নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ বিয়ের কার্ড !

০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:০০





মিথিলার মনে হয়েছিল বিয়ের কার্ড টা হাতে পেয়ে নিলয় খুব চেঁচামিচি করবে ! মিথিলাকে খারাপ কথা বলবে !

কিন্তু নিলয়ের আচরন স্বভাবিক দেখে মিথিলার নিজের কাছেই কেমন অস্বাভাবিক লাগলো ! এইপরিস্থিতে কেউ এমন আচরন করতে পারে ?

বিয়ের কার্ড টা হাতে নিয়ে নিলয় বলল

-কবে ছাপালে ? দেখি তো ! উমমম ! রংটা একটু কেমন যেন মনে হচ্ছে ! আরও একটু ডিপ হলে ভাল হত !



মিথিলা খানিকটা অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে রইলো ! ছেলেটার সমস্যা কি ?

নিজের প্রেমিকার অন্যের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আর নিলয় চিন্তিত বিয়ের কার্ডের রংটা আরো একটু ডিপ হওয়া দরকার ছিল !



-তোমার কিছু বলার নেই ?

-হুম ! আছে তো ! ছেলে কি করে ?

-একটা এড ফার্ম আছে !

-ও তাই নাকি ! ক্রিয়েটিভ ! ভাল !



মিথিলার কেন জানি কষ্ট হল বেশ ! এই কষ্টের কোন কারন নেই ! নিলয়ের সাথে ওর ব্রেকআপ হয়েছে বেশ কয়েক দিন আগেই ! আজকে নিলয়কে ডেকে এনেছে কেবল এটা দেখানোর জন্য যে ওকে ছাড়াও মিথিলা অনেক ভাল আছে !

মিথিলা ভেবেছিল যে ওর বিয়ের কার্ড দেখে নিয়ল নিশ্চই কিছু একটা বলবে ! কষ্ট পাবে ! কিন্তু নিলয়ের মুখের দিকে তাকিয়ে সে রকম কিছুই মনে হচ্ছে না ! কেবল মনে হচ্ছে ছেলেটা এমন করে কিভাবে পারে ?

কিংবা কিভাবে পারলো ?



-আচ্ছা বিয়েতে কি কি আইটেম থাকবে ! খাসির রেজালা টা কর কেমন ! অনেক দিন ভাল করে খাওয়া হয় না !





মিঠিলার হঠাৎ করেই যেন অনেক বেশি কষ্ট হতে লাগলো ! মনে হল এখানে থাকা উচিৎ না ! নিলয়ের সাথে দেখা করা টা একদম উচিৎ হয় নি । সেদিনের সেই সম্পর্ক শেষ হওয়াটাই যদি ওর সাথে শেষ দেখা হত তাহলেই মনে হয় ভাল হত !





মিথিলার মনে আশা ছিল যে নিলয় নিশ্চই ওর বিয়েতে আসবে না ! কিন্তু ওকে অবাক করে দিয়ে নিলয় মিথিলার বিয়ের দিন এসে হাজির ! বন্ধু-বরপক্ষদের সাথে হাসি ঠাট্টা যেন ঐ সব থেকে বেশি বেশিই করলো !



মিথিলা কিছুতেই এটা নিতে পারছিল না ! মিথিলা চাচ্ছিল যেন নিলয় যেন চলে যায় ! ওর চোখের সামনে চলে যাক ! কিন্তু সারাটা সময় মিথিলার চোখের সামনেই নিলয় ছিল ! নিলয় ইচ্ছে করেই এমন টা করেছে ! মিথিলাকে দেখানোর জন্য যে দেখো তাকে ছাড়াও নিলয় কত ভাল আছে ! সব থেকে ভাল হত যদি অন্য কোন মেয়ে ওর গার্লফ্রেন্ড সাজিয়ে আনা যেন !

কিন্তু দিন শেষে যখন মিথিলার বিয়ের গাড়িটা গেট দিয়ে বের হয়ে গেল এক ফোটা জল যেন ওর চোখ গড়িয়ে পড়লো ! অনেক কষ্টে সেটা সবার কাছ থেকে আড়াল করে আবারও সেই হাসি মুখ টা ফেরৎ আনলো মুহর্তেই !

সে ভাল আছে ! অবশ্যই ভাল আছে ! মিথিলাকে হারিয়ে এমন কোন কিছু তার জীবন থেকে হারিয়ে যায় নি ! একজন মানুষের জন্য জীবন তো আর আটকে থাকে না ! থেমে থাকলে চলে না !

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৫:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: না সেও কষ্ট পায় নি। বরং আমার নুতন সংসার দেখতে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছিলো দেখতে।।কি বলবো একে?? জীবন থেমে থাকে না-এরচেয়ে বাস্তবতা আর কিছনেই।।

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০০

অপু তানভীর বলেছেন: কারও জন্য জীবন থেমে থাকে না ! এর থেকে বড় বাস্তবতা আর কিছু নেই !

২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৫

দিপ্২৪ বলেছেন: “জীবন থেমে থাকে না” এটা যেমন বাস্তবতা আবার একজন রাস্তার শিশু ও অতি যত্নে মায়ের কোলে বেরে ওঠা সন্তানের জীবন কি আসলেই এক রকম??? কিন্তু দেখুন দুজনই শিশু। কারটা-ই থেমে নেই।

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: হুম ! সত্যি এমনই !

৩| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯

ঢাকাবাসী বলেছেন: অতি সাদামাটা গল্প, কোন টুইষ্ট নেই!

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: হুম !

৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: দিলা তো অপু ভাই মনটা খারাপ করে.... এমনিতেই আজকে আমার মন অনেক খারাপ... এজন্যেই বলি হ্যাপি হ্যাপি গল্প লেখো। কষ্ট সব বাস্তবে থাক , আমরা গল্পে সুখি থাকব। :( :(

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: কুনো ব্যাপার নহে ! আজকে গল্প দিয়েছি আরেক টা ! আনন্দের গল্প ! :)

৫| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

নিয়ামুল ইসলাম বলেছেন: :| :|

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: :| :|

৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:০৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হ্যাপি এন্ডিং না হলে গল্প পড়ে ভাল লাগে না। :(




বাই দ্যা ওয়ে, অফ টপিকঃ আপনার পুরানো গল্পগুলো পড়তে গেলেই ফ্ল্যাশপ্লেয়ার ডাউনলোডের একটা পেজ চলে আসে আর আমার ল্যাপটপ ম্যালওয়্যার ডিটেক্টেড বলে পেজটা ব্লক করে দেয়। তখন আর কিছুতেই গল্পগুলো পড়তে পারি না। এই সমস্যার সমাধান কি বলতে পারেন? অন্য কোন পোস্টে এই সমস্যা হয় না, শুধু আপনার পুরানো গল্পগুলোতেই। :( :(

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: কিছু তবে হোন না বিষাদের গল্প !



কই আমার তো এরকম সমস্যা হয় না ! আমিও তো মাঝে মাঝে আমা রপুরানো পোস্টে যাই ! এক কাজ করেন গুগল ক্রম দিয়ে ট্রাই করেন ! :):)

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৮

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: এই রকম একটা ঘটনা হয়তো সামনে ঘটতে পারে , ঠিক সিউর না

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: ঘটলেই ভালা ! :D :D :D

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: গুগোলক্রোমই তো ইউজ করি। তাও এই অবস্থা। :(( :((

আমার অ্যাভাস্ট অ্যান্টি-ভাইরাসটাতেই মনে হয় সমস্যা। :( :(

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: তা হইতে পারে ! যদি পড়া না যায় তাহলে আমার একটা ফেসবুক পেইজ আছে ! সেখানে পুরানো গল্প গুলো আছে ! সেখান থেকে পড়তে পারেন !

৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আচ্ছা ধন্যবাদ। :)

দেখি আবার চেষ্টা করে। মাঝে মাঝে পড়া যায়। কিন্তু বেশিরভাগ সময়ই ব্লক করে দেয় পেইজ।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

অপু তানভীর বলেছেন: হুম ! এইটা আপনার এভাস্টের সমস্যা ! আমি একটু আগে ফেস করলাম একটা খেলার চ্যানেলে গিয়ে !
এভাস্ট রে দুর কইরা দেন ! :)

১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৬

তুষার মানব বলেছেন: ঠিক
একজন মানুষের জন্য জীবন তো আর আটকে থাকে না ! থেমে থাকলে চলে না !

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: হুম ! থেমে থাকলে চলে না ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.