নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ ব্লগার এবং ফেসবুকারদের এভারেস্ট জয়ের গল্প

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬





এভারেস্টে প্রথম কে গিয়েছে মনে আছে ?

তেনজিং আর হিলারী । কিন্তু এখন যদি তারা বেঁচে থাকতেন তাহলে তারা মনে মনে বলতে হুদাই আমরা এতো কষ্ট করে এভারেস্টে উঠেছি ! এরা কত স হজেই না এভারেস্টে উঠে পড়তেছে !

সত্যিই তাই ! আমরা এখন খুব সহজেই এভারস্টে উঠে পড়তেছি !

তো আসুন আজকে সেই এভারেস্ট বিজয়ী কিছু ব্লগারদের কথা বলি !

প্রথমেই নিজের কথা বলি ! জি ঠিকই ধরেছেন । আমি নিজেই উঠেছি সেই পাহারের মাথার উপরে !

নিচে দিলাম তার সার্টিফিকেট !





কি কেবল সার্টিফিকেটে মন ভরছে না ? তাহলে আসুন আপনাদের দেখাই সেই এভারেস্টের মাথার উপরে তোলা আমাদের গ্রুপ ছবিটা !





তো ছবিতে দেখা যাচ্ছে আমাদে চেয়ারম্যানের হাতে রয়েছে বাংলাদেশের পতাকা আমরা এটা তুলে ধরেছি ! ঠিক তার পাশেই রয়েছে আমি একটা বাঁশ নিয়ে ! গ্রুপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ছিল আমার উপর ! কেউ কিছু উল্টপাল্টা করলেই বাঁশের বাড়ি তার কপালে !

আমাদের সাথে আরও ছিল প্রিন্স হেক্টর, নিয়েল হিমু, হাতির ডিম । আর কে ছিল সেইটা তো দেখতেই পাইতেছেন !



যাক এবার দেখা যাক আর কোন কোন ব্লগার সেই এভারেস্টে উঠেছে ! এখানে নাম আসে ব্লগার অন্যমনস্ক শরৎ !

এই দেখুন তার সার্টিফিকেইট টি



কিন্তু এই সার্টিফিকেই খানা ছাড়া তিনি আর কিছুই আমাদের কে দেখাতে পারেন নি ! কোন ছবি নেই ! সুতরাং এই ক্ষেত্রে একটা সন্দেহ থেকেই যায় !



যাই হোক এই দলে আরও আছে ব্লগার একজন ঘুন পোকা ! তার সার্টিফিকেইট খানা দেখুন !





শুনতে পেলাম আরেকজন ব্লগারের কাছে নাকি এভারেস্টে ওঠার সার্টিফিকেইট আছে ! আসুন দেখে নেই ব্লগার নাবিকের সার্টিফিকেট খানা !





আপাতত এই কয়জন ব্লগারই এভারেস্টে উঠেছেন বলে প্রমান পাওয়া গেছে যাদের কাছে সার্টিফিকেইট আছে ! তবে এর পরেই কিছু কিছু মানুষ আছে যারা সার্টিফিকেইটের ধার ধারে না ! তারা ডিজিটাল যুগে কেবল ফটো তোলায় বিশ্বাসী ! আসুন এমন কিছু ছবি দেখে আসি !



এই দেখে নিন ফেসবুকার শুভ শুভ্রের চমটকার ছবি খানা যেখানে তিনি কেবল এভারেস্টেই যান নি বরং প্রথম চন্দ্র মানবের সাথে খোশ গল্পও করে এসেছেন !





এবার দেখুন খালিদ হাসান জীবনের ছবি খানা ! তিনি কেবল প্রথম বাংলাদেশীই নন বরং প্রথম মানুষ হিসাবে এভারেস্ট জয়ের দাবী করেছেন !





এরপর এভারেস্টে উঠে যোগ ব্যাম করতে দেখা গেছে ব্লগার দিকভ্রান্ত পথিন এবং খেলোয়ার রোনাল্ডকে





এর ফেসবুকার নিষ্ক্রিয় নিষ্ক্রমণকেও দেখা গেছে এভারেস্টের মাথায় বিশেষ একজন মানুষের সাথে ! তিনি অবশ্য আমাদের টিমেও ছিলেন এরশাদ কাকুকে সঙ্গী দেওয়ার জন্য !







এর পর দেখা গেছে আমাদের সবার প্রিয় সংগীত শিল্পি ইভা রহমান কে তার স্বামী মাহাফুজুর রহমানের সাথে করে ! এবং এদের সাথে সঙ্গী হয়েছেন আমাদের লুল গুরু এস আর জনি





এখন চলছে ফ্ল্যাশ মবর যুগ ! তাই এভারেস্টে চলছে একটি ফ্ল্যাশ মব তৈরির পরিকল্পনা !

আসুন দেখা যাক সেই প্রস্তুতির ছবি





এভারেস্ট জয়ী ফাহিম মোস্তাসিমের ছবি





অনেকে তো ছবি শেয়ার করেছেন ! এবার আসুন এভারেস্ট জয়ের অনুভুতি এবং অভিজ্ঞতা গুলো দেখা যাক



এভারেস্টে গিয়ে কিভাবে ভুত না মানে পেত্নীর পাল্লায় পড়েছেন সেই কথা লিখেছেন একজন এভারেস্ট জয়ী !

এভারেস্টে ও মায়াবী মেয়ে লিখেছেন মহাকুবি মিস্টু



আরও অভিজ্ঞতা পড়ুন অসঙ্গায়িত ছেলেটির কথা



Juraiz Kabir এর কথা



এস এম জুনায়েদের "আমাদের এভারেস্ট মিশন"



কি ভাবছেন এতো মানুষ চলে গেল এভারেস্ট কিন্ত আপনারা যেতে পারছেন না ? কোন চিন্তা নেই !

আমি রাস্তা বলে দিচ্ছি আজই চলে যান । নিচে ম্যাপ দিয়ে দিলাম !





গুলিস্তান থেকে ডাইরেক্ট এভারেষ্ট যাওয়ার বাস সার্ভিস চালু হয়েছে ! চাইলে এখান থেকেও যেতে পারেন





আর যদি একা একা না পরেন তবুও চিন্তা নেই ! আপনাদের কথা চিন্তা করে ব্লগার নৈঋত খুলে ফেলেছে ফেসবুক ইভেন্ট বীর বাঙ্গালী, ফটোশপ ধরো...এভারেস্ট যাবার রেকর্ড গড়ো

আপনার এভারেস্ট যাওটায়া আজই নিশ্চিত করে ফেলুন !



আপাতত এই !

যদি নিজেদের এভারেস্ট বিজয়ের কোন গল্প থাকে তাহলে এখনই পাঠিয়ে দিন আমার কাছে ! এই পোস্টে সংযুক্ত হয়ে যাবে । এবং সবার শেষে একটা কথা যে দয়া করে এটাকে কেবল একটা ফান পোস্ট হিসাবেই নিলে খুশি হব ! যদি কোন বক্তব্যে কারও মনক্ষুন্ন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না ! আমি সেটি সংশোধন করে নিবো ! সবাইকে ধন্যবাদ !

মন্তব্য ৫৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

আমিনুর রহমান বলেছেন:




এইবার থাম ! আর কতো হাসবি

=p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: যতক্ষন পর্যন্ত না আমরা সবাই আবার এভারেস্ট জয় করতেছি ততদিন পর্যন্ত চলিবে .....

আপনেও ভাবীরে নিয়া একবার ঘুইরা আসেন এভারেস্ট থেকে ;);)

২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

নৈঋত বলেছেন: এভ্রেস্ট পরী-বহনের ব্যাবস্থা কিন্তু আমি করেছি.। X((

পাওয়ার্ড বাই ফটোশপ সি এস ফোর ;)

আর ফ্ল্যাশ মবের কোরিওগ্রাফার ও আমি :#) :#) :#)

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২

অপু তানভীর বলেছেন: সকল কৃতিত্ব তো আপনেরই ! আপনে যদি ইভেন্ট না খুলতেন তাইলে তো আমরা কতজন এভ্রেস্ট বিজয়ীর নামই জানতে পারতাম না ! ;);)

ফিলাশ মব ইউটিউবে আপলোড হইবে কবে ;)

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~


শুভ শুভ্রেরটা বেশি চমিতকার হয়েছে

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: থামেন থামেন । একটু হাইসা লই!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


না। আসলেই আমরা পারি বটে!

এভারেষ্টের ইতিহাসে কি বিশ্বব্যাংকের ইতিহাসে, আমাদের খেলোয়ার কি রাজনীতিবিদ!
শিল্পী কি অভিনেতা, সরকারী চাকুরে কি আমজনতা-

সবই যেন বারুদে ঠাসা একেক মেধার গাট্টি! খালি সুযোগ আর ফাটার অপেক্ষা!
ভাগ্যবান "অতা" যেমন আগেই ফেটে আমাদের ফাটাচ্ছেন ;) =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

অপু তানভীর বলেছেন: বাঙ্গালী পারে না এমন কোন কাজই এই দুনিয়াতে নাই

=p~ =p~ =p~ =p~ =p~

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি এভারেস্ট এর টিক্কিতে বইসা ভাব নিয়ে কবিতা প্রসবের চেষ্টায় আছি, আমার মুখে চূড়ার একলা অভিমান- ভাইডি এরাম একখান প্যাকেজের জন্য তোমারে আমার কী করা লাগবে কও, ব্ল্যাঙ্ক চেক চাইলে ঠকবা, ফটোশপ এড়াইবা ক্যাম্ননে!
এরাম একটা ছবি আমার চাই! চাই! চাই!

=p~ =p~ =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: আপনি কেবল ভাব ধরা একটা ছবি পাঠায়া দেন তারপর সেই হিমালয়ে পাঠানো আমার দায়িত্ব !! ;);)

৬| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

দালাল০০৭০০৭ বলেছেন: হফগদ কফচম্ব ভাই থামেন থামেন অনেক হয়েছে । ;) =p~ =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

করিম কাকা বলেছেন: ঝমত কার।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৮| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

শাকিল ১৭০৫ বলেছেন: হ সবি বুঝলাম! ফটুশপ পারি না দেইখা ই যাইতে পারলান না থুক্কু গেছিলাম কিন্তু ফটুশপের লাইগা ই সার্টিফিক্যাট পাইলাম না !! দুক্ষু!! দুক্ষু :( :(

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: বড়ই দুঃখের ব্যাপার দেখতাছি ;)

৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

কৃষ্ণবিবর বলেছেন: পিলাচ

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: :) :) :)

১০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথম লাইনে কি লিখেছেন , হিরারি ?? ভাই আপনেও এভারেস্ট বিজয়ীর নাম পাল্টাই দিলেন?? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: প্রিন্টিং মিসটেক !

১১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৩

অণুষ বলেছেন: অপু ভাই, আমার এই কমেন্ট টা আপনার এই ফান পোস্ট বিরোধী না। অনেক ভালোলাগছে এই ফান পোস্ট টি পড়ে।
মুছা ইব্রাহিম কি সত্যি এভারেস্ট জয় করেন নি?

কস্ট করে এখান থেকে ঘুরে আসুন।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪

অপু তানভীর বলেছেন: কে কইবার পারে বলেন ? কেউ কয় জয় করছে আবার কেউ কয় করে নাই ! আমরা কই যাই !!

১২| ০২ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও যাইতাম চাই !

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫

অপু তানভীর বলেছেন: আজই টিকিট কাটো ......

১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ফটোশপ আর কাকে বলে? ধন্যবাদ, অপু তানভীর।
তবে এভারেস্টে যত মানুষই যাক, আমি কিন্তু প্রথম। হিলারিরও আগে উঠেছি। আমি আর কিসে কিসে প্রথম, তার একটা তালিকা দিলামঃ
১) আমিই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
২) আমিই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
৩) আমিই বাংলাদেশের প্রথম স্পীকার।
৪) আমিই বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা।
৫) আমিই মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ (থুক্কুরি, এইডা কী লেইখা ফালাইলাম!)

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

অপু তানভীর বলেছেন: ইয়ে মানে প্রথম ব্লগার কে ?
আপনি নাকি ? এই নামটা বিশেষ দরকার ;);)

১৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

*কুনোব্যাঙ* বলেছেন: দিকভ্রান্ত পথিকের এভারেস্টে উঠা নিয়া আমার অবজেকশন আছে। ডাইনে বাঁয়ে সামনে পিছে নানা ভাবে গবেষণা কইরা উদ্ধার করছি এইটা এভারেস্টের চূড়ার ছবি না। কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে আরেকটা বড় পাহাড় দেখা যাইতেছে। এভারেস্টে উঠলে তার পিছে আর কোন বড় পাহাড় দেখা যাওয়ার কথা না। শীঘ্রই এইটা নিয়া একটা সিরিজ পোষ্ট দেওয়ার ইচ্ছা রাখলাম।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আমারও এই নিয়া একটু কনফিউশন ছিল । কিন্তু পরে দেখা গেল তারা আসলে ছায়া দেখে যোগ ব্যায়াম করতে বসেছিল । তাই আর কি এমন হয়েছে !

কুনো চেনশন নিয়েন না ! ;);)

১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখছেন, আমিই যে বাংলাদেশের প্রথম ব্লগার, ভুলে এইডা লেখা হয় নাই। বয়স হইলে যা হয় আর কী!

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

অপু তানভীর বলেছেন: আমারও তা মনে হইতাছে আর কি ;););)

১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সাথের সঙ্গী, বিশেষত হুমো এরশাদকে দেখে, আর কোন সন্দেহ থাকলো না যে, আপনার সত্যিই এবারশেষ-এ গিয়েছেন ;)

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪

অপু তানভীর বলেছেন: সাক্ষী হিসাবে এবং আমাদের যাত্রাটা আরও বেশি বৈচিত্রপূর্ন বানাতেই তো তাকে সাথে নেওয়া !
;);)

১৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

সোহানী বলেছেন: ভাই হাসতে হাসতে তো মারা পড়লাম......... তবে এরশাদ কাকা আর তার গার্লফেন্ড রে নেয়াটা ফাটাফাটি হয়েছে তা নাহলে আপনার ট্রিপটা জমতোই না............... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: কিছু কথা থাক না গুপোনে !! ;););)

আমাদের ট্রিপের কথা বাইরের লোকজন যতকম জানবে ততই ভাল ! ;);)

১৮| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

চিরতার রস বলেছেন: এভারেস্টে উঠতে হৈলে কি টোল দেওয়া লাগে ? :-* আমি সাইকেল লইয়া উঠতে চাই। :-B :-B

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: যেহেতু সেইটা এই দেশের বাইরে সুতরাং টোলের চিন্তা করা লাগবে না ;)

১৯| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

জাহিদ ২০১০ বলেছেন: একখান কোশ্চেন___

আচ্ছা এহন যদি এরশাদ কাকুরে জিগানো হয় হেয় কি আসলেই এভারেষ্ট গেছিল কিনা তহন যদি কয় যে না আমি তো সানি আর অপুর বাহিনী নিয়া কিলিমান্জারো গেছিলাম তহন কি করবেন???

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: কুন চিন্তাই নাই ! কারন আমরা জানি কাকু মাত্রই তার বক্তব্য পরিবর্তন করে ফেলেন ! আজকা কিলিমান্জারো কইলে কাইলকেই এভারেস্ট কইয়া ফেলবো ! ;)

২০| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১

হুমায়ুন তোরাব বলেছেন: আমি কারওয়ান বাজারে গেছি কিন্তু আমার নাম আসে নাই কেন ??

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

অপু তানভীর বলেছেন: প্রমান কই ? সার্টিফিকেইট কিংবা ফটু আছ ?

২১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

আমার জীবন বলেছেন: দেখুন ভ্রাতা, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন.... আমি আসলেই বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী B-)) আমার সাথে হিলারী আর তেনজিং নামে দুইটা ভীতুর ডিম ছিলো সে সময়। সুতরাং এইটা দাবী করার কিছু নাই, ইহাই চিরন্তন সত্য। B-)

বাচ্চা পোলাপাইনেরা আজকাল ফটুশপ বেয়ে এভারেস্টে উঠতেছে ঠিকই, কিন্তু লাভ নাই :| প্রথম সবকিছুরই একটা বিশেষ আসন থাকে ইতিহাসের পাতায়।

ফটুশপ বেয়ে এভারেস্টে উঠলেই জলিল হওয়া যায়না B-))

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: আসলেই সত্য কথা ! আমি না হয় বিশ্বাস করিলাম কিন্তু তামাম পৃথিবীর মানুষকে কিভাবে বিশ্বাস করাবেন শুনি ?
জলদি প্রমান পেশ করুন !
তা না হলে সন্দেহের তীর আপনার দিকে নিক্ষেপ করা হইবেই ;)

২২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: পোলা বাইনা ধরল তার প্লেন চাই। দিতারতে পাড়লাম না। কান্নাকাডি কইরা নিজেই আমার এভারেস্ট জয়ের সার্টিফিকেট দিয়া প্লেন বানাইয়া লইল। তারপর আমার পোলা হেইডা দিয়া পার্কে খেলতাছিল। প্লেনডা জোড়ে একটা গোত্তা মাইরা কোন মিহি যে উড়াল মারল খেল্কারতারি নাই। অহন আমি সার্টিফিকেট পামু ক্যাম্নে? মাইনসেরে যদি কই আমিও এভারেস্ট বিজয়ী, বেবাকতে খালি সার্টিফিকেট খুঁজে। :(( আমি তো পুরাই ধরারে ভাই.... ক্যাম্নে কিয়ারতাম.....

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

অপু তানভীর বলেছেন: হে হে হে ! এই গল্পে কাম হইতো না ! সার্টিফিকেইট বিনে কুনো কথা বিশ্বাস করা হইবে না ! ;)

২৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩

সিফাত সারা বলেছেন: এভারেস্ট জয়ী ফাহিম মোস্তাসিমের ছবি টা কিন্তু এত্তগুলা কিউট হয়েছে B-) =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮

ফারহাননাইট্রেট বলেছেন: হা হা হা.।.।.।.।.।. ভাল লিখেছেন ভাই।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: :) :) :)

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও যেতে চাই , আমি ইয়েতি দেখতে চাই , ইয়েতির সাথে ছবি তুলতে চাই !!

কিন্তু আমার কোল্ড অ্যালার্জি তাই আর সাহস করলাম না । :( :( :(

০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৪

অপু তানভীর বলেছেন: আরে কি আশ্চার্য ! কোল্ড এলার্জির জন্য আজকাল আবার এভারেস্টে যাওয়া আটকায় নাকি ? ;);)

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: আমি শুনেছি এভারেস্টে হাগু দেওয়ার জন্য কোন টয়লেটের ব্যবস্থা নাই !!! তাই আমি চিন্তিত সবাই যেইভাবে এভারেস্ট জয় করতে যাচ্ছে তাতে করে তাদের হাগুতে এভারেস্ট এর উচ্চতা আরো বেরে যাবে :( আর আমিও এখন পর্যন্ত যাইনাই :/

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

অপু তানভীর বলেছেন: আপনি কোন চিন্তা করবেন না ! আপনা রজন্য সুসংবাদ ! চিন্তিত হইবার কুনো কারন নাই

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

সীমানা ছাড়িয়ে বলেছেন: গুলিস্তান টু এভারেস্ট। হো হো হো। হা হা হা। ভাইরে হাসি থামাইতে পারতেসি না। হো হো হো। হা হা হা।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

কাজী মাসুক বলেছেন: ব্যাপক বিনোদন... :P ;) :D :) X( :D :)

১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

অপু তানভীর বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.