নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সমস্যা হচ্ছে ?
কিছুতেই সিট ব্লগার, ইয়ে মানে হিট ব্লগার হতে পারছেন না ?
কেউ আপনার ব্লগ পড়ছে না কিংবা মন্তব্য করছে না ?
কোন চিন্তা নেই !
যদি আপনি এই সমস্যায় পড়েন তাহলে আজই হয়ে যাবে সমাধান !
আমার কথা মত কাজ করলে মোটামুটি আপনিও একজন হিট ব্লগার কিংবা সেলিব্রটি ব্লগার হয়ে যেতে পারবেন ! এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে ! বেছে নিন আপনার পছন্দ মত পদ্ধতি !
রিফ্রেসার পদ্ধতিঃ
এই জন্য আপনার দরকার গুগল ক্রম ব্রাউজার ! সেখানে অটো রিফ্রেসার বাটন সেট করে নিন ! এর পর পোস্ট দেওয়ার পরে সেই অটো রিফ্রেসার বাটন চালু করে দিন ! দেখবেন দেখতে দেখতে আপনার পোস্ট ৩০০/৪০০ বার পড়া হয়ে গেছে । আর ফেসবুকে যেমন কোন পোস্টে ৫০/৬০টা লাইক পড়ার পরেই মানুষ না পড়েই সেই পোস্টে লাইক দিয়ে দেয় তেমনি মানুষ যখন দেখবে আপনার আপনার পোস্ট ইতিমধ্যে ৪০০ বার পঠিত হয়েছে তখন তারা এমনিতেই কৌতুহল বসত একবার ঢু মারবে আপনার পোস্টে ! এই পোস্ট হিট হয়ে গেল !
সতর্কতাঃ রিফ্রেসের একটা লিমিট রাইখেন ! দেখা গেল আপনি দিন রাত মিলায়া ৩০০ এর জায়গায় ৩০০০ বানায়া ফেললেন ! তখন মানুষজন আপনার আসল বুদ্ধি ধরে ফেলতে পারে !
নিক পদ্ধতিঃ
এই পদ্ধতিও বেশ কাজের ! এখানে আপনার কাজ হবে কেবল ২০/২৫ নিক খুলবেন ! এর পর নিক গুলো জেনারেল হওয়ার অপেক্ষায় ! ব্যাস ! তারপর নিজেই পোস্ট দিবেন এবং নিজেই সেই পোস্টে মন্তব্য দিবেন ! কে আপনার পোস্টে মন্তব্য দিবে তার জন্য আপনার পোস্ট কেন পড়ে থাকবে ! ২০টা মন্তব্য সাথে আপনার ২০ টি উত্তর ! ব্যস হয়ে গেল ৪০ টা মন্তব্য !
এখানেও সেই একই কথা ! লোকজন যখন আপনার ব্লগ পোস্ট আসতে না আসতেই ৪০ টা মন্তব্য পেয়ে গেছে তখন তারাও কৌতুহল নিয়ে আপনার ব্লগে যাবে এবং পরুক কিংবা না পড়ুক কয়েকটা মন্তব্যও দিয়ে দিতে পারে !
সতর্কতাঃ অবশ্যই মন্তব্য করার ক্ষেত্রে বানানের দিকে লক্ষ্য রাখতে হবে ! কারন প্রত্যেক মন্তব্য যদি একই রকম বানান ভুল হয় তাহলে কিন্তু ফেঁসে যাবেন ! অতীতে বানান ভুলের কারনে বেশ কয়েকটা মাল্টি নিক ধরা খেয়েছে ! সুতরাং সাবধান !
ইনবক্স পদ্ধতিঃ
যদিও এই পদ্ধতি খুব বেশি কাজে আসে না ! প্রথম প্রথম কাজে আসলেও পরবর্তীতে মানুষ জন বিরক্ত হয়ে ওঠে ! সুতরাং এই পদ্ধতি খুব একটা কাজে আসবে না ! তবুও কিছু বুদ্ধি খাটাবে বেশ কিছু হিট পাওয়া সম্ভব ! যেমন যদি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সংখ্যা বিশাল হয় তাহলে কয়েক গ্রুপ করে নেন ! একটা পোস্টের লিংক এক গ্রুপকে দিবেন তারপর সেই ফ্রেন্ড গুলোকে আগামী ৫/৬টা পোস্টের কোন লিংক দিবেন না ! এভাবে ঘুরে ফিয়ে লিংক বিতরন করবেন !
সতর্কতাঃ আগেই বলে দিয়েছি একজনকে ঘন ঘন পোস্টের লিংক দিবেন না ! তাতে মানুষ জন বিরক্ত হয়ে যেতে পারে !
উপস্থিতি জানান পদ্ধতিঃ
এই পদ্ধতিতে আপনার কাজ হবে সামনে যার পোষ্টই পাবেন কেবল সেখানে ঢুকে কয়েকটা স্মাইলী দিয়ে চলে আসবেন । পোষ্ট পড়ার কোন দরকার নেই । আপনি কেবল মন্তব্যের ঘরে কয়েকটা স্মাইলি বসান এবং বেড়িয়ে আসুন । এভাবে কম করে একটা মাস সবার পোষ্টে গিয়ে এই কাজ করে আসুন দেখবে মানুষ জন আপনাকে চিনে ফেলবে ! এবং যেহেতু নিজের পোষ্টে মন্তব্য পেলে সবারই ভাল লাগে তাই আপনার ব্লগে সে অবশ্য আসা শুরু করবে !
সতর্কতাঃ তবে একটু সাবধান, জামাত, নাস্তিক পন্থী কিংবা কোন দুঃসংবাদের পোষ্টে আবার স্মাইলী দিতে যাবেন না !
মন্তব্য পদ্ধতিঃ
এই পদ্ধতি যদিও সময় সাপেক্ষ তবুও কার্যকর বটে ! এই পদ্ধতির কাজ হবে । কি করতে হবে আগে শুনুন !
প্রথমে কিছু ব্লগারকে বাছাই করুন যারা নিয়মিত ব্লগে আসে এবং যারা নিয়মিত ব্লগে পোস্ট দেয় ! এর পর তাদের ব্লগে গিয়ে মন্তব্য শুরু করে দিন ! মনে রাখতে হবে একটা পোস্ট কম করে হলেও সাত আট টা মন্তব্য করবেন !
পোস্ট যেই রকমই হোক না কেন প্রথম মন্তব্যটা হবে কেমন আছেন কিংবা কেমন চলছে এটা দিয়ে ! সেই ব্লগার নিশ্চই আপনার কেমন আছেনের উত্তর দিবে ! এরপর থেকে আরও একটি মন্তব্য করুন যা কোন ভাবেই পোস্ট রিলেটেড না ! তবে এটা লক্ষ্য রাখতে হবে যে এমন কোন প্রশ্ন করবেন না যেইটার উত্তর দিতে গিয়ে সেই ব্লগারকে বিব্রত হতে হয় !
সেই মন্তব্যের উত্তর পাওয়ার পরেই এবার পোস্ট টা একটু পড়ার চেষ্টা করেন ! তারপর বুঝেন কিংবা না বুঝেন আলোচনা শুরু করে দিন !
এভাবে পাঁচ ছয়টা মন্তব্য করার পরেই সেই ব্লগার মুখ লজ্জায় পড় হলেও আপনার ব্লগে যাবে এবং পনার পোস্টে মন্তব্য করবে !
সতর্কতাঃ গম্ভীর ব্লগার এবং নারী ব্লগারদের এড়িয়ে চলাই ভাল ! গুরু গম্ভীর ব্লগার ফাউ প্যাচাল পছন্দ করে না এবং নারী ব্লগারদের পোস্টে বেশি বেশি কমেন্ট করলে মানুষ আপনাকে লুল উপাধী দিতে দেরি করবে না !
ক্যাঁচাল পদ্ধতিঃ ব্লগে হিট হওয়ার আরেকটা উপায় হল ক্যাঁচাল করা ! আপনাকে বোঝাতে হবে যে কোন বিষয়েই আপনার জ্ঞানই সব থেকে বেশি । সামনে পিছে যার পোস্ট পাবেন সব পোস্ট গিয়ে ক্যাচাল শুরু করে দিবেন ! বিশেস করে মেয়েদের পোস্টে ক্যাচাল করতে পারলে ভাল হয় সব থেকে বেশি ! দেখবেন সেখানে অনেকেই এসে হাজির হয়ে যাবে ! কেউ কেউ আপনার পক্ষ নিবে আবার কেউ নিবে আপনার বিপক্ষ ! তবে বিপক্ষই নিবে বেশি ! যারা পক্ষ নিবে তাদের বেশির ভাগই মুখ দিয়ে কিছু বলবে না কিন্তু আপনাকে ওয়াচে রাখবে ঠিকই ! এবং যত পরিচিত হবে তত আপনার হিট বারবে !
সতর্কতাঃ খুব বেশি সতর্কতার কিছু নেই ! তবে এইটুকু লক্ষ্য রাখতে হবে মুখ দিয়ে যেন গালী না বের হয় এবং মডু জাতীয় কারও সাথে লাগতে না যাওয়াই ভাল !
সংকলন পদ্ধতিঃ মাসে একসাথে ১০/১২ টা সংকলন পোস্ট বের করে ফেলেন ! নাম গুলো এমন হবে যে সামুর সেরা ২০ ব্লগার, আমার পছন্দের গল্প, আমার পছন্দের কবিতা, আমার পছন্দের ফিচার, আমার পছন্দের রম্য, আমার পছন্দের লেখক, আমার পছন্দ লেখিকা, আমার পছন্দে ক্যাঁচাল পোস্ট সংকল ! এই টাইপের ১০/১২ সংকলন বের করে ফেলেন ! দেখবেন কয়েকটা সংকল বের করার পরেই আপনে হিট !
সতর্কতাঃ এই পদ্ধতির আবিস্কার কর্তা নোমান নমি ভাই ! তার এই পোস্ট থেকে এই পোস্ট থেকে পদ্ধতিটি সংযুক্ত
সিন্ডিকেট পদ্ধতিঃ একটা সময়ে সামুতে সিন্ডিকেটের জয়জয়কার ছিল ! বেশ কিছু বাঘা বাঘা সিন্ডিকেট ছিল সামুতে । প্রত্যকটা সিন্ডিকেটে ৫০ থেকে ২০০ টার মত নিক ছিল ! ব্যস, বানিয়ে ফেলুন নিজের একটা সিন্ডিকেট ! এরপর নিশ্চিন্তে ব্লগিং করুন ! আপনাদের আর ঠেকায় কে ? নিজেরা পোস্ট দিবেন নিজেরা মন্তব্য করবেন ! মানুষ যখন দেখবে আপনার পোস্টে ৫০+ মন্তব্য তখন এমনতিতেই একবার ঢু মেরে যাবে !
সতর্কতাঃ সিন্ডিকেটের কথা যথা সম্ভব লুকিয়ে রাখতে হবে ! তা না হলে আপনার সিন্ডিকেটের বিপরীতে অন্য সিন্ডিকেট তৈরি হতে সময় লাগবে ! অবশ্য খুব একটা চিন্তার বিষয় না ! যত ক্যাঁচাল তত হিট ।
১৮+ পদ্ধতিঃ কোন কিছু করতে হবে না । কেবল শিরোনামের শেষে ১৮+ কথাটা লিখে দেন । পাঠাক এমনিতেই কৌতুহল নিয়েই ঢুকবে ।
বিশেষ শব্দ যোগঃ এইটাও ১৮ + এর মতই । শিরোনামে বিশেষ ধরনের কিছু শব্দ যোগ করলে মানুষ এমনিতেই কৌতুহলী হয়ে ভিতরে ঢুকে পড়ে ।
সতর্কতাঃ এই ক্ষেত্রে পাঠকের গালী খাওয়ার সম্ভাবনা থেকেই যায় !
শেষ পদ্ধতিঃ এই সব ভন্ডামী বাদ দিয়ে নিজের মেধা বুদ্ধি দিয়ে পোস্ট লিখুন, দেখবেন একটা সময়ে আপনার মেধার মূল্যায়ন মানুষ ঠিকই করতেছে !
হিট ব্লগার হওয়ার আরও তিনটি পোস্টঃ
যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না ) নোমান নমি
কিভাবে হবেন একজন হিট ব্লগার? জেনে নিন, হিট হওয়ার সহজ পদ্ধতি গুলো কি কি? টিনটিন`
কীভাবে হবেন হিট ব্লগার-যুগান্তকারী আইডিয়া সমৃদ্ধ পোস্ট মুরাদ-ইচছামানুষ
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
অপু তানভীর বলেছেন:
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭
rakibmbstu বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন:
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
অপু তানভীর বলেছেন:
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
ডার্ক ম্যান বলেছেন: আপনিও কি এই সব ফর্মূলা ব্যবহার করে হিট হয়েছেন??
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
অপু তানভীর বলেছেন: আমি ভাই কুনো হিট ব্লগার না ! আমার পোস্ট টেনে টুনে এক দেড়শ বার পড়া হয় !
কেমনে হিট ব্লগার কন আমারে ?
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেষ পদ্ধতিটি বাদে সবগুলোই সেরা
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: কিন্তু শেষ টাই হল আসল পদ্ধতি !
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
নোমান নমি বলেছেন: আমি এত কিছু ফলো করলাম তবুও আমার পোষ্ট শীট স্যরি হিট হইতেছে না।কী যে করি, কই যাই, ক্যামনে কি।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন: হে হে হে ! কি যে কন না নোমান ভাই ?
৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
নোমান নমি বলেছেন: ইয়ে দুইটা কথা বলতে চাইতেছি,
সিন্ডিকেট মূলত দুই প্রকার, ১. কয়েকজন মিলে সিন্ডিকেট ২. একাই একশো সিন্ডিকেট।
কয়েকজন মিলে সিন্ডিকেট গড়ে তুলে হিট হওয়া যায়। এখানে আবার ঝামেলা আছে। সিন্ডিকেটের প্রত্যেকই হিট হইতে চায়, একলা কেউ হিট হইতে পারে না।
দ্বিতীয়টা মানে একাই একশো সিন্ডিকেটে সে একাই একটা সিন্ডিকেট, তার একশো নিক। প্রতি পোষ্টে একশোটা প্লাস, একশোটা কমেন্টস। আর বাকি যা পায় সেটাতো উপরি
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: একাই একশ সিন্ডিকেট পদ্ধতিটা অনেক টা নিক পদ্ধতির মত ! নিজের মানে ২০/২৫ টা নিক খুলে নিলেই হল ! যদি কোন পোস্টে দেখা যায় আধা ঘন্টার ভিতর ৫০ টা মন্তব্য পড়েছে তাইলে পাবলিক এমনিতেই কৌতুহল নিয়ে সেই পোস্টে একবার হলেও ঢু মারবেই ! সো পোস্ট এমনিতেই হিট ! আর কয়েকজন মিলে সিন্ডিকটে তো একটু সমস্যা হবেই !
৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
*কুনোব্যাঙ* বলেছেন: শেষ পদ্ধতিটা বাদ্দিয়া বাকীগুলা ট্রাই কইরা দেখা লাগবো
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন: হে হে হে ! দেখেন টিরাই কইরা
৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: এইডা কুনো কথা
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: এইডাই কথা !!
১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন:
১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
blogbug বলেছেন: পুস্ট ভালো লেগেছে।এই লন পিলাচ+++
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন:
১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সব ভন্ডামী বাদ দিয়ে নিজের মেধা বুদ্ধি দিয়ে পোস্ট লিখুন, দেখবেন একটা সময়ে আপনার মেধার মূল্যায়ন মানুষ ঠিকই করতেছে !
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
অপু তানভীর বলেছেন: আমার বুদ্ধি আমার উপরে এপ্লাই করলেন মনে হইলো ?
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
শায়মা বলেছেন: ভাইয়া রোজ রোজ প্রেমের গল্প লিখেও হিট হওয়া যায়...........
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: আগে একটা সময় ছিল যখন ব্লগ ছিল জমজমাট ! কিন্তু এখন আর সেই সময় নাই আপু !
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ১ নাম্বারটা ভালো লাগছে!!
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন:
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮
"কষ্টের নীল রং" বলেছেন: ওসাম বুইলেছেন গো ভাই!!
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন:
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
উড়োজাহাজ বলেছেন: একটু গুরু গম্ভীর মন্তব্য করি। মাইন্ড খাইয়েন না। একটা বুদ্ধি কাজের মনে হলো না। সব কয়টা দুই নম্বরী বুদ্ধি। আচ্ছা বলুনতো এই হিট ব্লগার হয়ে মনে কি প্রশান্তিট আসতে পারে? চটকদার, হাল্কা-পাতলা কথা বার্তা ব্লগে লিখে লাভ কি? ধরলাম আমি উপরোক্ত পদ্ধতিগুলো গ্রহণ করে খুব হিট ব্লগার হলাম, তাতে প্রকৃতপক্ষে আমার কি উন্নতি হবে? ব্লগ পোস্ট হিট না হলেও শুধুমাত্র দু'একজনের মূল্যবান এবঙ যথার্ত কমেন্টই কিন্তু প্রশান্তি এনে দিতে পারে। এমনকি সেটা সমালোচনামূলক কমেন্ট হলেও। আসলে কে যে কিসে মজা পায়! হয়তো কারে হালকা পাতলা টিপস-টুপস, সংকলন ইত্যাদি দিয়ে মানুষকে কাছে টানে, কিন্তু যারা আসে, কথার পিঠে কথা চালায় তার মূল্য কতটুকু? অযথা সময় নষ্ট নয়?
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
অপু তানভীর বলেছেন: এতো সিরিয়াস কেন ?
পোস্টার প্রথমেই কিন্তু লেখা আছে ফান পোস্ট ! আপনি নিশ্চই আশা করেন নি যে পদ্ধতি গুলো খুব কাজের হবে !
কিন্তু একটা কথা সত্যি কি একটা সময় সামতে উপরের বেশ কয়েকটা পদ্ধতি কিন্তু মানুষ ফলো করে হিট হয়েছে । এবং এখন কার অনেকেই এখনও পুরিপুরি না হলেও আংশিক ভাবে এই পদ্ধতি গুলো ফলো করে কেবল মাত্র হিট পাওয়ার জন্যই !
সামুর সাথে চলতেছি তো কম হল না মানুষ জন খুব ভাল করে চিনি আমি !
আর আমি ব্লগে আসি কেবল মাত্র সময় কাটানোর জন্য ! সময় নষ্টও বলতে পারেন ! যারা মুলত আমার ব্লগে আসে তারাও এটা খুব ভাল করেই জানে যে আমি সব সময় হালকা জিনিস নিয়ে ব্লগ পোস্ট দেই ! সবাই যদি ভারি ভারি কথা বার্তা লিখে তাইলে কেমনে চলবে বলেন ?
ভাল থাকবেন !
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
উড়োজাহাজ বলেছেন: অহহো! শেষটার কথা ভুলে গিয়েছিলাম। শেষটা এমনি স্বাভাবিক যে তা আর বলে দিতে হয় না।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
অপু তানভীর বলেছেন: আসলে এই ব্লগ পোস্টের মুল কথা টা এই শেষ লাইন টাই ! অনেক সময় জানা কথাই মানুষকে মনে করিয়ে দিতে হয় !
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
উড়োজাহাজ বলেছেন: আপনিও হিট কামানো ব্লগার, ঠিক বললাম কি?
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: যা ইচ্ছা কইতে পারেন । আমি কিছু মনে নেই না ! ব্লগে তো হিট কামাইতেই আসি ! তবে আমার পদ্ধতি ভিন্ন !
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অপু ভাই আজকাল এমনিতেই যে হিট পরতাছে (৪০.২০*)
আরও বেশি হিট চাইলে তো হিটস্ট্রোক হয়ে যাবে !!
ভালো থাকুন ।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: না চিন্তা নাই ! আমার এইখানে ঠান্ডা বাতাস দিতাছে ! হিট কমতে শুরু করেছে ।
২০| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩
আজাইরা পঁ্যাচাল বলেছেন: বাহ বাহ হিট নিয়ে তো সেইলেভেল এর টানাটানি।
আমি নতুন আমাকে এত তাড়াতাড়ি এতকিছু শিখাই দিলে তো বদহজম হএ যাবে!
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: তাইলে আস্তে আস্তে শিখেন ! সব গুলো এক সাথে শিখতে যাইয়েন না ! বদ হজম হইলে লেখক দায়ী নয় কোন ভাবেই
২১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৫
আমি অপদার্থ বলেছেন: যেমন আছি তেমনি ভালো
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
অপু তানভীর বলেছেন: অতি ভালা
২২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১
বাংলার নেতা বলেছেন: শেষ পদ্ধতিঃ এই সব ভন্ডামী বাদ দিয়ে নিজের মেধা বুদ্ধি দিয়ে পোস্ট লিখুন, দেখবেন একটা সময়ে আপনার মেধার মূল্যায়ন মানুষ ঠিকই করতেছে !
আমি এটার পক্ষে...................
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
অপু তানভীর বলেছেন: সবার এটার পক্ষ্যেই থাকা উচিৎ ! কিন্তু বাস্তবে কি এমন টা হয় ?
২৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
অপু তানভীর বলেছেন:
২৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩১
মুহম্মদ আলমগীর তৈমূর বলেছেন: সরাসরি প্রিয়তে
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
অপু তানভীর বলেছেন:
২৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৮
হাতীর ডিম বলেছেন: হিট বগার হইলে কি হয় অপু ভাই???
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬
অপু তানভীর বলেছেন: পদ্ধতি ফলো করা শুরু কর !!
২৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হিট ব্লগার কে না হতে চায়? কিন্তু আপনার শেষ কথাটিই আমি মনে প্রাণে বিশ্বাস কর অপু ভাই।
আইডিয়া দারুণ!
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
অপু তানভীর বলেছেন: আপনি মনে প্রানে বিশ্বাস করেন ! এটাইঘওয়া উচিৎ !
কিন্তু সবাই কি করে ?
২৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি শেষ পদ্ধতিটা মেনে চলি। কারণ কোন কৃত্রিম পদ্ধতিই ভালো নয়।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
অপু তানভীর বলেছেন: আপনাকে অভিনন্দন ! এমন টাই হওয়া উচিৎ সব সময়
২৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০
ক্লান্ত তীর্থ বলেছেন: কত কষ্ট করছি রে ভাই,আমার পুরনো লেখায় ২/৩ টা কমেন্টও পড়ত না।
আপনার এই বুদ্ধি আগে পাই নাই!
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
অপু তানভীর বলেছেন: এই বুদ্ধি কামে লাগায়েন না !
২৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫
এনামুল মামুন১৩০৫ বলেছেন: াইরা পেলেন ভাই
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
অপু তানভীর বলেছেন: বুঝি নাই ভাই কি কইলেন !
৩০| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
আনাড়ী নং ৪২০ বলেছেন: ১৮+ টাই ট্রাই করা উচিত
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১
অপু তানভীর বলেছেন: টিরাই কইরা দেখেন !
৩১| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯
সরল পথের পথিক বলেছেন: // শেষ পদ্ধতিঃএই সব ভন্ডামী বাদ দিয়ে নিজের মেধা বুদ্ধি দিয়ে পোস্ট লিখুন, দেখবেন একটা সময়ে আপনার মেধার মূল্যায়ন মানুষ ঠিকই করতেছে !//
এটাই ব্যাটার. . . . . .
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
অপু তানভীর বলেছেন: বেটার না ! সেইটাই বেস্ট এবং আসল !!
৩২| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮
টিকিটাম বলেছেন: ....at last you are band! & you donot understand why!
২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
অপু তানভীর বলেছেন: band ?
মানে কি গও ভাইজান ? :-& :-& :-&
৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
রিফাত ২০১০ বলেছেন: নিক পদ্ধতিঃ
এই পদ্ধতিও বেশ কাজের ! এখানে আপনার কাজ হবে কেবল ২০/২৫ নিক খুলবেন ! এর পর নিক গুলো জেনারেল হওয়ার অপেক্ষায় ! ব্যাস ! তারপর নিজেই পোস্ট দিবেন এবং নিজেই সেই পোস্টে মন্তব্য দিবেন ! কে আপনার পোস্টে মন্তব্য দিবে তার জন্য আপনার পোস্ট কেন পড়ে থাকবে ! ২০টা মন্তব্য সাথে আপনার ২০ টি উত্তর ! ব্যস হয়ে গেল ৪০ টা মন্তব্য !
এখানেও সেই একই কথা ! লোকজন যখন আপনার ব্লগ পোস্ট আসতে না আসতেই ৪০ টা মন্তব্য পেয়ে গেছে তখন তারাও কৌতুহল নিয়ে আপনার ব্লগে যাবে এবং পরুক কিংবা না পড়ুক কয়েকটা মন্তব্যও দিয়ে দিতে পারে !
এইখানে কিন্তুক ধরা খাওনের সম্ভাবনা আছে। মাল্টি ধরতে পারলে কিন্তু পিডাইয়া ভাজ কইরালামু ।
কিন্তু আগে যাগো পোস্ট হিট হইতোনা তারা এই পোস্ট পড়ে যদি প্রতি পোস্টে ২-৩ হাজার হিট লৈয়া লয় তাইলে কিন্তুক যাহা বুঝিবার তাহাই পাবলিক বুঝিয়া লইবো।
পোস্ট সিরাম হৈসে।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬
অপু তানভীর বলেছেন: এই পদ্ধতি কিন্তু আসলেই কাজে দেয় ! সত্য কইতাছি !!
৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
খন্দকার আরাফাত বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৫
অপু তানভীর বলেছেন:
৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪
নেবুলাস বলেছেন: জটিল গবেষনা ভাই।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯
অপু তানভীর বলেছেন:
৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুপুরে পড়ে, রাতে কমেন্ট করলাম।
নাহ আমাকে দিয়ে হিট ব্লগার হওয়া সম্ভব না।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
অপু তানভীর বলেছেন: হুম ! তাই তো মনে হইতাছে
৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩২
সাদা আকাশ বলেছেন: মজা পেলাম।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
অপু তানভীর বলেছেন:
৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: স্মাইলি দিয়ে গেলাম
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৬
অপু তানভীর বলেছেন:
৩৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০
জল কনা বলেছেন: ভাল ভাল অনেক পয়েন্ট দিছেন ভাইয়া!
ভাল লাগছে! ++
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫
অপু তানভীর বলেছেন:
কাজে লাগানোর মত ?
৪০| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২১
জল কনা বলেছেন: হে হে!! তা আর বলতে!
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
অপু তানভীর বলেছেন: আপনে কি আগেই জানতেন নাকি
৪১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮
জল কনা বলেছেন: কিছু-মিছু পয়েন্ট তো আপনাদের আশে-পাশে থেকে থেকে আগেই জেনেছি সে আর এমন কি!
১৮+ পদ্ধতি টা ব্যাপুক লাগছে
ভাবছি এরপর ১৮- পোস্ট লিখে দিয়ে দেখব!!
দেখি টপিকে হিট পড়ে নাকি! সব কিছু ট্রাই করে দেখা দরকার! কি বলেন! ১৮+ এ হিট পড়লে ; ১৮- এও হিট পড়া উচিত
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
অপু তানভীর বলেছেন: তা অবশ্য সত্য কথা ! একবার ট্রাই করে দেখতে পারেন !
কিন্তু সাবধান ! সামুর ব্লগার রা কিন্তু ধরে ফেলতে পারে
৪২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
জল কনা বলেছেন: হ্যহ হ্যহ হ্যহ! নাহ আমার এত শখ নাই
আমি শেষ পদ্ধতিতে বিশ্বাসী ভাই।
দুনাম্বারি কইরা হিট খাইয়া মজা নাই
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১
অপু তানভীর বলেছেন: এই টাই উচিৎ ! দুইনাম্বারি হিটের কি দরকার
৪৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩
জল কনা বলেছেন: আচ্ছা ইনবক্সে ব্যাপারটা ঠিক বুঝলাম না! এটা কি একটু বুঝায় বলা যাবে?
সামুতে এত দিন শুধু রিডারই ছিলাম, লিখছি অল্প কিছু দিন হইল! অনেক কিছু এখনো বোঝা হয়ে উঠে নাই!
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
অপু তানভীর বলেছেন: এখন তো মোটামুটি সব ব্লগাদেরই ফেসবুকে আইডি আছে । তো আপনার একটা পোস্টের লিংক আপনি সবার ইনবক্সে দিয়ে বেড়ালেন ! এইটাই হল ইনবক্স পদ্ধতি
৪৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
ধুমধাম বলেছেন: সবচেয়ে ভালো হলো, কিভাবে হিট কামাইবেন নামের একটা পোস্ট দিয়ে দেয়া, দেখবেন খালি হিট আর হিট (যেমন এইটা)
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন:
৪৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
জল কনা বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
অপু তানভীর বলেছেন:
৪৬| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৩
আমি তুমি আমরা বলেছেন: হিট পেতে চাইলে ১৮+ ই সেরা পদ্ধতি আর মন্তব্যের জন্য সিন্ডিকেট। বাকিগুলাও মোটামুটি চলে।
০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৫
অপু তানভীর বলেছেন: হা হা হা
একেবারে খাঁটি কথা
৪৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:২৫
আকিব আরিয়ান বলেছেন: আমি তো হিট ব্লগার না আমি হিট হইতে চাই, কিন্তু কোন পদ্ধতি এপ্লাই করবো বুঝতেছি না আমারে একটা পলিসি বাৎলে দেন না
০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:০৬
অপু তানভীর বলেছেন: আরে এতো গুলো হিট পদ্ধতি দিয়া দিলাম ! এতু কনফিউজ হইলে চলে নাকি ?
যে কোন একটি বেঁছে নিন
আর হ্যা ! ১০০ টেকা ফ্লেক্সি লাঠায়া দিয়েন কইলাম ! বুদ্ধি দিলাম !
৪৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৫৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমিও হিট হইবার চাই! বানায় দ্যান না আম্রে হিটেড বলগার ...
০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:০৭
অপু তানভীর বলেছেন: বেশি হিট দিয়া কি করবেন শুনি ? এখন এমনিতেই যা গরম পড়তাছে
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: থিসিসটা ভালই তো!