নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ একদিন সামহোয়্যার ইন এর অফিস মিটিংয়ে.... ;) ;)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

সামহোয়্যারইন এর অফিসে জরুরী মিটিং বসেছে । হল রুমটাতে গোল করে কত গুলো চেয়ার সাজানো ! কিন্তু সেখানে কেবল দুজন মানুষ বসে রয়েছে গম্ভীর মুখে । একজন ব্লগ প্রতিষ্ঠাতা জানা অন্য জন মডারেটর অন্যমনস্ক শরৎ !

অনেকের আসার কথা থাকলেও এখনও কেউ এসে পৌছায় নি ! এদিকে বিরক্তি নিয়ে ব্লগার জানা নিজের মোবাইল টেপাটেপি করছে । অন্য দিকে ব্লগার শরৎ নিজের ক্যামেরা নিয়ে কিছুক্ষন পরপর ছবি তুলছে !

হঠাৎ জানা নিজের ধৈর্য্য হারিয়ে ফেললেন !

বিরক্তি নিয়ে বললেন

-এটা কোন কথা হল ! সময় দিয়েছি বিকাল চারটা ! এখন পাঁচটা বেজে গেল কারও আসার নাম নেই !

শরৎ বলল

-আরে জানা এতো অস্থির হচ্ছ কেন ? এটা আমাদের সকল ব্লগারদের একটা নিয়ম । কোন জায়গায় সময় দেওয়া থাকলে আমরা নিয়ম করে এক আধা ঘন্টা দেরি করে পৌছাই ! আর চার টা কোন সময় হল ? সন্ধ্যা হলে আমাদের আড্ডা ঠিক মত জমেও না ! বোঝোই তো । তুমি বরং আরওকিছুক্ষন মোবাইল ব্যস্ত থাকো ! আমি কয়েকটা ছবি তুলি !



আরও মিনিট ত্রিশেক পরে সবাই এসে হাজির হল !

হাজির হলেন

ব্লগার শায়মা,

ব্লগার রেজওয়ানা,

ব্লগার জুন,

ব্লার আরজুপনি

ব্লগার হাসান মাহবুব,

ব্লগার আমিনুর রহমান,

ব্লগার কান্ডারী অর্থব,

ব্লগার কাল্পনিক ভালবাসা,

ব্লগার পরিবেশ বন্ধু,



যাক আলোচনা শুরু হল !



আলোচনা শুরু আগে ব্লগার জানা বিরক্তি নিয়ে দাড়িয়ে উঠে বললেন

-আশ্চার্য সবার এতো দেরি কেন হল ? আমি কি রকম সবার আগে পৌছে গেলাম সময় মত আর আপনারা এতো দেরী করলেন কেন ?



ব্লগার শায়মা বললেন

-আর বল না আপু মনি ! বাইরে যে কি পরিমান জ্যাম ছিল, তোমাকে কি বলবো ! আমি তো মনে করেছিলাম আমি কোন দিন এখানে পৌছাতেই পারবো না ! জানো খুব মন খারাপ লাগছিল !



ব্লগার শায়মার কথা শেষ হতেই ব্লগার কাল্পনিক ভালবাসা উঠে বললেন

-আমি শায়মা আপুর সম্পূর্ন ভাবে এক মত ! আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে এই রাজধানী ঢাকাতে যারা বসবাস করে তাদের কাছে ট্রাফিক জ্যাম একটি অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক যন্ত্রনার নাম ! আমাদের এখনই এই সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ন আলোচনায় বসা উচিৎ যাতে করে আমরা আমাদের সামনের প্রজন্মকে একটি সুন্দর জ্যাম মুক্ত শহর উফার দিতে পারি ! আপনাদের সবার কি মনে হয় !



ব্লগার রেজওয়ানা বললেন

-কথা আসলেই সত্য ! একবার কি হয়েছে আমি আমার কয়েকজন বন্ধদের কে নিয়ে বের হয়েছি ঢাকার বেশ কয়েকটি পুরাতন ইমারত এবং বাড়ি ঘুড়ে দেখবো বলে মানে যেগুলোর ঐতিহাসিক মূল্য অপরিসীম ! দুপুরের দিকে বের হয়েছি কিন্তু সেই পুরানো বিল্ডিং গুলোর কাছে পৌছাতে পৌছাতে অনেক দেরি হয়ে গেল ! রাস্তায় এতো পরিমান জ্যাম ছিল কি বলবো ! গিয়ে দেখি পর্যটক সময় অতিবাহিত হয়ে গেছে । কেমন লাগে বলেন তো !



ব্লগার জানা হতাশ চোখে তাকিয়ে রইলেন সবার দিকে ! কি বিষয় নিয়ে সবার সাথে কথা বলতে চেয়েছিলেন ! আর সবাই কি নিয়ে কথা শুরু করে দিয়ে ! তিনি কথা বলার সুযোগই পাচ্ছে না !



এদিকে ব্লগার রেজওয়ানার কথা শেষ হওয়ার সাথে সাথে ব্লগার জুন বলে উঠলেন

-আরে এই রকম অভিজ্ঞতা তো আমার নিজেরও আছে ! মনে আছে সেদিনের কথা ! আমি আর আমার ছেলে বের হয়েছি লালবাগ কেল্লার চবি তুলবো বলে ! ওকে তখন নতুন ক্যামেরাটা কিনে দিয়েছি ! ব্লগে আমরা অনেক আগ্রহ নিয়ে বাসা থেকে বের হলাম ছবি তুলবো বলে !

কিন্তু রাস্তায় এতো জ্যাম ছিল ! শেষে উপায় না দেখে রাস্তা গাড়ির ছবি তুলতে লাগলো ! যখন লালবাগ কেল্লায় পৌছালাম তখন ক্যামেরার ব্যাটারির চার্য শেষ ! ক্যান ইউ বিলিভ ? চার্য শেষ !



অন্যমনস্ক শরৎ বলে উঠলেন

-ব্যাটারীর চার্য শেষ হওয়া নিয়ে আর বইলেন না ! এমন করুন অভিজ্ঞতা আমার আছে ! শুনলে সবার কাঁদতে ইচ্ছা করবে !



ব্লগার জানা আবারও বলে ঊঠলো

-ঠিক আছে ! আমাদের এখন কারো কান্না কাটির দরকার নেই ! আমরা আসল আলোচনায় ফেরৎ আসি !



ব্লগার হাসান মাহবুব বললেন

-আচ্ছা ভাল কথা মনে করেছন ! আমাদের এই নিস্পন্দ দেহ থেকে রক্ত আর অশ্রূর নোনা গন্ধ ভেসে আসছে। কৃতকর্মের দলিল হিসেবে দেহের আনাচে কানাচে ক্ষত আর আঘাতের ভূগোল বিশ্লেষন করে আমাদের সবার মনের অন্তর্নিত কথা আমাদের সবার সবাকেইকে মনদিয়ে শুনতে হবে, করতে নিগুর্হ বিচার বিবেচনা এবং বিশ্লেষন এর পরেই আমাদের কোন একটা সিদ্ধান্তে পৌছাতে হবে !



ব্লগার আরজুপনি বলল

আমার কথাটাও ঠিক এই রকমই ! আলোচনা হতে হবে নিজে মাতৃভাষা ! সেখানে কিছুতেই অন্য কোন ভাষার শব্দ প্রবেশ কিছুতেই কাম্য নয় ! আমরা তো নিশ্চই জানি আমাদের নিজেরে ভাষার পেছন কত বড় একটি আত্মত্যাগ রয়েছে ! এমন একটি ভাষার প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে এই ভাষার সম্মান আমরা কতোটুকু রক্ষা করছি তা অনেক সময়ই প্রশ্নের সম্মুখীন । সুতরাং যে আলোচনার আগে আমাদের এই বিষয়টাতে গুরুত্বপূর্ন দৃষ্টি দেওয়া উচিৎ বলে মনে করি !



ব্লগার কান্ডারী অর্থব বললেন

-সব কিছু কেবল বাইরের দিক দিয়ে দেখলেই হবে না ! আমার কাছে যে কোন সমস্যার মুলে রয়েছে এর উৎপত্তিগত সমস্যা ! যদি কোন একটি সমস্যাকে একেবারে নির্মুল করতে হয় তাহলে আমাদের কেবল তাত্ত্বিক দিক নয় এর ভেতরকার দিকও নিয়েও আলোচনা করতে হবে । তাহলেই সেই সমস্যারটার সমাধান হবে বলে মনে করি !



ব্লগার জানা আবারও হতাশা ভরা চোখে সবার দিকে তাকিয়ে রইলেন ! ব্লাগর আমিনুর রহমানের দিকে চোখ যেতে দেখলেন তিনি মিশমিচ হাসছেন !

তিনি আমিনুর রহমান কে বললেন

-কি ব্যাপার ? আপনি কিছু বললেন না ?



ব্লগার আমিনুর রহমান বললেন

-নাহ ! আমার সব পোস্ট ড্রাফট করা ! আমি কেবল দেখেই যাই ! আপাতত কিছু বলছি না !



এমন সময় ব্গার পরিবেশ বন্ধু বলে উঠলেন

-আমি তো বলতেই এসেছি !

বলতে এসেছি আমার যত কথা !

আমার কথা, তোমার কথা আর সকলের কথা !

আজই বলতে চাই হে নারী

সকল অসভ্যতাকে দিয়ে পাড়ি

শোষক বঞ্চনার শিখল ভেঙ্গে

জাগ্রত আলোকিত চেতনার সঙ্গে

নারিরা গড়িতে জানে নব সমাজ

আজকে এসেছি বলতে সকলই ভেঙ্গে লাজ



ব্লগার জানার মাথা ঘুরতে লাগলো ! তার মনে হল এখনই জ্ঞান হারাবেন ! একটু পানি খাওয়া দরকার !



এদিকে হল রুমের মাঝ খান দিয়ে একটু পরপর একটা বিড়াল দৌড়াদৌড়ি করছে ! অফিসে রুমে মাঝে বিড়াল আসলো কোথা থেকে !



খোজ নিয়ে জানা গেল আসলে সে টিংকু টিংকু ! তার আম্মু তো আসতে পারে নি তাই সে এসেছে হাজিরা দিতে ।



ব্লগার শায়মা বলে উঠলেন

-আচ্ছা আপু মনি তুমি বললেই না আমাদের কেন ডেকেছো ? বলবে না বল ?



আবার ব্লগার কাল্পনিক ভালবাসা বললেন

-এতোক্ষনে আসল কথাটাই আমরা শুনতে পেলাম না ! আমাদের সবার উচিৎ.....।



ব্লগার জানার মাথাটা এবার সত্যিই সত্যি ঘুরে উঠলো ! তিনি উল্পে মাথা ঘুরে পড়ে গেলেন ! সবাই ধরাধরি করে তাকে কাছে একটা ক্লিনিকে নিয়ে গেল ! যখন তার জ্ঞান ফিরলো ব্লগার জানা দেখলো সবাই চিন্তিত চোখে তার দিকে তাকিয়ে আছে !

-কি হয়েছিল ?

-এরকম কেন হল ?

আরও হাজারটা প্রশ্ন !

ব্লগার জানা কোন প্রশ্নের উত্তর দিলেন ! চুপচাপ ক্লিনিকের বিচানায় শুয়ে রইলেন !



একে একে সবাই বিদায় নিলে ব্লগার অন্যমনস্ক শরৎ ব্লগার জানার কাছে বলল

-আচ্ছা বলতো তুমি আমাদের কেন ডেকেছিলে ?

ব্লগার জানা বলল

-আসন্ন বিশ্বকাপ টি২০ উপলক্ষ্যে সামুর পক্ষ থেকে একটা ফ্লাশ মব তৈরি করা কথা ভাবছিলাম ! এই জন্য সবার পরামর্শ চাচ্ছিলাম !

-তাহলে বললে না কেন তখন ?



ব্লগার জানা আবারও হতাশা চোখ তাকিয়ে রইলেন !











আবারও সেই একই কথা ! পোস্টটি বানানো হয়েছে কেবল মাত্র এবং শুধু মাত্র ফান করার জন্য । আশা করি সবাই এটি ফান হিসাবে নিবেন । ধন্যবাদ !!

মন্তব্য ৬৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

বৃষ্টিধারা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

২| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

আম্মানসুরা বলেছেন: হা হা হা

সংলাপ ভালো হয়েছে!

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

ধন্যবাদ

৩| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

নোমান নমি বলেছেন: পোষ্ট ভালো হইছে

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

ধন্যবাদ নোমান ভাই !

৪| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

চিরতার রস বলেছেন: পরিবেশ বন্ধুর কবিতা ভাল্লাগছে..... B-)) B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

অপু তানভীর বলেছেন: পরিবেশ বন্ধুর কবিতার মাঝের কয়েকটি লাইন তার কবিতা থেকেই নেওয়া ;);)

৫| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২

ঘুমন্ত আমি বলেছেন: অতপর ফ্লাশ মবে দুর্দান্ত পারফামেন্স করলেন জানা,আরজু পনি, শায়মা,রেজওয়ানা,অন্যমনস্ক, মাহবুব ,তাদের পারফামেন্স দেখে সামুর সকল ব্লগার এর মাথা ঘুরে গেলো ফলাফ্ল সবাই এখন হাসপাতাল এ আহারে কি পারফামেন্স :P

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

অপু তানভীর বলেছেন: আসলেই দৃশ্য টা একটু কল্পনার করার মত । যদি আমাদের সামুর এই সকল ব্লগার গুলো মিলে একটা ফ্ল্যাস মব বানাই তো তাইলে কেমন হইতো ;)

৬| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

ডট কম ০০৯ বলেছেন: সিরাম হইছে ভাই।

আসেন সত্য কারে ফ্ল্যাস মব বানাই। :D

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

অপু তানভীর বলেছেন: সামুর পক্ষ থেকে একটা বানানোর উদ্যোগ নিলে কিন্ত খারাপ হইতো না ! ;)

কি কন ?

নাচতে পারবেন তো ;)

৭| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর সংলাপে ভালো ফান হলো।

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৮| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

শেরজা তপন বলেছেন: বেশ বেশ :) :)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

৯| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

কোবিদ বলেছেন:

ফান হলেও কথা কিন্তু সত্য!! =p~ =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: :D :D =p~ =p~
একেবারে খাটি কথা

১০| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

তার ছেড়া বলেছেন: ইজ্জত হারানোর অবস্থা ! ভাগ্যিস সামলাই নিছি । পরিবেশ বন্ধুর কোবতে ভালা পাইছি ।

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

অপু তানভীর বলেছেন: :-& :-& :-&

:D :D =p~ =p~

১১| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

ডট কম ০০৯ বলেছেন: পারুম না মানে!!

বাংগালী অন্য কিছু পারুক বা না পারুক অংগভঙ্গিতে পাকা।

হাহহাহাহহা

B-) :P

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: তাইলে আসেন একটা পরিকল্পনা হাতে নেই ! সামুর অফিসের সামনে দাড়ায়া একটা মব তৈরি কইরা ফালাই !

কি কন ? ;)

১২| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

বেকার সব ০০৭ বলেছেন: আপনি মিয়া পারেন, ব্যাপক বিনোদন পাইছি =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: :D :D :D =p~ =p~ :) :)

১৩| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

রাতুল_শাহ বলেছেন: হা হা হা.........
আচ্ছা ভাই, মিটিং এ অপু তানভীর নামের ব্লগার ভাই আসেন নাই?
তার তো কোন কথায় দেখলাম না।

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: সে আইসা কি করিবে ?
তাহার কুনো কাম নাই তাই সে আসে নাই ;);)

১৪| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

রাতুল_শাহ বলেছেন: উনি এসে অন্তত জ্যাম নিয়ে সুন্দর একটা গল্প বলতে পারতেন। এতে জানা আপু মুগ্ধ হয়ে শুনতেন। মাথা ঘুরতো না।

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক ! জ্যামে আটকে থাকা সেই সম্ভাব্য প্রেমে গল্প !
হুম ! আসলেই এই টাইপের একটা গল্প তাকে শোনানো যেতো কিন্ত ;)

১৫| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২২

রাতুল_শাহ বলেছেন: জানা আপু দাওয়াত দেন নাই। এটা আসলে ঠিক হয় নাই। তীব্র ক্ষোভ প্রকাশ করলাম ভাই।

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: হুম ! অতি দঃখের কথা ব হুত কষ্টে আছি এইটা নিয়া !

আপনার ক্ষোভ প্রকাশে কিছুটা শান্তি পাইলাম ! ;)

১৬| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিটিংয়ে পোস্টদাতা কই? :)

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

অপু তানভীর বলেছেন: পোস্টা দাতা দাওয়াত পায় নাই ;);)

১৭| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কই আমি তো এমন মিটিং এর কথা কিছুই জানি না।!!! আমাকে অগোচরে রেখে এই ধরনের মিটিং এর তীব্র প্রতিবাদ জানাই।

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: আমিও এর তীব্র প্রতিবাদ জানাই ! চলেন আজকেই সামু অফিস ঘেরাও করি !! :D :D

১৮| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: ধ্যাৎ নাচটাই তো শেখা হলোনা তোমাদের!:(

আমি শেখাবো কিন্তু......

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: হুম ! অবশ্যই সবাইকে ধরে ধরে শিখিয়ে দিবা !
সবার আগে ছেলে গুলারে শিখাবা ;);)

১৯| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: আমাদের নাচের স্কুলে ছেলেরা নাচ ভুল করলে বেত দিয়ে মাইর দিত শুক্লা দিদিমনি!

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: এখানে মাইর হইবো ! কোন কথা হবে না ! সোজা বেত দিয়া মাইর !! ;);)

২০| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

রাতুল_শাহ বলেছেন: বেত্রাঘাত, বাঁশ কঞ্চি আঘাত, কান হাত দিয়া ধরে দাঁড়ানো, ডাস্টার দিয়া পিটানো আইনত দন্ডনীয় অপরাধ।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

অপু তানভীর বলেছেন: হে হে হে ! কথা কিন্তু সত্য ! শায়মাপু সাবধান কিন্তু !!

২১| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: নাচের ক্লাসে অপরাধ নাই রাতুলভাইয়া!:)

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

অপু তানভীর বলেছেন: এই পয়েন্টও ফেলে দেওয়া যায় না ! :):):)

২২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২২

রাতুল_শাহ বলেছেন: পিঠে একখান বস্তা, ২ পায়ে দুই বস্তা দিলেই তো হবে।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

অপু তানভীর বলেছেন: বস্তা লাগায়া নাচবেন কেমনে রাতুল ভাই ? ;);)

২৩| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

দালাল০০৭০০৭ বলেছেন: অপু ভাই পুরাই জোস।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৯

রাতুল_শাহ বলেছেন: সিনেমায় কি দেখেন নাই, কিভাবে বস্তার ব্যবহার হয়। আমি সিনেমা জ্ঞান প্রয়োগ করিবো।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০

অপু তানভীর বলেছেন: সিনেমার জ্ঞান এই বাস্তবে কিছুতেই কামে আসবো না ! :P :P :P

২৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সবাই যেহেতু ফান করছে, তাই এইখানে সিরিয়াস ইস্যু টেনে সবার মজা নষ্ট না করাই ভালো। কী বলেন অপু? :P
মজার ছলেও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলা যায় বৈকি। :)
মজা চলতে থাক। সময় পেলে আবার এসে মজা নিয়ে যাবো। =p~

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

অপু তানভীর বলেছেন: হুম, মজার ছলে অনেক অনেক গুরুত্বপূর্ন কথা বলা যায় ! মজা চলতে থাকুক .....।

সময় করে আবারও আসবেন !! :):):)

২৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: :D :D

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

২৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: মজা কী এখনো আছে? নাকি ফিনিশ হইয়া গেছে? :(

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৭

অপু তানভীর বলেছেন: মজা ফিনিশ :(:(

২৮| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: :(( :((

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৯

অপু তানভীর বলেছেন: :D :D :D

২৯| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

বটবৃক্ষ~ বলেছেন:
ফ্ল্যাশ মব করা গেলে আসলেই মজা হত!
:)

ওহ ! সেখানে আই মরান কে অবশ্যি ইনভাইট করতে হবে কিন্তু! ! :#) :-B B-) B-)

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: অবশ্যই তাকে ডাকা উচিৎ । কিন্তু তিনি তো সামুতে ব্লগিং করেন না ! তাকে এখন কোথায় পাই ! ;);)

৩০| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মিটিংয়ে অপ তানভিন নামক ব্লগারকে কেন ডাকা হয় নাই !!!! সামু অপরাধ করেছে । :P :P :P


সামু ও মডারেডদের সাজা পেতে হবে!!!

আমরা এ অন্যায় মানব না!! মানব না!! :D :D :D :D



১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: অবশ্যই সাজা পেতে হবে ! কুনো ক্ষমা নাই ;);)

৩১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুর আবার অফিস আছে নাকি ? খাইছে জানতাম নাত B:-) B:-) B:-)

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৭

অপু তানভীর বলেছেন: আছে আছে অফিস আছে ! আপনে জানেন না ?
তাইলে মিটিংয়ে গেলেন ক্যামনে ? ;);)

৩২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

৩৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯

সংগ্রামী বালক বলেছেন: জটিল।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬

অপু তানভীর বলেছেন: :D :D :D :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.