু লিখলে বিশেষ করে গল্প এবং কবিতা , কেউ কোন সমালোচনা করে না , সবাই শুধু প্রশংসাই করে ।
আরেকটা বিষয়, সব সময় কিন্তু বড় মন্তব্য করার প্রয়োজন নাই , একটা ছোট্ট 'বাহ' কিংবা 'চমৎকার' ই অনেক সময় অনেক কিছু মিন করে ফেলে ।
০৩ রা মার্চ, ২০১৪ ভোর ৪:৪০
অপু তানভীর বলেছেন: আমার কাছে মনে হয় একজন মানুষ অনেক কষ্ট করে, অনেক তথ্য সংগ্রহ যখন কিছু লেখে তখন সেই লেখাটায় কেবল ভাল হয়েছে কিংবা চমৎকার বললে তার মন টা ঠিক ভরে না !
ভাল লেখা গুলোর প্রশংসা একটু বড় আকারে করা উচিৎ ! কিন্তু আমাদের সামুতে এখন পাঠক সংখ্যাই কমে গেছে আশংকাজনক ভাবে । বড় এবং ভাল মন্তব্য করার সময় কোথায় কারো ?
৬৫| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫
তওসীফ সাদাত বলেছেন: এই পোস্টে ক্যমানে শর্টকাট মন্তব্য করুম অপু ভাই ?
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪
অপু তানভীর বলেছেন: কোন শর্টকাট চলতো না !
৬৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
এ্যাপোলো৯০ বলেছেন: অসাধারন একটা কাজ করেছেন । বেশ কষ্টসাধ্যও বটে ! বিশেষ করে আমার মত যারা অলস তাদের জন্য এমন একটা পোষ্ট খুবই দরকার । বড় বড় পোস্ট পড়তে পাড়ি না নাগরিক ব্যস্ততার কারনে ।
সব শেষে পোষ্ট টি প্রিয়তে / শোকেজে / নিজ বাড়িতে নিয়ে গেলাম !
আপনাকে অশেষ ধন্যবাদ !
১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন:
৬৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা পোষ্ট না পড়েই মন্তব্য করেন, তারা আপনার এই পোষ্ট পড়ার পরও নিজেকে আড়াল করতে পারবেন না। কারণ কয়লা ধুলে ময়লা যায় না যে।
কিন্তু যারা সত্যিকার অর্থেই ব্লগিংটা উপভোগ করেন, তাদের যতই কু-বুদ্ধি দেয়া হোক না কেন, তারা কিন্তু ঠিকই পোষ্ট পড়ে সুন্দর গঠনমূলক কিংবা বিশ্লেষণধর্মী মন্তব্য করে যাবেন।
যদিও আপনি বলেছেন এটা ফান পোষ্ট, তবু আমি বলবো যারা মন্তব্যে ফাঁকিবাজি করেন, তাদের জন্য লজ্জার পোষ্ট পোষ্ট। তারা যদি বুদ্ধিমান হয়, তবে তারা আপনার এই পোষ্ট পড়েই বুঝে নিবে কেন আপনি এই পোষ্টটা দিয়েছেন। ঐ যে কথায় আছে না, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আশা করবো তারা আপনার পোষ্টটা পড়ে অনুধাবন করবেন এবং সৃজনশীল ব্লগিংয়ে আগ্রহী হবেন।
হাসি ঠাট্টার মধ্য দিয়ে ব্লগারদের সৃজনশীল ব্লগিংয়ে উদ্বুদ্ধ করার আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ অপু।
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
অপু তানভীর বলেছেন: আরে সর্বনাশ ! আপনে দেখি ফান পোস্টে সিরিয়াস হইয়া গেছেন !
না না !
কোন ভাবেই সিরিয়াস হওয়া চলবে না !!
তবে একটা কথা আসলেই সত্য ! আমাদের এখন কেউ পড়তে প্রস্তুত নয় ! সবাই চায় লিখতে কিন্তু অন্যের লেখা কেউ পড়তে চায় না ! এখানেই সমস্যা বেঁধে গেছে !
অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন !
৬৮| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কি বলবো তানভীর ভাই এক কথায় অসাধারন লিখেছেন!
০১ লা মে, ২০১৪ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: সব টুকু পড়েছেন তো ?
৬৯| ০১ লা মে, ২০১৪ রাত ১১:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
০১ লা মে, ২০১৪ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১০
জুন বলেছেন: অসাধারন ! :!>